-
ট্রেডে ব্যর্থ হলে কি জন্যে ব্যর্থ হলেন তার অ্যানালাইজ করুন । ভুল গুলো নোট করে রাখুন । পরবর্তীতে যাতে এই ভূলগুলো না হয় সে দিকে মনোযোগ দিন । কারণ একই ভুল বারবার করতে থাকলে আপনি ব্যর্থ প্রতি বিরক্ত হয়ে ফরেক্স ছেড়েও দিতে পারেন । ভুলগুলো থেকে শিখুন । তারপরও ব্যর্থ হলে ডেমোতে মনোযোগ দিন । ডেমোতে ভাল ফলাফল পেলেই কেবল লাইভ করুন ।
-
ফরেক্স এ সবাই কম বা বেশি লস করে। ট্রেডে ব্যর্থ হলে আপনাকে আপনার ভুল খুজে বের করতে হবে। কোথায় আপনি ভুল করলে সেটা যদি না খুজে বের করেন তাহলে দক্ষ হতে পারবেন না।
প্রতিটি ট্রেড ট্রেড নেয়ার কারন খুজে বের করুন কেন আপনি ট্রেড নিলেন আর কোতাহ্য টেক প্রফিট ব্যবহার করবেন।
-
*ফ*রেক্স এ লাভ লস আ*ছে এ*তে মন খারাপ ক*রে কোন লাভ নেইনা লাভ লস নি*য়ে ফ*রেক্স ব্যবসা । ত*বে ম*নে রাখ*তে হ*বে সব সময় এক রকম যায় না তাই এ*টি করার সময় মন*কে এক জায়গায় স্থির ক*রে কাজ কর*তে হ*বে অন্য মনষ্ক হ*য়ে গে*লে এখা*নে লস হওয়ার সম্ভবনা বে*শি হ*বে।
-
ফরেক্সে অনেকেই ট্রেডে ব্যর্থ হয়ে ফরেক্স থেকে মুখ ঘুরিয়ে নেন। ফরেক্স থেকে দূরে সরে যান। আমার মতে ট্রেডে ব্যর্থ হওয়ার পর আমাদের উচিত হবে ভুল গুলো খুজে বের করা। ভুল খুজে বের করে সেগুলো কেন হলো তা বের করা। তাহলেই আমার মতে ব্যর্থতা কমবে।
-
ট্রেডে ব্যর্থ হলে অবশ্যই আমাদেরকে ধৈর্য্য ধারণ করার ক্ষমতা থাকতে হবে । যার যত বেশী ধৈর্য্যশীলতা রয়েছে সে তত বেশী সফলকাম হয়েছে । সুতরাং অামাদেরকে কারণ খুুজে বের করতে হবে যে কিসের কারণে এই ভুুলগুলো হল ।
-
যদি কোনদিন ব্যার্থ ট্রেড হয়ে যায় তবে অবশ্যই সেদিনের জন্য ট্রেড বন্ধ করে দিতে হবে । আমি বন্ধ বলতে বুঝাতে চাচ্ছি যে মানে যে দিন আপনি ট্রেড করে ব্যার্থ হবেন সেদিন অবশ্যই আর ট্রেড করবেন না । কারণ ওই সময়টাতে মানষিক অবস্থা খারাপ থাকে যার কারণে সিদ্ধান্ত নিতে অনেক বেশি কষ্ট হয় ও মানষিক চাপের ফলে ভুল সিদ্ধান্ত চলে আসে । অামরা মাঝে মধ্য অনেক ট্রেডে ব্যার্থ হয়ে আবারো লোভের বশবর্তী হয়ে কিংবা রাগের চোটে ট্রেড দিই । আসলে এই ধরনের সিদ্ধান্ত হল আত্নঘাতি সিদ্ধান্ত । যা কখনোই কাম্য হতে পারে না ।
-
ফরেক্স মার্কেটে একটি ট্রেডে ব্যর্থ হওয়া তেমন বড় কোন বিষয় নয়। কারন সব বড় বড় দক্ষ এবং প্রফেশনাল ট্রেডাররাই ট্রেডে লস করে থাকেন। একটি ব্যর্থ ট্রেড আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষক। কারন এই একটি ব্যর্থ ট্রেড থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমাদের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমাদের ভুলগুলো। আমাদের উচিত ভুল থেকে শিক্ষা নেওয়া। যাতে পরবর্তী ট্রেডে আমরা বিগত ট্রেডের ভুলগুলো এড়িয়ে ট্রেডিং করতে পারি।
-
ফরেক্স মার্কেটে যদি কখনো কোন ট্রেডে লস করি তখন আমি হতাস হইনা আর আমি কি কারনে লস করলাম সেগুলো লিখে রাখি আমার সর্বমোট কত লাভ হলো এবং কতো লস হল।সেগুলো আমি মাঝেমাঝে ফলো করি।আমি দেখি আমার লাভের চেয়ে লসের সংখা বেশি।আমি সেগুলো রিকবার করার চেস্টা করি। আমার আত্ন বিশ্বাস আছে একদিন না একদিন সফল হবই ।
-
ট্রেডে ব্যর্থ হলে মনে করবেন আপনার ট্রেডে কোন ভুল আছে। যে কারনে আপনি লস খেয়েছেন। তাই আবার নতুন করে ট্রেড ওপেন না করে আগে আপনার ভুল খুজে বের করার চেষ্টা করুন। ভুল বের করে সে মতে ডেমোতে ট্রেড করুন। একবার ডেমোতে সফল হলেই রিয়েল ট্রেড করতে যাবেন না। একই ফরমূলায় কমপক্ষে ১০টি ট্রেড করুন। ফলাফল দেখুন। যদি দেখেন যে ১০ টি ট্রেডের ভিতর ৬ থেকে ৭ টি ট্রেডে লাভ করতে পেরেছেন তাহলে সেই ফরমূলা অনুযায়ী রিলেন করুন। আর তা না হলে ডেমো করতে থাকুন। যখন দেখবেন কোন একটি ফরমূলা অনুযায়ী ৬/৭টি ট্রেড লাভ করতে পেরেছেন। সেই পদ্ধতিতে রিয়েল এ ট্রেড করুন।
-
ফরেক্স এ ট্টেড এ ব্যর্থ হলে আমরা কি থেমে যাব? না থামবো না। আবার ও ট্টেড করতে পারব। আর যা ট্টেড করব তা ভাল করে বুঝেশুনে ফরেক্স এ ট্টেড করব। এক পেয়ায়ে না হয় আরেক পেয়ারে ট্টেড করতে পারব যাতে লাভ হতে পারে।