আমি ট্রেড করার সাথে সাথে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করি। কারন আমি ট্রেড করার সাথে সাথে হঠাত করে মার্কেট আমার বিপরীত দিকে যেতেই পারে। তাই সাথে সাথে সেট করে রাখাই ভালো। প্রত্য্যক ট্রেডার এর উচিত স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা।
Printable View
আমি ট্রেড করার সাথে সাথে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করি। কারন আমি ট্রেড করার সাথে সাথে হঠাত করে মার্কেট আমার বিপরীত দিকে যেতেই পারে। তাই সাথে সাথে সেট করে রাখাই ভালো। প্রত্য্যক ট্রেডার এর উচিত স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা।
টেক প্রফিট ও স্টপ লস হল একজন দক্ষ ট্রেডারের সব থেকে উপকারি টুলস।কারন একজন ট্রেডার কখনো বলতে পারেন যে ৫ মিনিট পর মার্কেট কোণ দিকে যাবে।যাবে একটা নির্দিস্ট রেশিও মেনে স্টপ্ল আর টেক প্রফিট সেট করতে হই।টেক প্রফিট ও স্টপ লচ এর রেশিও হবে ২ঃ১।
অনেকেই আমরা পার্টটাইম ট্রেড করি। অনেক গুরুত্বপূর্ণ সময়ে দেখা যায় ট্রেডের কাছে থাকতে পারি না। সেই হিসেবে টেকপ্রফিট সেট করা অনেক ভাল। কিন্ত আমি স্টপলস সেট করার পক্ষে না। আমি ছোট লটে ট্রেড করি, এনালাইসিস করি, বড় চার্টে ট্রেড করি তাই স্টপলসের দরকার হয় না।
স্টপ লস হল আপনি একটি ট্রেড থেকে কত টুকু লস মেনে নিবেন। তাই মূলধনের অনুপাতে এবং বাজারের ইনডেক্স সুচকের প্রবণতা বুঝে স্টপ লস সেট করলে ঝুঁকি কম হবে এবং লাভ আসতে পারে।
ফরেক্স খুব লাভজনক ব্যবসায় কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ ও বটে । কিন্তু আমরা ফরেক্সে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করে আমাদের লস ও মুনাফার পরিমাণকে নিয়ন্ত্রণ করতে পারি । স্টপ লস হচ্ছে আমরা কোনো ট্রেড নিয়ে কত টাকা ঝুঁকি নিবো বা লস করতে রাজি আছি তা ঠিক করে দেয়া । মার্কেট যখন সেই স্থানে যাবে ট্রেড স্বয়ংক্রিয় ভাবে ক্লোজ হয়ে যাবে আর আমাদের মূলধন বেঁচে যাবে । তেমনি টেক প্রফিটের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমান প্রফিটের পর আমাদের ট্রেড ক্লোজ হয়ে যাবে ।
টেক প্রফিট ও স্টপ লচ ছাড়া ফরেক্স মার্কেট এ টেড করা উচিত না । টেক প্রফিট ও স্টপ লচ ব্যবহার না করলে আপনি প্রতম দিকে অনেক লাভ করবেন পরে বড় কোন নিউজ এ আপনার অ্যাকাউন্ট ০ হয় এ জাইতে পারে । সেই সময় এ আপনি যদি মার্কেট এ থাকেন তাও কিশু করতে পারবেন না তাই মার্কেট এর এত মুভমেন্ত এর কারন এ
এটা ঠিক আমরা সবসময় মার্কেটে থাকতে পারি না সেক্ষেত্রে টেকপ্রফিট ও স্টপলস গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।এক্ষেত্রে আমাদের ট্রেডটি একটি নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থান করে।যে কারনে আমরা অনেক সময় বড় কোন ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারি।তাই সকলেরই টেকপ্রফিট ও স্টপলস ব্যাবহার করা উচিত।
আসলে টেক প্রফিট অনেক কাজের একটা জিনিস যখন আমরা মার্কেট থেকে বের হয়ে যায় তখন টেক প্রফিট দিয়ে রাখি আর টেক লস না দেওয়া ভাল আমার মতে আপনারা যদি মনে করেন টেক লস ভাল তাহেলে দিতে পারেন।
আমি ট্রেড প্রভিট এব স্টপ লস মানি না। আমি ট্রেড করি এগুলো ছাড়া কারন t/p তে হিট খুব কম *s/L বেশি হিট সুতরাং এগুলো ছাড়া ট্রেড করতে পারলে ঝুকি কম
