-
আমি মনে করি লোভ ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই ভয়াবহ একটা দিক। লোভের কারনে অনেক নতুন ট্রেডার তাদের ইকুইটি 0 করতেছে হরহামেশাই। হইতোবা কোনো কোনো সময় লোভটা কাজে লাগে কিন্তু বেশির ভাগ সময় লোভ এর জন্য ট্রেডার রা ফয়িন্নি হয়। আমি এক সময় লোভ করতাম, কিন্তু এখন বুঝতে শিখেছি বিধায় আর লোভ করিনা।
-
ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনাকে লোভকে পুরাপুরি ত্যাগ করতে হবে । আপনি এই মার্কেট থেকে অনেক মুনাফা আয় করতে পারবেন সেই জন্য আপনাকে ফরেক্স ট্রেডিং এ সকল নিয়ম কানুন মেনে চলতে হবে । আপনাকে প্রতিটি ট্রেড নেয়ার আগে ভালো করে মার্কেট এনালাইসিস করে ট্রেড নিতে হবে । ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে আপনাকে ট্রেড নিতে হবে । একটি ট্রেড এ লস হলে কোন এনালাইসিস ছাড়া ওভার ট্রেডিং করা যাবে না । তাছাড়া আপনি যদি লোভ করে নিয়মের বাহিরে ট্রেড করেন তাহলে অনেক বড় লস এর সম্মুখীন হতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে লোভ কখনোই জায়গা পায় না । অামরা কখনোই তাকে জায়গা করে দেব না । যদি তাহলেই অামরা লসে পড়ে যাব । যে যত বেশী অাশঅ করে সে তত বেশী লসে পড়ে যায় । অঅমরা সে রকমের কোন লোভে পড়ে যাব না তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
লোভ একজন ট্রেডার্কে ধংসের পথে ঠেলে দেয়। কারন লোভ মানুষ্কে ক্ষতির দিকেই নিয়ে যায়। আপনি যে কোন ব্যাপারে লোভ করা উচিত নয়। তার মধ্য ফরেক্স এ বেশি লাভ করার আশায় বড় ভলইয়ম ট্রেড করে কিছু মূহুর্তেই একাউন্ট জিরো করে ফেলা।
-
লোভ করে কেউ ফরেক্সে ভালো করতে পারে না । লোভ মানুষের মানবীয় আচরণের একটা নেতিবাচক অনুষগ্ঙ । আর সেই লোভকে মানুষ পুরোপুরিভাবেই বর্জন করতে পারে না । তবে লোভকে মানুষ নিয়ন্ত্রন করতে পারে । লোভকে নিয়ন্ত্রন করার মাধ্যমে আমরা আমাদরে ট্রেডিং এ লোভের উপস্থিতিকেও নিয়ন্ত্রন করতে পারি । অার লোভহীন ট্রেডে অনেক বেশি ভাল ট্রেডিং করা যায় ।
-
ফরেক্স হল একটি হালাল বেবসা এখানে আপনাকে কষ্ট করে আনাল্যসিস করে ট্রেড নিয়ে প্রফিত করা লাগবে। সেখানে যদি আপনি রাতারাতি বড়লোক হতে চান তাহলে প্রবলেম হবে আপনার অ্যাকাউন্ট ০ হবে। অধিক লাভের আশায় বড় বড় লটে ট্রেড দিলে আপনার বেলেন্স হয় বারবে না হলে ০ হবে। লোভে পাপ আর পাপে মৃত্যু এতা আমরা সবাই জানি কিন্তু এতা মানা আসলেই কষ্টের।
-
লোভ কার নার সবার মাঝেই আমি মনে করিফরেক্স মার্কেটে আপনি লোভ করলেন তো মরলেন লোভের বসে ট্রেড করলে মার্কেট যদি একবার আপনার বিপরীতে যায় তাহলে আপনার ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না।অধিক মুনাফার আশায় বড় বড় লটে ট্রেড দিলে বেশিরভাগ ক্ষেত্রেই একাউন্ট ব্যালেন্স শূণ্য হয়ে যাবে এটাই স্বাভাবিক বলে আমি মনে করি লোভটাকে সামলিয়ে কাজ করতে হবে,তবেই আমরা ফরেক্স থেকে সাফলতা পাব।
-
