-
আমার মনে হয় কম ডিপোজিট আর বেশি ডিপোজিট সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হল আপনার ট্রেডিং স্ট্রাটেজি আপনার ট্রেডিং স্ট্রাটেজি বা কৌশল যদি ভাল থাকে তাহলে আপনি কম ডিপোজিট থেকে আস্তে আস্তে বাড়াতে পারবেন আর যদি আপনার কোন কৌশল না থাকে তাহলে আপনি লস করতে থাকবেন যেভাবে হোক আপনি ব্যলেন্স জিরো করে ফেলবেন তাতে কোন সন্দেহের অবকাশ নেই।
-
ফরেক্স মার্কেটে কম ডিপোজিট নিয়ে টিকে থাকা অনেক কঠিন, তাই ফরেক্স মার্কেট এ একটু বেশি ডিপোজিট করা অনেক ভাল,যদি কেউ কম ডিপোজি করে ট্রেড করিতে চায় তাহলে তাকে ফরেক্স মার্কেট এর কিছু ব্রোকার আছে যে গুলোতে সেন্ট একাউন্ট করা যায় সেগুলোতে ট্রেড করতে হবে।
-
কম ডিপোজিট নিয়ে টিকে থাকা সম্ভব যদি কম কম আশা করেন । যদি কম ডিপোজিট নিয়ে বেশি আশা করেন তাহলে টিকে থাকতে পারবেন না । তাই সব সময় একটি যুক্তিসংগত লাভ করার চিন্তা করতে হবে । মাসে ৩০ ভাগ লাভ করাই যুক্তিসংগত ।
-
অবশ্যই সম্ভব তবে তার জন্য আপনার মানি ম্যানেজমেন্ট বেশ স্ট্রং হতে হবে। লোভের বশবর্তী কোন ভাবেই হওয়া যাবে না। আর বেশ ভাল রকমের ট্রেডার হতে হবে। তবেই আপনি আশা করতে পারেন ঠিকে থাকার। যদিও ঠিকে থাকতে পারবেন কিনা তা সময়ই নির্ধারণ করবে তার পরও আপনি আশা করতে পারেন অযচিত লস হবে না।
-
আসলে কম ডিপোজিট নিয়ে ফরেক্সে ট্রেড করা যায়। কিন্তু কম ডিপোজিট নিয়ে ফরেক্সে টিকে থাকাটা কষ্টকর। আপনি যদি বিগিনিং লেভেলের ট্রেডার হন তবে কম ডিপোজিট নিয়ে ফরেক্সে টিকে থাকা সম্ভব বলে আমার মনে হয় না। আর যদি আপনি দক্ষ ট্রেডার হন, যদি বোঝেন কিভাবে কোথায় ট্রেড নিতে হবে তাহলে আমি মনে করি কম ডিপোজিট নিয়েও টিকে থাকা সম্ভব।
-
হ্যা ফরেক্স মার্কেটে কম ডিপোজিট দিয়েও মার্কেটে ঠিকে থাকা যায় । তবে এর জন্য আপনাকে অবশ্যই একজন দক্ষ ট্রেডার হতে হবে । *আসল কথা কি জানেন আপনি যদি মার্কেটে দক্ষ না হন এবং মার্কেটে মানি ম্যানেজমেন্ট না ফলো করেন তাহলে বেশি ডিপোজিট করেও মার্কেটে ঠিকে থাকতে পারবেন না । ধন্যবাদ ।।
-
কম ডিপোজিট নিয়েও ফরেক্সে টিকে থাকা সম্ভব । তবে সেই সম্ভব করতে পারে । সে জন্য আপনার অবশ্যই প্রয়োজন হবে ট্রেডিং দক্ষতা । ট্রেডিং দক্ষতাই হল ফরেক্স মার্কেটে টিকে থাকার প্রধান হাতিয়ার । আর ফরেক্স মার্কেট ডিপোজিট কম বেশি হতে পারে এটা কোন সমস্য নয় । কারণ সবারতো আর সমান সামর্থ্য থাকে না । তবে সবারই সমান সামর্থ্য আছে ভাল একটা ট্রেডিং স্ট্রটেজি গড়ে তোলার । কিন্ত আমি মনে করি নিজে যত বেশি দক্ষ হবেন তত বেশি লাভবান হব এই মার্কেটে ।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে কারন আপনি এইখানে বেশি ডলার দিয়ে ট্রেড করে প্রপিট করতে পারবেন না যদি ফরেক্স সম্চনা জানেন। ফরেক্স মার্কেটে লস করা অনেক সহজ কিন্তু প্রপিট ধরে রাখা অনেক কঠিন। তাই আমাদের ফরেক্স সম্পর্কে এক বছর এনারাইসিস করা শিখতে হবে।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে, কিভাবে ট্রেড করতে হয় সেটা বুঝতে হবে । আপনি এই মার্কেট এ যত বেশি দক্ষতা অর্জন করবেন তত বেশি টাকা উপার্জন করতে পারবেন । তবে বেশি ডিপোজিট হলে ট্রেড করতে সুবিধা হয় । কিন্তু এই মার্কেট এ টিকে থাকার সবচেয়ে বড় শর্ত হচ্ছে দক্ষতা অর্জন করা ।
-
আমি মনে করি, ফরেক্স এ টিকে থাকতে হলে আপনার ডিপজিট টা বড় বা কম সেটা বর কথা নয়।যদি আপনার ফরেক্স সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে আপনি অনেক ডিপজিট দিয়ে কোন জ্ঞান ছাড়ায় ফরেক্স করতে যান তাহলে সেটা আপনি ভুল করবেন আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান তার পর ভালো ডিপজিট তবে কম ডিপজিট নিয়েও ফরেক্স ব্যবসা করা যায়। ভাল লাগলে ধন্যবাদ জানাবেন।