-
একজন নতুন ট্রেডারকে কমপক্ষে এক বছর ডেমো ট্রেড করা উচিত। কেননা আমরা এক মাত্র ডেমো থেকেই ট্রেডের সকল কৌশল গবেষণা করে শিখতে ও ট্রেড করতে পারি। যে যত বেশি ডেমো ট্রেড করবে সে তত বেশি অভিজ্ঞতা লাভ করতে পারবে। অভিজ্ঞতা ছাড়া কেউ কখনো দক্ষতা অর্জন করতে পারে না। ফরেক্সে একমাত্র দক্ষ ট্রেডাররাই আয় করতে পারে। তাই আমাদেরকেও এখানে দক্ষ হাতে ট্রেড করতে হবে।
-
ভাই ডেমো ট্রেড করবেন আপনার অভিজ্ঞতা বাড়ানোর জন্য । এখন আপনি ১ মাসও করতে পারেন অথবা ২ মাস । তবে আমি বলবো আপনি যত দিনই ডেমো করেন না কেন, ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে তারপর রিয়েল ট্রেড করেন । আমি শুরু করেছিলাম ডেমো ট্রেড দিয়ে, আর এখনও মাঝে মধ্যে ডেমো ট্রেড করি । আর ভাই ফরেক্স এ লাভ লস থাকবেই, তবে বুজে ট্রেড দিতে হবে ।
-
ডেমো ট্রেড আপনি কত দিন করবেন তা নির্ভর করে আপনার নিজের উপর। আপনি যতোদিন না ঠিকমতো রিয়াল ট্রেড করা শিখে যাচ্ছেন তত দিন আপনি ডেমো ট্রেড করে যান। কারণ ডেমো ট্রেডই পারবে আপনাকে রিয়াল ট্রেডের সবচেয়ে ভালো ধারণা দিতে। আপনি যদি ঠিক মতো রিয়াল ট্রেড করতে পারেন তবেই আপনি ফরেক্সে সফলতা পাবেন, তাই ডেমো ট্রেডে ভালভাবে মনোযোগ দিন।
-
আমার মনে হয় আপনি কতদিন ডেমো ট্রেড করবেন এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর । ট্রেড করতে করতে যখন মনে হবে আপনি রিয়েল ট্রেড করতে পারবেন তখনই রিয়েল ট্রেড করবেন । এটা হতে পারে দুই মাস আবার কার কার ক্ষেত্রে ছয় মাস সময়ও লাগতে পারে । তবে রিয়েল ট্রেড করার আগে ভালভাবে বুঝে শুনে এবং পড়াশুনা করে তারপর ট্রেডিং শুরু করবেন ।
-
কম পখে ৩ মাস তার উপরে যে কইদিন লাগে
-
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করতে হলে আগে ফরেক্স মার্কেটে ভাল করে ডেমো একাউন্ট করে ভাল করে ট্রেডিং প্রেক্টিস করতে হবে তার সাথে ফরেক্স মার্কেটের এনালাইসিস করতে হবে সেই সাথে যদি মিনিমাম ৬ মাস ফরেক্স মার্কেটে ডেমো একাউন্ট করে টিকে থাকতে পারলে ভাল করা যাবে।
-
যে কোন কাজে সফলতা পেতে হলে একটি নির্দিষ্ট লক্ষ নিয়ে আগানো উচিত বলে আমি মনে করি । ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে বা ফরেক্স মার্কেট শিখতে হলে প্রয়োজন আপনার দৈর্য্য শক্তি মেধা এবং কঠোর পরিশ্রম । আপনি যত কঠোর পরিশ্রম করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ফরেক্স আপনার আয়ত্বে নিয়ে আসতে পারবেন । ভাল ট্রেডার হতে হলে আপনাকে কমপক্ষে ১ থেকে ২ থেকে বছর সময় দিতে হবে ॥ তবে অনেকেই ৬ থেকে ৭ *মাসের মধ্যেই ফরেক্স নিজের আয়ত্বে নিয়ে আসতে পারে । ধন্যবাদ ।।
-
ফরেক্স এ আপনি যদি নতুন হন তাহলে আপনার ১ বছর ডেমো প্রাকটিস করতে হবে। প্রথমে ডেমো প্রাকটিস না করলে আপনি ভাল করে ফরেক্স এর কাজ শিখতে পারবেন না। তাই আপনি ফরেক্স এর ১ বছর এই ডেমো প্রাকটিস করতে হবে।
