টেকনিক্যাল এ্যানালাইসিস ছাড়া ফরেক্স ব্যবসায় সফরতা অর্জন করা সম্ভব নয় । যে ট্রেডোরগণ টেকনিক্যাল এ্যানালাইসিস অনুসরণ করবে সে অবশ্যই সফলতা অর্জন করবে । সুতরাং আমরা সর্বদা ফরেক্স ব্যবসা করার জন্য টেকনিক্যাল এ্যানালাইসিস অনসুরণ করব ।
Printable View
টেকনিক্যাল এ্যানালাইসিস ছাড়া ফরেক্স ব্যবসায় সফরতা অর্জন করা সম্ভব নয় । যে ট্রেডোরগণ টেকনিক্যাল এ্যানালাইসিস অনুসরণ করবে সে অবশ্যই সফলতা অর্জন করবে । সুতরাং আমরা সর্বদা ফরেক্স ব্যবসা করার জন্য টেকনিক্যাল এ্যানালাইসিস অনসুরণ করব ।
টেকনিক্যাল এ্যানালাইসিস হলো কোনো বিষয় সম্পর্কে পর্যাপ্ত ধারণা নিয়ে সুক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করা।
মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আমাদেরকে দেখতে হবে বিভিন্ন টাইম ফ্রেম, ক্যান্ডেলস্টীক ফরেক্স টার্মিনালগুলোতে বিভিন্ন ধরনের ফর্মেশন তৈরি করছে আর এই ফর্মেশনগুলো দেখে আপনাকে মার্কেটে এনালাইসিস করতে হবে আপনি ট্রেন্ডলাইন দেখে কোনটার সাথে কি নেওয়া যায় যাতে করে ট্রেডটা আরও কনর্ফাম হয় সেই অনুসারে প্রয়োগ করার প্রক্রিয়াটাই হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস ।
ফরেক্স মার্কেটে সাধারণত তিন ধরনের অ্যানালাইসিস হয়ে থাকে।যথা ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল অ্যানালাইসিস।তবে টেকনিক্যাল এনালাইসিস বলতে সেই এনালাইসিস কে বোঝানো হয় যে এনালাইসিস এর মাধ্যমে একজন ট্রেডার মার্কেটের অতীত অবস্থা ও বর্তমান অবস্থার উপর ভিত্তি করে ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সেই সম্পর্কে ধারনা অর্জন করে থাকে।অর্থাৎ যে অ্যানালাইসিস করার মাধ্যমে একজন ট্রেডার বুঝতে পারে যে মার্কেট ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সেই এনালাইসিস কে টেকনিক্যাল এনালাইসিস বলা হয়।
মার্কেট এনালাইসিস করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করা প্রত্যেক দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডারের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য। একজন ট্রেডার যখন নিয়মতান্ত্রিক ভাবে ফরেক্স ট্রেডিং জ্ঞানের আলোকে কোন ট্রেড ওপেন করার পূর্বে ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করবে তখন তার উক্ত ট্রেড সমূহে ভাল প্রফিট অর্জনের সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ বেড়ে যাবে। ফরেক্স মার্কেটের বিভিন্ন প্রকার কারেন্সির ওপর ট্রেড করার পূর্বে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস প্রণয়ন করে থাকি আর এর মধ্যে অন্যতম একটি এনালাইসিস হল টেকনিক্যাল এনালাইসিস যেখানে যে কারেন্সির উপর আমরা ট্রেড করতে ইচ্ছুক উক্ত কারেন্সির প্রিভিয়াস মুভমেন্ট সমূহ অর্থাৎ উক্ত কারেন্সি সমূহের উত্থান এবং পতনের অতীত ক্যান্ডেল সমূহকে পর্যালোচনা করে ভবিষ্যৎ মুভমেন্ট কোন দিকে হতে পারে সে ব্যাপারে একটি পূর্বাভাস প্রণয়ন করা হয়।