-
আসলে ফরেক্স এ কাজ করতে আসলে প্রথম প্রথম লস হবেই।ফরেক্সে থেকে প্রতি মাসে অনেক টাকা আয় করা সম্ভব।কিন্তু তার জন্য দরকার ফরেক্সে বিষয়ে অনেক দক্ষতা।তার জন্য আপনাকে আগে ভাল করে ফরেক্স শিখতে হবে এবং বেশি বেশি ডেমো ট্রেড অনুশীলন করতে হবে।এজন্য বলি ফরেক্স শিখুন এবং বেশি বেশি আয় করুন।
-
ফরেক্স মার্কেটে লসএবং লাভ হল এক মুদ্রার এপিট ওপিট সেজন্য ফরেক্স ট্রেডিং করতে গিয়ে আপনি কোন রকম লস ছাড়া শুধু লাভের চিন্তা করতে পারেন না কারন ফরেক্স মার্কেট হল এমন একটা প্লাটফর্ম যেটা খুব চ্যালেনজিং এবং রিস্কি একটা জায়গা এজন্য এখানে আপনার প্রযজন পর্য়াপ্ত ট্রেডিং অভিজ্ঞতা এবং জ্ঞান তবে আপনি বেশির ভাগ ক্ষেত্রে লাভ করতে পারবেন, ধন্যবাদ।
-
অবশ্যই ফরেক্সে লস না করে এই ব্যবসা করা সম্ভব যদি তারা দক্ষতার চরম শিখরে আরোহন করতে পারে । আমরা যদি মার্কেট এ্যানালাইসিস ভালোভাবে করতে পারি তাহলে অবশ্যই বিপুল পরিমান অর্থ অর্জন করা সম্ভব । সুতরাং অামরা সব সময় মার্কেট ভালোভাবে এ্যানালাইসিস করতে পারি তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
ফরেক্স মার্কেটে লস না করে বিপুল লাভ করা সম্ভব । অনেকে ফরেক্স করতে গিয়ে লাভের মুখ দেখে না ,লস আর লস । কিন্ত দক্ষতার সাথে মাথা ঠান্ড করে ট্রেড করতে পারলে লাভের একটা বিপুল সম্ভনা সব সময়ই থাকে ।লোভ না করে ছোট ছো্ট ট্রেড করতে হবে এবং মার্কেটে এনালাইসিস করতে হবে ।
-
সব ব্যাবসার মতোই ফরেক্স একটি ব্যাবসা আর পৃথিবীর সব ব্যবসাতে লাভ লস একটা মৈলিক বিষয় । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার হতে হলে নিজেকে অনেক বেশি পরিশ্রমের মধ্য নিয়োজিত করতে হবে । যত বেশি পরিশ্রম করা যাবে তত বেশি সফলতা পাওয়া যাবে । তবে পরিশ্রম করে গেলও হবে না । পরিশ্রম করতে হবে পরিকল্পনামাফিক । আর প্রতিদিনকার হিসাব হতে হবে গতকাল থেকে আজ আপনি কত ভাল ট্রেডার হতে পারলেন সেটাই । তবে লস এড়িয়ে সফল হতে হলে বেশি বেশি স্টাডি করতে হবে ।
-
হ্যা।এজন্য আমাদের ইউটিউবে ভাল ভাল ভিডিও দেখতে হবে।আর্টিকেল পড়তে হবে।অভিজ্ঞদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনব।তাহলেই আমাদের পজিশনটা ভাল একটা জায়গায় পৌছবে।
-
ফরেক্স মার্কেটে লস করেনাই এরকম লোক আমার কাছে স্বপ্ন মনে হয়। কারন ফরেক্স মার্কেটে লস ছাড়া ফরেক্স সম্পর্কে ভাল করে জানা জাবেনা। ফরেক্স মার্কেটে সঠিক ভাবে জানতে হলে আমাদের কে সঠিক নিয়ম মেনে ট্রেড করতে হবে।
-
এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই তাই চেষ্টা করলে সবকিছু সহজেই করা সম্ভব আপনি মাথা ঠান্ডা রেখে ট্রেড করলে লস না করে বিপুল পরিমান লাভ করতে পারবেন তবে ফরেক্স সম্পর্কে জানতে হবে ।
-
ফরেক্সে মুনফা করা অবশ্যই অনেক বেশি পরিমাণে সম্ভব । ফরেক্স মার্কেটে ট্রেড করতেহলে আমাদেরকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে । কেননা দক্ষতাবিহীন ট্রেড করে আদৌ লাভবান হওয়ার কোন সুযোগ নেই । ফরেক্সে মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে লাভ করা কোন সহজ কোন ব্যাপার নয় । যে যত বেশি দক্ষ সে তত বেশি সফলতা লাভ করতে পারে ।
