ফরেক্স মার্কেটে একাউন্ট জিরু হয়ে যায় খুব কম সময়ের মাধ্যমে। আপনি মনে করবেন না যে আপনার একার শুধু একাউন্ট জিরু হয়ে গেছে এ রখম অনেকের একাউন্ট জিরু হয়ে যায় চোখের পলকে। তাই এই নিয়ে ভাববেন না ফরেক্স করতে হলে একটু লস দিতেই হবে আপনাকে।
Printable View
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরু হয়ে যায় খুব কম সময়ের মাধ্যমে। আপনি মনে করবেন না যে আপনার একার শুধু একাউন্ট জিরু হয়ে গেছে এ রখম অনেকের একাউন্ট জিরু হয়ে যায় চোখের পলকে। তাই এই নিয়ে ভাববেন না ফরেক্স করতে হলে একটু লস দিতেই হবে আপনাকে।
আমার মনে হয় ফরেক্স ট্রেডিং এ একাউন্ট জিরো হয়ে যাওয়া অত্যন্ত সাধারন একটি বিষয় । প্রথম প্রথম সবারই অনেক একাউন্ট জিরো হয় । এভাবে ধীরে ধীরে শিখতে হবে । তবে সবসময় ভুলগুলো মনে রাখতে হবে যাতে পরবর্তীতে আর না হয় ।
জীবনে ভুল না করলে কোন কিছু ভালভাবে শেখা যায় না। ভুল করে কিছু শিখলে তা সারা জীবন মনে থাকে। তাই আমি বলব আপনি ফরেক্স সম্বন্ধে ভালো মত না শিখে রিয়েল ট্রেড করা উচিত হয়নি। তবে অল্পতে আপনার ভুল বুঝে ভালো হয়েছে। তা না হলে হয়ত আপনি বড় ধরনের লসে পরতেন।
হা, কথাটা আমার সাথে খুব মিল আছে । কারন আমি নতুন ট্রেডার আমি ডেমো ট্রেড করি । আমি এখন মোটামুটি ভালই ট্রেড করি । মানে ডেমো ট্রেড করলেও ডেমোতে প্রফিট করতে পারি । তাই আমি চিন্তা করতেছি যে আমি আগের মাসে ৫০ ডলার দিয়ে ট্রেডিং শুরু করবো । কিন্তু আবার চিন্তা করছি ৫০ ডলার তো অনেক কম । তাই বেশি দিয়ে ট্রেড করি না কি ।
লস করার মাধ্যমে আপনি নিশ্চই বুঝতে পেরেছেন যে ফরেক্স মার্কেটে দক্ষতা তথা ট্রেডিং স্কিল এর কতটা প্রয়োজনীয়তা! আামি আপনাকে বলব যেহেতু আপনি একজন নতুন ট্রেডার সেহুতু ধৈর্য্য না হারিয়ে আপনি শুধু এটা ভাবুন যে ৫০ ডলার লস করলেও আপনি এই মার্কেট হতে কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন যা আপনাকে পরবর্তী ট্রেড করার সময় আরো সাবধানী করে তুলবে এবং ট্রেডিং স্কিল বৃদ্ধিতে সহয়তা করবে
একমাসেই যদি আপনার ৫০ ডলার লস হয়ে থাকে তবে আপনি কিছু দিন ট্রেডথেকে বিরতি নিন । তার পর পুনরায় মারকেট এনা লাইসেস করা শিখুন আর আপনার লসের কারন খুজুন যদি লসের কারন বের করতে পারেন তবেই মনে করবেন আপনি শিখতে পেরেছেন তখন আপনি ট্রেড করুন দেখবেন আগের ডলার আপনার নিকট প্রফিট হয়ে ফিরে এসেছে ।
ফরেক্স মার্কেটে দক্ষতা একটি গুরুত্বপূর্ন ও অমূল্য সম্পদ।দক্ষতা ছারা ফরেক্স মার্কেটে ট্রেড করলে আপনি তারাতারি লসের সমূখীণ হবেন।আপনি আপনার একাউন্টে যত ডলার ডিপোজিট করেন না কেন আপনি যদি ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন ছাড়াই ট্রেড করেন তাহলে আপনার একাউন্ট জিরো হবে।আর যদি আপনি ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করে ট্রেড করেন তাহলে ৫০ ডলার লাগবেনা মাত্র ৫ ডলার দিয়ে ট্রেড করে লাভ করতে পারবেন।
হা হা হা ভাই একাউন্ট জিরো এটা কমন কথাই। সবাই এক বার না একবার এটা করেই। তো এখন আর কি করবেন। আমার মত আবার ক খ শুখা শুরু করেন। এখন ভালভাবে শিখেই আবার রিয়েল ট্রেড এ যাবেন। না হলে আবার লস করবেন।
এ ক্ষেত্রে আপনি যদি হতাশ না হয়ে নতুন উদ্যোমে আগের ভুলগুলোর থেকে শিক্ষা নিয়ে আবারো শুরু করেন তবে এবার লাভ হওয়ার সম্ভাবনা বেশি কেননা আপনি ইতিমধ্য গুরুত্বপুর্ণ শিক্ষা অর্জন করেছেন আগের ভুল থেকে । তাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই অনেক বেশি পরিমাণে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে । আর ফরেক্স মার্কেটে দক্ষতা সৃষ্টি হয় বারংবার লস থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে ।
ফরেক্সে ট্রেডিং দক্ষতা ভাল থাকলে ৫০ ডলার দিয়ে অনেক ডলার বাড়ানো সম্ভব । আমি আগের মাসে ফরেক্সে কাজ করার জন্য ৫০ ডলার দিয়ে ট্রেড করা শুরু করি , ফরেক্সে আগের মাসে আমার ট্রেডিং দক্ষতা তত বেশি ছিকলা বলে সেই মাসে আমার কিছু ডলার লস হয় কিন্তু একাউন্ট জিরো হউনি । এখন আমি ভাল ট্রেড করতে পারছি আর আগের লস হওয়া ডলার আমি আমার লাভ করার মাধ্যমে ফেরত পেয়েছি ।