যথাযথভাবে টেকনিক্যাল এনালাইসিস প্রণয়ন এবং ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার ব্যবহার নিশ্চিত করতে পারলে ভাল প্রফিট অর্জনের সম্ভাবনা অনেকাংশে ট্রেডারের অনুকূলে চলে আসে তাই প্রত্যেকেরই ফরেক্স ট্রেডিং জ্ঞান অর্জনের সময় মার্কেট এনালাইসিস জ্ঞান ভালোভাবে আয়ত্ত করা একান্তভাবে জরুরী।
টেকনিক্যাল এনলাইসিস হলো এমন একটা এ্যানালাইসিস যার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে কৈশলগত বিষয়গুলো নির্ধারণ করতে পারি । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে এবং সফলতা লাভ করতে হলে ভালো ট্রেডার হওয়ার চাইতে ভালো একজন বিশ্লেষক হতে পারাটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ । টেকনিকেল এনলাইসিসকে একটু বেশি গুরুত্ব দিতে হবে
আমরা যখন ট্রেডিং টার্মিনালগুলো ওপেন করি তখন দেখি মার্কেট প্রাইস অনবরত উঠানামা করছে৷বিভিন্ন টাইমফ্রেমে কেন্ডেলস্টীকগুলো বিভিন্ন ধরনের ফর্মেশন তৈরি করছে৷কেন্ডেলের এই ফর্মেশন গুলো দেখে বুঝে এনালাইসিস করতে হয়৷ট্রেডিং চার্টগুলোতে ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল চিহ্নিত করতে হয়৷কখন কোথায় ও কীভাবে প্রফিটেবল এন্ট্রী করবো তার জন্যই এসব এনালাইসিস করতে হয়৷টেকনিক্যাল এনালাইসিস গুরুত্বপূর্ণ বিষয়৷
টেকনিক্যাল এনালাইসিস হল মুলত চার্ট রিড করে যে এনালাইসিস করা হয়। চার্টের সাখে কিছু ইনডিকেটর যেমন মুভিং এভারেজ , স্টকেসটিক, আরএসআই ইত্যাদির বিভিন্ন লেভেল বের করে ট্রেড সম্পর্কে এন্ট্রি খোজার নামই টেকনিক্যাল এনালাইসিস। মুলত বিভিন্ন সাপোর্ট এবং রেজিসটেন্স লেভেল বের করাই টেকনিক্যাল এনলাইসিস এর কাজ।
ফরেক্স ট্রেডিং এর টেকনিক্যাল এনালাইসিস হচ্ছে চার্টের উপর প্রাইস মুভমেন্টের উপর এনালাইসিস। তবে কেউ যদি ভাল টেকনিক্যাল এনালাইসিস করতে পারেন তাহলে তিনি ভাল লাভবান হতে পারেন। তবে সবসময় প্রাইস এ্যাকশনের উপর নির্ভর করা যায় না। যদি কোন নিউজ আসে বড় তখন মার্কেট বেশী পরিমানে উঠা-নামা করে তখন টেকনিক্যাল এনালাইসিস খুব একটা ভাল ফলাফল দেয় না। তাই ফরেক্স ভালভাবে ট্রেড করতে হলে সব রকমের এনালাইসিস সঠিকভাবে করে ট্রেড করতে হবে নাহলে লস হওয়ার সম্ভবনা আছে।
