আমার মতে একটি পেয়ারে ট্রেড করা ভাল। এতে কিছুদিনের মধ্যে ওই পেয়ারের মুভমেন্ট খুব ভালোভাবে বুঝা যায়। যার ফলে ট্রেড করে প্রফিট করতে অনেক সুবিধা হয়। এবং অনেক ভাল প্রফিট করা যায়।
Printable View
আমার মতে একটি পেয়ারে ট্রেড করা ভাল। এতে কিছুদিনের মধ্যে ওই পেয়ারের মুভমেন্ট খুব ভালোভাবে বুঝা যায়। যার ফলে ট্রেড করে প্রফিট করতে অনেক সুবিধা হয়। এবং অনেক ভাল প্রফিট করা যায়।
আমার মনে হয় একাধিক পেয়ার এ ট্রেড করার যেমন ভাল দিক রয়েছে তেমনি খারাপ দিক ও রয়েছে । একাধিক পেয়ার এ ট্রেড করে বেশিরভাগ সময় মারাত্মক সব সমস্যার সম্মুখীন হতে হয় । আর একাধিক পেয়ার এ ট্রেড করলে নানা রকম সমস্যা হয় । সব পেয়ার এর প্রতি নজর রাখা যায় না।
ফরেক্স যেহেতু আন্তজাতিক মার্কেট তাই ফরেক্স এ অনেক দেশের কারেন্সি রয়েছে। শুধু এক ফেয়ার অনেক সময় লাভ খুব বেশী হয় তবে লস ও হয়, তাই একাধিক ফেয়ার এ ট্রেড করলে লস হবার সম্ভাবনা কম আর লস হলে ও একাধিল ফেয়ার এর কারনে লস রকোভারি হয়ে যায়
একাধিক পেয়ার এ ট্রেড করা ভালো-মন্দ দুটিই হতে পারে.যদি আপনি একজন দক্ষ ত্রাদের হয়ে থাকেন তবে এইটি একটি ভালো সিদ্ধান্ত হতে পারে.কারণ এর ফলে আপনার লাভ এর পরিমান বৃদ্ধি পেয়ে যাবে.কিন্তু যদি আপনার অভিজ্ঞতা কম হয়ে থাকে তবে এইটি আপনার জন্য কাল হয়ে দাড়াতে পারে.তাই আপনি ত্রাদের অনুযায়ী সিদ্ধান্ত নিন.
একাধিক পেয়ারে ট্রেড করা ভালো ।তবে অবশ্যই একাধিক পেয়ারে ট্রেড করার অভিজ্ঞতা অর্জন করতে হবে।
আমি কখনো একটা পেয়ার নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করি না।কারণ আমি যদি একটা পেয়ার নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করতাম তাহলে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারতাম না।আমি বিভিন্ন কারেঞ্চি পেয়ার নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এতে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে যেনে শুনে ট্রেড করতে হইবে।তাই একদিক থেকে কোন কারেঞ্চি পেয়ার নিয়ে ট্রেড করার ভালো হবে বলে আমি মনে করি।
কখনোই একাধিক পেয়ারে ট্রেড করা ভালো নয় । আমরা যদি একাধিক পেয়ারে ট্রেড করি তাহলে আমাদের এ্যাকাউন্ট চলে যেতে পারে । তাই আমরা কখনোই একের অধিক পেয়ারে ট্রেড করব না । তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
একাধিক পেয়ার নিয়ে ট্রেড করা মন্দ নয় যদি আপনি সব দিকে ভালোভাবে নজর রাখতে পারেন। একাধিক পেয়ারে ট্রেড করার সুবিধা হল মার্কেট এনালাইসিস করে যে পেয়ারের লাভ হবে তাতে ট্রেড করা যায়। তবে ট্রেডারকে অবশ্যই সব গুলো পেয়ারের মানি ম্যনেজমেন্ট ভালো করে করতে হবে। একাধিক পেয়ারে ট্রেডের সমস্যা হল মাহজে মধ্যে বিভিন্ন পেয়ার ম্যনেজমেন্ট করায় ঝামেলা হয়।
একাধিক কারেন্সি পেয়ার ব্যাবহার করে আপনি ফরেক্সে ট্রেড করতে পারবেন তাতে কোন বাধা নেই তবে আপনি যে কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করবেন তার উপর অবশ্যই আগে ভাল করে অ্যানালাইসিস করে নিতে হবে কারন তা না হলে ঐ সকল কারেন্সি পেয়ার ব্যাবহার করে আপনি ভাল প্রফিট লাভ করতে পারবেন না।
একাধিক পেয়ার এ ট্রেড করার যেমন ভাল দিক রয়েছে তেমনি খারাপ দিক ও রয়েছে ।আপনি পরিকল্পনা করে দুটি ট্রেড নিলেন কিন্তু যদি একটি ও লস করে তবে অন্যটি থেকে লাভবান হতে পারেন.তবে এইক্ষেত্রে অনেক সাবধান হতে হবে তানাহলে দুটি ট্রেড এর লস আপনাকে পুরোপুরি ই বিফল করাতে পারে.