-
সঠিকভাবে ফরেক্স এ ট্রেড শেখার জন্য ডেমো খুব গুরুত্বপূর্ণ । যে যত বেশি ডেমো তে গুরুত্ব দিবে সে তত বেশি দক্ষ হবে । তবে আপনি কতদিন করবেন, সেটা পুরোপুরি আপনার ব্যপার । আপনি যখন মনে করবেন আপনি রিয়েল ফরেক্স এ ট্রেড করার জন্য উপযুক্ত এবং ট্রেড করে যথেষ্ট লাভবান হতে পারবেন তখন আপনি ডেমো করা বাদ দিতে পারেন ।
-
ফরেক্স শিখার শেষ নেই । কারন ফরেক্স প্রতিদিন প্রতিনিয়ত অনেক কিছু শিখাচ্ছে। আমার মতে ফরেক্স এ কমপক্ষে ১ বছর ডেমো প্রাকটিস করতে হবে তা না হলে ফরেক্স করা যায় না । তা ছাড়া অনেক দিন ধরে ফরেক্স প্রাকটিস না করলে ভাল অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা যায় ন।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং শিখার অন্যতম ভাল মাধ্যম হল ডেমো একাউন্ট করে ট্রেডিং করার কলাকৌশল ভাল করে আযাত্ব করা তার পরে যদি মনে করে ট্রেডিং শিখা হয়ে গেছে সেই সময় লাইভ একাউন্ট করে ট্রেডিং করা,সেই ডেমো করা যেতে পারে ৬ মাস থেকে ১ বছর হতে পারে, যত দিন ট্রেডিং শিখা না হয় তত দিন ডেমো ট্রেডিং করা।
-
ফরেক্স হল আর্ন্তজাতিক শেয়ার র্মাকেট এখানে কাজ করতে হলে অবশ্যই ভাল ভাবে শিখে তারপর কাজ করতে হয় ফরেক্স সমন্ধে ভাল ভাবে জ্ঞান অর্জন করতে হয় আর এই জ্ঞান আর্জনের জন্য ফরেক্স ডেমো করা খুবিই আব্যশক ফরেক্স ডেমো ট্রেডিং করলে আপনার ফরেক্স সমন্ধে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা বাড়বে এবং রিয়েল ট্রেড করতে অসুবিধা হবে না । আর যদি আপনি ডেমো ট্রেডিং নাকরেন তবে আপনি রিয়েল ট্রেড করতে গিয়ে লসের সমুখিন হবেন এবং লস নিয়ে ফরেক্স এ টিকে থাকতে পারবেন না তাই একজন নতুন ট্রেডারের কম পক্ষে তিন থেকে চার মাস ডেমো ট্রেডিং করা উচিত ।
-
আমি বলবো আপনি কতদিন ডেমো ট্রেড করবেন এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর । ট্রেড করতে করতে যখন মনে হবে আপনি রিয়েল ট্রেড করতে পারবেন তখনই রিয়েল ট্রেড করবেন । এটা হতে পারে দুই মাস আবার কার কার ক্ষেত্রে ছয় মাস সময়ও লাগতে পারে । তবে রিয়েল ট্রেড করার আগে ভালভাবে বুঝে শুনে এবং পড়াশুনা করে তারপর ট্রেডিং শুরু করবেন ।
-
আপনি কত দিন ডেমো করবেন এটা আপনার উপরয় নির্ভর করবে। বিশেষত যত দিন আপনি নিজেকে রিয়েল ট্রেড করার মত যোগ্য বিবেচনা না করবেন, তত দিন ডেমো করতে থাকুন। আর টাকা বোশ থাকলে সামান্য কডলার নিয়ে রিয়েলে প্রাক্টিস করতে পারেন ।
-
ফরেক্স মার্কেট এ নতুন অবস্থায় আসলে ডেমো প্রার্কটিস করতে হয়। নতুন অবস্থায় ডেমো প্রার্কটিস করতে হবে কমপক্ষে ৬-১০ মাস। ভাল করে ডেমো প্রাকটির্স করলে এবং মনোযোগ সহকারে ডেমো প্রাকটির্স করলে অনেকটা তারাতারি ফরেক্স শিখা যাবে।
-
