একাধিক ট্রেড ভালো না, এটাতে আমিও একমত। কারন এক সাথে একাধিক পেয়ারে ট্রেড ওপেন করলে আপনি তাল হারিয়ে ফেলবেন। তবে আপনি যদি দক্ষ এবং অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে করতে পারেন, এখানে রিস্কের ব্যাপার আছে। তবে নতুনরা একেবারে এটার কাছে আসবেন না। ব্যালেন্স জিরো হতে সময় লাগবে না।