আমি ফরেক্স মার্কেট এর সাথে জড়িত প্রায় এক বছর। এই এক বছরে আমি প্রায় ১৪৫ ডলার মত হারিয়েছি। তবে ফরেক্স থেকে আশা ছাড়ি নি। কারন আমি জানি ফরেক্স এ ভাল কিছু করতে হলে নিজেকে দক্ষ প্রমান করতে হবে। আর ফরেক্স এ ঠিকে থাকতে হলে ফরেক্স আমাকে অনেক কিছুই দিতে পারে।
Printable View
আমি ফরেক্স মার্কেট এর সাথে জড়িত প্রায় এক বছর। এই এক বছরে আমি প্রায় ১৪৫ ডলার মত হারিয়েছি। তবে ফরেক্স থেকে আশা ছাড়ি নি। কারন আমি জানি ফরেক্স এ ভাল কিছু করতে হলে নিজেকে দক্ষ প্রমান করতে হবে। আর ফরেক্স এ ঠিকে থাকতে হলে ফরেক্স আমাকে অনেক কিছুই দিতে পারে।
ফরেক্সে আপনি কতমাস বা কত বছর প্রাকটিস করছেন সেটা বড় কথা নয় কথা হলো আপনি বুঝেছেন কিনা । ২ মাসে যদি আপনার ৯০% ট্রেড প্রফিটে থাকে তবে মনে করতে পারেন আপনি শিখেছেন । এখন আপনি রিয়েল ট্রেডে যেত পারে ন । আর তা না হলে আপনাকে আরো প্রাক্টিস করতে হবে ।
আমি ফরেক্স এ ডেমো প্রাকটিস দুই সপ্তাহ করে রিয়াল ট্রেড শুরু করেছি । এটার একটা কারন হল আগে আমি শেয়ার ব্যবসার সাথে জড়িত ছিলাম। যাই হোক ১৬ ডলার লাভ করেছিলাম কিন্তু ১৬ ডলার সহ আসল থেকেও ২০ ডলার চলে গেল । এখনো লস রিকভার করতে পাড়ি নাই।
ফরেক্স এ যদি ভালো কিছু করতে চান তহলে আগে ডেমোতে প্রাটিস করা উচিত । আমি প্রথম এক মাস ডেমো ট্রেড করি তারপর রিয়েল এ আসি । কিন্তু রিয়েলে লস করি তখন আমি বুঝলাম অল্প বিদ্যা কী যে খারাপ । তারপর আবার ৫ মাস ডেমো ট্রেড করি । এখন রিয়েল করছি এবং ভাল প্রফিট করছি । তাই অামি বলব আগে ডেমোতে ভাল প্যকটিস তারপর রিয়েল ।
এটি ঠিক যে ফরেক্স ট্রেডিং কোন খেলা নয় যে আপনি চাইলেন আর অর্জন করে নিয়ে গেলেন এখানে মেধার পরিচয় দিতে হয় আর সেটি অবশ্যই ফরেক্স ট্রেডিং বিষয়ক জ্ঞান হওযা একান্ত ভাবে বান্চনীয়। ফরেক্স ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং ট্রেডিং অভিজ্ঞতা লাভ করতে হরে আমি মনে করি ডেমো ট্রেডিংই হর সব থেকে বড় পাঠশালা।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ডেমো মার্কেটে ট্রেড করতে হবে কারন ফরেক্স মার্কেটে কপি একাউন্ট হল ডেমো। আমি প্রায় ছয় মাস ডেমো প্রেকটিস করেছি।
আমি যতদিন পর্যন্ত ভাল করে ফরেক্স মার্কেট না বুজব তত দিন রিয়াল ট্রাড এর সাথে ডেমো ট্রাড করব। আমার মতে সবার ই ডেমো ট্রাড ১ থাকে মিনিমাম ২ মাস করা উচিৎ।