আপনি তত দিন ডেমো করবেন যতদিন না মনে হয় আপনি ফরেক্স ট্রেড পুরো পুরি দক্ষ ও অভিজ্ঞ হয়েছেন । কেননা ফরেক্স ট্রেড শেখার জন্যেই ডেমো প্যাক্টিস করতে হয় । ডেমো অনুশীলনের মাধ্যেমে ট্রেডার রিয়াল ট্রেড শিখে । ফরেক্স সবাই করলেও সবই্ সফল হতে পারে না ।সফল হতে যে অভিজ্ঞতা ও দক্ষতা দরকার তা ডেমো থেকে শিখা যায় ।
-
ডেমো অনুশীলনের মাধ্যমে ট্রেডাররা নিজেদেরকে অভিজ্ঞ করে তোলে।কারন ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ন বিষয় । আর এই অভিজ্ঞতা অর্জনের জন্য আপনাকে ধৈর্য্য ধারণ করে নিয়মিত ডেমো অনুশীলন করতে হবে । আসলে কতদিন ডেমো অনুশীলন করলে আপনি মার্কেটে অভিজ্ঞ হয়ে উঠবেন তা নির্ভর করবে আপনার উপর।তবে ডেমোকে সিরিয়াস ভাবে নিয়েই ট্রেড করতে হবে অন্যথায় বিকল্প নেই।
-
আমার মতে কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করা উচিত। অনেকে হয়ত বেশিও বলবেন। কিন্তু আমাদের তত ধৈর্য্য কোথায়। এই ৬ মাসই তো আমরা ঠিক মত ডেমো ট্রেড করতে পারি না ধৈর্য্য সহ কারে। তার অনেক আগেই রিয়েল ট্রেড শুরু করে। কিন্তু আমরা জানি না যে কতবড় ভুল আমরা করতে চলছি। আপনি ধৈর্য্য েসহকারে ৬ মাস ডেমো করুন তারপরে রিয়েল ট্রেড শুরু করুন। ডেমোকে ডেমো না ভেবে রিয়েল এর মত করে ট্রেড করুন।
-
যতদিন পর্যন্ত ফরেক্স নিয়ে কাজ করবেন ততদিন পর্যন্ত আপনাকে ডেমো করতে হবে, তাহলে ফরেক্স এ ভাল কিছু করতে পারবেন। এমন কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে মার্কেটের অবস্থা ঠিক বুঝা যায় না তখন ডেমো একাউন্ট এ ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করতে হয়। এই অভিজ্ঞতা পরবর্তী সময়ে খুব কাজে দিবে। ফরেক্স এ আমরা যারা নতুন তাদের জন্য আমি মনেকরি সর্বনিম্ন 3 মাস ডেমো তে ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করে তিন মাস পর রিয়েল একাউন্ট এ ট্রেড করলে ভাল হবে। লস হওয়ার রিস্ক টা কম থাকবে আরকি।
-
ফরেক্স এ আপনি কত দিন ডেমো করবেন সেটা নির্ভর করে আপনার উপর । তবে আমি বলব আপনি রিয়েলে যত দিয়ে ট্রেড করবেন তত ডলার দিয়ে ডেমোতে ট্রেড করবেন আর তত দিন ট্রেড করবেন যত দিন আপনি ফরেক্স ভালভাবে বুঝতে পারে না । আর একটি স্টাটেজি ফল করে ট্রেড করবেন যখন আপনার স্টাটেজি পুরোপুরি আপনার আয়েত্বে চলে আসবে ।
-
ভাই আপনি যদি মার্কেটে নতুন হন তাহলে আপনার উচিত ডেমো একাউন্ট ৬ মাস ধরে প্রাকটিস করা।মার্কেটের সকল খুটি নাটি বিষয় জানার চেষ্টা করা।মার্কেটে এনালাইসিস করার চেষ্টা করতে হবে।আপনাকে বিভিন্ন সাইট থেকে পি ডি এফ বই পড়তে হবে ফরেক্স বিষয়ে।
-
আমি ফরেক্স করি কিছু দিন আগে তবে আমার মনে হয়েছে ফরেক্স মাকেট এ আপনি যত দিন পারেন ডেমো পারতিস করেন | তবে আপনার ইনভেস্ট করার আগে আপোণী ৫ থেকে ৬ মাস ডেমো পারতিস করবেন তারপর ফরেক্স মাকেটে করবে তা না হলে আপনি লস করতে পারেন |
-
