-
ফরেক্স এ আর,এস,আই হলো এধরনের ইনডিকেটর এ ইনডিকেটরের সাহায্যে আমরা মার্কেটের মুভমেন্ট সম্পর্কে জানতে পারি এবং এ সাহায্যে আমরা বুঝতে পারি কথন মার্কেট নিচে নামবে আর কখন মার্কেট উপরে উঠবে। অামি যখন ফরেক্স ব্যবসায়ে নতুন ছিলাম তখন আমি আর,এস,আই ইডিকেটর ব্যাবহার করতাম কিন্তু আমি এখন ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানি এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। তাই যারা নতুন তাদের উচিত আর,এস,আই ইডিকেটর ব্যাবহার করা তাতে তারা অনেক সুবিধা পারে এবং মার্কেট সম্পর্কে অনেক ধারনা পাবে এবং ভাল ট্রেড করতে সাহায্য করবে এই আর,এস,আই ইডিকেটর।
-
বন্ধু আমি এর আগে কখনো আর এস আই দিয়ে ট্রেড করেনি এবং আর এস আই এর ব্যবহার সম্পর্কে তেমন কিছু জানি না আপনি যদি ব্যক্তিগত ভাবে আর এস আই ব্যবহার করে উপকৃত হয়ে থাকেন তবে আপনার পোস্টে আর এসই সম্পর্কে আরও লিখবেন আশা করি এবং আমিও ভবিষতে আর এস আই সম্পরর্কে জানার চেষ্টা করবো। ধন্যবাদ।
-
ফরেক্স বিভিন্ন ধরনের ইনডিকেটর আছে তার মধ্যে আর,এস,আই একটি ভালো ইন্ডিকেটর এই ইন্ডিকেটর মটামুটি ভাল অকাজ করে এই ইন্ডিকেটর দেখে ট্রেড করে ভালো প্রফিট করা জায় এটা আমাদের ভালো সিগন্যাল প্রদান করে জাতে করে মার্কেট কত ধুর গেছে আর কখন থেকে মার্কেট আবার বিপরিত দিখে মুভ করবে সেই সিগন্যাল প্রদান করে থাকে,
-
ফরেক্সে অনেক ধরনের ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর গুলো মার্কেটের গতিপ্রকৃতি, কোন দিকে যাবে, কোথায় ট্রেন্ড ব্রেক করবে ইত্যাদি বুঝতে সাহাজ্য করে। সব ইন্ডিকেটর সম্পর্কে জানা সম্ভব না। প্রতিটা ইন্ডিকেটরেরই আলাদা বিশেষত্ব আছে। আমি আর এস আই দিয়ে ট্রেড করিনা, কারন এসম্পর্কে জানতামই না। আমি মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করি।
-
আমি ট্রেড করার সময় আর,এস,আই বিরে ট্রেড করি । আমি যখন ট্রেড করি তখন মুভিং এভারেঞ্জ দেখে ট্রেড অপেন করি এবং আর,এস,আই দেখে ট্রেড ক্লোজ় করে থাকি। এতে লসের সম্ভবনা কম থাকে । এইভাবে ট্রেড অপেন এবং ক্লোজ করে আমি আমার ট্রেড থেকে লাভ করতে পারি।
-
আর,এস,আই একটি ভালো মানের ইন্ডিকেটর। ট্রেডারদের কাছে আর,এস,আই ইন্ডিকেটর টা বেশ জনপ্রিয়।আর,এম,আই ইন্ডিকেটর অনেকে স্ট্রাটিজি রয়েছে। যখন আর, এস,আই ৩০ থেকে ৫০ লেবেলের দিকে আড়াআড়ি উঠে যাবে তখন প্রাইস আরো উঠতে পারে আর যখন ৭০ লেবেল থেকে ৫০ লেবেল পর্যন্ত আরাআরি নেমে যাবে তখন প্রাইস আরো নামতে পারে।
-
ফরেক্স মার্কেটে ভিবিন্ন ধরনের ইন্ডিকেটর আছে তার মধ্যে আর,এস,আই ইন্ডিকেটর খুভ ভাল একটি ইন্ডিকেটর এই ইন্ডিকেটর দিয়ে আমি ট্রেড করি এবং ট্রেড করে প্রফিট করতে পারি তাই এই আর,এস,আই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা জায় ।
-
আমি আর এস আই ইন্ডিকেটর দেখে ট্রেড করি না আমি আর এস আই বুযি না আমি যেগুলি ব্যবহার তাহল সাপোর্ট এবং রেজিসট্যান্স নির্নয় করার জন্যে আমি জিগজাগ ব্যবহার করি এবং মানি ফ্লো ইনডেক্স ব্যবহার করি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড নির্নয় করার জন্যে ম্যাক ডি সিগনাল ব্যবহার করি আর এস আই এর আলাদা উপকারিতা থাকলে আমাকে জানাতে পারেন।
-
ফরেক্স মার্কেটে আর এস আই এই ইন্ডিকেটর একটি ভাল ইন্ডিকেটর কারন আর এস আই দিয়ে ট্রেড করলে প্রফিট করা যায় আর এস আই ব্যবহার করতে হয় যখন আর এস আই ৩০ এর নিচে যায় তখন বাই করতে হয় আবার আরেস আই যখন ৭০ এর উপরে যায় তখন সেল দিতে হয়।
