-
হে, ফরেক্স আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পরা উচিত। এতে আমাদের বেকারত্ব অনেকাংশেই হ্রাস পাবে। তবে ফরেক্স না বুঝলে ফরেক্স দ্রুত ছড়িয়ে দিয়ে লাভ নেই। কারন মানুস ফরেক্সে জয়েন করে শুধু মাত্র লস এর মুখ ই দেখবে। লাভ এর মুখ আর দেখবে না। সুতরাং ফরেক্স ছড়িয়ে দেয়ার পাশাপাশি, ফরেক্স কোর্স সেন্টার এর পরিমান বারিয়ে দেয়া উচিত।
-
ফরেক্স আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পরা উচিত বলে আমি মনে করি।কারন আমাদের দেশে অনেক ছেলে মেয়ে আছেন যারা অনলাইনে কাজ করতে আগ্রহী।তারা কাজ পেলেই করতে চায় তাই আমার মতে আমাদের দেশে যদি ফরেক্সের কোনো বড় অফিস করে দেওয়া যেতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো।আর আমাদের দেশের মানষ ফরেক্সে আরো বেশি করে বিশ্বাশ করতো বলে আমি মনে করি।
-
ফরেক্স অনলাইন ট্রেডিং মার্কেট হল একটি সুবিধাজনক অনলাইন ব্যবসা এবং মানুষ ঘরে বসে সহজেই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন আর ফরেক্স হল এমন একটা ব্যবসা যেখানে প্রতিযোগিতা করার কোন ঝুকি নেই তাই এদেশের বেকার জনসংখ্যার বেশির ভাগই ফরেক্স মার্কেটে ট্রেড করে টাকা আয় করার চেষ্টা করতে পারেন যার মাধ্যমে হয়ত বেকার অবস্থার উন্নত হতে পারে।
-
আমার কাছে মনে হয় বাংলাদেশ এর বেশির ভাগ trader প্রথমে freelancing শুরু করে, সেখানে খুব একটা ভালো করতে পারে না। তারপর ফরেক্স এর দিকে আসে। সবাই যদি experience নিয়ে trade করে তাহলে আমার মনে হয় আমরা আরো ভালো করতে পারবো।
-
অবশ্যই ফরেক্স আমাদের দেশে খুভ দ্রুত চড়িয়ে পড়া উচিত । বেকারদের জন্য ফরেক্স অনেক বড় একটা সুযোগ। তাই আমার মতে ফরেক্স ব্যবসা আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পড়া উচিত ।
-
কেন নই আমার দের দেশে ফরেক্স দরকার কারন আমারদের দেশে স্টুডেন্ট এর জোন ফরেক্স দরকার এতে তারা তাদের নিজাদের করচ নিজেরা বহন করতা পারবে।
-
আমি মনে করি, ফরেক্স আমাদের দেশে খুভ দ্রুত চড়িয়ে পড়াই উচিত্। কারণ আমাদের দেশে বেকার সমস্যা বেশি। আবার চাকুরী তো সোনার হরিণ যা সাাধারণ পরিবারের ধরা ছোঁয়ার বাইরে। এমতাবস্থা আমাদের দেশে যদি ফরেক্স মার্কেট ব্যবসা দ্রুত ছড়িয়ে পড়ে তাহলে এসব বেকার ছেলেরা একটি ভাল পজিশনে থাকতে পারে। এবং দারিদ্রতা মুক্ত একটা দেশ গড়তে পারব।
-
আমার মতে ফরেক্স দ্রুত আমাদের দেশে ছড়িয়ে পরা উচিত । কারণ অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে বেকার বেশী । ফরেক্স বাংলাদেশের বেকারদের জন্য আয়ের খুবই ভালো একটা পথ। এখানে তারা কাজ করে নিজের আত্নকর্মসংস্থান করতে পারে । এতে দেশের বেকার সমস্যা কিছু হলোও সমাধান হবে দেশ হবে আত্ননির্ভরশীল । এ জন্য আমি মনে করি ফরেক্স অতি দ্রুত বাংলাদেশে ছড়িয়ে পড়া উচিত ।
-
আমি মনে করি ফরেক্স আমাদের দেশে দ্রুত ছরিয়ে পরা উচিত।কারন ফরেক্স আমাদের দেশে অনেক বেকারত্ব দূর করতে পারবে ।তারা যাতে কোন অসৎ কাজে লিপ্ত না হয় তার জন্য যত দ্রুত সম্ভব ফরেক্স ব্যবসা বাংলাদেশে দ্রুত ছরিয়ে পরা উচিত।ফরেক্স বাংলাদেশের বেকারদের জন্য আয়ের খুবই ভালো একটা পথ।তারা চাইলে এটাকে ভালোভাবে শিখে ঘরে বসেই অনেক টাকা আয় করতে পারবে।
