-
আমি এখনও তেমন ভাবে কাউকেই জানাই নাই।তবে আমি আমার কাছের কিছু বন্ধুদেরকে ফরেক্স সমন্ধে জানিয়েছিলাম।তবে আমি এখন ফোরাম সাইডে ফরেক্স সমন্ধে আলোচনা করতেছি।তবে আমি যখন প্রফেশনাল ভাবে ফরেক্স করব তখন বিজ্ঞাপন দিয়ে একটি ফরেক্স প্রশিক্ষন দেয়ার জন্য ট্রেনিং সেন্টার দিব।ধন্যবাদ
-
আমি এখনও ফরেক্স ট্রেডিং সম্পর্কে কাউকে জানাইনি । আমি নিজেই ভাল লাভ করতে পরতেছি না তাই অন্য কাউকে জানানোর প্রয়োজনীয়তা মনে করছি না । ফরেক্স ট্রেডিং এ যেদিন ভাল লাভ করতে পারব সেদিন অন্য কাউকে জানাব ।
-
আমি ফরেক্স মার্কেট এ নতুন । ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা আসে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে । ফরেক্স মার্কেট এ আমি এখনও শিক্ষানবিশ । বড় ভাই অনেক লস করলেও এখন ফরেক্স মার্কেট থেকে প্রচুর টাকা আয় করছে । তাই আমিও আমার বড় ভাইয়ের মত সফল হলে আমার অভিজ্ঞতা আমার বন্ধুদের সাথে শেয়ার করব ।
-
ফরেক্স সমন্ধে আমি আমার আত্নীয় স্বজন সবার সাথে এ ব্যাপারে আলোচনা করেছি । তারা আমাকে বলেছে ,তারা ও এ কাজ করবে বলে আশা দিয়েছে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ফরেক্স মার্কেটের দক্ষতাবান হওয়ার চেষ্টা করব ।
-
আমি আমার সব বন্দুকে ফরেক্স মার্কেট সম্পর্কে বলেছি।তারা এখন প্রাই সবাই ফরেক্স মার্কেট এ ট্রেড করতেচে।আমি তাদের কে এমন ভাবে বলেছি যে তারা আমার উপর আস্তা না রেখে ফরেক্স মার্কেট এর উপর আস্তা রেখে ট্রেড করতেচে।আমি ২ বছর ধরে ফরেক্স মার্কেট এ ট্রেড করতেছি।তাই আমি ফরেক্স মার্কেট সম্পর্কে মোটামুটি ভালো জানি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য প্রাই তিন মাস দরে প্রশিক্ষণ নিয়েছি।আমার দেখা দেখার আমার অনেক বন্দু ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করছে।
-
আমি ফরে্েস নতুন। *খুব বেশি দিন হয়নি আমি ফরেক্স সম্পর্কে জানি। তবে এই অল্প দিনের মধ্যেই আমি ফরেক্স সম্পর্কে ভাল একটা ধারনা লাভ করেছি। আমি ফরেক্স নিয়ে আমার আসেফাসের বন্ধুদের সাথে শেয়ার করেীছ এবং তারা ও ফরেক্স করতে আগ্রহী হচ্ছে। আমার কিছু বন্ধু ও ফরেক্স বাংলা ফোরামে পোস্ট করতেছে।
-
ফরেক্স মার্কেটে আমি একদম নতুন । আমি ডেমো এ্যাকাউন্ট এ ট্রেড করছি এবং কিভাবে ট্রেড করলে রিয়াল এ্যাকাউন্ট এ লস হবে না বরং লাভ হবে তা শিখছি । তবে ফরেক্স মার্কেট সম্পর্কে আমি আমার কয়েকটি বন্ধুকে জানাইছি । ওরা পর্যবেক্ষণ করে আমাকে ফরেক্স এর সাথে লেগে থাকতে বলেছে ।
-
ফরেক্স ট্রেডিং একটা লাভজনক ব্যবসায়। এই ফরেক্স সম্পর্কে আমার পরিচিত ককয়েকজন কে বলেছি কিন্তু যেহেতু আমি নিজে এখনো দক্ষ ও সফল হতে পারিনি অর্থাৎ এখনও লস রিকোভার করে , প্রফিট করতে পারিনি ।তাই ফরেক্স এর সুবিধা ও সুফল তাদেরকে বুঝাতে পারিনি।
-
আমি ফরেক্স এ নতুন এসেছি, আমার বন্ধুর সাহায্যে। আমি আমার বাকি সব বন্ধুদেরকে বলেছি। আমি চাই আমার নিকটবর্তী যারা আছে তাদের ফরেক্স সম্পর্কে বুঝাতে। তারা ফরেক্স এ আসলে আমার সাথে ফরেক্স নিয়ে আলোচনা করলে এবং কেউ শিখতে পারলে আমার ভাল লাগে।
-
আমি নিজেই নতুন তাই কাউকে এখনও শিখাই নি ।আমার ইচ্ছে যখন আমি ভাল ট্রেডার হব তখন আমার ছোট ভাইকে ও বন্ধুদেরকে শিখাব ।