ফরেক্স নিউজ পড়া খুব দরকারী আপনি যত বেশি ফরেক্স নিউজ পড়বেন ফরেক্স মার্কেট সম্পর্কে তত বেশি জানতে পারবেন। আর তত ভাল করে ট্রেড করতে পারবেন। আর আপনি যত ভাল ট্রেড করতে পারবেন তত বেশি আয় করতে পারবেন। ফরেক্স এ আপনার সফলতা আসবে।
-
লোভ মানুষকে ধংস করে দেয় । আমি লোভকে ঘৃনা করি । লোভী ট্রেডাররা কখনো অনেক টাকা আয় করতে পারে না ফরেক্স থেকে । আর তারা অনেক দিন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না আমরা সকলে জানি যে লোভে পাপ আর পাপে মৃত্যু । তাই আমাদের লোভকে দূরে ঠেকে দিতে হবে ।
-
আসলে লোভ মানুষের ভয়ানক এক প্রকার রোগ। আর লোভের আরেক নাম ধ্বংস। লোভ মানুষের জীবন শেষ করে দেয়। ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের মাঝে একটা বিষয়কে নিয়ন্ত্রন করতে হয় সেটি হল লোভ। লোভ কে নিয়ন্ত্রন করতে পারলেই ফরেক্স মার্কেটে ট্রেড করে টিকে থাকা য়াবে।
-
একটা মানুষের জিবনে তখনি লোভ আশে যখন তার পতনের সময় আসে | আমার মনে ফরেক্স করতে হলে আগে ফরেক্স সম্পরকে জানতে হবে তারপর ফরেক্স মাকেটে করতে হবে লোভ| আপনি যদি অল্প লোভ করেন তবে আপনি ফরেক্স টিকে থাকতে পারবেন না হলে আপনাকে লস করতে হতে পারে |
-
কথায় আছে না লোভে পাপ, পাপে মৃত্যু। যখনি কোন ট্রেডার ফরেক্স মার্কেট ব্যবসা করতে এসে লোভ করবে তখন থেকেই তার ব্যবসায় পতন ঘটবে। এজন্য আমার মতে প্রত্যেক ট্রেডারের *উচিত লোভকে পরিহার করা। আপনি যদি এই মার্কেটে লোভ পরিহার করে ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন।
:rules:
-
লোভ লালসা অন্তরের অন্যতম একটি প্রধান ব্যাধি।বলা হয় যে, ,�লোভ, হিংসা ও অহংকার- এ তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে।� সৃষ্টির সূচনালগ্ন থেকে আজ অবধি পৃথিবীর সকল অনিষ্টের মূলে রয়েছে- লোভ, হিংসা ও অহংকার। তার মধ্যে লোভ হচ্ছে অন্যতম। আর তাই আমাদেরকে এই দুষ্ট ব্যাধি থেকে দূরে থেকতে হবে এবং ফরেক্সের নিয়ম মেনে সব সময় নিরাপদে ট্রেড করতে হবে।
-
লোভ কার নার সবার মাঝেই আমি মনে করি অনেক লোভ কজ করে তবে আমার মতে ফরেক্স মার্কেটে যদি কেউ লোভ করে তবে তার অবস্থা খুব একটা ভাল হবে বলে আমি মনে করি না। কারন আপনি যখনেই লোভ করে ট্রেড করতে যাবেন তখনেই আপনি লসের মধ্য পরে যাবেন।
-
ভাই কোন রকম ভাল একটা উপার্জন যদি আপনি এই মার্কেট থেকে করতে চান তবে, আপনাকে সর্বপ্রকার লোভ-লালসা ছাড়াই এখানে ব্যবসা করতে হবে। এজন্য যে, আজ পর্যন্ত লোভ করে কেউ কোনদিন এখান থেকে বেশি সুবিধা উপোভোগ করতে পারেনি। কারন লোভের পরিণাম হলো শুধু লস আর লস, এর পর হবেন আপনি বস। সুতরাং লোভের স্থানটা ধৈর্যকে দিন, তাহলেই পাবেন সফলতা।
-
হ্যা ভাই আপনার কথার সাথে আমি এক মত কারণ লোভ এমন একটি জিনিস যেটার দ্বারা আপনি শুধু ধ্বংসই হবেন বিনিময়ে সুফল আর ভোগ করতে পারবেন না। কারণ কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যুৎ ঠিক তেমনি আপনি যদি ফরেক্স মার্কেটে লোভ করে ট্রেড করেন তাহলে আপনি কখনই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না বরং মার্কেট ছেড়ে দিতে বাধ্য হবেন। তাই লোভ করে যদি আপনি এই মার্কেটে ট্রেড করেন তাহলে কখনই ফরেক্স মার্কেটে ট্রেডে সুফল ভোগ করতে পারবেন না। অতএব লোভকে সবসময় পরিহার করুন এবং ধৈর্য্য সহকারে ট্রেড করার মত মন মানসিকতা তৈরি করুন তাহলে আপনি অবশ্যই ফরেক্স এ সুফল ভোগ করতে সক্ষম হতে পারবেন।
