-
ইমোশনাল আমাদের সবারই আছে। এই ইমোশনাল আমাদের অনেকটা ক্লান্ত ও অনেকটা ধৈয্য হারা করে দেয়। তবে আমাদের ফরেক্স এ কাজ করলে ইমোশনালটাকে কন্ট্রোল করে ফরেক্স এ কাজ করতে হবে। তবেই আমরা ইমোশনাল নিয়ন্ত্রন করে ফরেক্স এ কাজ করতে পারবো। এবং ফরেক্স থেকে আয় করতে পারব।
-
মানুষের মধ্যে ইমোশন নেই বলে ভুল হবে ইমশনাল ছাড়া মানুষ হতেই পারে না। তবে ফরেক্সে ইমশনালটা খুবই মারাত্নক ক্ষতিকর তাই আমি বলব আমাদের তো ইমশনাল থাকবেই তারপরে ও যতটা ইমশনাল কমিয়ে ফরেক্সে ট্রেড করা যা ততটাই ভল।
-
ফরেক্সে নিজের ধারনা বড় খারাপ বিষয় এটাকে বরজন করে মারকেট এনলাইসেস করে মারকেট যে ভাবে আসে অপেক্ষা করে থেকে সঠিক সময়ে ট্রেড ওপেন করলেই সুফল ন আসবে তাছাড়া নয় । নিজের মতামতের গুরুত্ত দিলে লস হবেই ।
-
ইমোশন ফরেক্সের জন্য নয় , ফরেক্সে কাজ করতে হলে ইমোসন বা আবেগ ছাড়া কাজ করতে হবে । ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে , ফরেক্সের ট্রেডিং এর অভিজ্ঞতা থাকতে হবে । ফরেক্সে এসে কোন ইনোশন কাজে লাগালে হবে না । ফরেক্সে ইমোশন ছাড়া কাজ করতে পারলে ভাল , এতে নিজের একাউন্ট বাচিয়ে রাখা যায় । ফরেক্সে ইমোশনাল হয়ে ট্রেড করলে সেই ট্রেড দিয়ে লস হয় । তাই ফরেক্সে লসের কার হলো এই ইমোশন ।
-
ফরেক্স মার্কেটে সবারই কিছু না কিছু ইমোশন কাজ করে।তবে এই ইমোশনটা ধীরে ধীরে ত্যাগ করাই ভালো।কারন ফরেক্স মার্কেটে ইমোশন নিয়ে ট্রেড করলে বেশিরভাগ সময়ই লসের সম্মুখীন হতে হয়।তাই আমি মনে করি যাদের ফরেক্স মার্কেটে ইমোশন কাজ করে তারা ইমোশন বাদ দিয়ে ধৈর্য্য ধরে ট্রেড করুন।
-
ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে বুঝে ফরেক্সে কাজ করতে হবে । ফরেক্সের কাজ করতে হলে ফরেক্সের ট্রেডিং দক্ষতা ভাল থাকতে হবে , ফরেক্স থেকে টাকা আয় করতে হলে ফরেক্সে ট্রেডিং দক্ষতার মাধ্যমে ফরেক্স থেকে টাকা আয় করতে হয় । ফরেক্সে বুঝে কাজ করতে পারলে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যায় । ফরেক্সে কোন লোভ করা বা কোন ইমোশন এর মাধ্যমে কাজ করা যাবে না ।
-
আমাদের প্রায় সকল ট্রেডারের ই কম বেশি ইমুশন আছে। আমরা অনেকেই ইমুশন টাকে কাজে লাগােই লস করার জণ্য অথচ একটু দেখে শুনে ট্রেড করলে লস করার সম্ভাবনা অনেক টাই কমে যায়। আমরা কোন ট্রেডে লস করলে মাথা খারাপ হয়ে যায় এবং না বুঝেই একাধিক ট্রেড করে ফেলি। যার ফলে লসের পরিমান আরও বারতে থাকে তাই ট্রেড করার আগে ইমুশন কন্ট্রোল করা উচিত।
-
এটি এমন একটি মারক্রেট যেখানে ইমোশন করছ ত মরছ।ফরেক্স মার্কেটে উলতা পাল্টা নিজের মনের ইচ্ছামতন ট্রেডিং করা মানে আন্দাজে ট্রেডিং করা যার ফলাফল কখনই ভাল হয় না। মার্কেট বুঝে ট্রেডিং করতে হয় নিজের ইমঅশন কে নিয়ন্ত্রন করে।