অবশ্যই টেক প্রফিট ও স্টপ লস ব্যাবহার করা বাঞ্ছনীয়৷এতে ব্যালেন্স একেবারে শুন্য হওয়া থেকে রেহাই পাবে৷বাকী বেলেন্স দিয়ে আবার ট্রেড করতে পারবেন৷টেক প্রফিট ব্যবহার করে অল্প অল্প করে প্রফিট নিয়ে ধীরে ধীরে ব্যালেন্স বাড়ানোই ভালো৷
টেক প্রফিট বলতে বুঝায় অটোমেটিক ভাবে কিছু ডলার লাভ হলে তা নিজে নিজে বনধ হয়ে যাবে আর স্টপ লস বলতে অটোমেটিক ভাবে লস হলে তা বনধহয়ে যাবে তাই দুইটির সম্পর্কে ভা্ল ভাবে জেনে সেটা ব্যবহার করতে হবে।
আমি 7 বছর যাবত ফরেক্স করছি। টিপি এবং এস এল ভাল বটে কিন্তু আমি এখন ব্যবহার করি না। কারন হচ্ছে আমার টিপিতে হিট কম এস এল হিট বেশি। আমার মতে এগুলোর চেয়ে ট্রেড লট সাইজ কম করে লাগানো ভাল সময়মতো প্রফিট আসবেই।
ফরেক্স মার্কেটে সফলতার সহিত টিকে থাকার অবশ্যই টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করতে হবে। এটি ট্রেডিং একাউন্টকে জিরো হওয়ার হাত থেকে রক্ষা করবে। ট্রেডিং একাউন্টে যখন একজন ট্রেডার লসে থাকে তখন সে কি পরিমান লস স্বীকার করবে তা সেট করাই হল স্টপ লস আর কতটুকু লাভ করবে একটি ট্রেডে সেটা সেট করাই হল টেক প্রফিট। তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে সফলতার সহিত টিকে থাকতে হলে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহারের কোন বিকল্প নেই। এটি ব্যবহার করা একজন ট্রেডারের জ্ন্য একান্ত আবশ্যক।
আমি মনে করি ফরেক্স একটি গতিশীল মার্কেট। যা সব সময় উঠানামা করে । যদি মার্কেট আজকে আপট্রেন্ড এ থাকে, কালকে তা ডাউন ও হতে পারে। তাই আপনার লাভ হাতছাড়া হতে পারে অথবা আপনি অতিরিক্ত লসের সম্মখীন হতে পারেন। তাই এর থেকে বাচার জন্য আপনি টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করতে পারেন। যাতে আপনি আপনার লাভ ধরে নিতে পারেন আর লস টা কমাতে পারেন।।
আমরা জানি ফরেক্স মার্কেটে টেক প্রফিট ও স্টপ লস হচ্ছে আপনি কত পরিমান প্রফিট ও লস মেনে নিবেন তা নির্ধারন করে দেওয়া। যখন কোন ট্রেডে স্টপ লস ও টেক প্রফি সেট করে দিবেন মার্কেট তখন আপনার স্টপ লস ও টেক প্রফি ট ছুবে তখন তা মার্কেট অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
ফরেক্স এ একাউন্ট বাচাতে হলে স্টপ লস ব্যবহার করুন। টেক প্রফিট এর সাথে স্টপ লস ব্যবহার করা জরুরী। ফরেক্স এ আপনি টেক প্রফিট আপনার লস যত বেশী অর্থাৎ ১ঃ২ রিস্ক এ বসাতে পারেন। আর স্টপ লস হিট করলেও আমাদের একাউন্ট জিরো হওয়ার হাত থেকে বেচে যাবে।
আমরা জানি ফরেক্স মার্কেটে কোনো কারেন্সি পেয়ার এর একটি ট্রেড ওপেন করার পর কারেন্সি পেয়ার এর প্রাইস যেই পরিমাণ পিপস লাভ এ পর ট্রেড টি প্রফিট নিয়ে অটো ক্লোজ হবে তা নির্দিষ্ট করে সেট করে রাখা টাই হলো টেক প্রফিট। আর যত পিপস লস হলে ট্রেড অটো বন্ধ হয়ে যাবে তা সেট করে রাখা টাই হলো স্টপ লস ।
টেক প্রফিট এবং স্টপ লস ট্রেডিং জগতকে আরো অনেক বেশি সহজ করে দিয়েছে টেক প্রফিটের মাধ্যমে আপনি ফরেক্সে ট্রেড করে অটোমেটিক্যালি ভাবে সেই ট্রেড প্রফিট সাপেক্ষে ক্লোজ করে দিতে পারবেন পাশাপাশি স্টপ লসের মাধ্যমে ট্রেডে কত লস হলে আপনি চান যে ট্রেডটি নিজে নিজে ক্লোজ হয়ে যাবে তা নিশ্চিত করতে পারবেন।
ফরেক্স একটি মুক্ত এবং স্বাধীন পেশা। এখানে যে কেউ ট্রেড করতে পারে। যেকোনো শ্রেণি পেশার মানুষ ট্রেড করতে পারে, যখন ইচ্ছা ট্রেড করতে পারে। যতটুকু ইচ্ছা এতে সময় দিতে পারে। একজন মানুষ স্বাধীনতা পছন্দ করে। আর স্বাধীনতা যদি হয় এমন তবে তো কথাই নেই।.
