-
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জানতে হবে। তা না হলে ফরেক্স মার্কেটে টিকিয়ে থাকা অনেক কঠিন হয়ে যাবে। বিশেষ করে আপনাকে জানতে হবে কি ভাবে একজন ভাল ট্রেডার হওয়া যায়, ধ্যর্য সহকারে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট, এনালাইসিস, লট বা ভলিওম, পিপ বা পিপস ইত্যাদি। এসব জানার মাধ্যমে একজন অভিজ্ঞ ও দক্ষত ট্রেডার হতে হবে। আর এগুলোর ফরেক্স মার্কেটে সফলতার মূল বিষয় বস্তু ।
-
ফরেক্স মার্কেটের সফলতার মুল হল আপনাকে ভাল ভাবে মার্কেট এ্যানালাইসিস করে তারপরে ট্রেড করতে হবে। আপনাকে বেশি বেশি মার্কেট নিয়ে এ্যনালাইসিস করতে হবে। এ্যানালাইসিস ব্যতিত আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। ট্রেডের চেয়ে বেশি আপনাকে এ্যানালাইসিসের প্রতি বেশি মনোযোগী হতে হবে। কখনো অন্যকে অনুসরন বা অন্য কারো কথায় ট্রেড করা যাবে না।
-
ফরেক্সে সফল হবার জন্য খুব বেশি কিছু জিনিসের দরকার নাই । আমরা খুব সাধারন কিছু এনালাইসিস এর মাধ্যমেই ট্রেড করে সফল হতে পারি । তবে হ্যাঁ আমাদের ট্রেড গুলো অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনেই করতে হবে । আমরা যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি তাহলে ফরেক্স এর রিস্ক অনেক কমিয়ে আনা সম্ভব ।
-
ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হতে গেলে প্রতিটি ট্রেড নিয়ম মেনে করতে হবে। একই ট্রেডিং প্ল্যান অনুযায়ী প্রতিদিন ট্রেড করতে হবে।এভাবে নিজের ট্রেডিং প্ল্যান এর কথায় ভুল আছে তা বের করে ঠিক করতে হবে। নিজের ভুল বের করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। ভালভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে সফল হতে হলে অনেকগুলো বিবেচ্য বিষয় আছে যার অধিকাংশ আপনারা আলোচনা করেছেন। আমি কিছুটা সংযোজন করছি। ফরেক্সের প্রতি প্রচন্ড ভালবাসা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে।জানার অদম্য আগ্রহ থাকতে হবে। ফরেক্সের মূল অস্ত্র হলো অভিজ্ঞতা আর সেটা অর্জন করতে টাকা খরচ না করে দীর্ঘদিন ডেমো চর্চা করুন। আর নিজস্ব স্বকীয় একটি ট্রেডিং কৌশল আবিস্কার করতে না পারলে কখনোই ফরেক্সে ভাল করতে পারবেন না। একজন আদর্শ ফরেক্স ট্রেডারকে অনেকগুলো গুণের অধিকারী হতে হবে ঃ-
(ক) মেটাট্রেডার-৪ সফটওয়্যার সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে।যাতে যে কোন পরিস্থিতিতে সফটওয়্যার নিয়ন্ত্রন করা যায়।
(খ) লোভ থেকে দূরে থাকতে হবে। লোভ ফরেক্স ব্যবসার জন্য ধ্বংসাত্মক।
(গ) টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর সমন্বয়ে নিজস্ব এনালাইসিস করতে হবে।
(ঘ) নিজস্ব ট্রেডিং কৌশল আবিস্কার করতে হবে। অন্যের দেয়া সিগন্যাল এরিয়ে চলতে হবে।
(ঙ) মানি ম্যানেজমেন্ট ও রিস্ক রেশিও সঠিক ভাবে পালন করতে হবে।
(চ) মূলধনের নিরাপত্তা নিশ্চিত করতে লিভারেজ কমিয়ে রাখা।
(ছ) একসাথে অনেক কারেন্সি বা অধিক ট্রেড নেয়া থেকে বিরত থাকা।