-
লোভে পাপ পাপে মৃত্যু। জীবনের সব ক্ষেত্রের মতই এখানেও এটি সত্য। সঠিক দিক নির্দেশনা আর পড়াশুনা, চর্চা না করলে ফরেক্স ট্রেডিংয়ে টিকে থাকা সম্ভব নয়। প্রয়োজনে সময় নিয়ে ১ বছর স্টাডি, ডেমো প্রেকটিস করে তারপর আমি মনে করি রিয়েল একাউন্টে ট্রেড শুরু করা উচিত।
-
আসলে লোভ এমন একটি জিনিস যা আপনার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।মোটকথায় লোভে পড়ে কোন কাজ করলে আপনি সে কাজে সফলতা তো দূরে কথা সে কাজে টিকেই থাকতে পারবেন না। আর বিশেষ করে ফরেক্স মার্কেটে আপনি যদি লোভ করে ট্রেড শুরু করেন তাহলে হয়তো দু’একটা প্রফিট করতে পারবেন কিন্তু অধিকাংশ ট্রেড আপনাকে লসের মুখে ঠেলে দিবে আর সে হিসেবে আপনি ফরেক্স থেকে ধ্বংস হয়ে যেতে পারেন। আর এই ধ্বংসের হাত থেকে একমাত্র বাঁচার উপায় হচ্ছে প্রচুর পরিমাণে ফরেক্স সম্পর্কে জ্ঞান চর্চা ও পড়াশোনা করা উচিত। এবং বড় বড় দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে ফরেক্স সম্পর্কে জ্ঞান নেওয়া উচিত। যখন আপনি সঠিকভাবে ট্রেডিং কৌশল শিখতে পারবেন তখন হইতে আপনি লসের চেয়ে লাভ ভোগ করতে পারবেন বেশি।
-
ফরেক্স ট্রেড এ লোভ করা যাবে না। সঠিক জ্ঞান না নিয়ে ফরেক্স ট্রেড নয় যদি আপনি সত্যিকারের ট্রেডার হতে চান। আর যদি লস করে দু:চিন্তা ছাড়া ট্রেডার হতে চান তাহলে দীর্ঘ দিন ফরেক্স এর আসল বিষয় গুলো ভালভাবে আয়ত্ব করে এবং অভিজ্ঞতা নিয়ে ট্রেড করুন। যদি না শিখে শুধু লাভবান হওয়ার জন্য রিয়েল ট্রেড করা শুরু করেন তাহলে লস করতে করতে একসময় ফরেক্স থেকে ছিটকে পড়বেন। তাই আগে ১০০ ভাগ রিস্ক ফ্রি ভাবে ট্রেডার হতে চাইলে আগে ডেমো ট্রেড করুন এবং ট্রেড করা শিখতে থাকুন।
-
লোভ এর পরিমান শুদু লস নয় রাতা রাতি পকির বানিয়ে দেও।
আপনি লাভ করার জন্য বেশি লট নিলেন আর আপনার ইকুয়েটি অনেক কম তাহলে হবে কি আপনার লস হচ্ছে আর এতে আপনি আপনার লস রিকভার করতে গিয়ে আবার লট নিলেন তাহলে হবে কি আপনার লস আর ফ্রি মারজিন কমতে থাকবে আর অল্প সময়ে আপনার বেলেন্স খালি হয়ে যাবে।
-
আসলে আমার মতে ফরেক্স ট্রেডিং কে অন্যসব পেশার মত করে স্বাভাবিক ভাবেই নেয়া উচিত বলে আমি মনে করি । এটি একটি ব্যবসায় । একটি ব্যবসায় থেকে যেমন লাভ লস হয় এখানেও তাই হবে । অধিক মুনাফার আশায় বড় বড় লটে ট্রেড দিলে বেশিরভাগ ক্ষেত্রেই একাউন্ট ব্যালেন্স শূণ্য হয়ে যাবে এটাই স্বাভাবিক বলে আমি মনে করি ।
-
আমি বলবো ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনাকে লোভকে পুরাপুরি ত্যাগ করতে হবে । আপনি এই মার্কেট থেকে অনেক মুনাফা আয় করতে পারবেন সেই জন্য আপনাকে ফরেক্স ট্রেডিং এ সকল নিয়ম কানুন মেনে চলতে হবে । আপনাকে প্রতিটি ট্রেড নেয়ার আগে ভালো করে মার্কেট এনালাইসিস করে ট্রেড নিতে হবে । ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে আপনাকে ট্রেড নিতে হবে । একটি ট্রেড এ লস হলে কোন এনালাইসিস ছাড়া ওভার ট্রেডিং করা যাবে না । তাছাড়া আপনি যদি লোভ করে নিয়মের বাহিরে ট্রেড করেন তাহলে অনেক বড় লস এর সম্মুখীন হতে পারেন ।