-
আমি খুব ইমশন হয়ে যায় মাঝে মাঝে । যা আমাকেও কিছু সময় বিপদে ফেলে । তাই আমিও চেষ্টা করছি ইমশন থেকে যততটা দূরে থাকা যায় । ইমশন ফরেক্স এর জন্য খুব ই ক্ষতিকর , এখানে বিচক্ষণতার সাথে ট্রেড না করলে লসের মধ্যে পরতে হবে । তাই ট্রেড করার সময় ইমশন দূরে রেখে সঠিক এনালাইসিস করে ট্রেড করার কোন বিকল্প নেই ।
-
আমরা ফরেক্স মার্কেটে কখনো ইমোশন হয়ে ট্রেড করব না । যে ট্রেডার যত বেশী ইমোশন হবে সে তত বেশী লসে পড়ে যাবে । অতএব বেশী বেশী আমরা ফরেক্স মার্কেটে সময় দেওয়ার চেষ্ট করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও যদি ফরেক্স মার্কেটে দক্ষতার সহিত ট্রেড করেন ইমোশনকে বাদ দিয়ে তাহলেই লাভবান হতে পারবেন ।
-
ইমোশনাল আমাদের সবারই আছে। এই ইমোশনাল কারনে আমাদের এই মনোবল ও আবেগটা অনেকটা র্ধৈয্য হারা করে দেয়। আমি ফরেক্স এ যখন জয়েন করেছি এবং কাজ করছি তখন আমাকে অনেকটা আবেগ ও র্ধৈয্য হারা করে দিয়েছিল। লস হলে তা ক্লোজ করা, লাভ হলে আর বেশী পরিমানে ট্টেড করা ইত্যাদি ফরেক্স এ আমাদেরকে ইমোশনাল করে দেয়। যাই হোক আমরা যখন এই ফরেক্স এ কাজ করব তখন আমরা আমাদের এই ইমোশনালটাকে একটি নিয়ন্ত্রন রেখে ফরেক্স এ কাজ করব তাহলে আমরা ফরেক্স থেকে সাফলতা অর্জন করতে পারব।
-
আমি মনে করি ইমোশন জিনিসটাই খারাপ। কারন ইমশনাল হয়ে কোন কাজেই ভাল ফল পাওয়া যায় না। ফরেক্স এর ক্ষেত্রে তো কখনোই না। কারন ইমোশনাল হয়ে ট্রেড ওপেন করে সবাই ধরা খায়। ইমোশনাল হয়ে কেউ কখনো সঠিক ট্রেড ওপেন করতে পারেনা।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনার ইমোশন কন্টল করতে হবে আর আপনি যদি তা ভাল করে না পারেন তা হলে আপনাকে অনেক অনেক ডলার লস করতে হবে তাই আপনি আপনার নিজের উপর কন্টল করে ট্রেড করলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ডলার লাভ করতে পারবেন অনেক বড় বড় ফরেক্স ট্রেডার তাদের ইমোশন খুব ভাল ভাবে বুঝে ও কাজে লাগাতে পারে সেই কারন এ তারা ফরেক্স মার্কেট এ সফল ট্রেডার
-
ফরেক্সের ভাষায় যুক্তি এনালাইসিসের বিপরীত হলো ইমোশন বা মনগড়া সিদ্ধান্ত। ফরেক্স একটি বিশাল মার্কেট এখানে ইমোশন ট্রেড দিলে হিতে বিপরীত হয় বেশি। এই বিশাল মার্কেট আমরা নিয়ন্ত্রন করতে পারব না। নিয়ন্ত্রন করতে হবে আমাদের ইমোশনকে। যুক্তি আর এনালাইসিস করে ট্রেড করতে শিখব, তবেই আমরা দক্ষ ট্রেডার হয়ে যাব ইনশাল্লাহ।
-