-
ফরেক্স এ আর,এস,আই হলো এধরনের ইনডিকেটর এ ইনডিকেটরের সাহায্যে আমরা মার্কেটের মুভমেন্ট সম্পর্কে জানতে পারি এবং এ সাহায্যে আমরা বুঝতে পারি কথন মার্কেট নিচে নামবে আর কখন মার্কেট উপরে উঠবে। এটা আমাদের ফরেক্স মার্কেট এনালাইসিস করতে অনেক সাহায্য করে এতে আমরা ফরেক্স এর অনেক বিষয় খুব সহজে বুঝতে পারি এবং এর সাহায্যে অনেক লাভবান হওয়া যায় তাই আমি স এ আর,এস,আই ট্রেড করব
-
আমি আর,এস,আই দিয়ে ট্রেড করি না কারন আমি কোন ইন্ডিকেটর দিয়ে ট্রেড করি না আমি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা আমি পছন্দ করি না কারন আমি ফরেক্স ট্রেড করি ইনডিকেটর ছাড়া ফরেক্স ট্রেড করি তাই আর এস আই আমি ট্রেড করি না।
-
না আমি ফরেক্স ট্রেড করার সময় আর.এস.আই নামক আপনি যে ইন্ডিকেটরটির কথা উল্লেখ করেছেন সেই ইন্ডিকেটরটি ব্যবহার করি না আমি ফরেক্স ট্রেড করার সময় দুটি ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করি ইন্ডিকেটর দুটি হল ১. মুভিং অ্যাভারেজ এবং ২. জিগজ্যাগ।
-
আমি না অনেকে এই আর এস আই দিয়ে ফরেক্স ট্রেড করে আর এস আই হল একটি ইন্ডিকেটর এই ইন্ডিকেটর ফরেক্স ট্রেডিং সিগ্নাল দিয়ে থাকে তাই ফরেক্স ট্রেড করার জন্য আর এস আই দিয়ে ভাল প্রফিট করা যায় এবং আমি করছি আর এস আই দিয়ে প্রফিট।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট কে তিন ভাবে এনালাইসিস করি। যেমন-টেকনিক্যাল এনালাইসিস,ফাণ্ডামেন্টাল এনালাইসিস,সেন্টিমেন্টাল এনালাইসিস। আর এস লাইন হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটি অংস।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট কে ভালোভাবে এনালাইসিস করতে পারি।এছাড়াও ফরেক্স মার্কেট এ আরো ভিবিন্ন ধরণের এনালাইসিস আমরা করি।আর এই সব এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
আসলে আমি এক সময় আর এস আই দিয়ে ট্রেড করি না। কারন এটি আমি পছন্দ করি না কারন মার্কেটের ফলস মুভমেন্টগুলো আর এস আই এর মাধ্যমে আসলে দেখা যায় না। আর আসলে এর ফলে মারকেটে অনেক লস এর সম্ভাবনা দেখা যায়। আর এর সাথে নিজেকে মানিয়ে নিতে ক্যান্ডেল স্টিক প্যাটার্ণটি লক্ষ করা উচিত।
-
ফরেক্স ট্রেডিং এর আর,এস,আই একটি ইন্তিকেটর যার সাহাযে আপন বাজারে মুভমেন্ট বুঝতে পারেন। আমি ট্রেন্ড বুঝার জন্য মুভিং এভারেজ ব্যবহার করি। আর এস আই বেবহার করা হয় মার্কেট এ বায়ার ও সেলার দের বর্তমান অবস্থা পরিলক্ষণ করার জন্য।
-
এটা হল ফরেক্স মার্কেটের একটা ইনডিকেটর এটা এনালাইসিস করতে পারলে অনেক ভালো কিছু করা সম্ভব তবে আমি কোন ইনডিকেটর দেখে ট্রেড করি না এজন্য আমি আর,এস,আই দিয়ে ট্রেড করি না তবে এগুল এনালালাইসিস করতে না পারলে খুব লসের সম্ভাবনা থাকে
-
আর এস আই ফরেক্স মার্কেটের একটি ইনডিকেটর। আর এই ইনডিকেটরের মাধ্যমে আমি এনালাইসিস করে থাকি। এই ইনডিকেটর দেখে ট্রেড করি।
-
সবসময় আর এস আই ফলো করে ট্রেড করি না। কারণ আমি আগে শুধু আর এস আই ফলো করে ট্রেড করতাম। এতে আমার অনেক লাভ হত কিন্তু সবসময় এটি কাজ নাও করতে পারে। আমি শুধু আর এস আই দেখে অনেক বার লস করেছি। তাই আমার মনে হয় শুধু আর এস আই দেখে ট্রেড না করে সব কিছু ভালো ভাবে দেখে তার পর ট্রেড ওপেন করুন, তাহলে অবশ্যই আপনার লাভ হবে।
-