(জ) লসকে মেনে নিয়ে লাভের প্রত্যাশা করা।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সহজ ব্যপারনা।ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ফরেক্সবিষয়ে প্রচুর পড়াশুুনা করতে হবে।এগুলার পাশাপপাশি ফরেক্স মার্কেটে সফল হতে গেলে আপনাকে নিম্নের নিয়মগুলো পালন করতে হবে।
১.অতিরক্ত লোভ করা যাবেনা।
২.প্রচুর ধৈর্যধারন করতে হবে।
৩.অভার ট্রেড থেকে বিরত থাকতে হবে।
৪.প্রতিটি ট্রেড এনালাইসিস করে করতে হবে।
৫.সাপোর্ট ও রেসিসটেন্স লেভেন নির্্নয় করে ট্রেড করতে হবে।তাহলেই আপন ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন।
-
ফরেক্স এ সফলতার মূল বিষয় হচ্ছে দক্ষতা, ধৈর্য্য, লোভ না করা, মার্কেট এর উঠা- নামা দেখে উত্তেজিত না হওয়া, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্লাটাল এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিস করে ফরেক্স ট্রেড ওপেন করা, অন্যের উপর নির্ভর না করা ও কম লিভারেজ ব্যবহার করা ইত্যাদি ।
-
ফরেক্স মার্কেট এ সফলতার প্রধান বিষয় হল ধৈর্য । আপনাকে এই মার্কেট এ সফলতা অর্জন করতে হলে ধৈর্যশীল হয়ে ট্রেডিং পরিচালনা করতে হবে । আপনাকে ফরেক্স ট্রেডিং শুরুতে ভালো করে ডেমো ট্রেডিং করে অভিজ্ঞতা বাড়াতে হবে । ফরেক্স মার্কেট সঠিক ভাবে এনালাইসিস করতে জানতে হবে । কোন ট্রেড এ লস হয়ে গেলে হতাশ হওয়া যাবে না । আপনি যদি নিয়মিত ফরেক্স ট্রেডিং অনুশীলন করেন তাহলে আপনি এক সময় এই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে সক্ষম হবেন ।
-
ফরেক্স ব্যবসার সফলতার মূল কারণ হল ধৈর্য্য ধারণ করে দক্ষতা অর্জন করার চেষ্টা করা । অামরা মার্কেট বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা কম লিভারেজ নিব তাহলেই অামরা সফলতা অর্জন করতে পারব । অামরা কোন প্রকার লোভের বর্শিভূত হব না তাহলেই অামরা সফলকাম হতে পারব ।
-
সফলতার জন্য প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পারবেন৷অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ মন৷ যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই সফলতা অর্জন করেছেন৷
-
ফরেক্স এ সফলতার মূল বিষয় গুলো খুবই সহজ কিন্ত শতকরা ৯০ জন ট্রেডার তা অনুসরন করতে পারে না । যথাঃ ধৈর্য্য, চেষ্টা, অধ্যবসায়, দীর্ঘ সময় যাবৎ* সঠিক ট্রেডের জন্য অপেক্ষা করা । কিন্তু আমরা কেউই এই বিষয় গুলোর দিকে লক্ষ্য রাখি না । যার পরিনতি হয় আমূল লস। একজন প্রফেশনাল ট্রেডার তখনই ট্রেড করে যখন সে তার সিস্টেম এর সিগ্নাল পায় । কিন্ত নতুন ট্রেডারের এতোটা ধৈর্য্য থাকে না । এবং লাভের তুলনায় লস বেশি করে ।
-
আপনাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে জানার কোন বিকল্প নেই।ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে।মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে।কারণ ফরেক্স মার্কেটে আমরা দেখতে পাই যে আপনি যদি একটা ট্রেড লাভবান হন তবে আপনাকে কেউ সফল ট্রেডার বলবে না।তাই আপনি যদি ধারাবহিকভাবে যদি কিছু ট্রেডে লাভ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে আপনি সফল ট্রেডার বলে বিবেচিত হবেন।
-