নতুন দের জন্য ডেমো খুব উপকারি ডেমো থেকেই আমরা রিয়েল একাউন্ট এর সম্পর্কে সম্পুর্ন ধারনা পেতে পারি।ডেমো যতোদিন আপনার তার্গেট এ না পৌছাতে পারবেন ততো দিন ডেমো ট্রেড করা প্রয়জন।ডেমো করার সাথে সাথে ফরামে অনেক সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর থাকে সেগুলোথেকে ও কিছু সেখা সম্ভব।
-
যত দিন আপনি ট্রেড ভাল করে শিখতে না পারবেন তত দিন আপনি ডেমোতে ট্রেড করেন আর যখন আপনি বুঝবেন যে আপনার ট্রেড শেখা ভাল ভাবে হয়ে গেছে তখন আপনি ডেমোতে ট্রেড করা বাদ দিবেন। তবে আপনি যত বেশি ডেমোতে ট্রেড করবেন তত বেশি শিখতে পারবেন।
-
আপনি যেহেতু ফরেক্স মাকেটে নতুন তাই আমার মনে হয় আপনি ডেমো পারতিস করেন বেশি করে আপনি ৫ থেকে ৯ মাস ডেমো পাড়টীশ করবেন | আপনি মনে রাখবেন ফরেক্স মাকেটে যত বেশি ডেমো পারতিস করবেন তত ফরেক্স থেকে শিখতে পারবেন | ফরেক্স থেকে আয় করতে হলে আপনাকে দক্ষতা অজন করতে হবে |
-
যতদিন পর্যন্ত না নিজেকে রিয়েল ট্রেডিং মার্কেটে ট্রেড করার উপযোগি ভাববেন । আসলে ডেমোকে আমরা খুব সিরিয়াসলি প্রথমিদিকে নিইনা বলে পরে আমাদের ঠিকই বিপদ হয় । ফরেক্সে মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে হলে অবশ্যই অনেক বেশি পরিমাণে ডেমোতে ট্রেড করতে হবে । যত বেশি ট্রেড করবেন তত বেশি পরিমাণে আপনি লাভবান হবেন ।
-
আমার মনে হয় আপনি কতদিন ডেমো ট্রেড করবেন এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর । ট্রেড করতে করতে যখন মনে হবে আপনি রিয়েল ট্রেড করতে পারবেন তখনই রিয়েল ট্রেড করবেন । এটা হতে পারে দুই মাস আবার কার কার ক্ষেত্রে ছয় মাস সময়ও লাগতে পারে । তবে রিয়েল ট্রেড করার আগে ভালভাবে বুঝে শুনে এবং পড়াশুনা করে তারপর ট্রেডিং শুরু করবেন ।
-
আমার মনে হয় ফরেক্স এ ট্রেড করা শেখার জন্য ডেমো খুব গুরুত্বপূর্ণ । যে যত বেশি ডেমো তে গুরুত্ব দিবে সে তত বেশি দক্ষ হবে । তবে আপনি কতদিন করবেন, সেটা পুরোপুরি আপনার ব্যপার । আপনি যখন মনে করবেন আপনি রিয়েল ফরেক্স এ ট্রেড করার জন্য উপযুক্ত এবং ট্রেড করে যথেষ্ট লাভবান হতে পারবেন তখন আপনি ডেমো করা বাদ দিতে পারেন ।
-
ভাল করে ফরেক্স শিখার জন্য কমপক্ষে 1 বছর ডেমো ট্রেড করা উচিৎ। আর ফরেক্স করে লাভের কথা প্রথমে না ভেবে কিভাবে এই মার্কেটে টিকে থাকা যাবে সেটা নিয়ে আগে ভাবা উচিৎ। কারন এই মার্কেটের 95 পারসেন্ট নতুন ট্রেডারই টিকে থাকতে পারে না, মানে লুজার। আগে টিকে থাকা শিখুন তাহলে প্রফিট কোন সময়ের ব্যাপার মাত্র।
-
ফরেক্স মার্কেটে ডেমো একাউন্টে প্রাকটিস করার প্রয়জনিতা অনেক।আপনি যত বেশি ডেমো একাউন্টে প্রাওকটিস করতে পারবেন তত বেশি সাফল্য পাবেন।আমাদের মার্কেটে যারা নতুন তাদের সাবরই অন্তত ৬ থেকে ৭ মাস ডেমো প্রাকটিস করা উচিত।
-