আমাদের ইমোশন নয় ধৈর্য্য ধরে কাজ করতে হবে কারন ধৈর্য্য একজন ট্রেডারের বড় গুন। ধৈর্য ছাড়া একজন ট্রেডার কখনই নিজেকে সফল হিসেবে গড়ে তুলতে পারবেন না। ফরেক্স মার্কেটে উলতা পাল্টা নিজের মনের ইচ্ছামতন ট্রেডিং করা মানে আন্দাজে ট্রেডিং করা যার ফলাফল কখনই ভাল হয় না। মার্কেট বুঝে ট্রেডিং করতে হয় নিজের ইমঅশন কে নিয়ন্ত্রন করে।
-
আবেগ কখনোই ভালো না তেমনি আবেগ ফরেক্স ট্রেডিংয়ের জন্যও মারাক্তক একটি বিষয় আপনি যদি আপনার আবেগকে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনের সময় কন্ট্রোল করতে না পারেন তা হলে আপনি কখনই ফরেক্স থেকে ভাল কিছু পাবেন না কারন আবেগ একজন ট্রেডারকে তার ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে দূরে রেখে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনের ব্যাপারে উদ্ভদ্দ করে।
-
আমার ইমোশন কম কিন্থু ধৈর্য্য বেশি যার কারন মিলছে না। আর দুটিই যখন মিলাতে পারবো আশা করি ফরেক্স এ আমি গেইনার হবো। চেষ্ঠা করছি আপনাদের দোয়া সাথে থাকলে পারবো ইনসোয়াল্লাহ।আর এর জন্য কোন প্রসেস থাকলে শেয়ার করুন প্লিজ।
-
আমি মনে করি ইমোশন বা আবেগ ফরেক্স ট্রেডিংয়ের জন্য সত্যিই মারাত্বক একটি বিষয় আপনি যদি আপনার আবেগকে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনের সময় কন্ট্রোল করতে না পারেন তা হলে আপনি কখনই ফরেক্স থেকে ভাল কিছু পাবেন না কারন আবেগ একজন ট্রেডারকে তার ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে দূরে রেখে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনের ব্যাপারে উদ্ভুদ্ধ করে।
-
কোন কাজেই ইমোশন হলে চলবে না । সব মোশন দূরে ছূরে ফেলে অামরা কঠোর কাজে নেমে যাই । অামরা ইমোশন হয়ে ট্রেডের কাছেও অাসব না । ইমোশন ওয়ালা ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে না । অামরা ইমোশন থেকে নিরাপদে থেকে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
কোনো কাজেই ইমোশান ভালো নয়৷ইমোশন হলো সফলতার প্রধান অন্তরায়,শত্রু৷ আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা এক এক জন কত বড় বড় লোভী৷ফরেক্স ট্রেডিংএর কোথাও কোনো প্রকার সমস্যা নাই৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷ আর সফলতার একমাত্র সত্যিকারের বন্ধুই হলো ধৈর্য্য,ধৈর্য্য এবং ধৈর্য্য৷
-
ইমোশন হচ্ছে ফরেক্স মার্কেট এর বড় শত্রু। ইমোশন আমার মাঝেও আচে। যখন লাভ করি তখন ইমোশোন কাজ করে না। আর যখন লস করি তখন ইমোশন এর বসে বড় লট সাইজ দিয়ে ট্রেড করি। যার ফলে কোন সময় দ্বিগুন হারে লস করি।
-