-
ফরেক্সে লস না করে বিপুল পরিমান অর্থ অর্জন করা খুবই কষ্টকর । যে ভালোভাবে ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করতে পারে এবং তার সাথে সাথে ডেমো বেশী বেশী করতে পারে তাহলেই সফলকাম হতে পারে । অতএব ধৈর্য্য ছাড়া এই ব্যবসা কেহই করে সফলতা অর্জন করতে পারে না । সুতরাং আমরা সকলেই ধৈর্য্য অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স মার্কেটে লসের কারন হল আপনি নিজেই।আপনি যদি মার্কেটে লোভ করেন তাহলে লস করবেন সিউর।তাই লোভ ত্যাগ করতে হবে ফরেক্স মার্কেটে আয় করতে গেলে।ফরেক্স মার্কেটে কোন ট্রেড ওপেন করার আগে মানি ম্যানেজম্যান্ট ঠিক রাখতে হবে।
-
ফরেক্সে প্রথম দিকে লস সবারই হয় কিন্তু এই লস আমাদের কভার করতে হয় দক্ষতা দিয়ে।আমাদে দক্ষতা অর্জন করতে হলে আমাদের আগে মার্কেট সম্পর্কে ভাল ভাবে জানতে হবে।মার্কেট শিখতে হলে আমাদের এনালাইসিস সম্পর্কে জানতে হবে।
-
ফরেক্স মার্কেট এ যদি আপনে দক্ষ হোন তাহলে আপনি অনেক লাভ করতে পারবেন ।প্রত্যেকটা মানুষ প্রথমে লস করে তার পরে লাভ করে তার পরেও আপনি যদি দক্ষ হন তাহলে আপনার লস যাবে না । ফরেক্স থেকে বিপুল পরিমান অর্থ উপার্জন করা যায় যদি আপনি মানিম্যানেজমেন্ট সঠিক ভাবে করে ট্রেড করতে পারেন তাহলে আপনি অনেক লাভ করতে পারেবেন।
-
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷কোনো প্রকার ইনডিকেটর বা এক্সপার্ট এডভাইজার অথবা কোনো প্রকার সুপার ডুপার রোবোট ই বলেন না কেনো মনে রাখবেন স্বয়ং আপনি ব্যতিত অন্য কোনো কিছুই আপনাকে ১ টাকা প্রফিট দিতে পারবে না৷
-
ফরেক্স মার্কেট এ লস হবেই নতুনদের জন্য।তবে সব সময় একজন দক্ষ ট্রেডারের উচিত কেন লস হচ্ছে এর লসের কারন গুলো খুজে ভের করা যাতে পরবর্তিতে এই লস না হই।নতুন ট্রেডারদের অনেক বেশি পরিমানে ডেমো একাউন্টে প্রাকটিস করতে হবে যাতে রিয়েল একাউন্টে লসের পরিমান কমে যাই।
-
আমরা জনি একবারে কেউ তাল গাছে উটতে পারে না তার জন্য তাকে প্ররিশ্রম ও অধ্যাবসয় করতে হয় ঠিক তেমই ফরেক্স ট্রেডাররা কম বেশি লস না খেয়ে কেউ কখনও ভাল ট্রেডার হতে পারেনা ভাল ট্রেডার হতে পারলে আপনি অব্যষই বিপুল পরিমান অর্থ উর্পাজন করতে পারবেন এবং এখান থেকে লাভ ট্রেডার হতে পারবেন ।
-
আমি বলছি না ফরেক্স টাকার মেশিন বা আলাদিলের আশ্চার্য প্রদীপ। তবে এটা বলব যে ফরেক্সের মাধ্যমে অনেক টাকা অয়ায় করা সম্ভব। আপনি যদি ফরেক্সের সন নিয়ম মেনে প্রথম থেক ট্রেড করে যান। তাহলে আর কিছু না করতে পারলেও আশানুরুপ আয় করতে পারবেন। মানি ম্যানেজমেন্ট করে লোভ থেকে দূরে থেকে ট্রেড করে যান। আপনি সফ হতে পারবেন। একজন সফল ট্রেডার হিসেবে সকলের কাছে সাম্মানের পাত্র হয়ে উঠবেন। তবে আবেগকে আশ্রয় দেওয়া যাবেনা।
-
