-
লিভারেজ হলো কম বিনিয়োগে অধিক পন্য ক্রয় করার একটি পদ্ধতি । আর অন্যান্য সকল ট্রেডিং ব্যাবসার মধ্যে ফরেক্স এ লিভারেজ সবচেয়ে বেশি ১:৪০০ । এর অর্থ হলো আপনি ১ ডলার দিয়ে ৪০০ ডলারের পন্য ক্রয় করতে পারবেন । যদি লিভারেজ ১:৫০ হয় তাহলে বুঝতে হবে যে আপনি ১ ডলার দিয়ে সর্ব্বোচ্চ ৫০ ডলার মূল্যের পন্য কিনতে পারবেন । ফরেক্স এ এটি ব্যাবহার করা হয় কম বিনিয়োগে বেশি প্রফিট করার উদ্দেশ্যে । ধরুন আপনি ০.১০ লটে একটি ট্রেড চালু করলেন । এর মানে আপনি ১০০০০ ডলারের লেনদেন করলেন কিন্তু আপনার ব্যালেন্স মাত্র ১০০ ডলার এর মানে আপনার লিভারেজ হলো ১:১০০ ।
-
লিভারেজের কথা আমি অনেকবারই বলেছি যে লিভারেজ যতই কম নিবেন আপনার ট্রেডিং একাউন্টের ব্যালেন্স ততই নিরাপদ থাকবে এবং দ্রুত ব্যালেন্স জিরো হবেনা৷মানি মেনেজমেন্টের গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লিভারেজের সঠিক প্রয়োগ৷আপনার একাউন্টের লিভারেজ যদি বেশি হয়ে থাকে তাহলে এখনই লিভারেজ কমিয়ে 1:20 বা 1:33 বা 1:50 সেট করে নিন৷
-
লিভারেজ হলো ব্রোকার এর কাছ থেকে ধার নেয়া যা দিয়ে আপনার ট্রেডিং আপনার বিপক্ষে গেলেও আপনি ট্রেডটার শেষ পর্যন্ত দেখতে পারবেন
-
আমি আপনাদের কাছ থেকে ক্লিয়ার কোন তথ্য পেলাম না।অনেকেই বলছেন লিভারেজ নিলে ট্রেড বিপক্ষে গেলে দ্রুত ব্যালান্স জিরো হয়ে যাবে।কিন্ত কেউ বলছেন না কেন জিরো হয়ে যাবে।
আমি আপনাদের কাছে জানতে চাই, লিভারেজ এর সুবিধা অসুবিধা কি কি?
সুবিধা হলে কেন অসুবিধা হলে কেন সেটাও জানতে চাই।
লিভারেজ কিভাবে কাজ করে?
আমি ডেমো ট্রেড করি, সেখান থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তা হলো লিভারেজ যত বেশি নিবো আমার একাউন্ট ততবেশি সুরক্ষিত।
লিভারেজ বেশি নেব অল্প লটে ট্রেড করবো, তাহলে ট্রেড আমার বিপক্ষে গেলে আমি অপেক্ষা করবো মাসের মাস ট্রেড আমার পক্ষে আসার জন্য।এর মধ্যে ট্রেড আমার অনেক বিপক্ষে গেলেও মার্জিন নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই।হয়তো সময় অনেক নষ্ট হবে।
আমি কি ঠিক বললাম? নাকি আমার বুঝাতে ভুল আছে?
প্লিজ এক্সপার্টদের কাছে পরামর্শ চাই।
-
লিভারেজ হচ্ছে ব্রোকার থেকে ঋণ গ্রহন করা। কম ডিপোজিট করে লিভারেজ এর মাধ্যমে আমরা বড় লটে ট্রেড করতে পারি। যারা আমরা অল্প ডিপোজিট করে ফরেক্স ট্রেডিং করতে চাই তারা এটা জানে যে অল্প ডিপোজিট দ্বারা ট্রেড ওপেন করা যায় না। এজন্য লিভারেজ এর দরকার পড়ে। লিভারেজ আমাদের ডিপোজিট কে বহুগুণ বাড়িয়ে ট্রেড করার জন্য উপযোগী করে দেয়।
-
লিভারেজ লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এরওপর সবোচ্চ কতগুন লোন আপনার ফরেক্স বোক্রার আপনাকে দিবে। ১:১লিভারেজ হলো ভালো হয়।এতে রিস্ক কম থাকে। ১:৫এর বেশী লিভারেজ না নেওয়া।এদের ক্যাপিটাল বেশী।আর যাদের ক্যাপিটাল কম তাদের আমরা লিভারেজ হিসেবে ব্যবহার করি। বেশী লিভারেজ নেওয়া ওযুক্তিসংগত নয়।১:১০০/১:২০০পর্যন্ত নেওয়া যেতে পারে
-
একজন ট্রেডারকে অবশ্যই বুঝে শুনে তারপর টেড করা উচিত । এর কারণ হল ফরেক্স ব্যবসা তো আর একটা খেলনা নয় । একজন ট্রেডারের উচিত হবে যে ,সে যখন ট্রেড করবে অবশ্যই লিভারেজের দিকে খেয়াল রাখা । লিভারেজের কারণ হল একজন ট্রেডারের রিক্স কমায় । সুতরাং আমাদের উচিত হবে লিভারেজের দিকে লক্ষ্য রেখে ট্রেড করা তাহলেই সফলতা সম্ভব ।