ফরেক্স বিশ্লেষণের জন্য তিন ধরণের রয়েছে। নির্দিষ্ট হতে হবে, প্রযুক্তিগত, মৌলিক এবং সংবেদনশীল বিশ্লেষণ। এর মধ্যে বিশেষায়িত তদন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষায়িত তদন্তের মাধ্যমে আপনি জানতে পারবেন যে বাজারের উন্নয়ন কেমন হবে। আপনার কাছে অতীতের মান বিকাশ, বর্তমান মান বিকাশ উপলব্ধি করতে এবং ভবিষ্যতের ব্যয়ের সাথে কী মিল মিলবে তা চিন্তাভাবনা করার বিকল্প থাকবে।
আমার ভাষায় টেকনিক্যাল এনালাইসিস বলতে ভবিষ্যতে প্রাইজের দাম বাড়বে না কমবে সেটি নিশ্চিত করা। তা জন্য বিশেষ ইন্ডিকেটরের সাহায্য নেওয়া ইত্যাদি ইত্যাদি। মনে করি একটি এলাকায় শিল্প কল কারখানা গড়ে উঠেছে। তাহলে আমরা বলতে পারি সেই এলাকায় লোকজন কাজ পাবে। ঠিক প্রাইজ এর দাম বাড়তে বাড়তে বা কমতে কমতে এক সময় পরিবর্তন হবে আর সেটা বিভিন্ন ইন্ডিকেটর অগ্রিম ধারণা দিয়ে থাকে। আর এই এনালাইসিস গুলো হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস।
ফরেক্স মার্কেট এ সবচেয়ে জনপ্রিয় এনালাইসিস হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস। আর টেকনিক্যাল এনালাইসিস সবচেয়ে সহজে এবং তারাতারি বুঝা যায়। কিন্তু ফান্ডামেন্টাল এনালাইসিস বুঝাটা এতটা সহজ নয়। তাই বেশির ভাগে ট্রেড টেকনিক্যাল এনালাইসিস এ ট্রেড করতে ভালোবাসে।
মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । তাই আমাদেরকে দেখতে হবে বিভিন্ন টাইম ফ্রেম, ক্যান্ডেলস্টীক ফরেক্স টার্মিনালগুলোতে বিভিন্ন ধরনের ফর্মেশন তৈরি করছে আর এই ফর্মেশনগুলো দেখে আপনাকে মার্কেটে এনালাইসিস করতে হবে । মার্কেট এনালাইসিস করার মানে হল কোন একটি ট্রেড করার আগে সেই ট্রেড সম্পর্কে আগে এনালাইসিস করা। ঐ মুদ্রার বিগত,বর্তমান অবস্থা ও দাম এনালাইস করে ঐ মুদ্রার ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে ধারণা করা। টেকনিক্যাল এনালাইসিস করা হয় প্রাইস মুভমেন্ট এর উপর ভিত্তি করে।
টেকনিক্যাল এনালাইসিস হল মার্কেটের পূর্বের অবস্থান দেখে বর্তমান অবস্থান সম্পর্কে অনুমান করা।। আদর্শ ট্রেডারের জন্য টেকনিক্যাল এনালাইসিস এর বিকল্প নেই
আসলে ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস বিষয়টা হচ্ছে মার্কেটে প্রাইস মুভমেন্ট করে থাকে সেটার উপর এনালাইসিস। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে মার্কেট প্রাইস মুভমেন্ট সম্পর্কে ভাল বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে পারবেন। যে ট্রেডোরগণ টেকনিক্যাল এ্যানালাইসিস অনুসরণ করবে সে অবশ্যই সফলতা অর্জন করবে । সুতরাং আমরা সর্বদা ফরেক্স ব্যবসা করার জন্য টেকনিক্যাল এ্যানালাইসিস অনসুরণ করব ।
আমরা যখন ট্রেডিং টার্মিনালগুলো ওপেন করি তখন দেখি মার্কেট প্রাইস অনবরত উঠানামা করছে৷বিভিন্ন টাইমফ্রেমে কেন্ডেলস্টীকগুলো বিভিন্ন ধরনের ফর্মেশন তৈরি করছে৷কেন্ডেলের এই ফর্মেশন গুলো দেখে বুঝে এনালাইসিস করতে হয়৷ এনালাইসিস খুব একটা ভাল ফলাফল দেয় না। তাই ফরেক্স ভালভাবে ট্রেড করতে হলে সব রকমের এনালাইসিস সঠিকভাবে করে ট্রেড করতে হবে নাহলে লস হওয়ার সম্ভবনা আছে।