ভাই আমার মতে প্রতিটা ট্রেডের ক্ষেত্রে আমাদের সকলকে এই নিয়মটা মেনে এখানে কাজ করা উচিত যে, ট্রেড নেওয়ার সাথে সাথেই আগে স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দেওয়া। কারন এটা হল ফরেক্স মার্কেটে আপনার ব্যালেন্সের রক্ষা কবচ। কেননা মার্কেটে যতই ঝড় তুফান উঠুক না কেন এটা কখনই আপনার ব্যালেন্সকে খালি হতে দেবেনা। সুতরাং রাতে ঘরের দরজা বন্ধ করে শোয়া যেমন ভাল, তেমনি ট্রেডিং এ যাবার সময় স্টপ লস সেটা করা অধিকতর ভাল।
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে । আর টেক প্রফিট হচ্ছে অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে ট্রেডটি আপনা আপনি বন্ধ করে দেওয়ার একটি কৌশল ।
ভাই আপনি যখন একটা ট্রেড মনে করেন নিয়ে ফেলেছেন, তো সেটার নিরাপত্তা দেবার দায়িত্ব কার সেটাও তো এখানে আপনাকে ভাবতে হবে। তাই সেই ট্রেডটিকে সিকিউরিটি প্রদান করার জন্যই এখানে স্টপ লস সেট করা হয়। অর্থাৎ* আমি এর চেয়ে আর ১ ডলারও বেশি লস করতে চাইনা। এটাই হল স্টপ লস। আর টেক প্রফিট বলতে বোঝায় আপনি একটা ট্রেডের মধ্যে কতটুকু পরিমান বা কয় ডলার লাভের আশা করছেন, সেটার পূর্ব নির্ধারণ আগে থেকে করে দেওয়া।
আমার মতে টেক প্রফিট এবং স্টপলস এই ব্যবসার খুবই খুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ এর মাধ্যমে আমরা সহজেই আমাদের মূলধন সুরক্ষিত রাখতে পারি। আপনি যদি এই ব্যবসা সফলভাবে করতে চান তাহলে আপনাকে অবশ্যই টেকপ্রফিট এবং স্টপলস ব্যবহার করতে হবে। আপনি যদি এটি ব্যবহার না করেন তাহলে কখনই এই ব্যবসা দীর্ঘ সময়ের জন্য করতে পারবেন না। আমি প্রথম প্রথম এটি ব্যবহার করতাম না যার ফলে আমি অনেকবা মার্জিনকল খেয়েছিলাম।
টেক প্রফিট এবং স্টপ লস ট্রেডিং জগতকে আরো অনেক বেশি সহজ করে দিয়েছে টেক প্রফিটের মাধ্যমে আপনি ফরেক্সে ট্রেড করে অটোমেটিক্যালি ভাবে সেই ট্রেড প্রফিট সাপেক্ষে ক্লোজ করে দিতে পারবেন পাশাপাশি স্টপ লসের মাধ্যমে ট্রেডে কত লস হলে আপনি চান যে ট্রেডটি নিজে নিজে ক্লোজ হয়ে যাবে তা নিশ্চিত করতে পারবেন।
ফরেক্স মার্কেটে টেক প্রফিট ও স্টপ লস হচ্ছে আপনি কত পরিমান প্রফিট ও লস মেনে নিবেন তা নির্ধারন করে দেওয়া। যখন কোন ট্রেডে স্টপ লস ও টেক প্রফি সেট করে দিবেন মার্কেট তখন আপনার স্টপ লস ও টেক প্রফি ট ছুবে তখন তা মার্কেট অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা উচিত। কারণ এই অপশন দ্বারা আপনি সহজেই আপনার ক্ষতি ও লাভের পরিমাণ নির্ধারণ করতে পারবেন। আর এছাড়া এই দুটো দ্বারা আপনার ফরেক্স মার্কেটে ট্রেডিং কৌশল পরিচালনা করা সহজ হবে। বিশেষ করে লোভবিহীন ট্রেডিং কৌশল পরিচালনা করতে পারবেন। এছাড়াও আপনাকে ধৈর্য্যসহকারে মার্কেটে টিকে থাকতে হবে। তাহলে আপনি অবশ্যই ভবিষ্যতে টেক প্রফিট এবং স্টপ লস দ্বারা ফরেক্স মার্কেটে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
