আসালামুয়াইকুম, আমরা সকলেই জানি,প্রত্যেক কাজের সফলতা আসে একটা ভালো প্ল্যানিং থেকে । তাই প্রথমে আমরা প্ল্যানিং পরে কাজে অগ্রসর হব । না হলে আমরা সফলতার পরিপূর্ণতা পাবনা । প্ল্যান মাফিক কাজ না করলে আমরা কখনই ফরেক্সে টিকে থাকতে পারব না । প্ল্যানিং এর সাথে সাথে আমরা ডেমো ট্রেড করব আর অবশ্যই বিভিন্ন এনালাইসিস সম্পকে জানব। পরে আমরা লাইব ট্রেড করব অন্যথাই লস ছাড়া লাভ হবে না ।