-
ফরেক্স মার্কেট এর টাকা আমি।ব্যাংকের মাধ্যমে।উত্তোলন করি,তাই আমি ফরেক্স মার্কেট থেকে আমার প্রফিট আমি প্রথমে মানিবুকার্স এর স্ক্রিল এর একাউন্টে পাঠায় তার পরে সেখানে থেকে আমি আমাদের দেশের। ব্যাংকে পাঠাই প্রায় ৬থেকে ৭ দিন সময় লাগার পরে তা একাউন্টে চলে আসে।
-
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । তাই মার্কেট থেকে আমি এখনও উল্লেখযোগ্য লাভ করতে পারিনি । ফরেক্স মার্কেট থেকে আয়কৃত টাকা উত্তোলনের অনেক উপায় রয়েছে । একেকটায় একেক ধরনের সুবিধা রয়েছে । যেমন আপনি ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করলে রিক্স কম থাকে কিন্ত সময় বেশি লাগে । অন্যদিকে মাস্টার কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করলে খরচ বেশি হয় কিন্ত সময় কম লাগে ।
-
জি আমি সরাসরি ইনস্টা ফরেক্স থেকে আমাদের দেশের ব্যাঙ্ক একাউন্ট টাকা উত্তোলন করি না, এতে অনেক সময় বেশি লাগে এবং এর ফী ও অনেক বেশি কাটে, আমি যা করি টা হলো আমি নেটেল্লার এ প্রথমে টাকা উত্তোলন করি, তারপর আমার মাস্টার কার্ড আছে টা থেকে বাংলাদেশের ব্যাঙ্ক এর বুথ থেকে টাকা উত্তোলন করে নিতে পারি যে কোনো সময়.
-
আমি ব্যংকের মাধ্যমে এখনও উইথড্র করার সুযোগ পায়নি।কারন আমি এখনও বড় অংকের প্রফিট করতে পারিনি যে ব্যংকের মাধ্যমে উইথড্র করবো।এজন্য আমি নেটলারের মাধ্যমে ডলার উত্তোলন করি।আর সেই ডলার অন্যকে দিয়ে দিই এবং সে টাকা প্রদান করে। তবে ভবিষ্যতে বড় প্রফিট করতে পারলে ব্যংকের মাধ্যমে উত্তোলন করবো ভাবছি।
-
আমার মনে হয় ব্যাংকের মাধ্যমে ডলার উঠানো অনেক বেশি সময়সাপেক্ষ ব্যাপার এবং তাছাড়া এখানে অনেক ঝামেলা পোহাতে হয় ,তবে আমি এই ব্যাপারে নিশ্চিত নয় । আমার জানা ও দেখা মতে বেশিরভাগ ট্রেডার ডলার ব্যাংকের মাধ্যমে না নিয়ে অন্য উপায়ে উত্তলন করে থাকে । এ ক্ষেত্রে হ্যান্ড টু হ্যান্ড প্রক্রিয়া বেশি ব্যবহৃত হয় । টাকা অল্প সময়ে এবং সহজে উত্তলন করতে চাইলে এই প্রক্রিয়াই সবচেয়ে বেশি কার্যকর ।
-
ভাই ইনাষ্টাফরেক্স একাউন্ট থেকে ব্যাংকের মাধ্যমে টাকা উঠানো যায়।তবে আপনার মানি ব্রোকার একাউন্ট থাকতে হবে।তবে ব্যাংকের মাধ্যমে টাকা উঠানো জন্য অনেক ফরমালিটি পালন করতে হয় এবং সেই সাথে ব্যাংকে টাকা জমা হতে সাত দিন সময় লাগে ও কমিশন বেশি কাটে।এজন্যই ব্যাংকের মাধ্যমে টাকা উঠানো খুব সমস্যা প্রবন।আর তাই আমি ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করিনা।
-
আমি সরাসরি ব্যাংক এর মাধম্যে টাকা উত্তোলন করিনি । আমি প্রথমে আমার ব্যালেন্স স্ক্রিল এ পাঠিয়েছি । সেখান থেকে ব্যাংক এ উইথড্র দিয়েছি । স্ক্রিল থেকে ব্যাংক এ আসতে চার পাচদিন সময় লাগতে পারে । তবে বেশিরভাগ ক্ষেতে দুই তিন দিন সময়ের ভিতর চলে আসে । বাংলাদেশের জন্য স্ক্রিল সব চেয়ে নিরাপদ এবং ভাল একটি পেমেন্ট প্রসেসর ।
-
হ্যা , আমি ব্যাংকের মাধ্যমে ডলার উত্তোলন করে থাকি । এই প্রক্রিয়া হল খুবই সহজ । আমরা সব সময় চেষ্টা করব এই প্রক্রিয়ার মাধ্যমে টাকা উত্তোলন করতে তাহলেই সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ব্যাংকের মাধ্যমে লেনদেন করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
আসলে আমি ফরেক্সে নতুন তাই আমি এখনো ফরেক্স মার্কেটে কোন ট্রেড করতে পারি নাই । তাই আমি এখোনো কোন ডলার ফরেক্স থেকে আয় করতে পারি নাই । তবে আমি যখন ফরেক্স মার্কেটে কাজ করে ট্রেড করে প্রফিট করতে পারবো তখন আমি ডলার তুলতে পারবো ।
-
আমি জানতে চাই আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট আনি সে প্রফিট এর টাকা কি ভাবে তুলা জেতে পারে । আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করে কি ভাবে টা তুলে থাকেন । আপনি ভাল করে আয় করতে পারেন এই ফরেক্স মার্কেট থেকে । আমরা সবাই মিলে ফরেক্স মার্কেটে কাজ করে থাকি এখানে আয় করার জন্য ।