আমরা জানি ফরেক্স একটি গতিশীল মার্কেট। যা সব সময় উঠানামা করে । যদি মার্কেট আজকে আপট্রেন্ড এ থাকে, কালকে তা ডাউন ও হতে পারে। তাই আপনার লাভ হাতছাড়া হতে পারে অথবা আপনি অতিরিক্ত লসের সম্মখীন হতে পারেন। তাই এর থেকে বাচার জন্য আপনি টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করতে পারেন। যাতে আপনি আপনার লাভ ধরে নিতে পারেন আর লস টা কমাতে পারেন।
অপ্রত্যাশিত লস ঠেকানো ও একাউন্টকে জিরো হওয়ার হাত থেকে রক্ষা করার জন্যই মুলত ব্যবহার হয়ে থাকে স্টপ লস অপশনটি । এটা ট্রেডারদের অনেক প্রতিকুল অবস্থা থেকে বাঁচিয়ে দেয় । আর টেক প্রফিট অপশনটির মাধ্যমে প্রত্যশিত মুনফা নিয়ে নেওয়া হয় এবং যে কোন পরিস্থিতি স্বল্প হলেও লাভ করা যায় । তাই ট্রেডারদের এগুলো ব্যবহারে পারদর্শী হতে হবে ।
ফরেক্স ট্রেডিং এ স্টপ লস এবং টেক প্রফিট খুবই দরকারি দিক । আমরা টেক প্রফিত এবং স্টপ লস এর মাধ্যমে অনেক সুবিধা পেয়ে থাকি । আমাদের ট্রেড পরিচালনা করার জন্য টেক প্রফিট এবং স্টপ লস ব্যাবহার করে থাকি । আমাদের ট্রেডটি তে যেন অধিক লস না হয়ে যায় সেই জন্য আমরা নির্দিষ্ট প্রাইস স্টপ লস সেট করে থাকি এবং একটি নির্দিষ্ট প্রাইস এ টেক প্রফিট দেয় যেন সেই প্রাইস এ গেলে আমার ট্রেডটি লাভ টুকু নিয়ে বন্ধ হয়ে যায় ।
টেক প্রফিট এবং স্টপ লস মেটাট্রেডার প্লাটফর্মের দুটি ভিন্ন ভিন্ন অপশন যার মাধ্যমে আপনি ট্রেড করার পর পতিকূল পরিস্হিতির তৈরি হলেও খুব সহজে অ্যাকাউন্ট ব্যালেন্সকে নিরাপদ করতে পারবেন।কোন ট্রেড ওপেন করার পর আপনি সেই ট্রেড থেকে কত পিপস লাভ করতে চান তা হিসাব করে সেই প্রাইজ টেক প্রফিটে সেট করে দিযে অটোমেটিক ভাবে মার্কেট ঐ পর্যায়ে গেলে যেমন প্রফিট নিয়ে নিতে পারছেন পাশাপাশি একই ভাবে ঐ ট্রেড আপনার ট্রেডের প্রতিকূলে কত পিপস চলে গেলে আপনি সেই লস মেনে নিয়ে ট্রেড ক্লোজ করে দিতে চান তা স্টপ লসে সেট করে দেওয়ার মাধ্যমে আপনি অ্যাকাউন্টকে বড় ধরনের লসের কবল থেকে সহজে রক্ষা করতে পারবেন।
আসলে আমার মতে ফরেক্স একটি গতিশীল মার্কেট। যা সব সময় উঠানামা করে । যদি মার্কেট আজকে আপট্রেন্ড এ থাকে, কালকে তা ডাউন ও হতে পারে। তাই আপনার লাভ হাতছাড়া হতে পারে অথবা আপনি অতিরিক্ত লসের সম্মখীন হতে পারেন। তাই এর থেকে বাচার জন্য আপনি টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করতে পারেন। যাতে আপনি আপনার লাভ ধরে নিতে পারেন আর লস টা কমাতে পারেন।।
আপনি নিশ্চয়ই ট্রেড করেই সাথে সাথে প্রফিট করবেন না বা সারাদিনও মার্কেট ওয়াচ করবেন না তাই কখন মুভমেন্ট বেশি হয়ে গেলো বা হবে তা অনেক সময় জানা থাকে না বা দেখা হয় না। আর এজন্যই সুরক্ষিত থাকার জন্য টেক প্রফিট ও স্টপ লস ব্যাবহার করা উচিত।
