ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আমরা অনেকে অনেক টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,তাই আমি ফরেএক্স ট্রেডিং করি আমাদের বাংলাদেশ সময় অনুসারে সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত, এই সময়ে ট্রেডার বেশি ট্রেডিং করে থাকে ফরেক্স মার্কেট এ।
Printable View
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আমরা অনেকে অনেক টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,তাই আমি ফরেএক্স ট্রেডিং করি আমাদের বাংলাদেশ সময় অনুসারে সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত, এই সময়ে ট্রেডার বেশি ট্রেডিং করে থাকে ফরেক্স মার্কেট এ।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন টাইম টেবিল নাই । সারা দিনই আপনি ইচ্ছে করলে ট্রেড করতে পারবেন । ফরেক্স মার্কেটে সাধারনত চারটি সেশন রয়েছে । এই চারটি সেশনের মধ্যে আমার মতে নিউইয়র্ক সেশনে ট্রেড করা সবচেয়ে ভাল ।মার্কেটের মুভমেন্ট দেখে মার্কেটের অবস্থা ভাল মনে হলে ট্রেড করাই উত্তম । তাছাড়া ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি ।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে চাইলে আপনি যে কোন সময় আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন কারন ফরেক্স মার্কেটে পাচ দিনের ২৪ ঘন্টাই খোলা থাকে। আর আপনি যেকোন সময় এই পাচ দিনের মধ্য ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি নিয়মিতি ইনাকাম করতে পারবেন ফরেক্স মার্কেট থেকে।
ফরেক্স এ লাভ করার জন্য আপনি যেই সময় গুলোর কথা উল্লেখ করেছেন আমি মনে করি আইটি আপনার ধারণা এবং আপনি এই সময় এ ট্রেড করে হিত সফল হয়েছেন এবং আপনি আমাদের কল্যাণ আর জন্য এই বেপারটা আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ.আমি এনালাইসিস করে দেখব এই সময় গুলোতে ট্রেড করার মাধ্যমে.আশা করি জিনিস তা পসিটিভ হবে.
ফরেক্স মার্কেট মুভ হওইয়ার কোন ধরা বাধা নিয়ম নেই। মার্কেট যেকোন সময় মুভ হতে পারে। তাই আপনি মার্কেট কন্ডীশন বুঝে ট্রেড নিতে পারেন। ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। এখানে আপনি নিজেই নিজের বস।
ট্রেডিং করার সবচেয়ে ভাল সময় হচ্ছে বাংলাদেশের সময় অনুসারে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারটা পযর্ন্ত । কারন এ সময় মার্কেট নিউইয়র্ক সেশনে থাকে । আর এই সেশনে মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকে । ফলে সহজেই মুনাফা অর্জন করা যায় । ট্রেডিং প্লান এবং সুবিধা অনুসারে নিজের ট্রেডিং প্লান গড়ে তুলতে হবে ।
আসল কথা হল ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন এবং দিন রাত খোলা থাকলেও এখাধ থেকে আপনি সবসময় ভাল ট্রেড করতে পারবেন না।কারণ এখানে সময় অনুযায়ী মার্কেটের ভোলালিটিটা নির্ভর করে।যেমন লন্ডন সেশন ১ টা থেকে শুরু ।তখন মার্কের পরিবর্তন ভালই দেখা যায়।
ফরেক্স মার্কেটের সময়গুলো দুপুর ২- রাত ১০ টা পর্যন্ত । অামরা ফরেক্স মার্কেটে ট্রেড করব এ্যানালাইসিসের মাধ্যমে । অামরা ফরেক্সে ভালোভাবে সময় দেওয়ার চেষ্টা করব । বেশী করে সময় দিলেই অামরা ভালো ফল পাব । অামরা ডেমোতে সময় দেওয়ার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
প্রকৃতপক্ষে সঠিক বিষয় হলো আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ারের একটা নির্দিষ্ট সময় আছে যাকে আমরা সেশন বলে থাকি৷বিশ্বে ৪টি বৃহৎ ট্রেডিং মার্কেট রয়েছে এবং তাদের নি্র্দিষ্ট সেশনও রয়েছে৷ঐ নির্দিষ্ট সেশন অনুযায়ী ঐ মার্কেটে সর্বাধিক লেনদেন হয়ে থাকে৷যেমন লন্ডন,নিউইয়র্ক,টোকিও,এবং,সিডনী মার্কেট৷ধরুন আপনি যদি eur/usd বা gbp/usd পেয়ারে ট্রেড করতে চান তাহলে অবশ্যই লন্ডন ও নিউইয়র্ক সেশনে ট্রেড করবেন৷ঐ মার্কেটগুলোর ব্যাংকিং আওয়ারকেই ঐ মার্কে্টের সেশন বলে৷তাই সেশন দেখে বুঝে ট্রেড করবেন৷সার বিশ্বের সাথে সময়মতো ট্রেড করবেন,আশা করি লাভবান হবেন৷অফসেশনে কখোনোও ট্রেড করবেন না৷
যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট খোলা থাকে তাই যে কেউ যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে । আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন টাইম টেবল নাই । তবে রাতে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক উপযুক্ত সময় ।