টেকনিক্যাল এনালাইসিস হচ্ছে বিগত দিনের চার্ট পড়ে পরবর্তি মার্কেট মুভমেন্ট কি হতে পারে তা বের করার বা বোঝার একটি পদ্ধতি। ইহা হল বিভিন্ন চার্ট,ট্রেডিং টুল এবং মার্কেট তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যৎ মার্কেট মুভমেন্ট কি হবে তার একটি সহজ সার্বজনীন ট্রেডিং পদ্ধতি। এতে করে ট্রেডাররা পূর্বের মার্কেট ডাটা এনালাইসিস করে পরবর্তী ট্রেড করতে পারে। বিশ্বের সব ট্রেডারদের কাছে এই পদ্ধতি খুব জনপ্রিয়। কেউ কেউ এই পদ্ধতিকে ট্রেড উইথ হিস্টরিকেল ডাটা বলে থাকে।
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমাদেরকে দেখতে হবে বিভিন্ন টাইম ফ্রেম, ক্যান্ডেলস্টীক ফরেক্স টার্মিনালগুলোতে বিভিন্ন ধরনের ফর্মেশন তৈরি করছে। আর এই ফর্মেশনগুলো দেখে আপনাকে মার্কেটে এনালাইসিস করতে হবে।বর্তমান মার্কেট প্রাইসের উপর ভিত্তি করে ভবিষ্যত মার্কেট প্রাইস কেমন হবে তার একটি পূর্বাভাস দিতে পারে। যার উপর ভিত্তি করে একজন ট্রেডার তার ট্রেডিং এর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
ফরেক্স এ এ্যনালাইসিস তিন প্রকার । যথা-টেকনিক্যাল , ফান্ডামেন্টাল এবং সেন্টিমন্টোল এ্যানালাইসিস। এর মধ্যে টেকনিক্যাল এ্যনালাইসিস খুবই গুরুত্ব পুর্ন। টেকনিক্যাল এ্যনালাইসিস দিয়ে আপনি মার্কেটের মুভমেন্ট কেমন হবে জানতে পারবেন । পূর্বের প্রাইস মুভমেন্ট দেখতে পারবেন, বর্তমানের প্রাইস মুভমেন্ট বুঝতে পারবেন এবং ভবিষ্যতের প্রাইস কেমন হবে সে সম্পর্কে ধারনা অর্জন করতে পারবেন।
টেকনিকাল অ্যানালাইসিস হচ্ছে প্রাইসের মুভমেন্ট পর্যালোচনা করে অ্যানালাইসিস করা।আমরা আমাদের টার্মিনালের চার্টে প্রাইসের বর্তমানে অব্সথা কত অতীতে কত প্রাইসে ছিল এসব দেখতে পারি।এগুলো দেখখে ভালোভাবে পর্যালোচনা করে ভবিষ্যতে প্রাইসের মুভমেন্ট কেমন হবে তা বিবেচনা করাকেই মূলত টেকিনিকাল অ্যানালাইসিস বলে।টেকনিকাল এনালাইসিস ছাড়া ট্রেড করলে লসের মূখে পরতে হয়। তাই সকল ট্রেডারদের উচিত সঠিক ভাবে টেকনিক্যাল এনালাইসিস করা।
আমি আপনার কথার সাথে একমত আছি । টেকনিক্যাল এনালাইসিস পদ্ধতি হলো ফরেক্স ট্রেডিং মার্কেটের চার্টের ক্যান্ডেল স্টিক এর উপর নির্ভর করে প্রাইসের মুভমেন্ট বুঝতে পারাকে বোঝায় । এককথায় ট্রেডিং চার্টের ক্যান্ডেল স্টিক দেখে পূর্বের প্রাইস,,, বর্তমান প্রাইস এবং ভবিষ্যতে কেমন হবে তা বুঝতে পারাকে টেকনিক্যাল এনালাইসিস পদ্ধতি বলা হয়ে থাকে,,,,,, ধন্যবাদ ।
