ফরেক্স নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বর আছে। এখনকার জন্য আমি ফরেক্সে টিকে থাকতে চাই। আমি জানি ফরেক্স আমাকে অনেক দূরে নিয়ে যাবে। তাই আমিও অনেক দূরে যেতে চাই এই ফরেক্সের সাথে।
Printable View
ফরেক্স নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বর আছে। এখনকার জন্য আমি ফরেক্সে টিকে থাকতে চাই। আমি জানি ফরেক্স আমাকে অনেক দূরে নিয়ে যাবে। তাই আমিও অনেক দূরে যেতে চাই এই ফরেক্সের সাথে।
জীবন গড়তে একজন মানুষে যেমন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যায় ঠিক তেমনেই একজন ফরেক্স ট্রেডারকেও ফরেক্স মার্কেট নিয়ে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। আমার ফরেক্সে নিয়ে অনেক পরিকল্পনা আছে। কারন ফরেক্স মার্কেট আমাকে অনেক সবলম্বি করতে পারবে। তাই আমি ফরেক্স মার্কেট ভাল করে শিখতে চাই।
ফরেক্স নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কারন ফরেক্সে যারা কাজ করে তারা বা তাদের সবাই উদ্দেশ্যই হল ফরেক্সে অনেক টাকা আয় করে ভাল একজন সফল ট্রেডার হয়ে তারপর অনেক বেশি এগিয়ে যেতে হবে।তাই ফরেক্স কাজ করে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক রয়েছে।
আসলে যারা ফরেক্স নিয়ে তাদের ভবিশ্যতের কথা ছিন্তা করে তারা ফরেক্স এর মাধ্যমে কিছু একটা করতে পারে।আর আমি আগাইতেছি ফরেক্স এর মাধ্যমে নিজের জীবন গড়তে।
ফরেক্স নিয়ে আমার পরিকল্পনা হল ভবিষ্যতে আমি শুদু ফরেক্স নিয়ে কাজ করব যখন আমি এইখান থেকে ভাল একটা প্রপিট করতে পারি। ফরেক্স ব্যাবসা কে আমি আমা বন্ধু দের মাঝে চড়িয়ে দিতে চাই যা থেকে আমার মত আয় করতে পারে।
আমি একজন ফরেক্স ট্রেডার হয়ে সমাজে মাথা উচু করে দাঁড়াতে চাই। যারা ফরেক্সকে জুয়া ও ভূয়া বলে, তাদেরকে বলতে চাই তোমরা যদি পার তাহলে জুয়া খেলেই একবার সফল হয়ে আমাকে দেখাও। আমি বিশ্বাস করি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী জুয়ারীরাও এখানে এসে ফকির হয়ে যাবে আর যারা কষ্ট করে ফরেক্স শিখবে তারা হালালভাবেই ধনী হয়ে যাবে। এখানে সততার দাম 100 % পাওয়া যায়।
প্রত্যেকটা কাজ করার আগে যেমন পরিকল্পনা করতে হয়।তেমনি করে ফরেক্স নিয়েও আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে।আমি বর্তমানে ফরেক্স চাকুরির পাশাপাশি পারটাইম হিসেবে কাজ করতেছি।কিন্তু ভবিষৎতে চাকুরি ছেড়ে আমি ফরেক্স মার্কেটে প্রফেশনাল ভাবে কাজ করব।এবং ফরেক্স হতে টাকা ইনকাম করে আমার লাইফের সব স্বপ্ন পুরুন করব।ধন্যবাদ
আপাতত আমার কোন পরিকল্পনা নেই। শুধু একটাই স্বপ্ন জীবনে যেন একজন সফল ট্রেডার হতে পারি। সবে মাত্র ট্রেড শিখছি। ভালই লাগছে। আশা করি শ্রম দিয়ে এখান থেকে অনেক কিছু পাব। অন্তত ফরেক্সে সততার মূল্য আছে। কেননা অসৎ হলে ফরেক্স শাস্তি দিতে কৃপণতা করে না।
ফরেক্সে কাজ করতে আমার খুবই ভালো লাগে।এজন্য আমি ফরেক্স নিয়ে ভবিষ্যত প্লান করে রেখেছি এবং পানমাফিক আগানোর চেষ্টা করছি। বর্তমানে আমি ফরেক্স ভালোভাবে শিখছি প্রচুর সময় এবং পরিশ্রম ব্যয় কররে।তবে ভবিষ্যত ভালোভালো ট্রেড শিখা সম্পন্ন হলে যেকোন কাজের পাশাপাশি হলেও ফরেক্সে ট্রেডিং চালিয়ে যাবো।
ফরেক্সে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।। আমি একজন বেকার ছেলে তাই ফরেক্স আমার জন্য খুবই উপকারী একটা মাধ্যম যার সাহায্যে আমি এখন আমার পরিবারে ভাল মুল্য পাই।। তবে আমি জানি এটা অন্য কাজের পাশাপাশি ও করতে পারব তাই ফরেক্সে আমি আমার বারতি আয়ের মাধ্যম হিসেবে নিতে চাই।।।