মনে করি আর,এস,আই দিয়ে সবসময় ট্রেড করা উচিত না । কারণ আর,এস,আই দিয়ে যে ট্রেড সব সময় ভাল হবে তা কিন্তু ঠিক না । যারা ফরেক্স সম্পর্কে ভাল জানে তারা সব সময় আর,এস,আই দিয়ে ট্রেড করে না । তাই আমাদের উচিত ফরেক্স এ ভাল ভাবে ট্রেড করতে হলে আগে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে ।
-
ফরেক্স মার্কেটে আর এস আই দেখে ট্রেড ক্লোস করতে হয়। ট্রেড করতে হলে আর এস আই সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে হলে আর এস আই ট্রেড করতে হবে।তবে আমাদের কখনই শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হলে চলবে না।মূলত বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজির সাথে ইন্ডিকেটর সমন্বয় করলে ভালো ফল পাওয়া যায়।আমি সাধারণত ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট ট্রেডিং স্ট্রাটেজির সাথে এই ইন্ডিকেটর ব্যাবহার করি।
-
আমি মনে করি আর এস আই ট্রেডিং এর জন্য একটি গুরুত্ব পূর্ন ইন্ডিকেটর। তবে আগে এর ব্যবহার জানতে হবে। আর এস আই কে জানা বা বুঝা এতো সহজ নয়। এটি আপনি অনেক ফরমেটেই ব্যবহার করতে পারবেন। আমি নিজে আর এস আই ব্যবহার করি এবং সে মতে ট্রেড করি। আমি আর এস আই এর একটি ট্রেড এর কথা বলছি দেখুন চেষ্ঠা করে। তবে আগে ডেমোতে ট্রেড করুন। দেখুন কতটুকু সফল হতে পারেন।
RSI: 14
Hour: 4
কখন বাই বা সেল করবেন:
বাই: যখন আর এস আই ৫২ এর উপরে উঠবে তখন বাই করুন, নূন্যতম ৫০ থেকে ১০০ পিপ লাভ হলে ক্লোজ করুন। আর যদি দেখেন আর এস আই এখানে থেকে গুরে গিয়ে ৪৮এর নিচে নেমে গেছে তাহলে লসও ট্রেড টি ক্লোজ করে দিন।
সেল: যখন আর এস আই ৪৮ এর নিচে আসবে তখন সেল করুন, নূন্যতম ৫০ থেকে ১০০ পিপ লাভ হলে ক্লোজ করুন। আর যদি দেখেন আর এস আই এখানে থেকে গুরে গিয়ে ৫২ এর উপরে উঠে গেছে তাহলে লসও ট্রেড টি ক্লোজ করে দিন।
আপনি যদি ধৈর্য্য ধরে এই ফরমুলা অনুযায়ী ট্রেড করতে পারেন তাহলে আশা করা যায় আপনার লসের চেয়ে লাভই বেশি হবে।
যদি কেউ এই ফরমূলা অনুযায়ী ট্রেড করতে চান তাহলে আগে ডেমোতে ট্রেড করে দেখে নিন। কিভাবে এই ফরমূলা কাজ করে।
-
না আমি আর এস আই ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেড করি না । আমি সাধারনত প্যারাবোলিক সার ইন্ডিকেটর ব্যাবহার করি । আমার কাছে এই ইন্ডিকেটরটি খুব ভালো লাগে আর ফলাফলও বেশ ভালো । আপনি যদি এই ইন্ডিকেটর এবং এর সাথে নিউজ এনালাইসিস , অন্যান্য টেকনিক্যাল এনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করেন তাহলে আপনি অনেক ভালো প্রফিট করতে পারবেন এই ফরেক্স মার্কেটে ট্রেড করে ।
-
না আমি আর.এস.আই এই ইন্ডিকেটর ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করি না আমি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে কিছু ইন্ডিকেটর ব্যাবহার করে থাকি তার মধ্যে রয়েছে মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর,জিগজ্যাগ ইত্যাদি।তাছাড়া অনেকে তাদের সুবিধা মত ইন্ডিকেটর তাদের ট্রেডিং প্লাটফর্মে সংযুক্ত করে ট্রেড করে থাকে।
-
জি আমি অনেক সময় যাবত আর এস এই বেবহার করেছি, আর এস এই এর মূল কাজ তাই হলো মার্কেট এ ওভার বাই অথবা ওভার সেল আছে কিনা তা নির্দেশ করে, অর্থাত মার্কেট এ যখনি কোনো ওভার বাই হয়, তখন মার্কেট ন্ম্নমুখী যাব শুরু করে, আর যখন কোনো ওভার সেল হয়, তখন মার্কেট উপরের দিকে যাব শুরু করে, এটাই হলো আর এস এই এর মূল কাজ.