ডেমো ট্রেড মাস বা বছর হিসেব করে করা যায় না। সব সময়ই ডেমো ট্রেড করতে হয়। হোক সে সফল ট্রেডার তারপরে ও তাকে ডেমো ট্রেড করতে হয়। রিয়েল এর পাশা পাশি ডেমো ট্রেড করুন। এতে আপনার ট্রেডিং ক্সিল অনেক বৃদ্ধি পাবে। আপনি রিয়েলে সফল হবেন। আমি শুরু হতে এখন পর্যন্ত রিয়েল ট্রেডের পাশা পাশি ডেমো ট্রেড করে যাচ্ছি।
যতদিন আপনি মার্কেট সম্পর্কে না জানেন ততক্ষন আপানার ডেমো প্রাকটিস করতে হবে।আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার দক্ষতা অর্জন করতে হয়।আমাদের রিয়েল একাউন্ট এ ট্রেড করার আগে আমাদের ডেমো ৬ মাস প্রাকটিস করা উচিত।
ফরেক্স মার্কেটে ডেমুর কোন বিকল্প নাই আমি মনে করি প্রতিজনের জনের মিনিমাম ৬ মাস ডেমুতে ট্রেড কোড়া ঊচীত।আমি গত ৩ মাস যাবত ডেমুতে প্রাক টীস করতেসি
যত বেশি ডেমুতে চেস্ট করবেন ততো বেশি সফল হবেন
যতদিন না আমরা দক্ষ হয়ে উঠছি।ফরেক্স মার্কেটে তারাই কেওবল আয় করতে পারে যারা মার্কেট সম্পর্কে অনেক দক্ষ।তাই আমদাএর উচিত একজন দক্ষ ট্রেডার হওয়া।আমাদের কিছু না হলেও প্রাই ৬ মাস ডেমো প্রাকটিস করা উচিত।আর মার্কেট এনালাইসিস করা শিখতে হবে।
অামরা ডেমো ট্রেডিং প্রায় ৩ বছরের কম করব না । অামরা যদি তিন বছর একাধারে কাজ করতে পারি তাহলেই অামরা লাভবান হতে পারে । অামরা রিয়েল যে পর্যন্ত করব ডেমো সে পর্যন্ত চালিয়ে যাব । সুতরাং অামরা ডেমো ট্রেডিং কখনোই ছাড়ব না । তাহলেই অামরা সফলকাম হতে পারব ।
ডেমো ট্রেডের দ্বারা ট্রেডিংয়ের সকল নিয়ম কানুন শিখা যায়। ভুল-ত্রুটিগুলো ঠিক করা যায়। যখন আমি বুঝলাম যে এখন রিয়েল একাউন্টে ট্রেড করতে পারব তখন ডেমো ট্রেড ছেড়ে দিলাম। কতদিন করেছি ঠিক মনে নেই। তবে এখনও মাঝে মাঝে ডেমো করি। আপনার রিয়েল ট্রেডে টার্গেট যদি হয় ১০০ ডলার। তাহলে ডেমো একাউন্টে ১০০ ডলার দিয়ে প্র্যাকটিস করুন। আর লিভারেজ নিন ১:২৫। এই লিভারেজ কম নেয়ার কারনে মানিম্যানেজমেন্ট এবং রিস্ক রেশিও নিয়ে ভাবতে হবে না। আলাদাভাবে অংক করার প্রয়োজন নেই। আপনি অন্য কারো সিগন্যাল ফলো না করে নিজস্ব মেধা দিয়ে ট্রেড করুন। সফলতা আসবেই। যত বেশি ডেমো চর্চা করবেন তত অভিজ্ঞতা হবে। ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার মূল্য অনেক।