না লস এড়াতে ইন্ডিকেটর বা এক্সপার্ট এডভাইজরস কোন সুফল বহন করে না। এজন্য আপনাকে ডেমোতে আরো সচেতন হতে হবে। আরো বেশি গুরুত্ব সহকারে আপনাকে ডেমো করতে হবে। ডেমোর ভুলগুলোকে খুজে বের করে তা সংশোধন করতে হবে। অর্থাৎ আপনি যে সকল ট্রেডে লস করেন সেই সব ট্রেডের লসের কারনগুলো খুজে বের করে তা সংশোধন করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ এমন কোন ট্রেডার নেই যে লস করে না। প্রত্যক ট্রেডারই কম বা বেশি লস করে থাকে। আর নতুন ট্রেডার রা একাউন্ট বেশির ভাগ করে থাকে। ফরেক্স এ লস না করে লাভ করা সম্ভব না। লাভ এবং লস মিলিয়েই লাভে থাকা যায়।
-
ফরেক্স ব্যবসা করতে গেলে অবশ্যই লস কিছু না কিছু হতে পারে । আমরা সে দিকে না তাকিয়ে ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব । যে যত বেশী ধৈর্য্যশীল সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা লাভবান হতে চাইলে অবশ্যই ফরেক্স ব্যবসা দক্ষতার সহিত করার চেষ্টা করব । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করব ।
-
nitta আমি আপনার সাথে একমত আপনি বলেছেন ,ফরেক্সে থেকে প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারেন । ফরেক্সে আপনি শুধু লস করবেন তা না এখান থেকে আপনি অনেক টাকা আয় করতে পারেন । ফরেক্সে লস না করে আপনি অনেক টাকা আয় করেন । তার জন্য আপনাকে আগে ভাল করে ফরেক্স শিখতে হবে । আপনি চাইলে আগে ফরেক্স শিখেন তার পরে আপনি আয় করতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে লস না করে মুনাফা অর্জনের দু-চারটা নজির দেখান না, আমরাও শিখি। তবে হ্যা প্রথম প্রথম ২/৪ দিন হয়তো এরূপ প্রফিট করতে পারেন কিন্তু তাতে মার্কেটে টিকতে পারবেন এমন কিন্তু মনে করিনা আমি। মার্কেটে টিকতে হলে সব ঘাটেরই পাসন খেতে হবে আপনাকে।
-
আমার মনে হয় আপনি ভাল করে ফরেক্স শিখে ট্রেড করতে পারলে আপনি লস না অনেক লাভ করতে পারবেন । তাই আমি মনে করি আপনি আপনি লস করতে না চাইলে আপনাকে আগে ফরেক্স ভাল জানতে হবে । আপনি ফরেক্স ভাল না জানতে পারলে আপনি ফরেক্সে ভাল করতে পারবেন না । আগে আপনাকে ফরেক্স ভাল করে শিখতে হবে ।
-
আমি বলবো ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসে তারা লস করতে পারে। কারন ফরেক্সে লস করা খুব স্বাভাবিক ব্যাপার।তবে নতুনরা লস এড়িয়ে মুনাফা অর্জন করার জন্য ধৈর্য্য ধরে ট্রেডিং শিখার প্রয়োজন এবং সফলভাবে ট্রেড করার প্রয়োজন। এজন্য ততারা ইন্ডিকেটর বা কোনো রোবটের সাহায্যের মাধ্যমে নয় বরং ম্যানুয়ালি ভালো ট্রেডের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করবে ইনশাল্লাহ।
-
আসলে ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসে তারা লস করতে পারে। কারন ফরেক্সে লস করা খুব স্বাভাবিক ব্যাপার।তবে নতুনরা লস এড়িয়ে মুনাফা অর্জন করার জন্য ধৈর্য্য ধরে ট্রেডিং শিখার প্রয়োজন এবং সফলভাবে ট্রেড করার প্রয়োজন। এজন্য ততারা ইন্ডিকেটর বা কোনো রোবটের সাহায্যের মাধ্যমে নয় বরং ম্যানুয়ালি ভালো ট্রেডের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করবে ইনশাল্লাহ।