ইমোশন মানুষকে মানুষে পরিণত করতে সাহায্য করে । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে এই মার্কেটের সাথে যুক্ত থাকতে হবে । ফরেক্সে যে যত বেশি পরিমাণে ট্রেডিং - এ সময় দিবে সে তত বেশি পরিমাণে এখানে ভালো করতে পারবে । ফরেক্স এমন একটা জায়গা যেখান অতিরিক্ত আবেগকে কখনো প্রশ্রয় দেওয়া হয় না ।
-
অভিজ্ঞদের মতে ফরেক্স মার্কেটের ইমোশন হল সবচেয়ে ক্ষতিকর দিক । যে যত বেশী ইমোশন করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অঅমরা সব সময় এই ব্যবসা করার জন্য ইমোশন বাদ দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং অাপনারা ও এই ব্যবসা করার জন্য ইমোশন বাদ দিয়ে দক্ষতা অর্জন করুন অবশ্যই লাভবান হতে পারবে ।
-
আমার মনে ইমোশন হল ফরেক্স মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। কারণ ইমোশন এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটে সফলতা হতে পারবো যদি আমরা ইমোশন কে নিয়ন্ত্রণ করতে পারি। আর আমরা ফরেক্স মার্কেটে যদি একান্তই ব্যবসা করতে চাই তাহলে অবশ্যই সবকিছ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেটে লাভবান হতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে ইমোশনাল হয়া যাবেনা,তাই আমাদের ট্রেডিং করতে হলে ইমোশনাল পরিহার করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স মার্কেটের নিউজ দেখতে হবে,যাতে ফরেক্স ট্রেডিং করে ভাল প্রফিট করা যায়,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স ট্রেডিং করতে হবে ধৈর্য ধরে করতে হবে।
-
আপনি আর আমি ডিপোজিট দিয়েসী ডলার তবে কিনসি ইউরো এবং গ্রেট ব্রিটেন পাউন্ড সেই ক্ষেত্রে আসলে তেমন কিসুই ঘটসে না ব্রোকার আপনার একাউন্ট এর পাউন্ড গুলোকে ইউরো তে কনভার্ট করে তারপর আপনার ট্রেড টি ওপেন করেসে এই ক্ষেত্রে আপনি আপনার একাউন্ট এর ইকুইটি .
-
একেবারে সঠিক কথাই বলেছেন, আমাদের সকলের উচিত নিজের ইমোশনকে কন্ট্রোলে রেখে কাজ করা । এখানে আমরা যদি ধৈর্য ধরে সঠিক জায়গায় ট্রেড না করি তাহলে অবশ্যই একসময় আমরা বিশাল বড় লসের সম্মুখিন হতে পারি, আমি আপনার সাথে একমত । এবং মার্কেটে টিকে থাকতে লং টাইম ট্রেডের আসলেই কোন বিকল্প নেই ।
-
ফরেক্স মার্কেটে কোন ইমোশন দিয়ে কাজ চলে না। আমাদের ইমোশন দুই দিকে কাজ করে যেমন : মার্কেট যখন বিপরীত দিকে বা লস হয়ে যায় আমরা তখন অপেক্ষা করি যে, মার্কেট আবার ফিরে আসবে বা আবার আগের জায়গায় চলে আসবে কিন্তু দুর্ভাগ্য বশত মার্কেট আর আগের অবস্থানে আশে না এবং স্টপলস হিট করে এবং আমাদের লস হয়ে যায়। কিন্তু যখন মার্কেট বিপরীতে যাওয়া মাত্র আমাদের ট্রেড ক্লোজ করে দেওয়া উচিত। আরও একটা ইমোশন হলো : মার্কেটে লাভ যখন হয় তখন আমরা লাভ কিছু দুর হওয়ার পর আমরা ট্রেড ক্লোজ করি দিই, যদি মার্কেট আবার মার্কেট বিপরীতে চলে যায় সেই ভয়ে। কিন্তু আমাদের উচিত মার্কেট শেষ পর্যন্ত দেখা উচিত তাতে যতটুকু লাভ নেওয়া যায়। সুতরাং আমাদের সবারই উচিত ইমোশন কে কন্ট্রোল করা।