টেকনিক্যাল এ্যানালাইসিস ছাড়া ফরেক্স ব্যবসায় সফরতা অর্জন করা সম্ভব নয় । যে ট্রেডোরগণ টেকনিক্যাল এ্যানালাইসিস অনুসরণ করবে সে অবশ্যই সফলতা অর্জন করবে । সুতরাং আমরা সর্বদা ফরেক্স ব্যবসা করার জন্য টেকনিক্যাল এ্যানালাইসিস অনসুরণ করব ।
টেকনিক্যাল এনালাইসিস
বিগত কয়েক ঘন্টায় বা দিনে কিংবা মাসে প্রাইস স্ক্যান্ডেলটি কখন শুরু হয়েছিল, কখন ক্লোজ হয়েছে? প্রাইস স্ক্যান্ডেলটি চার্ট সর্বোচ্চ্য কত উঠেছিল? সর্বনিম্ম কত নেমেছিল তার বিবরনী বিবেচনা করে যে এনালাইসিস করা হয় তাকে টেকনিক্যাল এনালাইসিস বলে। টেকনিক্যাল এনালাইসিস ট্রেড করার পূর্বে গুরুত্বের সাথে দেখা হয়। ফান্ডামেন্টাল এনালাইসিস দেশের আর্থিক অবস্থা, জীবন যাত্রার মান ও রাজনৈতিক অবস্থার উপর ভিত্তি করে এনালাইসিস করা হয়।
টেকনিক্যাল অ্যানালাইসিস ফরেক্স ট্রেডিং এর জন্য করা সকল এনালাইসিস এর মধ্যে একটি জনপ্রিয় এনালাইসিস।কারন সকল ট্রেডার কেই ট্রেডিং করার জন্য এনালাইসিস করার প্রয়োজন হয়।তাই যদি কোন ট্রেডার শুধুমাত্র একটা এনালাইসিস এর উপর ভিত্তি করে ট্রেডিং করে থাকে তাহলে সেটাই হল টেকনিক্যাল এনালাইসিস।টেকনিক যাল এনালাইসিস করার মাধ্যমে একজন ট্রেডার মার্কেটের অতীত অবস্থা এবং বর্তমান অবস্থা সাপেক্ষে ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সে সম্পর্কে ধারনা অর্জন করে থাকে এবং সেই ধারণার উপর ভিত্তি করেই ভবিষ্যতে ট্রেডিং করে থাকে। এজন্য টেকনিক্যাল এনালাইসিস কে সকল ট্রেডার অনেক বেশি গুরুত্ব প্রদান করে থাকে।
ফরেক্স মার্কেটে আমরা প্রধানত দুইভাবে এনালাইসিস করে থাকি এক হলো ফান্ডামেন্টালি ও অপরটি টেকনিক্যালি। টেকনিক্যাল এনালাইসিস বলতে মুলত আমরা মার্কেটের প্রাইস মুভমেন্ট দেখে বিভিন্ন উপায় অবলম্বন করে যে এনালাইসিস করি সেটাই টেকনিক্যালি এনালাইসিস। এখানে আমরা মার্কেট মুভমেন্ট বোঝার জন্য যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতেে পারি তেমনি বিভিন্ন ইন্ডিকেটরের সাহায্যও নিতে পারি।
টেকনিক্যাল এনালাইসিস হলো মার্কেট প্রাইসের অতিতে ঘটনা পর্যালোচনা ও বিশ্লেষণ করে বর্তমান মার্কেট প্রাইসের উপর ভিত্তি করে ভবিষ্যত মার্কেট প্রাইস কেমন হবে তার একটি পূর্বাভাস দিতে পারে। যার উপর ভিত্তি করে একজন ট্রেডার তার ট্রেডিং এর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। মার্কেট এনালাইসিস করার মানে হল কোন একটি ট্রেড করার আগে সেই ট্রেড সম্পর্কে আগে এনালাইসিস করা। ঐ মুদ্রার বিগত,বর্তমান অবস্থা ও দাম এনালাইস করে ঐ মুদ্রার ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে ধারণা করা। টেকনিক্যাল এনালাইসিস করা হয় প্রাইস মুভমেন্ট এর উপর ভিত্তি করে।
