আসলে ফরেক্স মার্কেটের মত মার্কেটে ৫০০ ডলার লস করটা আমি মনে করি বেশি কিছু না। কারন এখানে হারজার হাজার কোটি কোটি টাকার খেলা মেলা হয়ে থাকে। তবে আপনি যে ৫০০$ হারিয়েছেন আমি মনে করি আপনি যদি ফরেক্স মার্কেটে টিক মত ট্রেড করেন তবে তা ফিরে আসবে কন একদিন।
Printable View
আসলে ফরেক্স মার্কেটের মত মার্কেটে ৫০০ ডলার লস করটা আমি মনে করি বেশি কিছু না। কারন এখানে হারজার হাজার কোটি কোটি টাকার খেলা মেলা হয়ে থাকে। তবে আপনি যে ৫০০$ হারিয়েছেন আমি মনে করি আপনি যদি ফরেক্স মার্কেটে টিক মত ট্রেড করেন তবে তা ফিরে আসবে কন একদিন।
ফরেক্সে ৫০০ ডলার লস খুব একটা বেশি কিছু না । তবে আমার মতে আপনি যেহেতু নতুন ট্রেডার আপণাকে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা উচিত । এতে করে আপনি আপনার একাউন্ট অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন । ফরেক্সে মার্কেটে প্রথম ২-৩ বছর টিকে থাকাটাই বড় বেপার ।
ফরেক্স মার্কেট অত্যান্ত জঠিল একটি ব্যবসা বলে আমি মনে করি । মার্কেট থেকে নিয়মিত আয় করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে । একজন ভাল ট্রেডার ফরেক্স মার্কেট থেকে নিয়মিত প্রফিট করে থাকে । কেননা ফরেক্স থেকে ভাল ফলাফল পেতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । তাই ফরেক্স মার্কেট থেকে নিয়মিত আয় করতে হলে মার্কেট সম্পর্কে আগে ভালভাবে জ্ঞান অর্জন করতে হবে । কেউ যদি মার্কেট থেকে লাভ করে তাহলে এটি যেমন ট্রেডিং সম্পর্কে তার জ্ঞান বা অভিজ্ঞতার জন্য হয়ে থাকে তেমনি মার্কেট থেকে লস করলেও এটি তার অসাবধানতার কারনে হয়ে থাকে । এতে মার্কেটের কি দোষ ।
ফরেক্স ব্যবসা যদি এ্যনালাইসিস করে না করা হয় তাহলে অবশ্যই লসে পড়তে হয় । অভিজ্ঞতা ছাড়া এ ব্যবসায় কেহ উন্নতি করতে পারে না । আগে আমাদের দক্ষতা অর্জন করতে হবে তারপর এই ব্যবসা শুরু করতে হবে । সুতরাং আমরা যদি ৫০০ ডলার দিয়েও এ্যাকাউন্ট করে থাকি না কেন যদি মার্কেট সর্ম্পকে অভিজ্ঞ না হই তাহলে কোন উন্নতি হবে না ।
আপনি বেশ যথার্থই বলেছেন এটি ঠিক যে আমরা যখন কোন একটি কাজ থেকে অনেক বেশি সফলতা লাভ করি তখন আমরা কেবল সর্বক্ষন সেই সফলতাই প্রত্যাশা করি কখনই ব্যার্থতাকে সহ্য করতে পারি না আর উল্লেখিত ঘটনাটিতে ঠিক এমনটিই ঘটেছে অধিক প্রফিটের লোভ ট্রেডারকে ট্রেডিং সিস্টেমের আলোকে ট্রেড করতে অনউতসাহিত করেছে যার ফলে ঐ ট্রেডারের এত বড় লস গুনতে হয়েছে।
ফরেক্স এক টি ওয়ার্ল্ড ওইদে বিজনেস। এখানে যে কেউ বুসিনেসস্করতে পারে প্রপার ট্রেনিং আর অনেক ধরজের মাদ্ধমে লাভভান হওয়া সম্ভব কিন্তু লাভবান হইতে হলে কিছু পরিমান অর্থ অবসসই ইনভেস্ত করতে হবে। যেমন ১০০, ২০০, ৫০০, এবং ১০০০এর বেসি হতে পারে। এখান থেকে লাভ হবে বা এ লসস হতে পারে।
ফরেক্স মার্কেট হল অনেক লাভ জনক ব্যাবসা। আপনার সহপাটির ৫০০ ডলার লসের প্রধান কারন হল লোভ, অল্প সময়ে কোটি পতি হবার লালসা। সর্বপরি তার ফরেক্স সমন্ধে তেমন আইডিয়া গঠিত হয় নাই্ । ৫০০ ডলার ইনভেন্স্ট করে কত লট খুলতে হবে কত ডলার ফ্রি রাখতে হবে এইসব ব্যপার গুলো সে হয়ত জানেনা। তাই রাতারাতি লস। উত্তোরনের উপায় এনালাইসিস করে ট্রেড করা।
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদে কে ফরেক্স সম্পর্কে জানতে হবে তাহলে রিয়াল মার্কেটে ট্রেড করে প্রপিট ক তে পারব।ফরেক্স সম্পর্কে না জেনে আপনি ৫০০০ ডলার ডুকান কোন কাজে আসবেনা এটা লস ক তে কিছু দিন লাগবে।
৫০০ ডলার কেনো আপনি হাজার হাজার ডলার লস করবেন যদি না জেনে না বুঝে ট্রেড করেন। আমি নিজে ও দুইদিনে তিনশ ডলার আয় করেছি। কিন্তু তারপরের দিন আব্র সে টিনশ ডলার লস করেছি। এখানে ট্রতেড করার অনেক নিয়ম কানুন আছে। সেগুলো না মেনে ট্রেড করলে আপনি লস খেতে পারেন।
আমরা শুনেছি যে ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে। এর বেশিরভাগই নতুন ট্রেডার। আমার নতুন অবস্থায় যে সমস্ত সমস্যাগুলি ছিল তা হলো :-
১। ধৈয্যের অভাব ছিল।
২। ট্রেন্ডের গতি বুঝতাম না।
৩। এনালাইসিস কি এবং কিভাবে করতে হয় জানতাম না।
৪। মানিমেনেজম্যান্ট মেনে চলতাম না।
৫। অনেক ট্রেড ওপেন করতাম, ভাবতাম সুযোগ হাতছাড় হয়ে যাচ্ছে।
ভাই সকল এইসকল পরিহার করলে আপনার সাফল্য অনিবার্য। আমি এখন স্টপলস ছাড়া ট্রেড করে ভাল লাভ করছি (ইনশাল্লাহ)।