-
ডেমো একটা অত্যন্ত উপকারী ট্রেডিং সিস্টেম আমাদের সবার জন্যই । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার আসা মাত্রই তার ক্ষেত্রে তাকে প্রশিক্ষিতি করার দ্বায়িত্ব যায় ডেমো একাউন্ট এর উপর । কিন্ত অনেক ট্রেডার আছে যারা ডেমোতে সিরিয়াসলি ট্রেড করে না । যার ফলস্বরুপ তারা পরবর্তীতে ভোগ করে । তাই আমি মনে করি আমাদের ডেমোতে অবশ্যই সিরিয়াস হতে হবে ।
-
হা ভাই ডেমো ট্রেড থেকে আমরা অনেক কিছু শিখতে পারি । কিন্তু ডেমো ট্রেড এ অনেক বেশি বেলেন্স থাকে, রিয়েল ট্রেড আমরা খুব একটা বেলেন্স রাখি না । যার ফলে ডেমো করার পর রিয়েল ট্রেড এ অল্প বেলেন্স নিয়ে ট্রেড করতে সমস্যাই পরি । সেই জন্য আমরা ডেমো ট্রেড এ বেলেন্স ১০০ করে নিতে পারি । অথবা ডেমোতে যেমন বেশি বেলেন্স থাকে তেমনি বেশি ভলিউম দিয়ে ট্রেড দিব, আর রিয়েল এ কম বেলেন্স থাকে তাই কম ভলিউম দিয়ে ট্রেড দিব ।
-
আমি মনে করি ডেমো অ্যাকাউন্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন। ডেমো অ্যাকাউন্টে অনেক ব্যালেন্স থাকে তাই আপনি শিখার জন্য ব্যালেন্সে ১০০ ডলার করুন এবং আপনি মনে করবেন যে রিয়েল ট্রেড করছেন। আপনি ডেমো ট্রেডে সব বুঝে শুনে ট্রেড করবেন এবং মনের ভিতর রাখবেন আপনি রিয়েক ট্রেডে ট্রেড করছেন। তাহলে আপনি ডেমো অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা হতে পারবেন।
-
আপনি যদি ডেমো একাউন্টে ট্রেড করে থাকেন তবে আপনি রিয়াল একাউন্টে অনেক ভাল করতে পারবেন বলে আমার ধারনা কারন আপনি যদি ডেমো একাউন্টে ভাল করে ট্রেড করতে পারেন তবে আপনি রিয়াল একাউন্টেও ভাল করে ট্রেড করতে পারেবন আর আপনি লাভ করতে পারেবন।
-
আপনার দেওয়া ধারনাটা ভালো। ডেমো একাউন্টে গুরুত্ত দিয়ে ট্রেড করলে ব্যালেন্স না কমালেও চলে। তবে এটা ঠিক যে বেশি ব্যালেন্স দেখলে ট্রেডে মনোযোগ কমে যায় তাই ট্রেডে লস করে ব্যালেন্স কমিয়ে নিলে মন্দ হয় না। যাই হোক সবার উচিত রিয়েল ট্রেডের মত ডেমো ট্রেডকে সমান গুরুত্ত দেওয়া কারন হল ট্রেড শিখার অন্যতম মাধ্যম হলো ডেমো ট্রেডিং।
-
ফরেক্সে ডেমো ট্রেডের কোনো বিকল্প নেই।। আমি মনেকরি,, ফরেক্স ট্রেডিং এর জন্য ডেমো বিশেষ ভুমিকা পালন করে।। তবে ডেমো একাউন্ট এর প্রতি আমাদের তেমন আগ্রহ থাকে না।। তাই ডেমো ট্রেডিং এ আমাদের প্রচুর সিরিয়াস হওয়া উচিৎ
।।।
-
ডেমো অ্যাকাউন্টে অনেক ব্যালেন্স থাকে তাই আপনি শিখার জন্য ব্যালেন্সে ১০০ ডলার করুন এবং আপনি মনে করবেন যে রিয়েল ট্রেড করছেন। আপনি ডেমো ট্রেডে সব বুঝে শুনে ট্রেড করবেন এবং মনের ভিতর রাখবেন আপনি রিয়েক ট্রেডে ট্রেড করছেন। তাহলে আপনি ডেমো অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা হতে পারবেন। কারন রিয়েল অ্যাকাউন্টসহজে কেউ বড় ডিপোজিট করে না। এজন্য ডেমো অ্যাকাউন্টে লস করে অ্যাকাউন্ট ছোট বানিয়ে সিরিয়াসলি রিয়েল অ্যাকাউন্ট ভেবে ট্রেড করলে ভালো হবে
-
ইচ্ছা করে কেউ লস করে ব্যালেন্স কমাতে চাইবে ? হাস্যকর মনে হয়৷আবার যদি আমরা ১০,০০০ ডলার ডেমো ব্যালেন্সকে ১০০ ডলার মনে করে ট্রেড করি তাহলে কেমন হয় ? অর্থাৎ স্ট্যানডার্ড একাউন্টকে যদি আমরা সেন্ট/মাইক্রো একাউন্ট মনে করে ট্রেড করি তাহলেই তো সমাধান হয়ে যায়৷ইচ্ছা করে অহেতুক লস করে করে ১০,০০০ ডলার ব্যালেন্সকে ১০০ ডলারে পরিণত করার বাড়তি ঝামেলা বা কষ্ট করার কোনোও প্রয়োজনই নাই৷ব্যাড আইডিয়া !!!
-
ক্যান ভাই, ইন্সটা ফরেক্সে তো আপনাকে মিনিমাম ১০০ ডলার দিয়ে ডেমো একাউন্ট করার সুযোগ দিচ্ছেই। তো কি দরকার বড় বড় লটে ট্রেড দিয়ে লস করে তার পরে সঠিক জায়গায় আসার। তবে আইডিয়া খারাপ না। যেমন অনেক ব্রোকার ১০০/২০০ ডলারের ডেমো একাউন্ট এর অপশনই নেই সেক্ষেত্রে আইডিয়া খারাপ না।
-
আপনি ডেমো ট্রেডে সব বুঝে শুনে ট্রেড করবেন এবং মনের ভিতর রাখবেন আপনি রিয়েক ট্রেডে ট্রেড করছেন এবং ডেমো অ্যাকাউন্টঅনেক কিছু শিখতে পারেন ঙ্কিন্তু ডোমো অ্যাকাউন্টে অনেক বেশি ডলার থাকার দরুন আমাদের লাইভ অ্যাকাউন্টেরর সাথে ডেমো ট্রেডে ভালো করতে পারলে অবশ্যই রিয়েল ট্রেডে ভালো করা যাবে।