-
ফরেক্স বাজারে আমি ট্রেন্ডের দিকে ট্রেড করি তবে আমি ফান্ডামেন্টাল এনালাইসিস অনুসরন করে ও ট্রেড ওপেন করি।ফরেক্স মার্কেটে ট্রেন্ড এর সাথে ট্রেড করা সবচেয়ে বড় লাভজনক আমার মতে।কেননা মার্কেট এর ট্রেন্ড যেদিকে ইন্ডিকেট করবে আমরা যদি সঠিক ট্রেন্ড ধরে ট্রেড এন্ট্রি নিতে পারি তাহলে আমাদের প্রফিট হবে বলে আমি মনে করি।
-
ট্রেন্ড সনাক্তকরণ, ট্রেন্ড নিশ্চিত হওয়া এবং ট্রেন্ড ইন্টেনসিটি পরিমাপের জন্য ট্রেন্ড লাইন খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। মেটেট্রেডারের টেন্ডলাইন টুল দিয়ে ট্রেন্ডলাইন আঁকতে হয়। সঠিক ট্রেন্ডলাইন ড্র’র মাধ্যমে সঠিক এবং নিখুঁত ট্রেড করতে পারা যায়। ট্রেন্ড লাইন আঁকার পর যখন দেখবেন ৩-৪ টি করে টপ-বটম বাউনসিং করে ফেলেছে তখন অপেক্ষায় থাকবেন ট্রেড রিভার্সেল এর জন্য। অর্থাৎ ট্রেন্ড যখন তার ক্রমাগত গতি থেকে বের হয়ে যায় বা ক্রমাগত গতি পরিবর্তন করে আরেকটি নতুন ট্রেন্ড শুরু করে। আপট্রেন্ড লাইন ব্রেকে সেল করতে পারেন এবং ডাউন ট্রেন্ড লাইন ব্রেকে বায় করতে পারেন। তবে অর্ডার এর আগে নিশ্চিত হয়ে নিন ট্রেন্ড লাইন ব্রেক করেছে কিনা। আমি নিজেও এভাবে ট্রেড করে থাকি।
-
আমি ট্রেন্ডের দিকে ট্রেড করি। কিন্তু আমি ফান্ডামেন্টাল এনালাইসিস অনুসরন করে ও ট্রেড ওপেন করি । বর্তমান বাজার অবস্থা জেনে বুঝে ট্রেড করি তা না হলে ট্রেডে লস করতে হয়। বাজার উপরে থাকলে বাই আর নিচে নামলে সেল দেই।
-
আমি সব সময় ট্রেন্ডের দিকে ট্রেড করতেই বেশী পছন্দ করি ।যেমন মার্কেট আপট্রেন্ডে থাকলে বাই তে থাকি আর ডাউনট্রেন্ডে থাকলে সেলে থাকি।তবে আমি ফান্ডামেন্টাল এনালাইসিস অনুসরন করে ও ট্রেড ওপেন করে থাকি ।
-
ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে সব সময় মার্কেট ট্রেন্ডের সাথে মিল রেখেই ট্রেড ওপেন করতে হবে। যেমন ধরুন মার্কেট বর্তমান বাই এর দিকেই মুখ করে আছে। আর আপনি সেটা না বুঝেই সেল এর দিকে আপনি ট্রেড ওপেন করলেন। আর এটা যদি করে থাকেন তাহলে আপনি মস্ত বড় ভুল করলেন। কারন মার্কেট এখন আপনার অনুকুলে যেতে অনেক সময় লাগবে।
-
আমি ফরেক্সে ট্রেড করার সব সময় যেদিকে ট্রেড তার বিপরীত দিকে ট্রেড করে । কারণ এতা করতে আমার ভাল লাগে । কিস্তু মাঝে মাঝে আমি যদিকে ট্রেড সেদিকে ট্রেড করে ।
-
হে আমিও আপনার সাতে একমত আমি সবচে বেশি ভালোভাসি আপট্রেড দের ট্রেড আমি বেশির ভাগ বায় ট্রেড ওপেন করি। আমার সবচে প্রিও বায় ট্রেড এই ট্রেড এর মাদ্দমে আমি অনেক ইনকাম করতে পারি।
-
ফরেক্স এ এক এক জন এক এক রকম করে ট্রেডিং করে। আপনে করেন ট্রেন্ডের সাথে ট্রেড আবার কেউ করে তার উল্টাটা আমি যখন যেটাতে মনে করি এটা করলে লাভ হবে তখন সেটা করি।
-
আমি সবসময় ট্রেড করি ট্রেনদের সাতে মিলে এ। আমি সব সময় ট্রেড করি আমার এনাল্যসিস এ আমার এনাল্যসসি হল টেকনিকাল এনাল্যসিস। আমি সব সময় ট্রেড এর ট্রেনদের বুজে ট্রেড করি।
-
বন্ধু এটাই তো মার্কেটের মৌলিক নিয়ম আপটেন্ডে বাই আর ডাউন টেন্ডে সেল অবশ্যয় আমি এটা পছন্দ করি এবং এই নিয়ম মেনে চলি। ধন্যবাদ।