-
লোভ কখনই ভাল কিছু দিতে পারে না। সেটা এই ব্যবসাই হোক বা অন্য কোন কিছু হোক। লোভ এর শেষ পরিণতি হলো লস। আপনি যদি এই ব্যবসায় লোভ করেন তাহলেই আপনি শেষ। আপনি যদি এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার লোভ নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি আপনার লোভকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি কখনই এই ব্যবসা সফলতার সহিত করতে পারবেন না। আমি ইতিমধ্যে অনেকবার লস করেছি এই লোভের কারণেই।
-
একটা মানুষের জিবনে তখনি লোভ আশে যখন তার পতনের সময় ঘনিয়ে আসে | ফরেক্স করতে হলে আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে তারপর ফরেক্স মাকেটে ট্রেডিং করতে হবে। আর ফরেক্সে ভুলেও লোভ করা যাবেনা। লোভ সামলিয়ে ট্রেড করলে সফলতা আসবেই।
-
আমার কাছে লোভ করে ফরেক্স ট্রেডিং খুবই ভয়াবহ একটা দিক। তবে আপনি এমন কোন লোক পাবেন না যে যে কন বিষয়ে লোভ করে না সবাই লোভ করে। কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেট লোভ করে ট্রেড করতে যান তবে আপনি ফরেক্স মার্কেটে আপনার সর্বশ হারাতে পারেন কারন লোভে পাপ আর পাপে মৃত্যু হয় বলে আমরা জানি। আপনি লোভ করে প্রফিটের পরিমান যদি রাড়ানোর চেষ্টা করেন তবে সেই প্রফিট লসে পরিনত হতে পারে তাই লোভ থেকে সবধান।
-
আসলে ফরেক্স ট্রেডিংয়ে লোভ এমনই একটি বিষয় যা একজন ট্রেডারকে তার সকল ট্রেডিং দক্ষতা অভিজ্ঞতা,কেৌশল ইত্যাদি থেকে দূরে রেখে অধিক প্রফিট লাভের মোহে ফেলে ভূল ট্রেডিং সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে ।যার পরিনামে আমাদের লাভের পরিবর্তে লস হতে থাকে । এভাবে চলতে থাকলে এক সময় ব্যালেন্স টিকে রাখাটা কঠিন হয়ে পড়ে । লোভকে যত দূরে রাখতে পারব ততই আমাদের জন্য মঙ্গল ।
-
ফরেক্সে মানিম্যানেজমেন্ট না করে অধিক প্রফিট লাভের লোভ এবং তার বসবর্তি হয়ে ট্রেডিং সিদ্ধান্ত নেওয়া মানে বড় ধরনের ভূল সিদ্ধান্ত যা একজন ট্রেডারকে যেকোনো সময় লসের দিকে নিয়ে যাবে এবং অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। তাই মার্কেট বুঝে এবং অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর মানিম্যানেজমেন্ট করে তার পর ফরেক্সে ট্রেড করার অভ্যাস গড়ে তুলুন।
-
আমরা ফরেক্স মার্কেটে ব্যবসা করতে এসে কখনোই লোভের বর্শিভূত হব না । যে ট্রেডার যত লোভ করবে সে তত বেশী লসে পড়ে যাবে । অতএব বেশী বেশী আমরা ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও ফরেক্স ব্যবসা করেন মার্কেট এ্যানালাইসিস করে । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী জীবনে উন্নতি করবে ।
-