আমি মনে করি ফরেক্স মার্কেটে ডেমো প্রাক্টিসের বিকল্প নেই। কারন ডেমো ট্রেডিং আমাদেরকে অনেক বেশি দক্ষ করে গড়ে তলে। যার মাদ্ধ্যমে আমরা ফরেক্স মার্কেটে অনেকদিন টিকে থাকতে পারি। এ জন্য আমি মনে করি প্রতি ট্রেডারদেরই প্রথমে ডেমো করা উচিত। আমি ৩ মাস নিয়মিত ডেমো ট্রেড করেছিলাম এর ফলে রিয়েল মার্কেটে ট্রেড করতে গিয়ে অনেক ঝুকি থেকে বেচে গিয়েছিলাম।
আমার মনে হয় ট্রেডিং শিখা বা জানার জন্য ডেমো প্রাকটিস সবার জন্য আর্শিবাদ স্বরুপ। ডেমো ছাড়া ট্রেডিং শিখতে হলে অনেক লসের মুখ দেখতে হয় তাই আমিও অনেক দিন ডেমো ট্রেড করেছি। আমি প্রায় 06 মাস ডেমো ট্রেড করেছি।
ডেমো ট্রেড করি এবং সেই সাথে লাইভ ট্রেড করতাম। দুঈটা একাউন্ট আমি প্রথম অবস্থায় জিরো করে ফেলি। ডেমো ট্রেড দীর্ঘদিন প্র্যক্টিস না করলে দক্ষতা বারানো সম্ভব না। আমি লাইভ ট্রেড অনেকদিন করেছি ঠিক কিন্তু লসে পরে ছিলাম অনেকদিন।
আমি সম্ভবত গড়ে সব মিলিয়ে প্রায় ২ বছর ডেমো ট্রেড করেছি৷আসলে আমি সম্পূর্ণ একা একা অন্ধের মতো এই কঠিন ও উত্তাল সাগরে ঝাঁপিয়ে পড়েছিলাম৷মনে ছিল প্রচন্ড সাহস আর বুকে ছিল দৃঢ় আত্নবিশ্বাস৷ডেমো প্র্যাকটিসের দ্বারাই মূলত অনেক কিছু শিখেছি৷আর পাশাপাশি রিয়েল সেন্ট একাউন্টেও ট্রেড করেছি৷মাঝে মাঝে স্ট্যানডার্ড একাউন্টে রিয়েল ট্রেডও করেছি৷এরপর আরোও ২ বছর পার হলো শুধুমাত্র রিয়েল স্ট্যানডার্ড একাউন্টে ট্রেড করে করে৷তবে নতুন সবাইকে বলবো-আপনারা অবশ্যই দীর্ঘদিন ডেমো ট্রেড করে প্রথমে মার্কেটের সার্বিক চেহারাটা আন্দাজ করে নিন৷
আমি গত একবছর যাবত ডেমো ট্রেড করছি এবং আরও ডেমো ট্রেড করবো সাথে একটি রিয়েল ফোরাম বোনাস একাউন্ট ও আছে। তবে আমি আরও ডেমো ট্রেড করবো অন্তত আরও ১ বছর লাগলে আরও বেশী করবো কারন আমি চাই যতটুকুই শিখতে পারিনা কেন ভাল ভাবে শিখতে হবে। ফরেক্স এ শেখার কোন শেষ নেই সুতরাং শিখতে হবে সাড়াজীবন তাই সবসময় শেখার মনোভাবটা রাখতে হবে। আর ডেমো ট্রেড এক্সপার্ট যারা তারাও করেন মাঝে মাঝে যখন তারা রিয়েল একাউন্টে লস করেন, স্ট্রেটেজি টিউন আপ করার জন্য।
ডেমো ট্রেড আমাদের সবার ই বেশি বেশি করা দরকার, আমি ভিবিন্ন ডেমো কন্টেস্ট এ যোগদান করি আপ্নেরা ও করবেন। নরমাল ডেমো ট্রেড এর চেয়ে কন্টেস্ট ডেমো তে আগ্রহ বেশি থাকে।
