আমিবামার একাউন্টে আগামি বছর ব্যলেন্স দেখতে চাই দশ হাজার ডলার তাই আমি ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত কাজ করে যাচ্চি। আপনারাও কাজ করে যান এতে করে সবাই এক সাথে ভাল কিছুভকরতে পারবো বলে আশা করা যায় আর ফরেক্স মার্কেটে ট্রেড করতে তাখেন।
Printable View
আমিবামার একাউন্টে আগামি বছর ব্যলেন্স দেখতে চাই দশ হাজার ডলার তাই আমি ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত কাজ করে যাচ্চি। আপনারাও কাজ করে যান এতে করে সবাই এক সাথে ভাল কিছুভকরতে পারবো বলে আশা করা যায় আর ফরেক্স মার্কেটে ট্রেড করতে তাখেন।
পরিকল্পনাটা অনেক বাস্তব সম্মত কেননা এক বছঅরে ১০০০ ডলার ন অলীক কিছুই নয় । তার পরেও অনেক ভেবে চিনতে কাজ করতে হবে যেন লসের ভাগ কম থাকে তবেই স্বপ্ন সফল হবে ।
আমি নিজেস্ব কোন ক্যাশ ইনভেস্ট করতে চাই না কস্ট হলেও ফোরামের মাধ্যমে বনাস সংগ্রহ করে ১ বছরে ৬০০ ডলার বানাতে চাই । কিন্ত ট্রেডে প্রফিট করতে পারছি না আমি কি ট্রেড বন্ধ রেখে পুজি সংগ্রহ করে নিব ? আপনাদের মতামত চাই ।
কোন ট্রেডেই পুরাপুরি প্রফিটের আসায় থাকতে নাই । পরিমান মত একটা প্রফিট হলেই ক্লোজ করে দেয় ভাল। তা হলে লসে পড়ার ভয় থাকে না ।বেশি লোভ করলে ক্ষতি ।
এই ফোরামের একাউন্ট ই পর পর দুই বার ১০০০ ডলার পার করে ছিলাম। কিন্তু ধরে রাখতে পারি নি। নিজেরই দোষ। কেননা এত ভাল ভাবে ট্রেড করার পরেও স্টপ আউট খাওয়া সত্যিই কষ্টের। ইচ্ছা আছে এই বছরের ভেতরে আবারও নিজের গোলে ফিরে যাবার। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। তবে পারব কেননা রাস্তা তো চিনিই।
আমি তো অনেক ভাল ট্রেডার ন আ। আমি লসের মধ্যেই আছি । তাইতো আমার একাউন্ট ব্যালেন্স বাড়ে না । তবে আমি মনে করি আগামী বছর শেষে আমার ট্রেডিং ব্যালেন্স ২০০ এর বেশি ডলার হবে । আমি এখন ফরেক্স শেখার জন্য অনেক বেশি বেশি চেষ্টা করতেছি । আসা করি একটা সময়ে আমি অনেক ভাল কিছু করবো ।
ফরেক্স মার্কেটে মাস যাবে দিন যাবে কিন্তু লস ছাড়া কিছুই থাকেনা তাই আমাদের কে মাথা ঠান্ডা রেখে এই মার্কেটে কাজ করতে হবে তাহলে সব সময় আপনি প্রপিট করতে পারবেন।তারজন্য বেশি করে পড়তে হবে এই মার্কেট নিয়ে।
হ্যা ভাই আপনি একেবারেই সত্য এবং মনের কথাই বলেছেন, বেশ ভাল লাগল আপনার টার্গেট নিয়ে কাজ করার প্রবণতাকে দেখে। তাই আমার পরামর্শ হল আপনার ব্যালেন্সের প্রতি খেয়াল রেখে এবং সেটাকে কিভাবে বাড়ানো যায় সেই পরিকল্পনা নিয়ে সেই শুভকামনায় আশা করি আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক। এবং আগামী বছর শেষে আপনার ব্যালেন্স ১০০০ ডলারেরও অধিক বেশি হক। কারন টার্গেট ছাড়া লক্ষে সহজে পৌঁছানো যায়না। সুতরাং আশা করি আপনি সফল হবেন।
এটা আমরা কখনোও নিশ্চিত করে বলতে পারবো না যে এই বছর শেষে আমাদের একাউন্টের ব্যালেন্স কত হবে৷আমরা আমাদের ট্রেডিং স্ট্রাটেজি অনুসারে নিয়মিত ট্রেড করে যাবো এবং যতোটুকু সম্ভব প্রফিট করার ততটুকুই প্রফিট আমাদের একাউন্টে জমা হবে৷প্রফিট সব সময় নির্ভর করবে আমাদের ট্রেডিং স্ট্রাটেজির ওপর কারণ আমাদের ট্রেডিং স্ট্রাটেজি-ই আমাদেরকে বলে দেয় কখন এন্ট্রি করবো এবং কখন ক্লোজ করবো,কত ভলিয়ম নিয়ে এন্ট্রি করবো,কোথায় ক্লোজ করবো... তাই ভবিষ্যতে ব্যালেন্স কত হবে তা কখনোই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়৷যদি আপনি আপনার ট্রেডিং স্ট্রাটেজি অনুসারে সঠিকভাবে নিয়মিত ট্রেড করতে পারেন তাহলে পর্যাপ্ত প্রফিট করা সম্ভব৷আর 1000 ডলার তো কিছুই না বরং আরো অনেক বেশি প্রফিট করা সম্ভব৷ তাই ভবিষ্যত ব্যালেন্সের দিকে গুরুত্ব না দিয়ে বরং আমাদের বর্তমান ট্রেডিং স্ট্রাটেজির দূর্বলতাগুলোর দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত৷
মামুন ভাই এর কথায় ১০০% গুরুত্ব দিচ্ছি। কারণ আমাদের শুধু শুধু টার্গেট করে লাভ কি কারণ আপনি যদি ফরেক্স মার্কেট এ টার্গেট করেন তাহলে আপনি নিজের উপর নিজে একটা প্রেসার নিয়ে নিলেন এবং তাতে আপনি ভূল ট্রেড নেওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার স্ট্রেটেজির উপর যদি আস্থা থাকে তাহলে আপনি শুধু ট্রেড করে যান ভাল ভাবে সিস্টেম অনুসরন করে দেখবেন যা চাইবেন তার চেয়ে বেশী পাবেন। তাই আগে থেকেই কখনও টার্গেট করতে নেই কারন টার্গেট করবেন তো সাইকোলজিক্যালি প্রেসারে থাকবেন। যেটা আপনার একাউন্টের ক্ষতির কারন হতে পারে। সব সময় রিল্যাক্স থাকেন দেখবেন এমনিতেই ভাল হবে।