ফরেক্স একটি আন্তর্জাতিক শেয়ার বাজার। এখানে অনলাইনে মুদ্রা বেচাকেনা করা হয় । এটা আউটসোর্সিং হতে পারে না ।তবে বাংলাদেশ সরকার আয়কর মুক্ত করেছে কিনা জানি না।
Printable View
ফরেক্স একটি আন্তর্জাতিক শেয়ার বাজার। এখানে অনলাইনে মুদ্রা বেচাকেনা করা হয় । এটা আউটসোর্সিং হতে পারে না ।তবে বাংলাদেশ সরকার আয়কর মুক্ত করেছে কিনা জানি না।
ফরেক্স কখনও আউটসউরচিং না। ফরেক্স বিজনেস। কারণ, অউটসউরচিং করতে কোন ইনভেস্ত করতে হয় না। কিন্তু ফরেক্স বিজনেস করতে ইনভেস্ত করতে হয়। লাভ লস দুইটাই ফরেক্স এ হতে পারে। কিন্তু অউটসউরসিং এ কখনও লস হয় না। আমরা যারা ফরেক্স এ ট্রেড করে ইনকাম করি, তাদের অবশ্যই ট্যাক্স দিতে হবে। কারণ আমি নিজে দেখেছি ব্যাংক থেকে ডলার ভাঙ্গাতে গেলে অনেক টাকা ফি দিতে হয়।
বাংলাদেশ সরকার নাকি এদেশে আউটসোরসিং থেকে আসা রেমিট্যান্সের আয়কর সম্পূর্ণ মউকুফ করেছে। এখন আমার প্রশ্ন হল ফরেক্স কি আসলেই আউটসোরসিংয়ের আওতাভুক্ত
ফরেক্স বিজনেস একটি অনলাইন বিজনেস বলে আমি জানি।তাই এটি কোন আউটসোসিং বিজনেস আমি মনে করি না।কারন ফরেক্স বাজারে ট্রেড করতে গেলে যথেষ্ট পরিমান জ্ঞান ও অভিজ্ঞতার দরকার।ফরেক্স ট্রেড সম্পর্কে ভালো জ্ঞ্যানী কোশলী ও পরিশ্রমী যারা তারা ট্রেড করে লাভবান হতে পারেন বলে আমি মনে করি।এখানে বৈদেশীক মূদ্রা কেনা বেচা করে থাকে তাই ফরেক্স বিজনেস করতে অনেক অভিজ্ঞতার প্রয়োজন বলে আমি মনে করি।
আমার মতে ফরেক্স ট্রেডিং একটি বেবসা তবে একে আউটসোর্সিং বলা যাবেনা এমন টি ও নয় ফরেক্স ট্রেডিং সেখা এবং ট্রেডিং এর জন্য বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা কিছুটা মেধার প্রয়োজন রয়েসে তবে আমরা আউটসোর্সিং বলতে যা বুঝি তা হলো নিজের মেধার মাধ্যমে অন্য কোনো লোকের কাজ টাকার বিনিময়ে করে দেওয়া কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না হয়ে ফরেক্স মার্কেট এ আমরা আমাদের নিজের জন্য ট্রেড করে থাকি তাই ফরেক্স কে পুরোপুরি আউটসোর্সিং ও বলা যায়না আমার মতে ফরেক্স ট্রেডিং আউটসোর্সিং এর কাসাকাসী তবে আউটসোর্সিং নয়
ফরেক্স একটি অনলাইন ব্যবসা, যা একটি শেয়ার ব্যবসার মতো, যেখানে শেয়ার কেনা বেচা করা হয় তেমনি ফরেক্সে অনলাইনে মুদ্রা কেনা বেচা করা হয়। তাই এটিকে আউটসোসিং না বোলে এটি শেয়ার ব্যবসা বলা হয়। ধন্যবাদ।
ফরেক্স হচ্ছে একটি অনলাইন ব্যবসা। এখানে এটি শেয়ার ব্যবাসর মত এখানে মুদ্রা বেচা কেনা করা হয়। একটি মুদ্রার বিপরীতে আর একটি মুদ্রা ক্রয় করা হয়। এখান থেকে আপনি অনেক আয় করতে পারেন। তবে তার জন্য আপনার জ্ঞান থাকতে হবে।
ফরেক্স আলাদা outsourcing আলাদা | দুইটা দুই ধরনের , ফরেক্স এ যদি ইনকাম করতে চান তাহলে এখানে ইনভেস্ট করা লাগবে এবং ফরেক্স এ অভিজ্ঞতা নিয়ে ট্রেড করে ইনকাম করতে হবে | আর আউটসোর্সিং বিনা ইনভেস্টে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন কাজের মাধ্যমে|
আমার জানা মতে এখন পর্যন্ত ফরেক্স এর আয়ের উপর সরকার কোন আয়কর ধার্য করেনি। তবে ফরেক্স ব্যবসায়ীরা যে পরিমান আয় প্রতি মাসে করে তাতে নিকট ভবিষ্যতে খুব বড় আকারের আয়কর ধরার সম্ভবনা আছে।
আমাদের দেশের সরকার এই মার্কেট টিকে বন্দ করে দিতে চাই কারন এই মার্কেট এর মাদ্দমে নাকি আমাদের দেশের টাকা পাচার হয়। আমাদের দেশের অনেক খবরের কাগজে দেকছি এই মার্কেট টি বন্দ করে চাই শরকার।আমাদের দেশের অনেক ফরেক্স ট্রেডার ভালো লাভ করছে এবং অনেকে অনেক লস করছে।