আমি ফরেক্স মার্কেটে খুব বেশি দিন হয়নি এসেছি তবে মাস কয়েক হল এই মার্কেটে প্রবেশ করেছি। তবে বলতে গেলে মোটামুটি আমি ফরেক্স মার্কেটে ৫/৬ মাস ধরে ডেমো অনুশীলন করছি। যদিও আমি ফরেক্স সম্পর্কে ডেমো অনুশীলন দ্বারাই বেশির ভাগ অংশ শিখছি পাশাপাশি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স সম্পর্কে কিছুটা অর্জনে সক্ষম হয়েছি। তবে এইটুকু বুঝতে পেরেছি ফরেক্স একটি বিশা্ল মার্কেট এখানে যে যত বেশি অভিজ্ঞ হতে পারবে সে তত বেশি এই মার্কেট হতে সফলতা অর্জন করতে পারবে। এই জন্য আমি নিয়মিত ফরেক্স মার্কেট ডেমো অনুশীলন করছি এবং ভবিষ্যতেও করে যাব।
ভাই আমি প্রায় অনেকদিন ডেমোতে প্রাকটিস করেছিলাম, এই ধরুন ৭ থেকে ৮ মাস এবং এর পাশাপাশি আমি রিয়েল একাউন্টেও খুব সামান্য পরিমাণে ডিপোজিট করে ট্রেড করতাম। এভাবেই মনে করেন যে তিনটা বছর কেটে যায়। তারপর একটু অভিজ্ঞতা হল এবং এখন বলা যায় যে মোটামুটি একটা ভাল পজিশন করতে পেরেছি। আগে আমার যে ভয়টা কাজ করত সেটা এখন নেই বলা যায়।
আমি অনেকদিন ধরেই ডেমোতে অনুশীলণ করতেছি আর আশা আছে ভবিষ্যতেও আমি অনুশীলন চালিয়ে যাবো। কারণ আমি মনে করি যদি রিয়েল এর পাশাপাশি ডেমোতে অনুশীলন চালিয়ে যাই তাহলে আরোও বেশিকিছু জানতে পারবো আর এখানে বেশিকিছু জানা মানে অধিক জ্ঞান অর্জন করা আর অধিক জ্ঞান মানে নিরাপদ মুনাফা। আমার ইচ্ছা হলো আমি এই ব্যবসা হতে নিরাপদে মুনাফা উপার্জন করতে চাই।
আমি ফরেক্স মার্কেটে যেদিন থেকে সংযুক্ত হয়েছি সেই দিন থেকেই আমি নিয়মিত ডেমো অনুশীলন করছি এবং আশা আছে ভবিষ্যতেও আমার রিয়েল এ্যাকাউন্টের পাশাপাশি ডেমো অনুশীলন করব। কেননা ডেমো অনুশীলন দ্বারা আমি ফরেক্স সম্পর্কে অনেক বেশি তথ্য ও অভিজ্ঞতা অর্জনে সক্ষম হয়েছি। আর বিশেষ করে ফরেক্স মার্কেটে প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন তথ্য ও নিউজ প্রকাশিত হয়ে থাকে। কিন্তু সব সময় উক্ত তথ্য ও অভিজ্ঞতাগুলো রিয়েল এ্যাকাউন্টে প্রয়োগ করা সম্ভব হয় না। তাই ডেমোতে অনুশীলন সেগুলো সম্পর্কে নতুন ধারণা অর্জন করা সম্ভব। এজন্য আমি মনে করি, ফরেক্স মার্কেটে যত দিন থাকবো তত দিন ডেমো অনুশীলন করে যাব।
আমি ৫ মাসের মত ডেমো তে ট্রেডিং পার্চ্তিসে করেছি.যা এখন রিয়েল ট্রেডিং এ আমার জন্য অনেক উপকারে আসছে.প্রত্যেক ত্রাদের কেই রিয়েল ট্রেড করার আগে প্রথমে ডেমো ট্রেড করা উচিত.কিন্তু অনেকে অল্প কিছু দিন ডেমো তে থেকে লাভ করার ফলেই ভাবে রিয়াদ্ল ট্রেডিং অনেক সোজা.কিন্তু মূলত বেপার এমন নয়.আবার অনেকে লম্বা একটি সময় ডেমো ট্রেড করার ধর্য হারিয়ে ফেলে.