ভাই ফরেক্স মার্কেটে অনেকগুলো এনালাইসিস এর ভিতরে টেকনিক্যাল এনালাইসিস অতি গুরুত্বপূর্ণ এক ধরনের অ্যানালাইসিস । আমরা সবাই জানি ফরেক্স মার্কেট থেকে আমরা যদি অর্থ উপার্জন করতে চায় তাহলে আমাদের অবশ্যই এনালাইসিস করে ট্রেডিং করতে হবে । আমি মনে করি আমরা যদি ফান্ডামেন্টাল এনালাইসিস এর পাশাপাশি যদি টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করে ট্রেডিং করতে পারে তাহলে আমাদের লাভের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং আমরা কনফিডেন্টলি ট্রেডিং করতে পারব ।
ট্রেকনিক্যাল এ্যানালািসিস হলো মুদ্রার বিগত,বর্তমান অবস্থা ও দাম এনালাইস করে ঐ মুদ্রার ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে ধারণা করা। টেকনিক্যাল এনালাইসিস করা হয় প্রাইস মুভমেন্ট এর উপর ভিত্তি করে।
কাজের প্রতিটি ক্ষেত্রেই টেকনিক্যাল বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। যার টেকনিক ক্ষমতা যত বেশি তার সফলতা ততো দ্রুত। ফরেক্স মার্কেটে 3 ধরনের এনালাইসিস করা হয়ে থাকে। তার মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস। অনেক সময় ফরেক্স মার্কেট নিউজের পরও বিপরীতমুখী হতে পারে যাকে বলে waterfult। এই সময় টেকনিক্যাল এনালাইসিসের প্রয়োজন। আবার মার্কেট অনেক সময় দেখা যায় সাপোর্ট অতিক্রম করে উঠে আবার ব্যাক করে। তখন অনেক ট্রেডার তার ব্যালেন্স হারায়। এই সকল সময়ে টেকনিক্যাল এনালাইসিস প্রয়োজন হয় । তাই সকল এনালাইসিস খুব গুরুত্বপূর্ণ ।।।
আমরা যখন ট্রেডিং টার্মিনালগুলো ওপেন করি তখন দেখি মার্কেট প্রাইস অনবরত উঠানামা করছে৷বিভিন্ন টাইমফ্রেমে কেন্ডেলস্টীকগুলো বিভিন্ন ধরনের ফর্মেশন তৈরি করছে৷কেন্ডেলের এই ফর্মেশন গুলো দেখে বুঝে এনালাইসিস করতে হয়৷ট্রেডিং চার্টগুলোতে ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল চিহ্নিত করতে হয়৷কখন কোথায় ও কীভাবে প্রফিটেবল এন্ট্রী করবো তার জন্যই এসব এনালাইসিস করতে হয়৷টেকনিক্যাল এনালাইসিস গুরুত্বপূর্ণ বিষয়৷
টেকনিক্যাল মানে চার্ট দেখে এনালাইসিস করা। চর্টের সাথে অপ,ডাউন, আরএসআই ইত্যাদি ফরেক্স ব্যবসায় মূলই হল টেকনিক্যাল এনালাইসিস। অনেক বকম সাপোর্ট বের করাই টেকনিক্যাল করা।
আমরা যখন ট্রেডিং টার্মিনালগুলো ওপেন করি তখন দেখি মার্কেট প্রাইস অনবরত উঠানামা করছে৷বিভিন্ন টাইমফ্রেমে কেন্ডেলস্টীকগুলো বিভিন্ন ধরনের ফর্মেশন তৈরি করছে৷কেন্ডেলের এই ফর্মেশন গুলো দেখে বুঝে এনালাইসিস করতে হয়৷ট্রেডিং চার্টগুলোতে ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল চিহ্নিত করতে হয়৷কখন কোথায় ও কীভাবে প্রফিটেবল এন্ট্রী করবো তার জন্যই এসব এনালাইসিস করতে হয়৷টেকনিক্যাল এনালাইসিস গুরুত্বপূর্ণ বিষয়৷
টেকনিক্যাল এনালাইসিস কি?
