ফরেক্সে ইন্ডিকেটর ছাড়া কি ট্রেড করা যায় না?
Printable View
ফরেক্সে ইন্ডিকেটর ছাড়া কি ট্রেড করা যায় না?
ফরেক্স ইন্ডিকেটর আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তবে আপনাকে এই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করতে হবে । আমি বলতে চাই ইন্ডিকেটর ছাড়াও ফরেক্স মার্কেট হতে ট্রেডিং করে ভাল প্রফিট করতে পারি । ইন্ডিকেটর আপনাকে অগ্রিম সব নির্দেশনা দিয়ে থাকে। এটি আপনাকে সাহায্য করে থাকবে আর কিছু না ।
ফরেক্স ট্রেডের জন্য অনেক ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজী আছে-ইনডিকেটর বেইজড স্ট্র্যাটেজী এবং ইনডিকেটর ফ্রী স্ট্র্যাটেজী৷অনেক ধরনের লাল-নীল-সবুঝ-হলুদ বিভিন্ন ইনডিকেটর ব্যাবহার করে বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজী তৈরি করে অনেকেই ট্রেড করে থাকেন এবং প্রফিটও করে থাকেন৷তবে অনেক অভিজ্ঞ ট্রেডার ইনডিকেটর ফ্রী স্ট্র্যাটেজী দিয়ে ট্রেড করে থাকেন৷
ফরেক্স মার্কেট এ আপনি যদি ইনডিকেটর দিয়ে ট্রেড করে আপনি যদি লাভ করতে পারেন তাহলে ইনডিকেটর দিয়ে ট্রেড করে ফরেক্স মার্কেট এ বেশির ভাগ ট্রেডার ইনডিকেটর দিয়ে ট্রেড করে অনেক ডলার লাভ করছে আপনি যদি ইনডিকেটর দিয়ে ট্রেড করতে চান তাহলে আপনি ইনডিকেটর নিয়ে অনেক ট্রেডিং সিস্টেম আছে সে গুল দিয়ে ট্রেড করতে পারেন
ইন্ডিকেটর দিয়েও ট্রেড করতে পারেন আবার ইন্টিকেটর ছাড়াও ট্রেড করা সম্ভব যাকে বলা হয় প্রাইজ একশন। প্রাইজ একশন স্ট্রেটেজি শিখতে একটু সময় লাগে এবং সফলতা আসতেও সময়ের প্রয়োজন। তবে ইন্ডিকেটর দিয়েও ট্রেড করা সম্ভব তাতে সময় কম লাগে বুঝতে। তবে যেই সিস্টেমই ফলো করেন না তার সকল বিষয়ের উপর দখলে আনতে হবে তাহলে আপনি ভাল ট্রেড করতে পারবেন। এখন একমাস একটি সিস্টেম ব্যবহার করার পর যদি ভাল রেজাল্ট না পান সাথে সাথে সেটা পরিবর্তন করে অন্য সিস্টেম নিবেন তো ভূল করবেন তাতে আপনার শুধু সময় নষ্ট হবে। একটি সিস্টেম অন্তত ৬ মাস ব্যবহার করার পর বুঝতে হবে আসলে এটি কতটুকু কার্যকর তাহলেই হল।
ফরেক্স ট্রেডিং ইন্ডিকেটর আপনাকে অগ্রিম সব নির্দেশনা দিয়ে থাকে। এটি আপনাকে সাহায্য করে থাকবে আর কিছু না ।তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ সকলের উচিত ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করা।এতে করে ট্রেডারের লাভ করবেন।
ইন্ডিগেটর হল মার্কেট সম্পর্কে একটি ধারনা দেয় মার্কেট কোন দিকে যেতে পারে মার্কেট অ্যানালাইসিসের জন্য ইন্ডিগেটর ব্যাবহার করা ভাল কিন্তু অভিঙ্গতার কাছ কোন ইন্ডিগেটর কাজে আসেনা।
এইসব ইন্ডিকেটর আসলেই ঝুঁকিপূর্ণ বলে আমি মনে করি। এগুলো বিজনেস।যারা এই ইন্ডিকেটর দিয়ে থাকে তারা কি সঠিক পথ দেখাচ্ছে তার কোন গ্যরান্টি নাই। আমি মনে করি সবথেকে ভাল ও বেটার অপশন হল নিজে এনালাইসিস করে ট্রেড করা এতে নিজের ও জ্ঞান বিস্তার হবে এবং সফলতার হারটাও বেশি থাকবে। অন্যের দেয়া ডিরেকশন সবসময় সঠিক হবে তা কিন্তু নয়। তাই আত্মনির্ভরশীল হয়ে নিজেই কিছু করাটাকে আমি প্রাধান্য দেব।
ফরেক্স মার্কেট ট্রেডিং প্ল্যাটফর্ম এ অনেক ধরনের ইন্ডিকেটর দেওয়া থাকে তাছাড়া অনলাইন এ অনেক পেইড ইন্ডিকেটর পাওয়া যাই।কিন্তু আমি কোন ইন্ডিকেটর এ বিশ্বাস করি না কারণ বেশিভাগ ইন্ডিকেটর ভুল ইনফরমেশন দিয়ে থাকে তাই ব্যালেন্স হারানোর ভয় থাকে।আমি ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করিনা।
ফরেক্স ইনডিকেটরের কাজ হচ্ছে আপনাকে ট্রেন্ড সম্পর্কে ইঙ্গিত দেওয়া। আমাদের চার্টে ভিবিন্ন ধারনের ইনডিকেটর লাগাই যাতে আমরা ট্রেন্ড কোন দিকে যাবে তার সম্পর্কে ধারনা পেতে পারি। এর উপর ভিত্তি করে আমরা ট্রেড নিয়ে থাকি। তবে ইনডিকেটর যে সব সময় আমাদের সঠিক নির্দেশনা দিবে তা কিন্তু নয়। যদি এমন হত তাহলে কেউ ফরেক্স ট্রেডিং এ লস করত না সাবই প্রফিট করত। এখানে আমাদের যা করতে হবে সেটি হল ইনডিকেটর দেখে আরো কিছু টেকনিক্যাল আনাল্যসিস করে যদি দেখেন যে ট্রেড এবং আপনার আনাল্যসিস ঠিক একই কথা বলছে তাহলে আপনি সে অনুযায়ী ট্রেড নিতে পারেন।
অনেকে আছে যারা অভিযোগ করে যে তারা ইনডিকেটর দিয়ে ভাল ফলাফল পাচ্ছে না সেক্ষেত্রে আমি বলব যে সঠিক ইনডিকেটর ব্যবহার করতে। ফরেক্স মার্কেটে হাজার হাজার ইনডিকেটর রয়েছে যার মধ্যে শুধু ১০-২০% ইনডিকেটর কাজে লাগে আর বাকি সব ইনডিকেটর তেমন কোন কাজে আসে না। আমি গুরুত্বপূর্ণ কিছু ইনডিকেটর লিস্ট আপনাদের সাথে শেয়ার করছি এখানে বাংলায় দেওয়া আছে - https://www.instaforex.com/bd/forex_indicators.php