-
ফরেক্স বরত্মানে একটি আধুনিক এবং অন্যতম ব্যবসা। আমি ফরেক্স সম্পরকে জানি কিছু দিন হলো ।ফরেক্স এ কাজ করে আমি খুব মজা পাচ্ছি। আমি একজন ছাত্র। লেখাপড়ার পাশাপাশি আমি ফরেক্স এর কাজ করে থাকে। আমি লেখাপড়ার পর যেটুকু অবসর সময় পাই তখনই ফরেক্স এর কাজ করতে বসে যাই। ফরেক্স এর কাজ সম্পরকে আমি অনেক কিছু জানিনা। তাই চেষ্টা করছি ফরেক্স সম্পরকে অধিক জান্তে। ফরেক্স এ কিভাবে ট্রেড করতে পারে সে সম্পরকে আমি জানিনা। আমার জানার অনেক ইচ্ছা রয়েছে। আমি ফরেক্স সম্পরকে জেনে ভালো ভাবে কাজ করতে চাই। আর আমি যখন পারি ফরেক্স এর কাজ করতে বসে যাই। ফরেক্স এ কাজ করতে বসলে প্রায় ৩-৪ ঘন্টা আমি একসাথে কাজ করি।
-
ফরেক্স বিজনেসে আমি বেশী সময় দিতে পারি না এখন।কারন আমি একজন চাকুরিজিবি তাই আমি সারাদিন করতে পারি না মাঝে মাঝে রাতে না হয় সকালে আর শুক্রবার দিনে রাতে মিলে করি।আর এখনো আমি ফরেক্স শিখছি যদি আমি ভাল করে ফরেক্স শিখে ট্রেড করে ফরেক্স থেকে ভাল আয় করতে পারি তাহলে চাকুরি না করে ফরেক্স করবো।তখন সারা দিন করতে পারবো বলে আমি মনে করি।
-
বর্তমানে আমি একজন ছাত্র এবং ফরেক্স বিজনেসে নতুন। আমি ফরেক্স বিজনেসকে পেশা হিসেবে নিতে চাই, কিন্তু আমি ফরেক্স দক্ষ কোন ট্রেডার খুজে পাচ্ছি না যার থেকে আমি হাতে কলমে ট্রেডিং শিখতে পারি। বর্মানে আমি ২ থেকে ৩ ঘন্টা সময় ফরেক্সের পেছনে ব্যয় করি। তবে আমি জানি না ফরেক্সে গেইন করতে হলে আমার এই টাইমই কি যথেষ্ট, নাকি আরও সময় দেয়া লাগতে পারে।
-
ফরেক্স মার্কেট যেহেতু সারাদিন ই ওপেন থাকে এবং সপ্তাহে ৫ দিন সেহেতু যেকোনো সময় ই ফরেক্স মার্কেট এ ট্রেড করা যেতে পারে তবে ফরেক্স মার্কেট এর কিসু সেসন রয়েসে যা কিনা ট্রেড এর জন্য অনেক বেশি গুরুত্ব পূর্ণ সাধারনত বাংলাদেশ সময় সন্ধা ৬ তা থেকে রাত ১০ তা পর্যন্ত ট্রেড করা ভালো কেননা সে সময় লন্ডন সেসন এবং নিও ইয়র্ক সেসন একে অপরকে ওভার লেপ করে থাকে আমার মতে ফরেক্স মার্কেট এ ট্রেড এর জন্য সারাদিন বসে না থেকে সন্ধা থেকে ট্রেড করা ভালো ৪ থেকে ৫ ঘন্টা ট্রেড করা যায়
-
আমি ফরেক্স এ প্রতিদিন ৫-৬ ঘন্টা সময় দিয়ে থাকি । আমি মনে করি ফরেক্স এ যারা বেশি সময় দিবে তারাই ফরেক্স এ খুব তারা তাড়ি ভাল কিছু করতে পারবে ।
-
আমি একজন ছাত্র মানুষ ।পড়ালেখার পাশাপাশি ফরেক্স করি ।তাছাড়া এতে অতিরিক্ত সময় ব্যয় করতে হয় না তাই আমি প্রতিদিন এতে ১-৩ ঘন্টা সময় দিতে পারি ।
-
ফরেক্স ট্রেডিং সাধারনত অবসর সময়ের কাজ আপনাকে এখানে বেশী সময় ব্যয় করতে হবেনা আপনি যদি ট্রেড সম্পর্কে বুঝেন তাহলে একবার ট্রেড ধরার পর আর আপনার কোন কাজ নেই শুধু মুভমেন্ট দেখবেন। ধরেন যখন দাম বেড়েছিল তখন ক্রয় করেছেন জতখন দাম বাড়বে ততখন আপনার লাভ হবে আবার যখন দাম কমবে তখন ট্রেড ক্লোজ করে নতুন করে বিক্রয়ে ধরতে হবে।
-
আমি ফরেক্স এর একজন নতুন সদস্য । তাই আমি প্রতিদিন গড়ে ৭-৮ ঘণ্টা কাজ করি ।
-
আমি একজন ছাএ তাই পড়ার পাশাপাশি আমাকে ট্রেড করতে হয়। তাই দিনে ২-৩ ঘন্টা সময় দিতে পারি।
-
আমি নতুন এবং আমি একজন চাকুরিজীবি মানুষ এর মধ্যে আমি ফরেক্স এ আমার অফিস টাইম বাদে সবসময় আমি ফরেক্স এর মার্কেটে থাকি। আমি আমার বেশি সময় ফরেক্স করে থাকি । আর আমি করি এতে সময় দিয়ে আমার কোন লস হয় না কারন আমি এই ফরেক্স মার্কেট থেকে যে টাকা আয় করি সেটা আমি আমার চুকুরিথেকেও পাই না তাই আমি ফরেক্স মার্কেটে বেশি সময় দিই।