ফরেক্স মার্কেটে তিন ধরনের চার্ট আছে । লাইন চার্ট, বার চার্ট এবং ক্যান্ডল স্টিক চার্ট । এই তিনটি চার্টের মধ্যে ক্যান্ডল স্টিক চার্ট প্যাটর্ন বেশি তথ্যবহুল এবং জনপ্রিয়। অনেক ট্রেডার আছেন যারা শুধু ক্যান্ডর স্টিক চার্ট দেখে ট্রেড করে ভার প্রফিট করে থাকে।