ফোরামে কাজ করে সুন্দর ভবিষ্যৎ গড়তে চাইলে ফোরামে সম্পকে ভালো ধারনা থাকতে হবে ।ফোরাম থেকে আমি ট্রেড করার জন্যে নতুন অনেক পলিসি সম্পর্কে জানতে পেরেছি।অল্প টাকা ইনবেষ্ট করে কি ভাবে বেশি টাকা লাভ করা যায় এবং বেশি টাকা লাভ করে উজ্জল ভবিষ্যৎ গড়তে শিখেছি ।
Printable View
ফোরামে কাজ করে সুন্দর ভবিষ্যৎ গড়তে চাইলে ফোরামে সম্পকে ভালো ধারনা থাকতে হবে ।ফোরাম থেকে আমি ট্রেড করার জন্যে নতুন অনেক পলিসি সম্পর্কে জানতে পেরেছি।অল্প টাকা ইনবেষ্ট করে কি ভাবে বেশি টাকা লাভ করা যায় এবং বেশি টাকা লাভ করে উজ্জল ভবিষ্যৎ গড়তে শিখেছি ।
ফরেক্স মার্কেট শিখতে ফরেক্স বাংলা ফোরামের মত মজার জিনিস আর কোথাও পাওয়া যাবে না। কারন ফোরামে অনেক সদস্য রয়েছে। আপনি যদি কোন ব্যাপারে কনফিউজড হন তাহলে ফোরামের মাধ্যমে খুব সহজে সমস্যাটা সমাধান করতে পারবেন।
ফোরাম আমাদের জন্য একটা অন্যতম আধুনিক স্কুল। আমরা এখান থেকে আমাদের সব সমস্যার আলোচনা , সমালোচনা ও সমাধান করে যেতে পারি। এখানে একই সাথে ফান্ড তৈরি করা এবং ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানা খুবই ভাগ্যের ব্যাপার। তাই আমাদেরকে এর মূল্য বুঝে সৎ হয়ে এখানে কাজ করা উচিত।
ফরেক্স এ কাজ করে আমি অনেক কিছু জানতে পারলাম । ফরেক্স এ কাজ করে আমারা আমাদের ভবিষ্যৎ গডতে পারব । ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে আমারা তেমন কন কথিন কাজের মুখোমুখি হতে হয় হয় না । আমারস যদি ফরেক্স মার্কেট এ কাজ করি তাহলে যে কোন জাইগাই কাজ করেতে পারব । এতে আমাদের কোন সমসসার সম্মুখীন হতে হবে না এটা একটা মুক্ত পেশা বাবসা ।তা চাডা ডেমো ট্রেড করে আমি পলিচি সম্পর্কে জানতে পেরেচি,লিভারেজে সম্পর্কে জানতে পারলাম।
ফোরামে কাজ করলে বোনাস পাওয়া যাই এবং ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানা যাই। ফরেক্স ফরম পূরণ করলে ফরেক্সে কিভাবে কাজ করতে হই সে বিষয়ে অনেক জ্ঞান অর্জন করা যাই। ফোরামে কাজ করে আমি বোনাস পাওয়ার পাশাপাশি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি যা আমাকে ফরেক্সের ট্রেড করতে সাহায্য করবে।
আমরা অনেকেই আছি যারা ফোরামে আসি শুধুমাত্র বোনাস নেওয়ার জন্য । কিন্ত বাস্তবে আমরা ফরেক্স ফোরাম থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারি । আপনি লক্ষ করলে দেখবেন যে ফোরামে যখন একজন নতুন ট্রেডার কোন সমস্যার কথা বলে তখন সাথে সাথে অভিজ্ঞরা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে । যা আমাদের ভাললাগাকে আরও একধাপ এগিয়ে দেয় ।
ফরেক্স সম্পর্কে আমি যা জানি তা নতুন ট্রেদার দের মাঝে শেয়ার করার জন্য এবং ফরেক্স সম্পর্কে আমার যা অজানা আসে তা দক্ষ ট্রেদার দের কাস থেকে জেনে নেওয়ার জন্য ফোরাম অনেক বেশি উপকারী দায়েত্ব পালন করে যেকোনো বিসয় শেখার ক্ষেত্রে ফরেক্স শেখার জন্য ফোরাম অনেক জরুরি একটি বিসয় সকল ট্রেদার এর ই উচিত ডেমো ট্রেডিং এর পাশা পাশি নিয়মিত ভাবে ফরামে পোস্ট করা উচিত ।
ফরেক্স ফোরামে কাজ করে অনেক কিছু শিখতে পারি কারন ফরেক্স ফোরামে ফরেক্স ট্রেডার দের মতামত প্রকাশ করে থাকে,তাই তাদের মতামত থেকে আমরা জানিতে পারি কখন কিভাভে ট্রেডিং করলে ভাল প্রফিট করা যায় তা জানিতে পারি,আবার লাইভ ট্রেডিং নিয়ে আলোচনা করা হয় ফোরামে।
ফোরাম ত্রাদের এর জন্য অনেক উপযোগী.এইটি ত্রাদের দের ফরেক্স সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করে.প্রতিটি তারদের এর ই এই ফোরাম এর সাথে যুক্ত থাকা উচিত.এইখানে ফরেক্স এর বিভিন্ন বিষয় সম্পর্কে প্রতিদিন অসচনা হয় যার মাধ্যমে আপনি ফরেক্স সম্পর্কে দৈনিক নতুন কিছু শিখতে পারবেন.আর আপনার জানা জিনিস সারে করে মানুষ কে উপকার করতে পারেন.এবং বিভিন্ন ফরেক্স জনিত প্রবলেম এ এইখানের মেম্বারদের কাছ থেকে সহায়প্তা পেতে পারেন.
আল্লাহ যেন আপনার দোয়া কবুল করেন যেন আমরা সকল ট্রেডারই ফরেক্সে সাকসেস হতে পারি।আসলে ফোরামে কাজ কররলে ফরেক্স সম্পর্কে অনেককিছুই শিখা যাবে। কেননা ফোরামে অনেক অভিজ্ঞ ট্রেডার আছে যারা ফরেক্সের বিভিন্ন বিষয়ে ভালো ধারনার উপস্থাপন করেরেন।আর আমরা সেগুলোর সাহায্য ফরেক্সে দক্ষতা অর্জনের চেষ্টা করি।