আমি ফরেক্স মার্কেট এ ২০১২ সাল এ ট্রেড শুরু করছি তখন থেকেই আমি ডেমো ট্রেড শুরু করছি তারপর আমি যখন ডেমো ট্রেড এ লাভ করতে শুরু করলাম তখন আমি রিয়েল ট্রেড শুরু করি আমি এখন ও রিয়েল ট্রেড এর পাশাপাশি এখন ও আমি ডেমো ট্রেড করছি ডেমো ট্রেড করলে আসলেই অনেক লাভ হয় অনেক কিছু শিখা যায় ফরেক্স মার্কেট থেকে
ট্রেড সম্পর্কে ভালো ধারনা অর্জন করতে হলে আমাদের সকলকেই কমবেশি ডেমো ট্রেড করতে হয়। ডেমো ট্রেডের সুবিধা এটাই এখানে আপনি ভার্চুয়াল মানি দিয়েই ট্রেড করতে পারবেন এতে করে আপনি লস করলেে তা ভার্চুয়াল মানি লস হবে যে কারনে আপনি ক্ষতির সম্মুখীন হবেন না বরং আপনি আপনার টেকনিক খাটিয়ে এখানে তার ফলাফল দেখে তারপর সে অনুযায়ী রিয়ালে ট্রেড করতে পারবেন।
ভাই আমি শুরু থেকে এখন পর্যন্ত ডেমো প্রাকটির করে থাকি। কারন ডেমো হল আপনার জড়তা দূর করার উত্তম প্রক্রিয়া। তাই লাইভ একাউন্টের মত করে, মানি ম্যানেজম্যান্ট ফলো করে, লর্ট সাইজ নির্ধারণ করে, স্টপ লস এবং টেক প্রফিট সেট করে, এভাবে যদি ডেমো চর্চা করেন তাহলে আশা করা যায় অনেকটা উপকৃত হবেন। কারন এই ডেমোই, আপনাকে আপনার ট্রেডিং এ প্রফিটের পথকে প্রসস্ত করবে।
ডেমো ট্রেডিং ফরেক্স মার্কেটের একটা প্রশিক্ষন স্থান।এখানে আপনি যতো ভালোভাবে ট্রেডিং শিখতে আপনার রিয়াল ট্রেডে ততোবেশি কাজে লাগবে।রিয়াল ট্রেডিং করার পূর্বে আপনি যে প্ল্যানিং নিয়ে ট্রেত করতে চান তা এখানে টেস্ট করে নিতে পারবেন তাতে করে বুজবেন আপনার প্ল্যান কতটা কার্যকর।প্রাথমিক অবস্থায় আমি প্রায় তিনমাস ডেমো ট্রেডিং করেছিলাম।
আমি নিজে খুব একটা ডেমো প্রাকটিস করি নি। আমার যুক্তি হল - যদি খেলতেই হয় তবে লাইভ খেলব। কিসের আবার কুত কুত খেলা। একেবারে ফাইনাল। হয় এসপার না হয় ওসপার। এখানে ডেমো ইত্যাদি করে সময় নষ্ট করার কোন মানে আছে? নাচতে নেমে আবার ঘোমটা কিসের।
আমি নিজে খুব একটা ডেমো প্রাকটিস করি নি। আমার যুক্তি হল - যদি খেলতেই হয় তবে লাইভ খেলব। কিসের আবার কুত কুত খেলা। একেবারে ফাইনাল। হয় এসপার না হয় ওসপার। এখানে ডেমো ইত্যাদি করে সময় নষ্ট করার কোন মানে আছে? নাচতে নেমে আবার ঘোমটা কিসের।
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করার জন্য অনেক দিন ধরে ডেমো একাউন্ট এ ট্রেড করি।আমি প্রাই এক বছর এর মত ডেমো একাউন্ট এ ট্রেড করি।এতে আমি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি।ডেমো একাউন্ট এর অভিজ্ঞতা নিয়ে আমি এখন ফরেক্স মার্কেট এ ট্রেড করে যাচ্ছি।আমি ডেমো একাউন্ট এর পাশাপাশি ফোরাম এর মাধ্যমে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক অভিজ্ঞতা লাভ করেছি।সেই অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে আমি এখন ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করে যাচ্ছি।
আপনি যতদিন ডেমো করতে পারবেন তার জন্য ভাল । ফরেক্সে ট্রেড করার আগে আপনাকে ভাল করে ডেমো ট্রেড করে নিতে হবে । তাই আমি মনে করি আপনি যে ভাবে পারেন বেশী সময় নিয়া ডেমো ট্রেড করতে পারেন । ডেমো ট্রেড করে আগে আপনাকে ভাল করে ট্রেড কে জানতে হবে তার পরে আপনি ট্রেড করতে পারেন তাই আমি মনে আগে ভাল করে ডেমো ট্রেড করতে হবে ।