মার্কেট এনালাইসিস করার সঙ্গে সঙ্গে সঠিক পজিশন তৈরী করার মত ক্ষমতা থাকতে হবে তাহলে ফরেক্স মার্কেট এ সফলতা পাওয়ার সম্ভাবনা কিছু হলেও বৃদ্ধি পাবে। আর সুযোগের অপেক্ষায় থাকতে হবে যদি ভাল সুযোগ আসে তখনই এন্ট্রি নিতে হবে যেখানে সেখানে এন্ট্রি নিলেই লস হওয়ার সম্ভাবনা বেশী থাকে। আর মানিম্যানেজমেন্ট মানতে হবে সব সময় কারন মানিম্যানেজমেন্ট হলো একটি সিস্টেম যা দিয়ে আপনি টিকে থাকবেন মার্কেট এ। ফরেক্স ট্রেড মানেই অনেক ধৈর্য্যর ব্যপার তারাহুরা করে কখনও ট্রেড হয় না।
-
ভাল একটা স্ট্রাটিজি এবং এর সাথে আপনাকে এখানে মানি ম্যানেজম্যান্ট যোগ করতে হবে এটাই হলো সারমর্ম। তবে আনুসাঙ্গিক ভাবে এর সাথে এই মার্কেটের উপর প্রচুর পরিমাণে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। মার্কেটে আসলে কি হচ্ছে সেটা আপনাকে অনুভব করতে হবে, আর এভাবেই যখন আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, তখন আপনি সফলতার অনেক নিকটে চলে আসবেন।
-
আমি বলবো একজন সফল ট্রেডার হতে গেলে প্রতিটি ট্রেড নিয়ম মেনে করতে হবে। একই ট্রেডিং প্ল্যান অনুযায়ী প্রতিদিন ট্রেড করতে হবে।এভাবে নিজের ট্রেডিং প্ল্যান এর কথায় ভুল আছে তা বের করে ঠিক করতে হবে। নিজের ভুল বের করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। ভালভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে। এনালাইসিস ছড়া একজন সফল ট্রেডার কখনই ট্রেড করেন না।
-
শুধু এনালাইসিস করে ট্রেড করলে সব সময় সফল হওয়া যায় না। অনেকে বিভিন্ন স্কীল তৈরী করছেন যেমনঃ চার্ট প্যাটার্ন,পিভট পয়েন্ট,এলিয়েট ওয়েব, ফিবোনাসি , আরএসআই, বলিন্জার ব্যান্ড সহ নানা বিষয়ের গাণিতিক ব্যখ্যাগুলো নিয়ে রিচার্চ করছেন এবং প্রাইস মুভমেন্ট বোঝার ক্ষমতা অর্জন করছেন । তারপরও তাকে ধৈর্য্ ধারন , আবেগ কন্ট্রোল . লোভ . ইত্যাদিকে বজর্ন করা শিখতে হবে কারন এইসব সফলতার অন্তর্ভুক্ত ।
-
ফরেক্স মার্কেটে আমরা দেখতে পাই যে আপনি যদি একটা ট্রেড লাভবান হন তবে আপনাকে কেউ সফল ট্রেডার বলবে না । তাই অাপনি যদি ধারাবহিকভাবে যদি কিছু ট্রেডে লাভ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে আপনি সফল ট্রেডার বলে বিবেচিত হবেন । আর আমি একজন নতুন ট্রেডার হিসেবে সফলতার মূল মন্ত্র হিসেবে বলতে পারি লেগে থাকা এবং অবিরত ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা ।
-
ফরেক্সে সফলতা পেতে হলে ফরেক্স সম্পর্কে অনেক ভাল জ্ঞান ধারনা থাকতে হবে , ফরেক্সে ট্রেড করা শিখতে হবে , মার্কেট কিভাবে এনালাইসিস করতে হয় সেটা জানতে হবে , ফরেক্সে লোভ থেকে বিরত থাকতে হবে , বুঝে ফরেক্সে ট্রেড করতে হবে , ফরেক্সে কাজ করতে হলে ধৈর্য ধারন করা শিখতে হবে । ধৈর্য ধারন করা ও লোভ থেকে বিরত থাকতে পারলে ফরেক্সে সফল হওয়া যাবে এবং ফরেক্স থেকে মাসে অনেক টাকা আয় করা যাবে । ফরেক্সে সফলতার মূল বিষয় এটাই ।
-
ফরেক্স সফলতা পেতে চাইলে আপনাকে ভাল জ্ঞান অর্জন করতে হবে, তারপর আপনাকে ট্রেডিং এর জন্য নিয়মিত ডেমো ট্রেডিং করতে হবে। এছাড়াও মার্কেট এনালাইসিস করতে হবে, মানি ম্যনেজমেন্ট করতে হবে, প্রত্যেক ট্রেডকে চ্যালেঞ্জস্বরূপ হিসেবে নিতে হবে, লোভ এবং ধৈর্য্য ধারণ করার মত ক্ষমতা অর্জন করতে হবে। তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে সফলভাবে ট্রেড করতে পারবেন এবং ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