প্রত্যেক নতুন ফরেক্স ট্রেডারেরই উচিত রিয়াল ট্রেডিং জগতে প্রবেশ করার পূর্বে ডেমো ট্রেডিংয়ে অনুশীলন করে ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতা ভাল ভাবে রপ্ত করে নেওযা তা না হলে রিয়াল মার্কেটে ট্রেড করে এখানে বেশিক্ষন সফল ভাবে টিকে থাকা কখনই কারর পক্ষে সম্ভাব হবে না।
-
আমি ফরেক্স এর সাথে আজ পর্যন্ত দুই মাস পচিশ দিন যাবৎ আছি। এখন পর্যন্ত 27,456/- টাকা লস করেছি। তার পরেও ফরেক্স এর সাথেই আছি এখনো হাল ছাড়িনি। ফরেক্স সম্পর্কে নিত্য নতুন কিছু কিছু জিনিস শিখছি।
-
ফরেক্স মাকেটে আপনি যেহেতু নতুন তাই আমার মনে হই আপনি ৫ থেকে ৭ মাস ডেমো পারতিস করেন | ফরেক্স মাকেটে আপোণী যত বেশি ডেমো পারতিস করবেন আপনি ফরেক্স শিখতে পারবেন আর ফরেক্স থেকে আয় করতে পারবে | ফরেক্স মাকেট করার আগে আপনি ভাল করে ডেমো পারতিস করেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন |
-
অনেকে ফরেক্স ফোরামের এ বোনাস কে অবহেলা করে বা কম গুরুত্ব দিয়ে ট্রেড করে উড়িরয় দেয়। অথচ যে সব ভায় টাকার অভঅবে এ মার্কেটে আসতে পারেনা তাদের জন্য এর চেয়ে বড় কোন অবদান ফরেক্সের আছে বলে অামি মনে কনরনা।
-
ভাই আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হন তাহলে আপনার এই ফরেক্স মার্কেট ডেমো প্রাকটিস করতে হবে কমপক্ষে ১ বছর। কারন এই ডেমো ভাল করে প্রাকটিস না করলে আপনি ফরেক্স মার্কেট থেকে কাজ করতে পারবেন না এবং ফরেক্স মার্কেট আয় করতে করতে পারবেন না।
-
আপনার উপর নির্ভর করবে আপনি কত দিন ডেমো তে ট্রেড করবেন। তবে যে যত বেশি ডেমু তে ট্রেড করবে সে তত বেশি ভাল করে ট্রেরড শিখতে পারবে। তবে সাধারণত একটা মানুষ ৪মাস বা ৬ মাস ডেমো তে ট্রেড করলে ট্রেড ভাল ভাবেই শিখে যেতে পারে।
-
ফরেক্স এ ডেমো ট্রেড করার উপকারিতা বলে শেষ করা যাবে না। ডেমো ট্রেড করলে অনেক অভিজ্ঞতা বাড়ানো সম্ভব। কিন্তু লিয়াভ ট্রেড করে নিজের টাকা লস করে এতে নিজের লস। কিন্তু ডেমো ট্রেড করলে সেটা আর হয় না। কারন সেটা ভার্চুয়াল মানি।
-
আপনি যেহেতু ফরেক্স মাকেটে নতুন তাই আপনি ৬ থেকে ৮ মাস ডেমো পারতিস করেন আপনার জন্য ভাল হবে | ফরেক্স মাকেট থেকে আয় করতে হলে আমি মনে করি আপনি যত বেশি ডেমো পারতিস করবেন আপনি ফরেক্স মাকেট থেকে তত বেশি শিখতে পারবেন | ফরেক্স মাকেট শেখার জন্য ডেমো পারতিস এর কোণ বিকল্প নেই আমি মনে করি|
-
ভাই আপনি ফরেক্স মাকেটে নতুন তাই আমি মনে করি আপনি ৪ থেকে ৫ মাস ডেমো পারতিস করেন | তবে মনে রাখবেন ফরেক্স মাকেট রিক্সি মাকেট তাই আপনি যত দিন পারেন ডেমো পারতিস করেন তাহলে আপনি শিখতে পারবেন ফরেক্স মাকেট |
-
আমি যে কয়দিন রিয়েল এ্যাকাউন্ট চালাব সে কয়দিনই ডেমো ট্রেড করে যাব । আমরা অবশ্যই ধৈর্য্যের সাথে ফরেক্স ব্যবসা করলে আশা করি ক্ষতিগ্রস্থ হব না । অতএব বেশী বেশী আমরা ধৈর্য্য ধারণ করার মাধ্যমেই একটা ফলাফল বেরিয়ে আসবে বলে আশা করা সম্ভব । আর চিন্তাভাবনা নয় এখন থেকেই আমরা পরিশ্রমের জন্য নেমে পড়ি অবশ্যই সফলকাম হতে পারব ।