ফরেক্স মার্কেটে আমার মনে হয় সবার কাছেই প্রফিটটাই মুখ্য বিষয়। আপনি কত প্রফিট করবেন সেটা আপনার ট্রেডিং দক্ষতার উপর নির্ভর করবে। এখন আপনি কত পিপস প্রফিট নিবেন তার সাথে এটাও দেখতে হবে আপনার কত পিপসকত প্রফিট আসছে। আমরা সাধারনত পিপস হিসেবেই প্রফিট নিয়ে থাকে তবে যাদের মুলধন বেশি তারা বেশি লটে ট্রেড করবে আর যাদের মুলধন কম তারা কম লটে ট্রেড করবে এটা স্বাভাবিক। তবে সবারই একটি নিজস্ব স্ট্রাটেজি থাকা উচিত যেখানে নির্দিষ্ট লট ও নির্দিষ্ট পিপস প্রফিট নেওয়ার চেষ্টা করতে হবে। ধন্যবাদ