-
ফরেক্স ব্যবসা থেকে সফলতা খুব সহজে পাওয়া যায় না । কারন ফরেক্স খুব কঠিন ব্যবসা । তবে আমি মনে করি ডেমো ট্রেড অভিজ্ঞতা, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি জানতে এবং ঠান্ডা মাথায় ট্রেড করলেই সফলতা পাওয়া যায় । আমি মনে করি ফরেক্স থেকে সফলতা পাওয়ার মুল বিষয় এই গুলোই ।
-
ফরেক্স এ সফলতার জন্য যে বিষয়গুলো গুরুত দিতে হবে, প*্র্র্রথমত ধৈয্য সহকারে জানার আগ্রহ থাকতে হবে, ২য় ত সাপোট রেজিষট্যাস ,ট্রেণ্ড লাইন,ফিবোনাকি,মাকে ট সেশন এবং নিউজ ট্রেড ট্রেডিং মেথড জানতে হভে। কোন সমস্যা হলে ভাল করে তা জানতে হবে।
-
ফরেক্স সফলতার মূল বিষয় হচ্ছে দক্ষতা ও কৌশলগত অভিজ্ঞতা থাকা। এছাড়াও আপনাকে কঠোর ধৈর্য্য সহকারে নিজের উপর আস্থা অর্জন করে টিকে থাকার জন্য মন মানসিকতা থাকতে হবে। তারপর ট্রেড করার জন্য ট্রেডিং লাইন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এবং নিয়মিত মার্কেট পর্যবেক্ষণ করার মত জ্ঞান থাকতে হবে। তাছাড়া মানি ম্যনেজমেন্ট, লিভারেজ ও লোভবিহীন হয়ে ট্রেড করার মত ক্ষমতা থাকতে হবে। যখন আপনি উক্ত বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে ধারণা অর্জন করতে সক্ষম হতে পারবেন। তখন অবশ্যই আপনি ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে সক্ষম হতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা অনেক কঠিন। আপনাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে জানার কোন বিকল্প নেই। ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে। মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে। ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লোভ ত্যাগ করতে হবে এবং ধৈর্য হারা হওয়া যাবেনা।
-
আমি মনে করি যে ফরেক্সে সফলতার মূল চাবিকাঠি হচ্ছে ধৈর্যশীলতা।ফরেক্ মার্কেটে যে যত বেশি ধৈর্যের পরীক্ষা দিতে পারবে আমার মনে হয় সে ততই বেশি প্রফিট করতে পারবে। এছাড়াও ফরেক্সে সফল হতে হলে সর্বদায় ফরেক্স সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্সের নিয়ম-নীতিগুলো সম্পর্কে অবহিত হতে হবে।ফরেক্স বেশি বেশি জানার জন্য নিয়মিত ডেমো ট্রেডিংয়ে অনুশীলন করতে হবে।মনে রাখবেন ফরেক্সে জানার কোন শেষ নেই ।এটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা। ফরেক্স মার্কেটে টিকে থাকাটাই বড় লক্ষ্য। কেননা সবাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না।তাই ফরেক্স মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে হলে নিজের মন থেকে লোভ এবং ভয় পরিহার করতে হবে।ফরেক্সে সফলতা পেতে হলে ফরেক্স এর মূল ভিত্তি যেটা সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট।আর মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। ফরেক্স এর মার্কেটের অবস্থানগুলো নিশ্চিত করার দক্ষতা থাকতে হবে। ঝুঁকি নিয়ে অধিক লটে করা যাবে না।আমার মনে হয় এই বিষয়গুলো দিকে খেয়াল রেখে ট্রেড করলে আপনি অবশ্যই ভাল প্রফিট করতে পারবেন।