-
আমার জানামতে ফরেক্সে এই পর্যন্ত যত অভিজ্ঞ ট্রেডার দেখেছি কেউই লস করা ছাড়া ভালো ট্রেডার হয়ে উঠতে পারেনি। তবে আপনি যদি ডেমোতে ভালোভাবে প্র্যাকটিস করে তারপর রিয়েল ট্রেডে আসেন তাহলে আপনার জন্য ফরেক্স অনেক ইজি হয়ে যাবে। হয়ত ছোট খাটো লসের সম্মুখীন হবেন কিন্তু বড় লসে পড়ার হাত থেকে বেঁচে যাবেন। তাই লস না করে ফরেক্সে শুধু লাভই করেছে এমন ট্রেডার পাওয়া দুষ্কর।
-
ভালভাবে শিখতে পারলে ফরেক্সে থেকে প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারেন । ফরেক্সে আপনি শুধু লস করবেন তা না এখান থেকে আপনি অনেক টাকা আয় করতে পারেন । ফরেক্সে লস না করে আপনি অনেক টাকা আয় করেন । তার জন্য আপনাকে আগে ভাল করে ফরেক্স শিখতে হবে । আপনি চাইলে আগে ফরেক্স শিখেন তার পরে আপনি আয় করতে পারেন ।
-
আমি বলবো আপনি ভাল করে ফরেক্স শিখে ট্রেড করতে পারলে আপনি লস না অনেক লাভ করতে পারবেন । তাই আমি মনে করি আপনি আপনি লস করতে না চাইলে আপনাকে আগে ফরেক্স ভাল জানতে হবে । আপনি ফরেক্স ভাল না জানতে পারলে আপনি ফরেক্সে ভাল করতে পারবেন না । আগে আপনাকে ফরেক্স ভাল করে শিখতে হবে ।
-
যদি একজন ট্রেডার ডেমোতে ট্রেড করে প্রফিট করতে পারে তবে রিয়েল ট্রেড করে অবশ্যই প্রফিট পাওয়া উচিত। কেন লস করেঃ- আমি মনে করি রিয়েল যখন ট্রেড করতে আসে তখন তাড়া বেশি বেশি ইমোশনাল হয়ে পড়ে, মার্কেট নিয়ে বসে থাকে, ইজি থাকতে পারে না। আপনি দেখবেন ক্রিকেট খেলা যেমন টেকনিক দিয়ে খেলতে হয ঠিক তেমন। যতো ট্রেনশান করবেন ততো লস করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ লস এড়াতে পারে এমন কিছু এখন পযর্ন্ত তৈরি হয় নাই । আপনার লস হবেই । তবে সব সময় মনে রাখতে হবে লসটা যেন লাভের চাইতে বেশি না হয় ।
-
ফরেক্সে লস না করে বিপুল পরিমান মুনাফা অর্জন সম্ভব। তবে আপনাকে ফরেক্সে এক্সপার্ট হতে হবে। তাহলে আপনি ভাল কিছু আশা করতে পারেন। আর প্রত্যেক ট্রেডেই যে লাভ হবে এমনটি নয়। কিছু ট্রেডে লাভ হবে আবার কিছু ট্রেডে লস হবে এটাই স্বভাবিক। তবে আপনি চেষ্টা করবেন যেন আপনার লাভের পরিমানটা যেন বেশি হয়। তাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকাটা সহজ হবে। তবে যা করবেন মানি ম্যানেজমেন্ট করে করতে হবে। তা নাহলে আপনি রিক্সে পড়ে যাবেন।
-
ফরেক্স থেকে অনেক মুনাফা অর্জন সম্ভব তবে এর জন্য তাকে একটু কস্ট করতে হবে , যেমন আপনাকে প্রথমে ডেমো একান্ট খুলতে হবে তার পরে সেই একাউন্টে কাজ করতে হবে এবং বেশি করে এনালাইসেস করতে হবে তার পরে আপনাকে রিয়েল একাউন্ট খুলতে হবে এর পরে রিয়েল মার্কেটে ট্রেড করতে হবে । তাহলেই বিপুল পরিমানে মুনাফা অর্জন করা সম্ভব । ডেমাতে কাজ করলে আপনা উপকার হলো আপনি বাস্তবিক ভাবে ট্রেডটাকে শিখতে পারছেন যাতে করে আপনি রিয়েল ট্রেডে ভাল করতে পারবেন।
-