-
আসলে আমাদের দেশে যাই দ্রুত ছড়িয়ে পড়ে তার অস্তিত্ব খুজেই পাওয়া যায় না। আমার দেশের বেকার সমস্যার কথা সরকার ভাবছে না, স্বল্প পরিসরে যে পদক্ষেপ নিচ্ছে তা অপ্রতুল। ফরেক্সকে টিকিয়ে রাখার জন্য আমাদের এ বিষয়ে অবাদ জ্ঞান অর্জন করতে হবে ও সঠিক স্বচ্ছ ধারণা রাখতে হবে। ভিজ্ঞ ট্রেডার হতে হবে।
-
হ্যা ফরেক্স আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পরা উচিত।আর সে ব্যাক্তি যদি প্রফেশনাল হন তাহলেতো কথাই নেই! তাই যারা ফরেক্স মার্কেটে ব্যবসায় করার মাধ্যমে আয় করতে চান তাদের উচিত প্রতিদিন নিয়মকরে তাদের ট্রেডিং টারমিনালে ডেমো একাউন্ট খুলে যত বেশি সম্ভব ট্রেডিং করে কি ভাবে আয় করতে হয় তার চেষ্টা চালিয়ে যাওয়া এবং যখন মনে করবে যে তার যথেষ্ট অভিজ্ঞতা অর্জন হয়েছে, তখন রিয়েল অথবা লাইভ একাউন্ট খুলে তাতে টাকা জমা করে ট্রেডিং শুরু করা।
-
আমাদের দেশের বর্তমান পরিস্থিতে চাকুরী পাওয়া অনেক কষ্টের তাই ফরেক্স ব্যবসা আমাদের দেশে যত দূত সম্ভব ছরিয়ে পড়া উচিত ।
-
হ্যা , ফরেক্স ব্যবসা আমাদের দেশে যত দূত সম্ভব ছরিয়ে পড়া উচিত । কারন আমাদের দেশে বেকার সংখ্যা অনেক ,বেকারদের কারনে একটি দেশ নষ্ট হয়ে যেতে পারে । তারা যাতে কোন অসৎ কাজে লিপ্ত না হয় তার জন্য যত দ্রুত সম্ভব ফরেক্স ব্যবসা বাংলাদেশ আনা । এবং এর প্রয়োজনিয়তার সম্পর্কে বেকারদের কাছে বলা যাতে তারা এ ব্যবসা করতে আগ্যহ হয় ।
-
হ্যা ফরেক্স আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পড়া উচিত । কারণ ফরেক্সের কাজ আমারা কম টাকা বা বিনা শুরু করতে পারব । এতে আমাদের দেশের বেকার সমস্যা দূর হবে । যাতে আমদের অর্নীতিতে অনেক বড় প্রভাব ফেলবে ।
-
হ্যা আমি মনে করি আমাদের দেশে ফরেক্স দৃত্র ছড়িয়ে পড়া উচিৎ তাতে আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সাখে সাখে আমাদের দেশের বেকার যুবক রা বেকারত্বের অভিশাভ থেকে মুক্তি পাবে ।
-
হে আমদের দেশে ফরেক্স ছড়িয়ে পড়া খুব দরকার। কারন আমাদের দেশে অনেক বেকার লোক আছে যারা কোন কাজ পাই নাই তারা জেনো ফরেক্স মার্কেট যোগ দিতে পারে।আর আমাদের দেশে ফরেক্স বন্দ করার জন্য সরকার অনেক আইন করতেছে কিন্তু পারতেছে না এবং পারবে না। আমার মতে আমাদের দেশে জেনো সারাজীবন ফরেক্স মার্কেট টা থাকক।
-
হ্যাঁ, আমার দেশ এ ফরেক্স খুব তাড়াতাড়ি ছড়িয়ে পরা উচিত। তাহলে আমাদের বেকার সমস্যা দূর হতে পারে। এর ফরেক্স শুধু আমাদের দেশ এ না সারা দুনিয়াতে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পরা দরকার।
-
হ্যাঁ আমাদের দেশে ফরেক্স ছড়িয়ে পরলে অনেক ভালো হবে কারন আমাদের দেশে অনেক মানুষ ভালো পড়া লেখা করে চাকরি পাচ্ছে না । ফরেক্স যদি আমাদের দেশে ছড়িয়ে পরে তাহলে বেকার লোকরা এই মার্কেট এ জইন করতে পারবে।
-
হ্যা আমি মনে করি দ্রুত ছড়িয়ে পড়া উচিত কারন এতে করে আমাদের দেশের বেকার সমস্যা অনেকাংশে লাঘব হবে। ধন্যবাদ।
-