-
আমরা সকলেই জানি যে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা খুব একটা সহজ ব্যপার না।কেননা ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ফরেক্সবিষয়ে প্রচুর পড়াশুুনা করতে হবে পাশাপপাশি ফরেক্স মার্কেটে সফল হতে গেলে আমাদের কে নিম্নের নিয়মগুলো পালন করতে হবে।
১— অতিরক্ত লোভ করা যাবেনা।
২— দক্ষতা অর্জন করে ট্রেড করতে হবে
২— প্রচুর ধৈর্যধারন করতে হবে।
৩— ওভার ট্রেড করা থেকে বিরত থাকতে হবে।
৪— প্রতিটি ট্রেড নেয়ার আগে এনালাইসিস করে করতে হবে।
৫— সাপোর্ট ও রেসিসটেন্স লেভেল বিবেচনা করে ট্রেড করতে হবে।আর উপরের এই বিষয় গুলো খেয়াল রেখে মনোযোগ সহকারে ট্রেড করতে পারলে অবশ্যই ভালো সফলতা পাবেন বলে আমি মনে করি। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা অনেক কঠিন। আপনাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে জানার কোন বিকল্প নেই। ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে। মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে। ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লোভ ত্যাগ করতে হবে এবং ধৈর্য হারা হওয়া যাবেনা।
-
ফরেক্স মার্কেটে সফলতা করতে হলে অনেক কিছুই ফরেক্স সম্পর্কে জানতে হবে।বেশি বেশি ডেমো প্রেক্টিস করতে পারলে আমি মনে করি একজন ফরেক্স ব্যবসাহি ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড করে খুব ভাল করতে পারবে এবং লোভকে পরিহার করলে ফরেক্স মার্কেটে সফলতা আসবে।
-
সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা,আনন্দ হল আপনি যা চান তা পাওয়া।যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশী,সাফল্য তার কাছেই এসে ধরা দেয়।কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম।
ধৈর্য্যশীল হওয়া
সিগন্যাল ওপর নির্ভরশীলতা কম।
ট্রেডিং স্ট্রাটেজি থাকা
মানি ম্যানেজমেন্ট করা
বড় রিস্ক নিয়ে ট্রেড করা
উদ্দেশ্য নিয়ে ট্রেড করা
কৌশলী হওয়া
ট্রেডিং সম্পকে জ্ঞান রাখা
নিউজ সম্পকে ধারনা রাখা
লোভ না করা
আত্মবিশ্বাসী হওয়া
দক্ষতা বাড়ানো অভিজ্ঞতা বাড়ানো
সঠিক প্লান করা
বেশী করে এনালাইসিস করা
সুনিদিষ্ট পেয়ারের ট্রেড করা
-
সফলতা আসলে কোন নিদ্দিষ্ট বস্তু না যে এটা ধরলেই পাওয়া যাবে । আসলে সফলতা একটা ধারাবহিক প্রক্রিয়া । ফরেক্সের ক্ষেত্রে এ কথা আরোে বেশি সত্য । কারণ ফরেক্স মার্কেটে আমরা দেখতে পাই যে আপনি যদি একটা ট্রেড লাভবান হন তবে আপনাকে কেউ সফল ট্রেডার বলবে না । তাই অাপনি যদি ধারাবহিকভাবে যদি কিছু ট্রেডে লাভ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে আপনি সফল ট্রেডার বলে বিবেচিত হবেন । আর আমি একজন নতুন ট্রেডার হিসেবে সফলতার মূল মন্ত্র হিসেবে বলতে পারি লেগে থাকা এবং অবিরত ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা ।
-
আমি মনে করি, আপনাকে ফরেক্স ব্যবসায় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমি জানি জানার কোন বিকল্প নেই। ফরেক্স ব্যবসায় এর মার্কেটে সফল হতে হলে প্রাইস একশান, মানি মেনেজম্যেন্ট এবং ট্রেন্ড ধরা জানতে হবে। মার্কেটে অতিরিক্ত ট্রেড করা যাবেনা লট সাইজ এমন ভাবে তৈরি করতে হবে যাতে ইকুইটি ১০০ নিচে না নামে। ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লোভ ত্যাগ করতে হবে এবং ধৈর্য হারা হওয়া যাবেনা।