আসলে লোভে পাপ পাপে মৃতু এটা সকলেই জানেন।ফরেক্স ট্রেডিংয়ে লোভ এমনই একটি বিষয় যা একজন ট্রেডারকে তার সকল ট্রেডিং দক্ষতা অভিজ্ঞতা,কেৌশল ইত্যাদি থেকে দূরে রেখে অধিক প্রফিট লাভের মোহে ফেলে ভূল ট্রেডিং সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে ।যার পরিনামে আমাদের লাভের পরিবর্তে লস হতে থাকে । এভাবে চলতে থাকলে এক সময় ব্যালেন্স টিকে রাখাটা কঠিন হয়ে পড়ে । লোভকে যত দূরে রাখতে পারব ততই আমাদের জন্য মঙ্গল ।
-
আমি মনে করি, ফরেক্স ব্যবসায় মার্কেটে ট্রেড করার আগে আমাদের মাঝে একটা জিনিষ কাজ করে আর তা হল লোভ। কারন আমরা রিয়ার ট্রেড করার আগে আমরা চিন্তা করি একটা ট্রেড অপেন করলেই এই খান থেকে শত শত ডলার আয় করা যায়। এইটা চিন্তা থেকে যত দিন দুরে থাকা যাবেনা তত দিন ফরেক্স মার্কেট প্রপিট করা যাবেনা।। সাময়িক লাভ করলেই পড়ে আবার হরিয়ে যাবে এটাই স্বাভাবিক। তাই আমাদের কে ট্রেডে বসার আগে লোভ পরিহার করতে হবে।
-
আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি ফরেক্স বাজারে লোভ করে কোন দিনই কিছুই করতে পারবেন না বরং এখান থেকে লাভ করতে চাইলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করে ফরেক্স বাজার সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে হবে। পাশাপাশি টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কে দক্ষ হয়ে উঠতে হবে। আর উক্ত জ্ঞানগুলো প্রয়োগের জন্য আপনি নিয়মিত ডেমো ট্রেডিং পরিচালনা করুন। তাহলে অবশ্যেই লোভের হাত থেকে রক্ষা পাবেন। নতুবা আপনি বেশি লাভের চিন্তায় নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারবেন না ধৈর্য্য হারা হয়ে যাবেন বেশির লাভ করার আশায় ট্রেডের পরিনাম হবে লস। আর এই লসের ফলেই আপনি ফরেক্স বাজারে ধ্বংস হয়ে যাবেন। অতএব লোভ করে ট্রেড করবেন না।
-
ফরেক্সের নিয়ম মেনে দক্ষতার সাথে ট্রেড করলে সফলতা অবশ্যই আসবে। কিন্তু নিয়ম বহির্ভূত কাজ করলে ব্যার্থ হওয়ারও সম্ভাবনা অনেকটা থেকে যায়। ফরেক্সে মানি ম্যানেজমেন্টা খুবই গুরুত্বপূর্ণ। নিয়ম মেনে ট্রেড করলে মুলধন কম নিয়েও ফরেক্সে টিকে থাকা যায়। কিন্তু
অনেকে মানি ম্যানেজমেন্ট না মেনে লোভের বশে বেশি লাভের আশায় ঝুকি নিয়ে অনেক বেশি ট্রেড করতে গিয়ে লস করেন। যদি হঠাৎ বাজার লসের চরম সীমা অতিক্রম করে তাহলে এসময় ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। তাই লোভ না করে ট্রেডিং এর নিয়ম মেনে সকলকে ট্রেড করা উচিৎ।
-
লোভ করলে কোন কাজেই সফলতা আনা করা যায় না । আমরা কোন কাজেই লোভ করব না তাহলেই আমরা সুখী অনুভব করতে পারব । আর আমরা ফরেক্স ব্যবসা করার জন্য কোন মতেই লোভ করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আপনারাও এই ফরেক্স ব্যবসা করার জন্য লোভ না করলেই সফলকাম হতে পারব ।
-
কথায় আছে,,লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভে পড়লে যে কোন অবস্থানের মানুষই ধ্বংস হয়ে যায়। লাভের ইচ্ছা সবারই থাকে। লাভের আশায় সবাই ব্যবসা শুরু করে। কিন্তু যারাই লোভ করে তারাই লস খায়। ব্যবসা শুরু করার পর সবারই উচিত লোভের বশবর্তী না হয়ে ধৈর্য্য ধরে মার্কেটে টিকে থাকা। তাহলেই সফলতা সম্ভব। কিন্তু লোভে পড়লেই সব শেষ। দেখা গেলো যে লোভে পড়েছে তার আম, ছালা দুটোই গেলো। তাই লোভের পরিনামে যখন শুধু লসই হয় তখন লোভে না পড়ে আদর্শ পথে থেকে ঠিকমত ব্যবসা করা উচিত বলে আমি মনে করি।
