আর এস আহ টেরেড ক্লোজ করার সিগনাল দেয়.
Printable View
আর এস আহ টেরেড ক্লোজ করার সিগনাল দেয়.
আর এস আই হলো আমাদের ট্রেডিং প্লাটফর্ম এর একটি উইন্ডো যা কিনা মার্কেট এর অবস্থান এবং ট্রেদার দের পরবর্তী মুব্মেন্ট সম্পর্কে ধারণা দেয় যেমন ধরা যাক আমাদের আর এস আই আমাদেরকে শো করতেসে যে মার্কেট এর অবস্থা এখন ৮৬ ই আসে তার মানে হলো মার্কেট অল রেডি ওভার বট ই চলে গেসে তার মানে মার্কেট এ বায়ার এর এর সংখা বেড়ে গেসে সেল কম তাই মার্কেট তখন প্রাইস রিত্রেস করে নিচের দিকে নেমে যাবে আবার মার্কেট যখন আর এস আই এ ৩০ এর নিচে যাবে মার্কেট চার্ট উপরের দিকে উঠে আসবে মানে বাই এর উল্টো হলো সেল
আর এস আই এর ফুল মিনিং হচ্ছে Relative Strength Index. এটি একটি ইন্ডিকেটর যা একটি সুত্রের উপর চলে যেমন
RSI = 100 - 100/(1 + RS*)
*Where RS = Average of x days' up closes / Average of x days' down closes.
এটি আপনাকে শতভাগ সঠিক সিগন্যাল দিবে বলে আমার মনে হয় না।
ফরেক্স বিজনেস ট্রেডে আর এস আই হলো আমাদের ট্রেডিং প্লাটফর্ম এর একটি উইন্ডো যা কিনা মার্কেট এর অবস্থান এবং ট্রেডারদের পরবর্তী মূভমেন্ট সম্পর্কে ধারনা দেয়।আর এস আই এর প্রতিটি সিগনাল সঠিক সিগনাল।আর এস আই এর সিগনাল দেখে কাজ করলে ট্রেডে লস হওয়ার সম্বভনা কম থাকে বলে আমি মনে করি।কারণ আমি নিজেও লস করেছি আর এস আই সাহায্যে এখন লাভ করতে পারি।
R.S.I –Relative Strength Index. এটি একটি মোমেন্টাম ইন্ডিকেটর যা মার্কেটের প্রাইস ওভারবট এবং ওভারসল্ড অবস্থা বোঝায় এবং নির্দিষ্ট একটি সময়ের এভারেজ বায় এবং সেল এর সীমানা নির্দেশ করা পূর্বক ট্রেডিং এ সহায়তা করে থাকে। এই ইন্ডিকেটরটি 0 থেকে 100 রেঞ্জের মধ্যে এক একটি স্কেলে মার্কেটের এক একটি অবস্থার নির্দেশনা প্রদান করে থাকে। যখন RSI ওভারসল্ড লাইন ৩০ লেভেলের উপরের দিকে আড়াআড়ি (Cross) কেটে যাবে তখন বায় অর্ডার করতে পারেন। যখন RSI ওভারবট লাইন ৭০ লেভেলের নিচের দিকে আড়াআড়ি (Cross) কেটে যাবে তখন সেল অর্ডার করতে পারেন।
হ্যাঁ আমি মনে করি আর , এস, আই ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় অনেক সাহায্য করে থাকে । এটি আপনাকে ফরেক্স এ ট্রেড ক্লোজ করার সিগন্যাল দিয়ে থাকে । এটি সঠিক সময়ে সঠিক কাজ করে থাকে আপনে যদি এই ইনডিকেটর ফলো করেন তাহলে আশা করি আপনি লসে কম পরবেন ।
ফরেক্স এ আর,এস,আই হচ্ছে আপনি যদি ফরেক্স এ ট্রেড ওপেন করে থাকেন তাহলে আপনাকে আর,এস,আই এর মাধ্যমে ট্রেড ক্লোজ করার সংকেত দিবে । তাই আমি মনে করি এটি ফরেক্স এ সঠিক সিগনাল দিয়ে থাকে । এতে আপনার লস হয়ার হাত থেকে রক্ষা করে আর,এস,আই ।
আমি এই সম্পর্কে তেমন জানিনা তবে সিনিয়রদের কাছে শুনেছি আর, এস এই এর সিগ্নাল দেখে ট্রেড করলে লস কম হয় ।
আর এস আই ট্রেড ক্লোজ করার সিগনাল দেয় । আর এস আই আপনাকে সিগন্যাল দিবে বাজার কোন অবস্থায় আছে এবং ট্রেড ক্লোস করতে হবে কিনা তা আর এস আই সিগন্যাল দিয়ে থাকে। আর এস আই এর সিগনাল দেখে কাজ করলে ট্রেডে লস হওয়ার সম্বভনা কম থাকে । যেমন মুভিং এভারেঞ্জ দেখে ট্রেড অপেন করতে হয় ঠিক তেমনি আর,এস,আই দেখে ট্রেড ক্লোজ করতে হয় । এটার উপর লভ লস অনেকটা নির্ভর করে ।
যেমন মুভিং এভারেঞ্জ দেখে ট্রেড অপেন করতে হয় ঠিক তেমনি আর,এস,আই দেখে ট্রেড ক্লোজ করতে হয় । এটার উপর লভ লস অনেকটা নির্ভর করে ।