এটা আমার কাছে মনেহয় ভাল কিন্তু কথা হল কি জানেনে ভাই, আমাদের পাশের দেশে ভারতে ২০০৯ এর দিকে ফরেক্স কে নিযে আনেক কিছু লেখা লেখি হয়েছিল। আর আনেক লোক এটা করতে গিয়ে আনেক টাকা ধরা খেয়ে ছিল। তখন এটাকে ভারত হতে বাদ দিয়ে দেয়া হয়েছিল। তাই এসব বিষয় বেশি একটা ছরা ছরি না করাই ভাল।
-
আমি চাই আমাদের দেশে দ্রুত ফরেক্স ব্যবসা ছড়িয়ে পড়ুক কেননা ফরেক্স ব্যবসা যদি দ্রুত ছড়িয়ে পড়ে তবে দেশের অর্থনৈতিক অবস্থা অনেক অনুকূল এবং উন্নত হবে ।
কারন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এ দেশে অনেক শিক্ষিত বেকার আছে যারা ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ধারনা এবং অভিজ্ঞতা নিয়ে এই ব্যবসা করে সফল হতে পারবে
-
আমি মসে করি ফরেক্স আমাদের দেশে যে ভাবে আগাচ্ছে সেই ভাবে আগালেই ভাল ,
কারন আমরা সবাই এই বিষয় ততটা ভাল যানি না ।
-
আমাদের দেশের বর্তমান পরিস্থিতে চাকুরী পাওয়া অনেক কষ্টের তাছাড়া চাকুরী পেলেও ভালো বেতন পাওয়াটা দুস্কর।আমাদের দেশের বেকার মানুস গুলো যদি ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জেনে ফরেক্স বিজনেস শুরু করে তাহলে আমাদের দেশ এ আর বেকার খুজে পাওয়া যাবে না।
-
আমি মনে করি ফরেক্স আমদের দেশে দ্রত ছড়িয়ে পরার পূর্বে আমাদের ফরেক্স কাজ শিখা বেশী প্রয়োজন । যদি আমরা সবাই ভাল কাজ শিখতে পারি তাহলে আমাদের দেশে দ্রতু ছড়িয়ে পড়বে ।
-
হ্যা, আমি মনে করি ফরেক্স আমাদের দেশে দ্রুত ছড়িয়ে য়াক। দ্রুত ছড়িয়ে পরলে আমদের দেশে বেকার সমস্য দূর হবে । এতে করে আমদের দেশ আনেক উন্নত হবে।
-
আমি মনেকরি ফরেক্স বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পরা উচিত।কারন বাংলাদেশে চাকুরি কম বেকার বেসি।ফরেক্স।এমন একটি মাধ্যম যেখানে অনেক বেকারের করম সংস্থান হচ্ছে।
-
আমদের দেশে শিক্ষিত বেকার অনেক এবং আমেদের দেশ চাকুরী পাওয়া অনেক কঠিন। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমাদের দেশে দ্রত ফরেক্স ছড়িয়ে পড়া উচিত ।
-
বর্তমান পরিস্থিতে চাকুরী পাওয়া অনেক কষ্টের তাছাড়া চাকুরী পেলেও ভালো বেতন পাওয়াটা দুস্কর। তইআমি চাই ফরেক্স খুভ দ্রুত ছড়িয়ে পড়ুক।তবে দেখা যায় এখনআমাদের দেশের অনেক মানুষ ফরেক্সে কাজ করছে।
-
ফরেক্স আমাদের দেশে বেকার দূরিকরণে সহায়তা করবে। তবে ফরেক্স থেকে দক্ষতা ছাড়া উন্নতি করা যায় না। তাই আমাদের দেশের মানুষের আগে ফরেক্স ভালকরে শেখা দরকার। যদি ফরেক্স না শিখেই ট্রেডিং শুরু করে,তাহলে ফরেক্স থেকে উন্নতি সম্ভব না। তবে আমাদের দেশে ফরেক্স দ্রুত ছড়িয়ে পড়া দরকার। ধন্যবাদ
-
হা আমিও তাই মনে করি। কারন আমাদের দেশের ৩৫% মানুষ গরীব ... এবং বর্তমানে ৬৫% শিক্ষিত মানুষ হয় বেকার না হয় উপযুক্ত কাজ পায় না । তাই আমাদের দেশে ফরেক্স একটি বড় ধরনের সম্ভবনামই জায়গা ... কারন ফরেক্সে যদি সঠিক জ্ঞান ও দক্ষতা দিয়ে কাজ করা যায় তাহলে এখানে কোন টাকা বিনিয়োগ না করেও আপনি আয় করতে পারবেন...... তাই আমি আশা করি ফরেক্স আমাদের দেশে প্রতি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।
