-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভলিউম নির্নয় অত্যান্ত গুরুত্বপূর্ণ । ভলিউম বা লট নির্বাচন সম্পূর্নভাবে নির্ভর করে মার্কেটের মুভমেন্ট এর উপর । মার্কেটের মুভমেন্ট দেখে লট নির্বাচন করা উচিত বলে আমি মনে করি । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের জন্য লট সাইজ ০.০১ থেকে ০.০৫ এর মধ্যে নির্বাচন করা ভাল । এতে করে ব্যলেন্স শূন্য হওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে ।
-
কত ভলিয়মে ট্রেড করা উচিৎ তা নির্ভর করে , আপনার ব্যলান্সের উপর, লিভারেজের উপর , আপনার দক্ষতার উপর । উপরে অনেকেই বলেছে যে ১০০ ডলার ডিপোজিট থাকলে .০১ সেন্ট এর ভলিউম দিয়ে ট্রেড ওপেন করতে। তাহলে ১০০ পিপস প্রতিকুলে গেলে মাইনাম হবে ১ ডলার । যা অনেক কম ঝুকি। তাই আমার কাছে মনে হয় .১০ সেন্ট খুলে ট্রেড করা যেতে পারে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করমতে আপনার দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতাই বলে দেবে আপনাকে কত ভলিউমটি নির্নয় করতে হবে? তবে সাধারণত লট সাইজ ০.০১ থেকে ০.০৫ এর মধ্যে নির্বাচন করা ভাল । এতে করে একাউন্ট শূন্য হওয়া সম্ভবনা কম থাকে।
-
আমার মনে হয় ফরেক্স এ লট বা ভলিয়ম কোন ব্যাপার না, আসল ব্যাপার মার্কেট সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করা, আর টেক প্রফিট ও স্টপ লচ ব্যবহার করে ট্রেড করলে আপনার লাভ বা লচ যায় হক না কেন আপনার অ্যাকাউন্ট জিরো হবে না এটা নিশ্চিত, তাই আপনি নিরাপদে ট্রেড করতে চাইলে আপনার অ্যাকাউন্ট এই উপর ২০% ঝুকি নিতে পারেন, আবার লট নির্ধারণ আপনি নেজেই করতে পারবেন।
-
ভাই কত ভলিয়ম দিয়ে ট্রেড করা ভাল এটা নির্ভর করে আপনার একাউন্ট ব্যলান্স এর উপর । আপনি যদি স্টপ লস ব্যবহার না করেন সে সেক্ষেত্রে অর্ডার করা কারেন্সি যদি ৩০০ পিপস প্রতিকুলে যায় সেই ব্যলান্স বেখে আপসি আপনার ভলিয়ম নির্ধারন করতে পারেন।
-
কত ভলিয়মের ট্রেড করা হবে সেটা নির্ভর করে কত ব্যালেন্স নিয়ে ট্রেড করা হচ্ছে অথবা কত পরিমানে লিভারেজ নেওয়ায়া হয়ে ছে।যাদের বড় পুজি রয়েছে তারা অবশ্যই বড় লটে ট্রেড করদে চাইবেন।এভাবে যাদের ছোট পুজি তাদের ছোট ভলিয়মের ট্রেড করা উচিত।সর্বোপরি ব্যালেন্সের হিসাবনিকাশ করে ট্রেড করাটাই ভালো বলে আমি মনে করি।
-
আমরা ট্রেড করা এ্যাকাউন্টের ডলারের উপর নির্ভর করে । যার এ্যাকাউন্টে যত বেশী ডলার রয়েছে সে তত বেশী লট নিয়ে ট্রেড করতে পারে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য এ্যাকাউন্টে ডলার বেশী রাখব তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।
-
যত ছোট লটে ট্রেড করা যায় তত ভালো। আমার মতে প্রতি ১০০ usd এর জন্য . ০১ লটে ট্রেড করা যেতে পারে। যারা বড় লটে ট্রেড করবেন তারা বড় ধরনের ধরা খাবেন। আশা করি বোঝাতে পেরেছি।
-
আমার মনে হয় ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ যে ভলিউম যথার্থভাবে সেট করা ভলিউম সঠিকভাবে নির্ধারণ করা নির্ভর করছে সম্পূর্ণরুপে মানিম্যানেজমেন্ট এর উপরে অর্থ্যাৎ আপনি ঠিক কতটুকু বিনিয়োগ করবেন এবং প্রতিটা ট্রেডে মূল ব্যালেন্সের কতটুুকু পর্যন্ত ব্যবহার করবেন পাশাপাশি আপনাকে হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নিতে হবে যে ঠিককতটুকু পরিমাণে ঝুঁকি আপনি প্রতিটা ট্রেডে নিতে চান! যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তবে আপনার উচিত হবে প্রতি ১০০ ডলার এর জন্য 0.01 ভলিউম নির্ধারণ করা।
-
আমরা যারা নতুন বা মোটামুটি তাদের উচিত হবে কম ভলিউম দিয়ে ট্রেড করা। তাহলে আমরা ট্রেড মার্কেটে অনেক দিন তিকে থাকতে পারব। কমপক্ষে ৩০০/৫০০ দলার না হলে ০.০১ ভলিউম দিয়ে ট্রেড করা উচিত। তাহলে লস হলেও কম হবে আর লাভ হলেও কম হবে। তাতে মার্কেটে আমরা তিকে থাকতে পারব।