-
ফরেক্স মার্কেট যদি গ্যাপ দিয়ে শুরু হয় তাহলে আমার মনে হয় এটা প্রফিট করার একটা বড় সুযোগ হতে পারে । যদি আমি ৩ মাস আগেও ব্যাপারটা বুঝতাম না । গ্যাপ কে সাপোর্ট বানিয়ে ট্রেড করুন দেখবেন ভালো করবেন । তবে বেশির ভাগ ক্ষেত্রেই মার্কেট গ্যাপ পূরন করে দেয় । যেমনটা গত কয়েকদিন আগে eurusd টে দেখেছিলাম ।
-
আপনি ঠিক বলেছেন অর্থনীতি বসে থাকেনা এইটা সব সময় পরিবর্তন হয় সোমবার মার্কেট অপেন হওয়ার সাথে সাথে মার্কেট একটা গ্যেপে শুরু হয়। আর এই সম্পর্কে আমার সঠিক ধারনা নেই তারপরও যতটুকু বুঝলাম এই সকল কারনে মার্কেট শুরুতে আপ ডাউনে শুরু হয়।
-
আসলে গ্যাপ্তটা ফরেক্স মার্কেটে যে কি আমি তা জানি না কারন হচ্ছে আমি ফরেক্স মার্কেটের একবারে নতুন একজন সদস্য। তবে আমি এই বিষয়টা অলাইনের সাহায্য নিয়ে আমি এই বিষয়টা শিখে নিব।কারন ফরেক্স মার্কেট করতে হলে সব বিষয় সম্পর্কে ধারনা না নিলে হবে না।
-
আমি মনে করি অনেক সময় দেখা যায় মার্কেট লোয়ার গ্যাপ বা আপার গ্যাপে ওপেন হয় এটা একরকমের খুব সুন্দর সুযোগ তৈরী করে দেয় ট্রেড করার। গ্যাপটাকে সাপোর্ট বা রেজিস্টেন্স ধরে বেশ ভাল রকম প্রফিটেবল ট্রেড করা যেতে পারে। এরকম অনেক স্ট্রাটেজি আছে যেগুলো গ্যাপ স্ট্রাটেজি নামে পরিচিত।
-
গ্যাপ তৈরি হলে সাধারনত গ্যাপ ফিলআপ হবে অথবা গ্রাপ সাপোর্ট হিসেবে ব্যবহৃত হবে । গ্যাপ দুই রকম হতে পারে আপার গ্যাপ এবং লোয়ার গ্যাপ । গ্যাপে ট্রেড করার সময় অনেক বিষয় খেয়াল রাখতে হবে । গ্যাপ স্ট্রাটিজি লিখে গুগলে সার্চ করলে এ রকম অনেক স্ট্রাটিজি পাওয়া যাবে । প্রতিটি স্ট্রাটিজি অনেক ভালভাবে জেনে তারপর এপ্লাই করতে হবে ।
-
হ্যা, ফরেক্স মার্কেটে মাঝে মাঝে বেশ বড় গ্যাপ দিয়ে ট্রেড শুরু হয়।এই গ্যাপে যদি টেকপ্রফিট দেওয়া থাকে অথবা স্টপলস দেওয়া থাকে তবে সেই ট্রেড ক্লোজ হয়ে যাবে।একটা কথা হচ্ছে এই গ্যাপ কেন সৃষ্টি করে তা আমি নিজে অনেক ভালোভাবে বুঝতে পারিনা।তাই আমিও এই গ্যাপ কেন হয় সে ব্যাপারে সিনিয়র ট্রেডারদের মতামত আশা করছি।
-
সাধারনত ফরেক্স মার্কেট সর্বদা উটানামা করে থাকে । শুক্রবারের কোন নিউজের কারনে মার্কেট সাধারনত শনি এবং রবিবার ফ্রাকচুয়েশন হয় যার প্রভাবে সোমবার মার্কেট খুলার সাথে সাথে এর প্রভাব পড়ে। নিউজ ইম্পেক্ট এর কারনে বন্ধের দিনে মার্কেটের যে প্রাইস বাড়ে তা মার্কেট খোলার সাথে সাথে গ্যাপ হিসেবে ওপেন হয় ।
-
সাধারনত ফরেক্স মার্কেট সর্বদা উটানামা করে থাকে । শুক্রবারের কোন নিউজের কারনে মার্কেট সাধারনত শনি এবং রবিবার ফ্রাকচুয়েশন হয় যার প্রভাবে সোমবার মার্কেট খুলার সাথে সাথে এর প্রভাব পড়ে। নিউজ ইম্পেক্ট এর কারনে বন্ধের দিনে মার্কেটের যে প্রাইস বাড়ে তা মার্কেট খোলার সাথে সাথে গ্যাপ হিসেবে ওপেন হয় ।
-
আসলে গ্যাপ এর উপর বেইজ করে অনেক গুলো স্ট্রাটেজি আছে মার্কেট এ। আপনি যদি তা ব্যবহার করতে পারেন তবে বেশ আয় করতে পারেন। তবে গ্যাপ সব সময় পাওয়া যেতে নাও পারে। যেমন আজকে মার্কেট ওপেন হবার সময় ইউরো/ইয়েন এবং ডলার/ইয়েন গ্যাপ এ ওপেন হয়েছে।
-
আমি বলবোফরেক্স থেকে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে ফরেক্স এর সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখতে হবে । সোমবার যখন মার্কেট কিছুটা গ্যাপে ওপেন হয় তখন আপনি সেখানে গ্যাপ স্ট্রাটেজি ব্যাবহার করে ভালো একোটা প্রফিট করতে পারবেন । আর এজন্য গ্যাপ স্ট্রাটেজি টা কিভাবে কাজ করে তা বিস্তারিত জানতে হলে গুগলে বা ইউটিঊবে সার্চ দেন । আশা করি ভালো বুঝবেন এবং আপনি গ্যাপ স্ট্রাটেজি থেকে লাভবান হবেন ।ফরেক্স থেকে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে ফরেক্স এর সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখতেহবে । সোমবার যখন মার্কেট কিছুটা গ্যাপে ওপেন হয় তখন আপনি সেখানে গ্যাপ স্ট্রাটেজি ব্যাবহার করে ভালো একোটা প্রফিট করতে পারবেন । আর এজন্য গ্যাপ স্ট্রাটেজি টা কিভাবে কাজ করে তা বিস্তারিত জানতে হলে গুগলে বা ইউটিঊবে সার্চ দেন । আশা করি ভালো বুঝবেন এবং আপনি গ্যাপ স্ট্রাটেজি থেকে লাভবান হবেন ।