কোন সময় ট্রেড করলে লসের সম্ভাবনা সব থেকে বেশি থাকে, এইডা সম্পূর্ণ ভাবে নির্ভর করে, আপনি কোন পেয়ারে কখন, কোন স্ত্রাটেজিতে ট্রেড করছেন, মার্কেটের তখন অবস্থা কেমন। নিচের ছবিটা দেখলে ভাল ভাবে বুঝতে পারবেন। :[ATTACH=CONFIG]1989[/ATTACH])
Printable View
ট্রেড না বুঝলে ফরেক্স মার্কেটে আপনি সারা জীবন শুধু লস দিতে থাকবেন। ফরেক্স খুবই ভাল একটি ব্যবসা। এই ব্যবসায় লাভ করতে হলে প্রচুর পরিশ্রম করে ট্রেড শিখতে হয়। বিশেষ করে ডেমো মার্কেটে অনেক দিন ধরে ট্রেড না করলে মার্কেট সম্পর্কে কোন ধারনা পাওয়া যায় না।
বড় কোনোধরনের নিউজের সময় ট্রেড করলে ফরেক্সে লসের সম্ভবনা বেশি থাকে।কেননা বড় ধরনের নিউজ টাইমে কয়েক মিনিটে নিউজের ওপর ভিত্তি করে মার্কেটে বড় ধরনের পরিবর্তন ঘটে।যেমন এফওএমসি,এনএফপি এসব নিউজে মার্কেটে বড় ধরনের মুভমেন্ট ঘটতে পারে।তাই এসব রিস্কি সময়গুলোতে বুঝেশুনে ট্রেড করার চেষ্টা করতে হবে।
ফরেক্সে ট্রেড করার সময় হল যে সময় কোন প্রকার নিউজ থাকে না । আমরা অবশ্যই যে সময়ে নিউজ থাকবে না সেই সময় এই ট্রেড করব তাহলেই সফলকাম হতে পারব । সুতরাং আমরা সকলেই ধৈর্য্যের সহিত এই ব্যবসা করব তাহলেই জীবনে উন্নতি করতে পারাব ।
ফরেক্স মার্কেটে যখন একজন ট্রেডার পার্যাপ্ত দক্ষতা ব্যাতিত ট্রেড করতে আসবে তখনই সে বড় ধরনের লস করবে । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে লস করার জন্য খুব বেশি হলে নিজের অজ্ঞতাই যথেষ্ট । তাই নিজের মধ্য ফরেক্স সম্পর্কিত জ্ঞানের ভান্ডার সৃষ্টি করতে হবে । এতে করে বড় ধরনের লস এড়ানো সম্ভব হবে নিজের দক্ষতার মাধ্যমে ।
রাতে ট্রেড করবেন কারন এ সময় ফরেক্স মার্কেট অনেক মুভ করে আমি সাধারণত রাতে করি। দিনের বেলায় তেমন উথা নামা করে না জাই হোক নিউজ এর জন্ন ওয়েট করবেন তাহলে ভাল রেসাল্ট পাবেন।
ফরেক্স মার্কেট ভালো করে এনালাইসিস না করে ট্রেড করলে লস হয়ার সম্ভবনা বেশি থাকে । তাই আপনাকে সঠিক এনালাইসিস করে ট্রেড করার সঠিক সময় নির্বাচন করতে হবে । এছাড়া আপনি বিভিন্ন নিউজ টাইম এ ট্রেড করলে অনেক বড় লস এর সম্ভাবনা বেশি থাকে । এবং আমরা যদি ফরেক্স মার্কেট এ ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করে থাকি এতে অনেক বড় লস হতে পারে ।
ফরেক্সে ট্রেড করে আপনি কখন লাভ করবেন আর কখন লস করবেন সেটা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে একটা কথা সিওর বলা যায় তা হল , ফরেক্স না জেনে , না বুঝে ভুল ট্রেড করলেই আপনি লস করবেন । যদি স্ক্যাল্পিং খেলতে চান তবে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ পর্যন্ত ভাল সময়। আবার যদি লং ট্রেড করতে চান তবে মার্কেট স্টাডি বা এনালাইসিস এর কোন বিকল্প নেই।
ফরেক্সে ট্রেড করে এখান থেকে ভাল প্রফিট লাভ করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট মুভমেন্ট বা মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করতে জানতে হবে।আমি মনে করি সেই সব সময়ে ট্রেড না করা ভাল যখন মার্কেট ট্রেন্ড একটি নিদিষ্ট রেন্জের মধ্যে দীর্ঘ সময় ধরে ঘোর পাক করতে থাকবে। ফরেক্স মার্কেট কখনই ঘুমায় না, তার মানে ফরেক্স মার্কেট এ রাত দিন বলতে কিছুই নেই, মার্কেট যেকোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে