লাইভ ট্রেডিং করার আগে অবশ্যই এ্যানালাইসিস করা দরকার । যে ট্রেডার যত বেশী লাইভ ট্রেড করার আগে এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা কোন সময়ে অবহেলা না করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।
Printable View
লাইভ ট্রেডিং করার আগে অবশ্যই এ্যানালাইসিস করা দরকার । যে ট্রেডার যত বেশী লাইভ ট্রেড করার আগে এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা কোন সময়ে অবহেলা না করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।
এনালাইসিস করে এন্ট্রি না নিলে আমাদের পুজি না হারালেও অনেক দিন বন্ধ হয়ে থাকে , যার ফলে আমরা নতুন এন্ট্রি নিতে পারি না্ । পারিনা প্রফিট করতে । তাই কোন ট্রেড ওপেন করার আাগে আমাদের প্রাইস একশান , ডে কেন্ডল , মাসিক কেন্ডল ইত্যাদির উপর ভিত্তি করে অনুমান নিঢে ট্রেড ওপেন করতে হয় ।
ফরেক্স *মার্কেটে আন্দাজে ট্রেড করলেন তো আপনি মরলেন । ফরেক্স মার্কেটে মার্কেট এ্যানালাইসিস না করে ট্রেড করা আর নিজের পায়ে কোড়াল মারা একই কথা । তা্ই আমি বলব আগে সময় দিয়ে মার্কেটে এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট ভালভাবে শিখুন তারপর রিয়েল ট্রেডিং করুন । ধন্যবাদ ।