টেকনিক্যাল এনালাইসিস হলাে প্রাইস মুভমেন্টের উপর ভিত্তি করে ট্রেড করা। ফরেক্সে মূলতো তিন প্রকার এনালাইসিস আছে। যেমনঃ- ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালইসিস ও সেন্টিমেন্টাল এনলাইসিস। এর মধ্যে টেকনিক্যাল এনালাইসিস বেশ গুরুত্ত্ব বহন করে। টেকনিক্যাল এনালাইসিস করে একজন দক্ষ ট্রেডার অনেকটা গেজ করতে পারেন ভবিষ্যতে মার্কেট উঠবে নাকি নামবে। তার এনালাইসিসের উপর ভিত্তি করে বাই এন্ড সেল দিতে পারেন। টেকনিক্যাল এনালাইসিসে এক্মপার্ট ট্রেডারদের সফলাতার পাল্লা সবসমই ভারি থাকে। তাই সফল ট্রেডার হতে হলে টেকনিক্যাল এনালাইসিসে আমাদের দক্ষতা বাড়াতে হবে। অন্যথায় সফল হওয়ার পসিবিলিটি খুবই কম বলা যায়।
প্রতিটি কারেন্সির, প্রতিটি মুভমেন্ট এর উপর ভিত্তি করে যে এনালাইসিস করা হয়, অর্থাৎ কারেন্সির অতীত মুভমেন্ট, বর্তমান এবং ভবিষ্যতে আনুমানিক মুভমেন্ট এর উপর ভিত্তি করে, যে এনালাইসিস করা হয় তাকে টেকনিক্যাল এনালাইসিস বলা হয়ে থাকে। এবং একজন ট্রেডার যতটা পুঙ্খানুপুঙ্খ-ভাবে টেকনিক্যাল এনালাইসিস করতে পারবে,সে ততটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এবং তার প্রফিট উপার্জনের পরিমাণ ততটাই বেশি হবে।
টেকনিকাল এনালাইসিস হলো প্রধান দুটি
এনালাইসিস এর মধ্যে একটি.এইটি ট্রেড এর বিগত
এবং বর্তমান ট্রেড অ্যাকশন বিবেচনা করে
ভবিষ্যতের ট্রেড অ্যাকশন নির্ধারণ করা হয়.এর
মাধ্যমে আমরা আন্দাজ করতে পারি আমাদের
নেয়া ট্রেড ভবিষ্যতের কোন দিকে টার্ন করতে
পারে.তাই আমাদের এই এনালাইসিস করা উচিত
মার্কেট বোঝার জন্য.
টেকনিক্যাল এনালাইসিস হলো মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য চেষ্টা করা। এটা স্বল্প কালীন সময়ের জন্য বেশ ভালো কাজ করে কারন এতে ফান্ডামেন্টাল বিষয় গুলো বিবেচনা করা হয় না। বাজার বাড়বে না কমবে এটা বোঝার জন্য টেকনিক্যাল এনালাইসিস করা হয়। এককথায় বলতে গেলে টেকনিক্যাল এনালাইসিস হলো মার্কেট প্রাইসের অতিতে ঘটনা পর্যালোচনা ও বিশ্লেষণ করে বর্তমান মার্কেট প্রাইসের উপর ভিত্তি করে ভবিষ্যত মার্কেট প্রাইস কেমন হবে তার একটি পূর্বাভাস দিতে পারে। যার উপর ভিত্তি করে একজন ট্রেডার তার ট্রেডিং এর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
মার্কেট এনালাইসিস এর মধ্যে টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ।
ফরেক্স বাজারে মুদ্রার প্রাইস কখনো স্থির থাকে না। কখনও কমে আবার কখনো বাড়ে। চার্ট রিড দেখে আপনি বুঝতে পারবেন বাজারের অবস্থা কেমন ছিল এবং এখন কেমন আছে। ভবিষ্যতে প্রাইসের মুভমেন্ট কেমন হবে তা বিবেচনা করাকেই মূলত টেকিনিকাল অ্যানালাইসিস বলে।টেকনিকাল এনালাইসিস ছাড়া ট্রেড করলে লসের মূখে পরতে হয়। তাই সকল ট্রেডারদের উচিত সঠিক ভাবে টেকনিক্যাল এনালাইসিস করা।
হ্যা, আপনি ঠিকই বলেছেন।টেকনিকাল অ্যানালাইসিস হচ্ছে প্রাইসের মুভমেন্ট পর্যালোচনা করে অ্যানালাইসিস করা।আমরা আমাদের টার্মিনালের চার্টে প্রাইসের বর্তমানে অব্সথা কত অতীতে কত প্রাইসে ছিল এসব দেখতে পারি।এগুলো দেখখে ভালোভাবে পর্যালোচনা করে ভবিষ্যতে প্রাইসের মুভমেন্ট কেমন হবে তা বিবেচনা করাকেই মূলত টেকিনিকাল অ্যানালাইসিস বলে।