-
আমাদের বাংলাদেশে ফরেক্স ব্যবসা সরকারিভাবে স্বীকৃতি লাভ করতে না পারলেও প্রতিনিয়ত এই ব্যবসা আমাদের দেশে বেড়েই চলছে। বর্তমানে বিভিন্ন ব্যবসায়ীর পাশাপাশি অনেক বেকার ছাত্র বা ছাত্রীরা এই ব্যবসাকে আয় করার অন্যতম উপায় হিসেবে বেছে নিচ্ছে।
-
ফরেক্স একটি নতুন ব্যবসা । এই ব্যবসা থেকে আয় করা সম্ভব। বাংলাদেশ একটি উন্নতশীল জনবহুল দেশ । এই দেশের একটি বড় অংশ শিক্ষিত জনগোষ্টি বেকার রয়েছে। তারা এই ব্যবসা থেকে ভাল অর্থ আয় করে আর্থিকভাবে সচ্ছল হতে পারে বলে আমি মনে করি। তাই ফরেক্স ব্যবসা বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পরা প্রয়োজন বলে মনে করি।
-
হ্যা, আমার মতে ফরেক্স খুব তারাতারি আমাদের দেশে ছড়িয়ে পরা উচিত । কারণ পরিসংখ্যান অনুযায়ি আমাদের দেশে এখন যুবকের সংখ্যা অনেক বেশি আর সেই অনুযায়ি আমাদের চাকরির সংখ্যা অনেক কম । আর এখন তো আমাদের দেশে চাকরি পাওয়া যেন আকাশের চাদ পাওয়ার মতো হয়ে গেছে । আর ফরেক্সে তো জ্ঞান অর্জন করেই ঘরে বসেই আয় করা যায় । তাই ফরেক্স বেকারদের জন্য খুব ভালো পথ ঘরে বসে আয় করার ।
-
ফরেক্স হল একটা উন্মুক্ত ব্যবসায়ীক প্রাটফর্ম যেখান থেকে স্মাট ভাবে আয় করা সম্ভব তাই যদি আমাদের দেশে ফরেক্স দ্রুত ছড়িয়ে পড়ে তাহলে বেকার সমস্যা কিছুটা কমবে। ধন্যবাদ।
-
আমি আপনার সাথে একমত , একটি জিনিস লক্ষ করলে দেখতে পারবেন , যে সকল দেশে ফরেক্স ব্যবসায় অনুমতি আছে সে সকল দেশ দ্রত উন্নতি সাধন করছে । তাই আমার মতে আমাদের দেশে যদি ফরেক্স এর অনুমতি দয়ো হয় তাহলে আমাদের দেশের বেকার যুবকদরে জন্য উন্নতি হবে ।
-
আমাদের দেশের বর্তমান
পরিস্থিতে চাকুরী পাওয়া অনেক কষ্টের
তাছাড়া চাকুরী পেলেও ভালো বেতন পাওয়াটা দুস্কর।
এমতবস্থায় বাংলাদেশের ফরেক্স বাংলাদেশের বেকারদের
জন্য আয়ের খুবই ভালো একটা পথ।
-
আমি মনে করি ফরেক্স আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পরা উচিত।কারন ফরেক্স আমাদের দেশের বেকার সমস্যার সমাধান করতে পারে।
-
Forex trading is the best business in this world but the main thing is that it has also many harmful effects in our life. As it affects our eye sight. Over trading causes the mental tenshion and also it has many other affects on our health. So we should take care of our health along with trading.
-
এ দেশে দ্রুত ফরেক্স মার্কেটের ব্যবসা ছড়িয়ে পড়া উচিত। কারন বাংলাদেশ একটি গরীব দেশ এ দেশে বেকার সমস্যা সমাধান কোনো দিন হয়নি অামার মনে হয় ফরেক্স এর মাধ্যমে অামাদের দেশে এই সমাধান হতে পারে অার এর জন্য ফরেক্স দুরুত্ব ছরিয়ে পরা উচিত ৷
-
হ্যা অবশ্যই আমাদের দেশে ফরেক্স দ্রুত ছড়িয়ে পরা উচিত। আমি একজন ছাত্র আগে লেখাপড়ার পাশা পাশি আমি তেমন কিছুই করতাম না। কিন্তু বর্তমানে ফরেক্স এ যোগ হয়েছি এটি আমার জন্য খুবই উপকারী। আমি মনে করি আমাদের দেশে ফরেক্স ছড়িয়ে পড়া উচিত তাহলে বেকার থাকবে না আমাদের দেশে এবং এটি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।