-
সফলতার জন্য প্রয়োজন দক্ষতা অার অভিজ্ঞতার। কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাই পারে সফলতার দ্বারে পৌঁছে দিতে। ফরেক্স এ সফল হতে গেলে অবশ্যই সর্বপ্রথমে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখতে হবে। এরপর নিয়মিত অধ্যাবসায় করতে হবে। ট্রেড করার পূর্বে অবশ্যই সকল ধরনের এনালাইসিস করতে হবে। লোভ, তাড়াহুড়ো করা কন্ট্রোল এর পাশাপাশি ধৈর্যশীল হতে হবে তবেই ফরেক্স এ সফল হওয়া যাবে।
-
সুপরিকল্পীত ফরেক্স ট্রেডিং যেখানে ফরেক্স ট্রেডিংয়ের যথোপযুক্ত ট্রেডিং কৌশল, মার্কেট এনালাইসিস,
মানি ম্যানেজমেন্ট প্রভৃতি প্রতিটি বিষয়সমূহকে পরিপূর্ণ ভাবে অনুসরণ সাপেক্ষে ট্রেডিং কৌশল প্রণয়ন করা হয়। আর উপরে উল্লেখিত প্রতিটি বিষয়কে অনুসরণ করে ট্রেডিং কৌশল প্রণয়ন কেবলমাত্র একজন দক্ষতা সম্পন্ন অভিজ্ঞ ফরেক্স ট্রেডারই করতে পারে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে অনেকেই আসে তবে সকলের ট্রেডিং জ্ঞান এবং অভিজ্ঞতা থাকে না যার ফলশ্রুতিতে সবাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না যারা শুরুতেই ফরেক্স ট্রেডিং কৌশল সমূহ ভালোভাবে অনুশীলনের মাধ্যমে নিজের আয়ত্বে আনতে সক্ষম হয়,ফরেক্স মার্কেট এনালাইসিস অর্থাৎ মার্কেট কখন কোন দিকে প্রভাবিত হতে পারে সেই সম্পর্কে পূর্বেই গবেষণা করে যারা অ্যানালাইসিস প্রণয়ন করতে সক্ষম হয় তাদের পক্ষেই কেবল মাত্র সঠিক সময়ে সঠিক কারেন্সি পেয়ারে ট্রেড করে প্রফিট অর্জন করা সম্ভব হয়।অন্যদিকে ফরেক্স মার্কেট এ সফলতার সঙ্গে টিকে থাকতে হলে একজন ফরেক্স ট্রেডারকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট জ্ঞান পরিপূর্ণভাবে রপ্ত করতে হবে যা তাকে একাউন্ট ব্যালেন্স এর মূল্যায়ন সাপেক্ষে ট্রেড করতে এবং প্রতিকূল পরিস্থিতিতে ফাইট করে টিকে থাকতে সহায়তা প্রদান করবে।
-
আপনি যদি একটা ট্রেড লাভবান হন তবে আপনাকে কেউ সফল ট্রেডার বলবে না । তাই অাপনি যদি ধারাবহিকভাবে যদি কিছু ট্রেডে লাভ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে আপনি সফল ট্রেডার বলে বিবেচিত হবেন । আর আমি একজন নতুন ট্রেডার হিসেবে সফলতার মূল মন্ত্র হিসেবে বলতে পারি লেগে থাকা এবং অবিরত ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা ।
-
আমি মনে করি ফরেক্সে সফলতার জন্য বেশ কিছু জিনিস ফলো করতে হবে যেমন ধৈর্য , লোভ ত্যাগ করতে হবে , ট্রেড করার পুর্বে অবশ্যই মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে প্রধান কথা হল যদি ফরেক্সের সকল নিয়ম গূলো মেনে যদি ট্রেড করা জায় এবং অনেক অভভিজ্ঞিতা অর্জন করে ট্রেড করা যায় তাহলে ট্রেডিং ব্যবসায় সফলতা অর্জন করা যাবে ।
-
