বড়লোক বা খুব ধনী হওয়ার জন্য ফরেক্স ট্রেড কোনো শর্ট-কাট রাস্তা কখোনোই নয়৷ফরেক্স ট্রেড নিয়ে এধরনের অবাস্তব মিথ্যা উক্তি না করে বরং প্রকৃত বাস্তব সঠিক আলোচনা করা উচিৎ৷এধরনের বাজে পোষ্ট লিখে নতুন ট্রেডারদের সাংঘাতিক ভূল-বিভ্রান্তির ফাঁদের মধ্যে ফেলা হয়৷ফরেক্স ট্রেড সুদীর্ঘ সময়ের ও নিয়মিত প্র্যাকটিসের উপর সম্পূর্ণ নির্ভরশীল এবং আন্তর্জাতিক সর্ববূহৎ মুক্তবাজার৷এটা কোনোও শর্ট-কাট রাস্তা নয়৷