-
বেশ কয়েকমাস হচ্ছে আমি ফরেক্স বাংলা ফোরামে কাজ করে চলেছি।এখানে কাজ করতে পেরে ফরেক্স শেখাটা অনেক সহায়ক হচ্ছে। কেননা ফোরামে আমরা ফরেক্সের বিভিন্ন বিষয়ে পড়তে এবং আলোচনা করতে পারি যেগুলো আমার জন্য অনেক কার্যকরি হতে পারে।তাই সবাইকে বলবো ফোরামের বিরুদ্ধতা করবেন না।
-
আমি ১ মাস যাবত ফরেক্স এ কাজ করছি। গত মাসের বোনাস আমার একাউন্ট এ কমাতে হয়েছে। চলতি মাসের বোনাস জমা হলে রিয়েল ট্রেড শুরু করব। সবাইকে অসং্খ্য ধণ্যবাদ।
-
আমি ফরামে খুব বেশি দিন হল আসিনি । তবে ফরেক্স সম্পর্কে জানতাম অনেক দিন থেকেই । আর অনেক দিন থেকে জানতাম বলেই সিদ্ধান্ত নিতে সময় নিইনি । আগে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানার চেষ্টা করেছি তারপরে ফরামে যোগ দিয়েছি । আমি খুব বেশি পোস্ট করতে পারিনা , তাই খুব বেশি বানাস ও পাই নি । তবে বোনাস ঠিক ঠাক মতোই পাচ্ছি , কোন সমস্যা নেই । আর ফরেক্স আমার অনেক ফেভারেট একটি কাজের যায়গা , তাই কাজ করতে ভালোই লাগছে ।
-
ফোরামে আমি প্রায় ১ বছর পর্যন্ত কাজ করতেছি । কিন্তু অামি চাই আমি এই ফোরামে কাজ করে জীবনে সফলকাম হতে পারব । সুতরাং আমরা সর্বদা ফোরামে কাজ করার চেষ্টা করব । যে যত বেশী এই ফোরামে কাজ করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।
-
ফোরাম বর্তমান আমার অনেক বেশি একটা প্রিয় জায়গাতে পরিণিত হচ্ছে । কেননা ফোরাম বাংলাদেশের একমাত্র সাইট যেখানের সাথে যুক্ত থেকে একজন নতুন ট্রেডার নিজেকে েএডভান্স লেবেলে নিয়ে যেতে পারবে । তাই অবশ্যই এ কথা মনে রাখা প্রয়োজন যে আমাদের উচিত হল ফোরামের রুলস মেনে তার সাথে কানেক্ট থাকা । এতে বহুবিধ লাভ রয়েছে ।
-
ফোরামে কাজ করছি অল্প কিছু দিন হলো তবে যাই কাজ করেছি তার বনাস ঠিকমতই পাছিছ । আর ফোরামে কাজ করতে ভাল লাগছে কারন ফোরাম পুজি সংগ্রহের একটা উপায় । আর এখান থেকে
অনেক কিছু শিখতে পারছি ।
-
খানে কারন এখানে কাজ করতে আমার খুব ভালোলাগে। আমি ফরেক্সে এ ১ মাসের মতো কাজ করি। ভাল লাগে পোস্ট করতে আর হেল্প নিতে আমি জা জানি তা শেয়ার করতেও ভাল লাগে।
-
ফরেক্স ফোরমে আমি চলতি মাস থেকে কাজ শুরু করেছি, ত আমার এখানের পরিবেশ খুব ভাল লাগছে, আমি এখানে নিয়মিত লিখার চেস্টা করবো।
-
ফোরামে আমি আজ নিয়ে ২২ দিন ধরে কাজ করছি। ফোরামে কাজ করাতে আমি অনেক কিছুই শিখতে পেরেছি। রেক্স ফোরাম থেকে আপনি যে কোন সমস্যার সমাধান খুব সহজে পাওয়া যায় আমার আশা
-
আমি ২০১৫ সালের মার্চ মাসে ফোরাম এর সাথে কাজ করছি । আমি প্রতি পাসের বোনাস পরের মাসের প্রথম সপ্তাহে পাচ্ছি । এবং আমি সেই বোনাস এর ডলার দিয়ে ট্রেড করে লাভ করে তা উত্তলন করতে পারছি । আমি ফোরাম এর সাথে কাজ করতে পারে খুব আনন্দিত । কারন আমি এই ফোরাম থেকে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারছি । এবং আমার কোন প্রশ্ন থাকলে তা আমি এখানে করতে পারছি । আমি যা জানি তা ফোরাম পোস্টিং এর মাধ্যমে জানাতে পারছি ।