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে সফল ব্যবসায়ী হতে গেলে আপনাকে অবশ্যই ইমোশনকে কন্ট্রোল করতে হবে। কারণ ইমোশন দ্বারা আপনি কখনও ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন না। বরং ইমোশন নিয়ে ট্রেড করলে আপনাকে ফরেক্স মার্কেট থেকে খুব দ্রুত সময়ের মধ্যে প্ল্যাটফর্ম ছেড়ে যেতে বাধ্য হবেন। তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেড করতে আসেন তাহলে আপনাকে ইমোশনকে গুরুত্বসহকারে কন্ট্রোল করে ট্রেড করতে হবে। তাহলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন।
-
ফরেক্সে ট্রেড করার জন্য আমাদের ইমুশনকে কবর দিতে হবে।। ইমুশনাল ট্রেডার কখনই লাভের মুখ দেখতে পাবে না।। কারন তারা ইমুশনে পরে একাধিক ট্রেড অপেন করবে যা সব সময় একটা লাভ আর একটা লসে থাকবে। এটা খুবই খারাপ ট্রেডিং এর জন্য।
-
আমরা বাস্তবে অনেক কাজের মধ্যে ইমোশনাল হয়ে যায় ।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ইমোশান থেকে দুরে থাকতে হবে কারন আবেগকে কখনো ব্যাবসায়িক কাজে ব্যাবহার করা যাবেনা । আমাদের কে ইমোশান দুর করে মার্কেটে বসতে হবে ।
-
ইমোশন জিনিসটাই খারাপ। কারন ইমশনাল হয়ে কোন কাজেই ভাল ফল পাওয়া যায় না। ফরেক্স এর ক্ষেত্রে তো কখনোই না। কারন ইমোশনাল হয়ে ট্রেড ওপেন করে সবাই ধরা খায়। ইমোশনাল হয়ে কেউ কখনো সঠিক ট্রেড ওপেন করতে পারেনা।
-
ফরেক্স এ ইমুশন কথাটা খুবই কমন। আমাদের প্রায় সকল ট্রেডারের-ই কম বেশি ইমুশন রয়েছে। আমরা অনেকেই ইমুশন টাকে কাজে লাগাই লস করার জন্য। অথচ একটু দেখে শুনে ট্রেড করলে লস করার সম্ভাবনা অনেক টাই কমে যায়। আমরা কোন ট্রেডে লস করলে মাথা খারাপ হয়ে যায়, না বুঝেই একাধিক ট্রেড করে ফেলি। ফলে লসের পরিমান আরও বারতে থাকে । তাই ট্রেড করার আগে ইমুশন কন্ট্রোল করে বুঝে শুনে তারপর ট্রেড করতে হবে ।
-
কোন কাজ ইমোশন বা আবেগ দিয়ে করলে সফলতা পাওয়া যায় না। কাজ করতে হবে গুরুত্ব সহকারে তবেই সফলতা পাওয়া যাবে। আর ফরেক্স যেহেতু অনলাইন বিজনেস সেহেতু এখানে ইমোশন এর কাজ না এটা। এখানে যে কেবল দক্ষতার সাথে কাজ করতে পারবে সেই কেবল এখানে সফল হতে পারবেন। অনেকেই আছেন প্রথম অবস্থায় বেশি আবেগ নিয়ে ট্রেড করে একাউন্ট জিরো করে ফেলেছে তারপর অনুশোচনা করে। তাই কাজ করার আগে ভাবতে হবে পরে না।
-