স্টপ লস এবং টেক প্রফিটের সাথে আমরা সবাই পরিচিত। এই দুটো অপশন খুবই গুরুত্বপূর্ণ ফরেক্স ট্রেডারদের জন্য। ট্রেড ওপেন করার পর আমাদের পক্ষে সর্বক্ষণ মার্কেট পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। যেকারণে দেখা যায় মার্কেট প্রফিটে গিয়েছিল আমরা দেখতে পায়নি আবার ব্যাকে চলে আসছে। আবার দেখা যায় ট্রেড এক ঝটকায় অনেক লসে চলে গেছে। এসব সমস্যা থেকে বাঁচতে এই দুটো অপশন স্টপ লস এবং টেক প্রফিট আমাদের কে সাহায্য করে। এই দুটো অপশন দ্বারা আমরা ট্রেডকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের বেধে দেয়া প্রাইসে গেলে ট্রেড নিজের থেকে লস অথবা প্রফিট নিয়ে আপনাআপনি ক্লোজ হয়ে যাবে। ফলে ট্রেড ওপেন করার পর ট্রেডার চিন্তামুক্ত থাকতে পারবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করে কাঙ্ক্ষিত মাত্রায় প্রফিট করা এবং ব্যালেন্স কে অতিরিক্ত হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা একজন ট্রেডারের পক্ষে সর্বক্ষণিক মার্কেটের দিকে নজর রাখা সম্ভব হয়না,যার ফলে মার্কেট তার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছানোর পরেও অনেক সময় ট্রেড ক্লোজ করতে ব্যর্থ হয়, তেমনি যে কোন সময় মার্কেট তার বিপরীত দিকে চলে যেতে পারে যেটা তার একাউন্টের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়, তাই একজন ট্রেডারের অবশ্যই ট্রেড ওপেন করার সময় স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা উচিত, কারণ স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করার মাধ্যমে সে মার্কেটে একটিভ না থেকেও যথা সময়ে তার ট্রেডগুলো ক্লোজ করতে পারবে,অর্থাৎ মার্কেট তার কাঙ্ক্ষিত পজিশনে পৌঁছানো মাত্রই অটোমেটিকভাবে ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে,ফলস্বরূপ সে মার্কেট থেকে কাঙ্ক্ষিত প্রফিট অর্জন করতে পারবে পাশাপাশি একাউন্ট ব্যালেন্সকে অতিরিক্ত লসের হাত থেকে রক্ষা করতে পারবে।
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ দুটি টুলস,যে টুলসগুলো ব্যবহার করার মাধ্যমে একজন ট্রেডার ফরেক্স ট্রেডিংয়ে যথেষ্ট সুবিধা ভোগ করতে পারে, অর্থাৎ যদি কোন ট্রেডার ট্রেড ওপেন করার সময় সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে নির্দিষ্ট পজিশনে টেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে থাকে, পরবর্তীতে সে যদি মার্কেট থেকে বের হয়ে যায় অর্থাৎ মার্কেটে অ্যাকটিভ নাও থাকে তবুও মার্কেট যদি তার ওপেন করার ট্রেডের পজিটিভ দিকে গিয়ে টেক প্রফিট পজিশনে পৌঁছায় তখনই তার ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে, এবং নির্ধারিত প্রফিট তার একাউন্টে যোগ হয়ে যাবে,তেমনি মার্কেট যদি তার বিপরীত দিকে যেতে শুরু করে এবং যেতে যেতে তার নির্ধারণ করা পজিশনে পৌঁছায় তখনও মার্কেটটি অটোমেটিকভাবে ক্লোজ হয়ে যাবে, এবং পরবর্তীতে মার্কেট অনেক বেশি নিচে চলে গেলেও তার অ্যাকাউন্ট ব্যালেন্স অতিরিক্ত লসের হাত থেকে এমনকি জিরো হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে।তাই আমার মতে একজন ট্রেডারের ট্রেড ওপেন করার সময় অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করা উচিত।
এখানে আমরা সকলেই জানি ফরেক্স মার্কেটে টেক প্রফিট ও স্টপ লস হচ্ছে আপনি কত পরিমান প্রফিট ও লস মেনে নিবেন তা নির্ধারন করে দেওয়া। যখন কোন ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট সেট করে দিবেন মার্কেট তখন আপনার স্টপ লস ও টেক প্রফিট ছুবে তখন তা মার্কেট অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
টেক প্রফিট এবং স্টপ লস ফরেক্স মার্কেট এর দুইটি গুরুত্বপূর্ণ টুলস,প্রতেক ট্রেডার এর উচিত তাদের ট্রেড এ এই দুইটা জিনিস ব্যবহার করা,আমি নিজেই আমার প্রতেক এন্ট্রি তে স্টপ লস ব্যবহার করে থাকি,টেক প্রফিট ব্যবহার না করলেও,ফরেক্স একটি ঝুঁকিপূর্ন বিজিনেস তাই স্টপ লস ব্যবহার না করলে ব্যালেন্স হারানোর সম্ভবনা থাকে।
টেক প্রফিট এবং স্টপলস যথাক্রমে ২ঃ১ অনুপাতে সেট করা ভালো হবে। আপনি স্টপলস যা দিবেন টেক প্রফিট তার দিগুন দিবেন। আর ট্রেড করার আগে এসব সেট করে দেওয়াটা অতিব জরুরি বলে আমার মনে হয়। এতে করে রিস্ক কম থাকে এবং লাভ হওয়ার চান্সটাও বেশি থাকে এবং সবসময়ের জন্য মার্কেট ওয়াচ করারও প্রয়োজন পড়ে না।
. আমরা সাধারণত ট্রেড ওপেন করার পরে সার্বক্ষণিক মার্কেটে থাকতে পারিনা। আর এজন্যই এখানে টেকপ্রফিট ও স্টপলস ব্যবহার করে থাকি। তবে টেকপ্রফিট লংটাইম ট্রেডিং এর জন্যই বেশি প্রযোজ্য। আর স্টপলস টা আসলে সব সময় না করাই ভালো কেননা এতে লসের পরিমাণ বেশি হয়। স্টপলস তখনই ব্যবহার করা উচিত যখন বুঝতে পারবেন মার্কেট আপনার বিপক্ষে বেশি যাবে তখন। তবে এখানে এনালাইসিস করে ও নিউজ অনুযায়ী ট্রেড করলে স্টপলস ব্যবহার না করলেও আমার মনে হয় হয়। তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং সম্পর্কে আমাদের সকলের উচিত ভালো করে দক্ষতা ও অবিজ্ঞতা অর্জন করে ট্রেড করা।
আমি মনে করি, ফরেক্সের মত গতিশীল মার্কেটে অবশ্যই স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহারও করতে হবে। কেননা একবার মার্কেট ১০০ পিপস উঠলে আবার ৫০ পিপস নেমমে যেতে পারে।এভাবে ফরেক্স মার্কেটে উঠা আর নামার মাধ্যমেই ট্রেড করতে হয়। এজন্য প্রতিটি ট্রেডে স্টপলস এবং টেকপ্রফিট সেট রাখতে হবে।