ফরেক্স একাউন্ট, মেটাট্রেডার পাসওয়ার্ড সবই পরিবর্তন করা যয় যেকোন সময়।
Printable View
ফরেক্স একাউন্ট, মেটাট্রেডার পাসওয়ার্ড সবই পরিবর্তন করা যয় যেকোন সময়।
ফরেক্স এর ট্রেডিং অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড অবশ্যই চেইনঞ্জ করা যায় । আপনি যদি কোন কারনে আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তাহলে আপনি আপনার ইমেইল এর মাধ্যমে আপনার পাসওয়ার্ড খুজে পেতে পারেন । আমাদের সকলের ফরেক্স এর পাসওয়ার্ড গোপন রাখা উচিত । কয় এক মাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা ভালো । আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন এর জন্য কাস্টমার ম্যানেজার এর সাথে লাইভ চ্যাট এ কথা বলে চেইনঞ্জ করার সুবিধা পেতে পারেন ।
ফরেক্স মার্কেট এর একাউন্ট করেছেন কিন্তু।আপনি জানেন না কিভাভে একাউন্ট এর পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আপনার প্রফাইলে গিয়ে আপনি আপনার ফরেক্স একাউন্ট এর পাসওয়ার্ড এর পরিবর্তন করতেপারবেন তাই আপনার ইইচ্ছামত দিয়ে পরিবর্তন করতে পারেন।
ফরেক্স এর ট্রেডিং অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড চেইনঞ্জ করা যায় । এজন্য আপনাকে মেটাট্রেডারের Tools থেকে Options মেনু সিলেক্ট হবে । তারপর সেখান থেকে change এ ক্লিক করতে হবে । এবার আপনার বর্তমান পাসওয়ার্ড দিন । পরের খালি বক্সে নতুন পাসওয়ার্ড দিয়ে ওকে করুন । ব্যস আপনার পাসওয়ার্ড চেন্জ হয়ে গেলো ।
হা ফরেক্স মার্কেটের একাউন্ট আপনি ইচ্ছে করলে আপনি আপনার পাস ওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তবে আপনার একটি ইমেইল এড্রেস থাকতে হবে। কারন আপনার ইমেইলের মাধ্যমেই আপনাকে আপনার পুরাতন পাস ওয়ার্ড পরিবর্তন করতে হবে। আমিও আমার পাস ওয়ার্ড পরিবর্তন করেছি।
সব ধরনের পাসওর্য়াড ই পরিবর্তন করা যায় । পাসওর্য়াড পরিবর্তন করতে হলে আপনার একাউন্টে লগিন করুন । তারপর আপনার একাউন্ট সেটিং এ যান । ওখানে আপনার একাউন্ট সম্পর্কে বিস্তারিত দেয়া আছে । আপনার ইচ্ছেমত পরিবর্তন, সংযোজন, বিয়োজন করতে পারেন । এটা নির্ভর করবে আপনার ওপর ।
আমি মনে করি ইন্টারনেটের যেকোন ধরনের একাউন্টের জন্যই আপনার পাস ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ন ফ্যাক্ট। সেটা আপনার সোশ্যাল মিডিয়া হোক আর ইমেইল হোক কিংবা ইকোনোমিক্যাল কোন একাউন্ট হোক। আপনার নিজের নিরাপত্তার জন্য ফরেক্সের পাস ওয়ার্ড সুরক্ষিত থাকা আবশ্যক। যেহেতু এটি মানি রিলেটেড একাউন্ট। আপনার নিয়মিতই ফরেক্সের পাস ওয়ার্ড চেঞ্জ করা উচিত। ফরেক্সের পাস ওয়ার্ড অবশ্যই চেঞ্জ করা যায়।
সব কিছুর পাস্ওর্য়াড পরিবর্তন করা যায়.আপনর একাউন্ট সেটিং এ যান তাহলেই পরিবর্তন করতে পারবেন.
যেকোন বিষয়েরই পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ ।আর সেটা যদি ইকোনোমিক্যাল কোন কিছুর হয় তাহলে ত কোন কথাই নেই ।ফরেক্স এর ক্ষেত্রেও পাসওয়ার্ড চেংজ করা যায় ।আমার জানা মতে ইচ্ছামত যখন খুশি পাসওয়ার্ড চেঞ্জ করা যায় ।
আপনি যদি ফরেক্সের রিয়াল ট্রেডিং অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে বুঝিয়ে থাকেন তা হলে আমি বলব অবশ্যই আপনি চাইলে আপনার ফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। ফরেক্স ট্রেডারা তাদের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য প্রায়শই পাসওয়ার্ড পরিবর্তন করে ভিন্ন পাসওয়ার্ড সেট করে থাকে। এতে করে হ্যাকিংয়ের হাত থেকে অ্যাকাউন্টকে সুরক্ষিত করা সম্ভাব।