বেশিরভাগ নতুন ট্রেডাররাই ইমোশনে থাকে । ফলে বেশির ভাগ সময়ই আমাকে লস করতে হয় । তবে আমার মতে লসকে কমানো এবং প্রফিট করতে হলে নিয়মিত মার্কেটে আপনাকে আপডেট থাকতে হবে । অন্যথায় কোনো ভাবেই লসের হাত থেকে রক্ষা নেই ।
-
ফরেক্স মার্কেটে সকলেরই কিছু না কিছু লস হয়ে থাকে । আমরা সব সময় মার্কেট এ্যানালাইসিস করে যদি কাজ করি তাহলেই আমরা সেই লসে কম পড়ি । আমরা ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা সফলকাম হতে পারব । অামরা কখনোই লিভারেজ বেশী দিব না তাহলেই আমরা লস থেকে মোটামুটি রেহাই পেতে পারি । আর আপনারাও চেষ্টা করেন এবং সাথে সাথে এ্যানালাইসিস করেন কিভাবে সফলকাম হওয়া সম্ভব ।
-
ফরেক্স মার্কেটে আপনি যদি লস করতে না চান আপনাকে আগে ফরেক্স ভাল জানতে হবে । আপনি ফরেক্স ভাল না জানতে পারলে আপনি ফরেক্সে ভাল করতে পারবেন না । আগে আপনাকে ফরেক্স ভাল করে শিখতে হবে তবেই লাভ করতে পারবেন।
-
অভিজ্ঞ হয়ে ঠিকমত ট্রেড করতে পারলে ফরেক্সে থেকে প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারেন । ফরেক্সে আপনি শুধু লস করবেন তা না এখান থেকে আপনি অনেক টাকা আয় করতে পারেন । ফরেক্সে লস না করে আপনি অনেক টাকা আয় করেন । তার জন্য আপনাকে আগে ভাল করে ফরেক্স শিখতে হবে । আপনি চাইলে আগে ফরেক্স শিখেন তার পরে আপনি আয় করতে পারেন
-
গাড়ি চালক যদি তার নিয়ম ভঙ্গ না করে সে কিন্ত দুর্ঘটনায় মুখোমুখি না হয়েই চলে যেতে পারে । অামরা ফরেক্স মার্কেটে কাজ করতে এস কিছু জিনিস বর্জন অার কিছু জিনিস অর্জন করতে পারলেই লস ছাড়াই বিপুল লাভের মুখ দেখতে পারব । অতএব অাগে বর্জন করি তারপর অর্জন করি ।
-
ফরেক্স এ ট্রেড করে যদি লস না হয়ে তাহলে অনেক প্রফিট করা সম্ভব। ফরেক্স এ যদি লস না হয় তাহলে যে কেউ দ্রুত বড় লোক হইয়ে যেতে পারে। সব সময় চিন্তা করতে হবে কিভাবে মার্কেট থেকে লস কম করে বিপুল্ভাবে মুনাফা অর্জন করতে হবে।
-
আমরা জানি ব্যাবসা করলে তার লাভ লস দুটাই থাকবে । সুদু লস করে ব্যবসা হয় না , লাভ লস এর মিল রেখে ব্যবসা করতে হয় । ফরেক্স বিজনেস করে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করা সম্ভব । তবে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল আইদিয়া থাকতে হবে । তাহলে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন । আর তা না হলে লাভ তো দূরের কথা , মার্কেট এ আপনার অস্তিত্ব হারিয়ে ফেলবেন ।
-
ভাই আপনি যে কোন ব্যবসা করতে যাননা কেন আপনাকে লসের সমুখিন হতেই হবে তানাহলে আপনি ব্যবসা করতে পারবেননা। এবং এই লস থেকেই আপনার শিক্ষা গ্রহন করতে হবে। কেননা লাভ লস ছাড়া কখনও ব্যবসা হয়না। আর ফরেক্স মার্কেট সব মার্কেট থেকে একটু আলাদা এবং পৃথিবীর সব ব্যবসার থেকে এই ব্যবসাটা একটু রিসকি, কিন্তু এখানে ইনকামও যে প্রচুর রয়েছে। কাজেই একটু সর্তকতার সাথে ঠান্ডা মাথায় এবং বুঝে শুনে যদি এই বিজনেজটা করা যায় তাহলেই আর সমস্যা হয়না বলা যায়।