আমি বেশিদিন হয়নাই ফরেক্স নিয়া কাজ করতাছি তাই আমি এখনো ভাল করে জানি না আমি ঠিক কতদিন ডেমো ট্রেড করবো বা কত দিন করতে হবে তাই আমি মনে করি আপনি যতদিন পারেন ডেমো ট্রেড করেন ডেমো ট্রেড ভাল করে করার পরে আপনি যদি মনে করেন যে আপনি পারবেন তাইলে আপনি করতে পারেন । আমি যে পর্যন্ত ট্রেড ভাল করতে না পারবো সে পর্যন্ত ডেমো ট্রেড করতে হবে ।
আমি ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করার জন্য অনেক দিন ধরে ডেমো একাউন্ট এ ট্রেড করি।আমি প্রাই এক বছর এর মত ডেমো একাউন্ট এ ট্রেড করি।এতে আমি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি।ডেমো একাউন্ট এর অভিজ্ঞতা নিয়ে আমি এখন ফরেক্স মার্কেট এ ট্রেড করে যাচ্ছি।আমি ডেমো একাউন্ট এর পাশাপাশি ফোরাম এর মাধ্যমে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক অভিজ্ঞতা লাভ করেছি।সেই অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে আমি এখন ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করে যাচ্ছি।
আমরা জানি ফরেক্স মার্কেটে ডিমো ট্রেডিং এর বিকল্প নাই। আপনি যে কোন কাজ করতে বা শিখতে হলে আগে ডিমো করতে হবে ঠিক ফরেক্স ট্রেডিং এ তেমন। আমি শুরুর দিকে ৬ মাস ডিমো ট্রেডিং করেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে অন্তত ১ বছর ডিমো ট্রেডিং করা উচিত। কারন এতে করে আপনি মার্কেট ট্রেন্ড বুজতে পারবেন তার পাশাপাশি এন্ট্রি থেকে ট্রেড নিতে অসুবিধা হবে না আর টেকনিক্যাল, ফান্ডামেন্টাল আর সেন্টিমেন্ট এনালাইসিস সহজে আয়ত্তে আনতে পারবেন।
আমি ফরেক্স এ ডেমো প্রাকটিস দুই সপ্তাহ করে রিয়াল ট্রেড শুরু করেছি । এটার একটা কারন হল আগে আমি শেয়ার ব্যবসার সাথে জড়িত ছিলাম। যাই হোক ১৬ ডলার লাভ করেছিলাম কিন্তু ১৬ ডলার সহ আসল থেকেও ২০ ডলার চলে গেল । এখনো লস রিকভার করতে পাড়ি নাই।
ভাই আমি বেশিদিন ডেমো করিনি তবে এখন করছি। এর মূল কারণটা হলো ট্রেডিং এ আমার সাহস ও মনোবলকে বৃদ্ধি করার জন্য। আর তাই আমি আমার স্ট্রাটিজি অনুযায়ী এটা আসলে আমাকে সর্বোচ্চ কতটুকু মুনাফা দিতে পারে সেই প্রত্যাশায় ডেমো ট্রেড করা। সুতরাং আমার ধারণা থেকে এতটুকু বলতে চাই বেশি বেশি ডেমো প্রাকটিস করুন তাহলে আপনার জড়াতা দূর হবে ও মনোবল বাড়বে।
ফরেক্স ট্রেডিং এ আমি সম্পুর্ণ নতুন। তবে আমি যানি যে ফরেক্স ট্রেডিং এ ডেমো প্রাক্টিসের বিকল্প কিছু নেই। কারন ডেমো ট্রেডিং আমাদেরকে অনেক বেশি দক্ষ করে গড়ে তলে। যার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটে অনেকদিন টিকে থাকতে পারি। এবং সেই সাথে আমরা রিয়েল ট্রেডিং করে ভালো প্রফিট অর্জন করতে পারি। আর আমি যেহেতু এখানে নতুন তাই আমি ও ডেমো ট্রেডিং শুরু করবো এবং যতদিন ভালো করে দক্ষতা অর্জন না করতে পারবো ততোদিন প্রাকটিস করবো। ধন্যবাদ
আসলে কোন কাজে ডেমো প্রাকটিস না করলে সফলতা পাওয়া যায়না তেমনি ফোরেক্স মার্কেটে ও ডেমো ছাড়া কখন সফল হওয়া যাবেনা সর্বনিম্ন ৬ মাস ডেমো প্রাকটিস করা আমার মতে উচি।
আমি ডেমো প্রাক্টিস এ নতুন ।আমার মতে সর্বনিম্ন এক বছর ডেমো প্রাক্টিস করা উচিত তাহলে আমরা মোটামুটি জ্ঞান অর্জন করতে হবে ।