-
লোভ করে ট্রেড করা আসলেই উচিত নয় কারন লোভ করে কখনোই ভাল কিছু পাওয়া যায় না। লোভের ফলে আপনার শুধু লসই নয় ব্যলেন্স ও জিরো হওয়ার ও স সম্ভাবনা থাকে। তাই লোভ বর্জন করে ট্রেড করা উচিত। আর মার্কেটের অবস্থান নির্নয় করে নিয়ে মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে নিরুপন করে ট্রেড করাই উত্তম। ট্রেড বেশি ধরলেই সমস্যা আপনার ব্যালেন্স ইকুইটি রেখে ঐ পরিমান ট্রেড ধরা উচিত।
-
লোভ এর পরিনাম শুধু লস ।
কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু । লোভ কখনও কারও জীবনে সুফল বয়ে আনে না । আমার মতে ফরেক্সে লোভ করা এক প্রকার হারাম ।লোভের বসে পড়ে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই লসের মধ্যে পড়বেন ।কারন ফরেক্স যেহেতু আন্তর্জাতিক ব্যবসা তাই মার্কেট সবসময় উঠানামা করে ।
-
লোভ এর পরিনাম শুধু লস।
আমরা জানি লোভে এ পাপ আর পাপে ধ্বংশ।তাই আমার মতে লোভ করলে লস হবে।কিন্তু সবারই একটু লোভ আছে তাই সবক্ষেত্রে লোভ করা যাবে না।যেমন ফরেক্স এ লোভ করে ট্রেড করলে লস হবেই।
-
আমি বলবো ফরেক্স ট্রেডে করতে হলে অবশ্যই লোভ ত্যাগ করতে হবে । লোভ করবেন তো ফরেক্স ট্রেডে লস করবেন এবং এই লোসের কারনে অল্প সময়ে ক্যাপিটেল হারিয়ে শূন্য হতে পারে । তাই লোভ ত্যাগ করে মার্কেট এনালাইসিস করে ছো্ট ট্রেড করতে হবে এবং সময় মত ট্রেড ক্রোজ করতে হবে তবে সফল ট্রেডার হওয়া যাবে ।
-
আপনারা নিশ্চই জানেন কোন ব্যবসা বা কোন চাকরিতে গেলে কোন কিছুতে লোভ করে থাকলে তা থেকে সাফলতা আসে না। ঠিক তেমনি এই ফরেক্স মার্কেট এ লোভ করা যাবে না। যারা লোভ করে আসবে তারা এই ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবে না এবং ফরেক্স থেকে সাফলতা অর্জন করতে পারবে না। তাই আমরা যখন এই ফরেক্স এ কাজ করব তখন আমরা এই লোভটাকে সামলে রেখে ফরেক্স করব তাহলে একদিন না একদিন সাফলতা আসবেই।
-
ফরেক্স মার্কেটে এর আরেক নাম হচ্ছে মানি মেকিং বিজনেস । আমরা যখন কোন ব্যবসার কথা ভাবি ।তখনই আমাদের মাথায় চলে আসে কোন প্রোডাক্ট উৎপাদন বা বিক্রির বিষয়ে । যদি এই দৃষ্টিকোণ থেকে ফরেক্স এর প্রোডাক্ট চিন্তা করি তাহলে ফরেক্স এর প্রোডাক্ট হচ্ছে মানি ।ফরেক্স মার্কেটে যেহেতু সরাসরি টাকার লেনদেন এর সাথে সম্পৃক্ত । তাই এখানে লোভ বেশি কাজ করে থাকে । ফরেক্স মার্কেট এ লোভ এর অপর নাম হচ্ছে ধ্বংস। তারপরে অনেকেই ফরেক্স মার্কেটে লোভের বশবর্তী হয়ে বেশি লাভের আশায় অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করে থাকে । কিন্তু অতিরিক্ত রিক্স বেশিরভাগ সময়ই লস এর কারণ হয়ে দাঁড়ায়। এমন কি অতিরিক্ত রিক্স এর কারণে মাঝে মাঝে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে না। তাই ফরেক্স মার্কেটে আপনাকে অবশ্যই লোভ থেকে বিরত রাখতে হবে।