-
হ্যা , আমি আর , এস , আই ইন্ডিকেটর দিয়ে সর্বদা ট্রেড করি । কারণ আর , এস , আই ইন্ডিকেটর বুঝে ট্রেড করলে অবশ্যই লস এড়ানো সম্ভব । আমি সর্বদা ট্রেড করার সময় এই পন্থা অবলম্বন করি । যদি আপনারাও এই পন্থা অবলম্বন করেন অবশ্যই সফলকাম হতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে মুভমেন্ট বোঝার জন্য অনেক ইন্ডিকেটর ব্যবহার করা হয়। বহু্বিধ সফল ইন্ডিকেটরের মধ্যে আর এস আই একটা অন্যতম নাম। আমি অনেকদিনযাবত এই ইন্ডিকেটরটির নাম শুনে আসছি এটা নাকি ভালো মুভমেন্টের বোঝাতে বেশ সহায়ক। আজকে আবার এখানে এমন পোস্ট দেখে আমি আরএসআই ব্যবহারে আগ্রহী হলাম।
-
শুকরিয়া, এত সুন্দর একটি ইন্ডিকেটর সম্পর্কে আমাদেরকে ধারনা দেওয়ার জন্য। এটি সাধারণত লং ট্রেডের জন্য ব্যবহার হতে পারে। আমি যেহেতু নতুন তাই আপাতত স্কাল্পিং করে ট্রেড শিখছি। এতে করে মার্কেট সম্পর্কে দ্রুত ধারনা নেওয়া সম্ভব। আমাদেরকে টেকনিক্যাল এনালাইসিস শিখে ট্রেড করলে ভাল ফল পাওয়া যেতে পারে।
-
আর এস আই সিগনাল আসলে খারাপ না ভালই বলা যায় কারন অনেক ট্র্রেডার আর এস আই সিগনাল ফলো করে আমি নিেজও করতাম লাভ অনেক বেশি নাকরতে পারলেও লসের পরিমাণ কম থাকবে আমাদের ভালো সিগনাল ফলো করতে হবে তাতে আমাদের সফলতা ঘনিষ্ঠ হবে
-
ফরেক্স মার্কেটে অনেকগুলো ইন্ডিকেটর এর মধ্যে আর এস আই অনেক জনপ্রিয় ইন্ডিকেটর কিন্ত একটি ইন্ডিকেটর এর সাহায্য নিয়ে ট্রেড করলে হবে না তার পাশাপাশি আরো ইন্ডিকেটর ব্যভার করলে আপনি আশা করি ভাল ফল বয়ে আনতে পারবেন। আর এস আই এবং তার পাশা পাশি যদি স্টকাশটিক ইন্ডিকেটর টি ইউস করেন তাহলে ভুল হওয়ার সম্ভবনা কুব কম থাকে। এই ইন্ডিকেটরটি আপনাকে মার্কেট কোন দিকে মুভ করবে তা এই ইন্ডিকেটর দেখে বলে দিতে পারবেন আর তাই ইন্ডিকেটর দেখে ট্রেড করা আপনার জন্য প্রফিট করার জন্য ভাল হবে।
-
আমি ফরেক্স ট্রেডিং এর প্রথম দিকে আর এস আই ব্যবহার করতাম । তবে আর এস আই বেশিরভাগ ক্ষেত্রেই ভাল ফলাফল না দেয়াই আর ব্যবহার করি না । এখন খুব কম ইন্ডিকেটর ব্যবহার করি শুধু মার্কেট ট্রেন্ড বোঝার জন্য ।
-
ফরেক্স মার্কেট এ অনেকে অনেক ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেড করে, তাই আমিও আর এস আই দিয়ে ট্রেড করে থাকি,কিন্তু টাইম ফ্রেম ব্যাবহার করি ১ থেকে ৪ ঘন্টা,যখন কোন ট্রেড বাই করি তখন লক্ষ করি আর এস আই ২০ থেকে৩০ আছে কি না,যখন কোন সেল ওপেন করি তখন দেখি আর এস আই৭৫ থেকে৮০
-
ফরেক্স মার্কেটে যতগুলো ইন্ডিকেডর আছে সব চাইতে ভালো ইন্ডিগেটর মনে হয় আর এস আই। কারন ফরে ট্রেড আমি সব সময় আর এস আই দেখে ট্রেড করে খুব লাভমান হয়েছি। অনেক অন্যান্য ইন্দিকেটর দিয়েও ভাল করতে পারে।