ইমশন ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই ক্ষতিকর একটা বিষয় , কারণ ইমশনের কারণে আমরা সঠিকভাবে ট্রেড করতে পারি না । আমি মনে করি ইমশন কন্ট্রোল করতে পারি না বলেই আমরা ধৈর্য হারা হয়ে যাই । ফরেক্স মার্কেট থেকে লাভ করার সব চেয়ে কার্যকরী উপায় হল ধৈর্য ধরে ট্রেড করা । একজন সফল ট্রেডার হতে চাইলে আমাদের উচিত আমাদের ইমশন নিয়ন্ত্রন করা । ইমশন নিয়ন্ত্রন করলেই আমরা আমাদের আনাল্যসিস এর সাথে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারব ।
-
অনেক ট্রেডারই বিশ্বাস করেন যে যত বেশী ফরেক্স এ ট্রেডের পেছনে সময় দিবেন তত মনে হয় লাভ বেশী হবে কিন্তু পক্ষান্তরে দেখা যায় যে অতিরিক্ত ট্রেডিং করার কারণে বরং যে মানসিক প্রেসার সৃষ্টি হচ্ছে এবং এর কারণে সিদ্ধান্তে যে বিরূপ প্রভাব পরছে তা আসলে লাভের চেয়ে লসের দিকেই বেশী ধাবিত করছে । তাই একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যে কম ট্রেড করেও বেশী পিপ্স লাভ করা সম্ভব এবং আরও একটি বিষয় তা হল লট সাইজ যত বৃদ্ধি পাবে আসলে লাভ তত বেশী হবে কিন্তু এর মানে এই নয় যে মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করে ক্যাপিটাল এর উপর রিস্ক নিয়ে বেশী লট সাইজ বেছে নিতে হবে ।
-
ফরেক্স মার্কেট এ যারা ইমোশন নিয়ে ট্রেড করে তারা লসেই পরে থাকে। কেননা একটা ট্রেড লস করলে তারপর বড় লট সাইজ দিয়ে সেই লস তুলা অনেক কঠিন ব্যাপার। কারন মার্কেট এ লস করা অনেক সহজ। কিন্তু প্রফিট করা অনেক কঠিন ব্যাপার। আমাদের লট সাইজগুলো সবসময় একই রাখা উচিত।
-
হ্যাঁ অবশ্যই ফরেক্স অসাধারণ, ট্রেডিং জানেন এমন প্রত্যেকে ফরেক্সকে ভালবাসেন কারণ ফরেক্স এমন এক জায়গা যেখানে প্রতিটি ট্রেড আসে এবং তার প্রতিভা দেখায় এবং ফরেক্সে কেবল ভাল ট্রেড আসতে পারে এবং তাদের কাছে যা দেখাতে পারে তা কোনও ট্রেডের নেই যার কৌশল নেই।
-
এটা সুস্পষ্ট যে ভাল এবং খারাপ উভয় অভিজ্ঞতাই সেই স্তরের শিক্ষা দেয় যা আমাদের এই বাজারে আসলে কী তৈরি করছিল তা নিশ্চিত করে, কারণ ভাল অভিজ্ঞতা কেবল আমরা কত ডলার বানাচ্ছি তা নয়, সেই ব্যবসায়ও যে ব্যবসায়িক প্রযুক্তিগত বিশ্লেষণ ন্যায়সঙ্গত হ'ল, খারাপ অভিজ্ঞতা হ'ল ব্যবসায়ীরা যে কোনও উপার্জন করে না এবং তারা শীঘ্রই তাদের বাণিজ্য হারাতে বাধ্য করে,
-
ভাই জন, আমরা অবশ্যই এর মধ্যে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, কখনও আবেগপ্রবণ হতে হবে না, সব সময়ে ট্রেড করা উচিত, তারপর আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন যাতে আপনি এটি ট্রেড করতে পারেন এবং যতটা সম্ভব সঞ্চয় উপার্জন করতে পারবেন ।