আমি মনে করি সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হল ধৈর্য আপনি যদি ধৈর্যশীল না হন তাহলে সব দিক দিয়ে আপনি পারফেক্ট থাকলেও সফল হতে পারবেন না। ফরেক্স মার্কেটে সফল হওয়ার জন্য যেসব বিষয় আবশ্যক তারমধ্যে উল্ল্যেখযোগ্য ফরেক্স সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান অর্জন করে নিতে হবে, মার্কেটের অবস্থার পরিবর্তন গুলো বুঝতে হবে এবং অনেক বেশি নিউজ পরতে হবে যাতে এনালাইসিস সহজ হয়। অর্থাৎ এনালাইসিস ভালো জানতে হবে এবং মার্কেট এনালাইসিস ভালভাবে জানলে অনেকটাই সহজ হয়ে যাবে সাফল্যের দুয়ার খুলতে,মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আপনি সঠিকভাবে না করতে পারলে আপনার অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখা কঠিন হয়ে যায় তাই মানি ম্যানেজমেন্ট টা সঠিকভাবে করতে হবে এরকম আরো অনেক আবশ্যক বিষয়বস্তু রয়েছে যেগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে তাহলে আপনি ফরেক্স এ সফল হতে পারবেন
-
আমার মতে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জানতে হবে। তা না হলে ফরেক্স মার্কেটে টিকিয়ে থাকা অনেক কঠিন হয়ে যাবে। বিশেষ করে আপনাকে জানতে হবে কি ভাবে একজন ভাল ট্রেডার হওয়া যায়, ধ্যর্য সহকারে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট, এনালাইসিস, লট বা ভলিওম, পিপ বা পিপস ইত্যাদি। এসব জানার মাধ্যমে একজন অভিজ্ঞ ও দক্ষত ট্রেডার হতে হবে। আর এগুলোর ফরেক্স মার্কেটে সফলতার মূল বিষয় বস্তু ।
-
ফরেক্স সফলতার মূল বিষয়বস্তু আমি যেটা মনে করি সেটা হলো ধৈর্যশীল হওয়া অর্থাৎ লোভ কে নিয়ন্ত্রণ করে। এমন অনেক ট্রেডাররা রয়েছেন যারা অনেক বেশি অভিজ্ঞ এবং দক্ষতা সম্পন্ন ধৈর্য হারা হওয়ার কারণেই ঝরে পরেছেন। ফরেক্স যেসব বিষয়গুলো খুবই জরুরি সেগুলো হলো আপনাকে পরে সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এটা প্রথম কথা। মার্কেট এনালাইসিস টোটালি বুঝতে হবে এবং মার্কেটের মুভমেন্ট বুঝে নিতে হবে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে যা ম্যানেজমেন্ট স্কুল থেকে পাওয়া যাবে। আর তাছাড়া নিজের অভিজ্ঞতার কোন বিকল্প নেই
-
১) কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর ডেমো ট্রেডকরুন।
২) মনোযোগ সহকারে কোন নিদ্দিষ্ট পেয়ারের মার্কেট প্রতিদিন দেখুন এবংএই পেয়ারেই ট্রেড নিন ।
৩) ভাল মত মার্কেট এনালাইজ করুন।
৪) লোভকে নিয়নাতন করুন,
-
ফরেক্স মার্কেটের সফলতার মুল হল আপনাকে ভাল ভাবে মার্কেট এ্যানালাইসিস করে তারপরে ট্রেড করতে হবে। আপনাকে বেশি বেশি মার্কেট নিয়ে এ্যনালাইসিস করতে হবে। এ্যানালাইসিস ব্যতিত আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। ট্রেডের চেয়ে বেশি আপনাকে এ্যানালাইসিসের প্রতি বেশি মনোযোগী হতে হবে। কখনো অন্যকে অনুসরন বা অন্য কারো কথায় ট্রেড করা যাবে না।
-
কোনো কাজে একদিনে সফল হোয়া সম্ভব না, সফল হতেহলে চেস্টা করতে হবে। ফরেক্স ট্রেড এর ক্ষেত্রেও তাই।ফরেক্স এ সফল হবার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।লোভ নয়ন্ত্রন করতে হবে, ধৈর্য্য ধারন করতে হবে, প্রতিটা ট্রেড এনালাইসিস করার পর করতে হবে,লস হলে হাল ছেড়ে না দিয়ে লেগে থাকতে হবে, এবং ফরেক্স সম্পর্কে প্রচুর জানতে হবে তাহলেই ফরেক্স এ সফল হওয়া সম্ভব।