-
আমি ফরেক্স মার্কেটে আর এস আই দিয়ে ট্রেড করেছে এবং এখন করি কারন আর এস আই অনেক ভাল একটি ইন্ডিকেটর এই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা অন্ন যেকোনো ইন্ডিকেটর থেকে অনেক ভাল একটি ইন্ডিকেটর এই জন্য আমি আর এস আই দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করি আর এস আই যেমন ভাল সিগন্যাল দেয় আর কোন ইন্ডিকেটর ভাল সিগন্যাল দেয় না ।
-
আসলে কোন ইনডিকেটরই আপনাকে ট্রেডিং সিগন্যাল প্রদান করে না। ইনডিকেটর ব্যবহার করা হয়ে থাকে মার্কেট এনালাইসিস করার জন্য। যদি আপনি নিজে কিছু ইনডিকেটর ব্যবহার করে একটা ট্রেডিং মেথড তৈরী করতে পারেন তা খুবই ভাল যদি এর ফলাফল ভাল হয়। কিন্তু আমি বলব কি জানেন কোন সিস্টেম যা ইনডিকেটর নির্ভর লং রানে ভাল রেজাল্ট দিতে পারে না। কথা টা ভেবে দেখবেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আর এস আই অবশ্যই অনুসরন করতে হবে। ফরেক্স মার্কেটে আর এস আই দেখে ট্রেড ক্লোস করতে হয়। ট্রেড করতে হলে আর এস আই সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে হলে আর এস আই ট্রেড করতে হবে।
-
আমি ফরেক্স মার্কেটে আর এস আই দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেদ করি ফরেক্স মার্কেটে ইন্ডিকেট্র ব্যবহার করে না এমন অনেক কম লক আছে কারন প্রথম অবস্থায় ফরেক্স মার্কেটে সবাই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে আর আর এস আই একটি ভাল ইন্ডিকেটর এই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলে ফরেক্স মার্কেটে ভাল করা জায় ।
-
আর এস আই এটা একটা ইনডিকেটর এটা সাধারনত মার্কেটে ট্রেডের দিক নির্দেশনা দিয়ে থাকে,কিন্ত আর এস আই দেখে যে ট্রেড দিতে হবে এমন কোন কথা নাই ,যদি আপনি আর এস আই এর ওপর নির্ভর করে যদি প্রফিত এর আসা করেন তাহলে কিন্ত আপনি ভুল করবেন হে যদি ভাজ্ঞ ভাল থাকে তাহলে আপনি অবশ্যই প্রফিত পাবেন,ফরেক্স মার্কেটে সাধারনত ট্রেড হয়ে থাকে টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে ।
-
আমি আগে এক সময় আর এস আই নিয়ে ব্যবসা করেছি।আমার কাছে এক সময় মনে হয়েছে এটি দেরিতে সিগ্নাল দিচ্ছে।আবার দেখা গেছে ওভার বোটে সেল এন্ট্রি দিয়েছি, কিন্তু দর নামার কোন নাম গন্ধ নাই।এরপর থেকে আর এই টা ব্যবহার করিন।
-
না আমি সাধারণতো আর এস আই দিয়ে ট্রেড করি না । তবে মার্কেটের ওভার সেল বাওভার বাই চেট করা করার জন্যে আমি আর এস আই ইন্ডিকেটর ব্যবহার করি । এটা আমাকে মার্কেট যখন ওভার বাই বা সেল হয় তখন মার্কেেটরে গতিবিধি বুঝতে সাহায্য করে । তবে আপনি ব্যবহারের আগে ডেমোতে পরীক্ষা করে দেখতে পারেন ।