-
আমি আপনারসাথে একমতএকমত।ফরেক্স এমন বড় একটা মার্কেট যেখানে দৈনিকই প্রায় চার ট্রিলিয়নের বেশি অর্থের লেনদেন হয়ে থাকে।এতো বড় মার্কেটে অনেক ট্রেডার আছে যারা মিলিয়ন বিললিয়ন পুজি দিয়ে ট্রেড করছে।আর এতো বড় পুজির মার্কেটে আমাদের মতোছোট পুজির ট্রেডাররা ট্রেড করতে পারছি বিষয়টা ভাবতেই বুকটা আমার গর্বে ভরে ওঠে।
-
কথাটা সম্পূর্ণ সত্য । ফরেক্স মার্কেট সত্যিই একটা বিশাল ব্যাপাার । এই ব্যবসা না বুঝে কেহ করতে গেলেই সমস্যায় পড়ে যাবে । সুতরাং দক্ষতার সহিত এই ব্যবসা করতে পারলে অবশ্যই সফলকাম হওয়া সম্ভব ।
-
হ্যাঁ ভাই আপনি সঠিক বলেছেন। আসলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা আমাদের জন্য একটি বিসাল ব্যাপার ।কারন ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনি আপনার মত করে ট্রেড করতে পারেন।ফরেক্স মার্কেট এ সবাই স্বাধীন ভাবে ট্রেড করতে পারে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদেরকে আমাদের সব কাজ ছাড়তে হই না।ফরেক্স মার্কেট এ আমরা আমাদের মত করে ট্রেড করতে পারি। আমি আজ থেকে আরও তিন চার মাস আগে থেকে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
আসলে এটা আমাদের জন্য সৌভাগ্যর বিষয় যে আমরা নিজেদেরকে ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে একজন অান্তর্জাতিক ব্যবসায়ী হিসেবে প্রতিষ্টিত করতে পারি । আর ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদের বেশিরভাগই হল ক্ষুধে ট্রেডার । অার অামরা একই প্লাটফ্রমে ট্রেড করছি অনেক বড় বড় মিলিনিয়ার বিলোনিয়ার ট্রেডারদের সাথে । এছাড়া আমাদের সাথে একই প্লাটফ্রমে ট্রেড করে বিশ্বের নামি দামি বিখ্যাত ব্যাংক ও বহুজাতিক কোম্পানিগুলো ।
-
ফরেক্স মার্কেট অনেক বিশাল রকমের বড় একটি মার্কেট। ফরেক্স বিজনেস এর মার্কেট বিশ্বের সবচেয়ে বড় মার্কেট। এই মার্কেট ৫ ট্রিলিয়ন ডলারের মার্কেট। এই মার্কেটে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ হয়ে থাকে। এছাড়া প্রতিনের মতন বিলিয়ন ডলারের লেন্দেন ত হচ্ছে নিয়মিত ভাবে যা সপ্তাহের বন্ধের দুইদিন ছাড়া বাকি পাচ দিন কোন রকমের বিরতি ছারাই ট্রেডিং করা যায়।
-
ফরেক্স মার্কেট আসলেও অনেক বিশাল বেপার.এইখানে অনেক দেশের সাথে অনেক দেশের মুদ্রা বিনিময় হয়ে থাকে.অনেক জন ত্রাদের বিভিন্ন ব্রোকার এর আন্ডার এ বিনিময় করে থাকে.আবার এই ব্রোকার ও অনেক রয়েছে.তার মানে বোঝা যায় আইটি কতটা বিশাল.কোটি কোটি টাকার মুদ্রা বিনিময় আবার এইসব ব্রোকার এর দ্বারা হয়ে থাকে.
-
ফরেক্স মার্কেট যে কত বিশাল ব্যপার সেইটা হয়তো আমরা এখনো বুঝে উঠতে পারি নাই।কাজ করতে করতে হয়ত বুঝতে পারব । অনেক বড় বড় অংকের টাকা নিয়ে এখানে যেমন কাজ করে আবের আমরা ক্ষুদে ব্যবসায়ীরা ও কাজ করি ।
-
আসলে ফরেক্স মার্কেটে যে কি বিশাল বেপার সেটা ফরেক্স মার্কেটে প্রবেশ না করলে বুযা যাবে না। ফরেক্স একটি বিশ্ব ব্যাপি ব্যবসা। আমারা যারা ফরেক্স মার্কেটে একেবারে নতুন তারা হয়ত ভাপ্তে পারি যে ফরেক্স মার্কেট খুব একটা কিছু না কিন্তু ফরেক্স মার্কেট আসলে একটি বিষাল বেপার। জারা ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জানে তারা হয়ত বলতে পারবে যে ফরেক্স মার্কেট একটি মহাসগরের মত অনেক বড়।আর এই মার্কেটে পরিশ্রম করলে টাকার কোন অভাব নেই।
-
আসলে ফরেক্স মার্কেট যে কত বিশাল ব্যপার সেটা আসলে বুঝিয়ে শেষ করা যাবে না তাই আপনি যদি ফরেক্স মার্কেটে নিয়ে খুব বেশি পড়া না করলে আপনি ভাল করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন না আর আপনি যদি ভাল করে ট্রেড না করতে পারেন তবে আপনি ফরেক্স মার্কেটে অনেক লস করবেন।
-
ফরেক্স মার্কেটে আগে ট্রেড করার সুযোগ ছিল শুধু ধনী ব্যক্তিদের। তবে বর্তমানে সকল পেশার লোক ফরেক্সে ট্রেড করতে পারে। এদের মধ্যে রয়েছে আমাদের মত ক্ষুদে ট্রেডাররাও। ফরেক্স মার্কেটের পরিধি অনেক বড়। ফরেক্স মার্কেট হচ্ছে নিউইয়র্ক স্টক একচেঞ্জ এর চেয়েও প্রায় দুইশ গুন বড়। অতএব বুঝতেই পারা যাচ্ছে এই বিশাল মার্কেটের মধ্যে আমরাও অংশীদার আছি। ক্ষুদে ট্রেডারদের ট্রেড করার সুযোগ দিয়ে ফরেক্স আমাদের অনেক সুবিধা করেছে।