-
আমি আসলে ফরেক্স ফোরামে আমি সম্পূর্ণ নতুন একজন মেম্বার ও ট্রেডার । তাই আমি এখনো আয় শুরু করতে পারি নি । আমি মনে করি যে একজন ট্রেডারের বিশেষ করে নতুন ট্রেডারের আয় নিয়ে প্রথমে তাড়াহুড়ো কিংবা অস্থির হওয়ার কোন কারণ নেই । কারণ আমি নিজে এর ভুক্তভোগী । তাই আমি মনে করি যে কিছু দিন লেগে থাকলে অবশ্যেই সফলতা আসবে । আর এই জগতে অনেক বার হয়বা আমরা স্রোতের বিপরীতে হাটব । তাই আমাদের উচিত হবে যেন সবসময় নিজের দৃঢ় মনোবলকে আকড়ে ধরা ।
-
না আমি নিয়মিত আয় করতে পারছি না । বর্তমানে আমি নতুন একটি ট্রেডিং স্ট্রাটিজি নিয়ে কাজ করছি । আশা করি সফল হতে পারলে নিয়মিত আয় করতে পারব । আমার স্ট্রাটিজি এবং ট্রেডিং প্ল্যান সেই সাথে সাথে যথাযথ মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করার খুব ইচ্ছা আছে । আশা করি ভবিষৎতে আরও সফল হতে পারব ।
-
ফরেক্স হল একটি আন্তজাতিক মানের ব্যবসা। এখানে টিকে থাকতে হলে ফরেক্স সম্পর্কে প্রচুর পরিমানে জানতে হবে। একজন ভালো ট্রেডারের পক্ষেই সম্ভব মার্কেটে টিকে থাকতে। মানি ম্যানেজম্যন্ট এবং মার্কেট অ্যনালাইসিস সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে তবে এখানে আপনি সফল।।।
-
আমি যখন ফরেক্স মার্কেট নতুন ট্রেড করতাম তখন আমার লাভের থেকে লস বেশি হত আমি ফরেক্স মার্কেট কয়েকবার একাউন্ট জিরো করেছি তারপরে ও আমি হতাস হইনি আমি মনে করি নতুন্দের ক্ষেত্রে সর্বপ্রথম ট্রেড করার আগে কয়েকমাস ডেমো প্রাকটিস করা উচিত আর মার্কেট এনালাইসিস করে ট্রেড করা প্রয়োজন আপনে ভাল দক্ষতা এবং অবিজ্ঞতা দিয়ে ট্রেড করতে পারলে লসের চেয়ে প্রফিট আপনার অনেক বেশি হবে।
-
ফিরেক্স মার্কেটে আমি যখন ট্রেড করতে শুরু করি তখন কেবল লস করতাম । তবে সেটা এখন কিছুটা হলেও সেরে উঠতে পেরেছি । কেননা এখন আর আগের মত লস করি না । তবে নিয়মিত প্রফিট করতে না পারলেও গড়ে আমি লাভজনক অবস্থানেই আছি । অথাৎ উইকলি আমি প্রফিটে আছি ।
-
আমি ফরেক্সে প্রথমে ফোরামের ডলার দিয়ে ট্রেড শুরু করি।। কিছু কিছু ট্রেডে লাভ ও করি।। তারপর আমার বসের কথামত একটা ট্রেড অপেন করি সেই থেকেই আমার একাউন্ট লসের দিকে আশে একসময় একাউন্ট জিরো হয়ে গেছে।।। তাই আমি এখন আগের ভুল ফুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে ট্রেডিং করতে চাই।।।।
-
ফরেক্স মার্কেট হতে নিয়মিত আয় করতে হলে ফরেক্স সম্পরকে অর্থাৎ মার্কেট এনালাইসিস মানি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে যথেষ্ট ধারনা থাকতে হবে।কারন ফরেক্স থেকে যেমন প্রতিটি দিন লাভ করা যায় ঠিক তেমনি লস হওয়ারও ভয় থাকে।
-
না আমি ফরেক্স মার্কেট থেকে নিয়মিত আয় করতে পারি না।আমি ফরেক্স মার্কেট এ একজন নতুন ট্রেডার তাই আমি এখনো ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারিনা।তবে আসা আছে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করে আয় করতে পারবো।সেই লক্ষ নিয়া আমি এখনো ফরেক্স মার্কেট এ ট্রেড করে যাচ্ছি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার জন্য আমি অনেক প্রশিক্ষণ নিচ্চি।আসা আছে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো এবং সফল হতে পারবো।
-
হ্যা আমি নিয়মিত ফরেক্স থেকে আয় করছি। আমার যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই আয় করতে পারছি। কারন আমি খুব একটা রিক্স নেই না। ছোট একটা লট নিয়ে আমি ফরেক্স মার্কেটের মুভমেনট বিবেচনা করে তারপর ট্রেড ওপেন করি। তাই আমার লসের পরিমান নাই বললেই চলে। নতুনদের প্রতি আমার একটাই রিকয়েস্ট ট্রেড করবেন বুঝে শুনে। কখনও বড় কোন লট নিয়ে ট্রেড ওপেন করবেননা।
-
ফরেক্স মার্কেট হতে নিয়মিত আয় করতে পারিনা,কিছু দিন ভাল প্রফিট করতে পারি,আবার অনেক দিন ভাল লস হয়ে যায় তাই আমাদের ট্রেডিং করার সময় অভার ট্রেড হতে বিরত থাকিতে হবে তাতে ভাল প্রফিট হবে,আমাদের ট্রেডিং করার সময় লস হবে আবার লস হবে তার পরেও আমাদের ব্যাবসা করতে হবে।