-
একজন সফল ও প্রফেশনাল ট্রেডার হোতে গেলে আপনাকে রেগুলার ডেমো এ্যাকাউন্টে ট্রেড কোরে নিজেকে অধিক এক্সপার্ট করতে হবে। সাথে সাথে আপনি ট্রেডিং এ ঠিক কোথায় কোথায় ভুল করছেন তা নোট করতে হবে। তাহলে আসতে আসতে অাপনার ভুল করার প্রবনতা কোমে যাবে। আপনার ট্রডিং স্কিল ডেভোলোপমেন্ট করতে হবে। লোভ থেকে দুরে থাকতে হবে।
-
আগে শিখতে হবে, তারপর ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে চাইলে ফরেক্স মার্কেটের ট্রেডিং করে প্রফিট করার কলাকৌশল ভাল ভাবে শিখে নিতে হবে যাতে ফরেক্স মার্কেট হতে ভাল ইনকাম করা যায়,তাই ট্রেডিং করার সময় মাথা ঠান্ডা রাখতে হবে বেশি চাপ নেওয়া যাবেনা,ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে,যাতে মার্কেটে সফল ট্রেডার হওয়া যায়।
-
১. আপনার সাথে যাই এই রকম তেদিং সিস্টেম খুজে বের করা
২। ডেমো টেস্ট করা ৩ মাস
৩. ইনভেস্ত করে অল্প লট এ টেড করা
৪। ৭০% টেড লাভ এ ক্লোজ করা
-
ফরেক্স ট্রেডিং এ সফল হতে চান ধৈর্য্য ধারন করে ট্রেড করুন। মার্কেট এ্যানালাইসিস করে তারপরে ট্রেড করুন। কখনো মনগড়া ট্রেড করবেন না। সব সময় একটি নির্দিষ্ট সিষ্টেম ফলো করুন। বারে বারে আপনার ট্রেডিং কৌশল এর পরিবর্তন আনবেন না। মানি ম্যানেজমেন্ট মেনে তারপরে ট্রেড করুন। ওভার ট্রেড করতে যাবেন না। মনে রাখবেন লোভ করেছেন তো মরেছেন।
-
ফরেক্স এ উন্নতি করে ফরেক্স এর মাধ্যমে ক্যারিয়ার গড়ে তুলার প্রধান শর্ত সফল ট্রেডার হওয়া। সফল ট্রেডার হতে হলে সথিক ভাবে ফরেক্স শিখতে হবে।ডেমো ট্রেডিং,নিউজ দেখা, মার্কেট এনালিসিস কর্*আ এবং ফরেক্স এ সময় দিতে হবে।তাছাড়া নিজেকে প্রথমত ধৈর্য্য ধারন এবং লোভ নিয়ন্ত্রন করতে হবে।তাহলেই সফল ট্রেডার হওয়া সম্ভব।
-
দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই সফল হতে পারবেন না৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷তাই প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷
দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷আরোও প্রয়োজন মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ মন৷
-
ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে গেলে আপনাকে অনেক ধৈর্যশল হতে হবে।আপনি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারত হলে আগে ভাল করে মার্কেট এ ভাল করে প্রাকটিস করতে হবে।তারপর ইনভেস্ট করার কথা ভাবতে হবে।
-
ফোরেক্স ট্রেডিং করে সফল হতে হলে আপনাকে অবশ্যই অভিজ্ঞ ও দক্ষ হতে হবে । এজন্য আপনাকে দীর্ঘ দিন ফরেক্স ডেমো অনুশীলন করতে হবে ,মার্কেট নিউজ পড়তে হবে ,মার্কেট এনালাইসিস করতে হবে , মার্কেট ম্যানেজমেন্ট করতে হবে ,লোভ ত্যাগ করতে হবে ,মাথা ঠান্ডা রাখতে হবে ,প্রথম দিকে ছোট ছোট ভলিউমে ট্রেড করতে হবে । প্রথম দিকে লাভের চেয়ে শেখাকে প্রধান্য দিতে হবে ।
-
ফরেক্স মার্কেট এ সবাই সফল হতে চাই। কিন্তু সফল হতে চাইলে অনেক পরিশ্রম করতে হবে ফরেক্স ট্রেড বিষয়ে । যেমন -ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি পড়াশুনা,মার্কেট এনালাইসিস করা ,রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে বা সফল হতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে । ফরেক্স ট্রেডিং শুরু করার প্রথম থেকেই ভাল মত ডেমো ট্রেড করতে হবে , পাশাপাশি ফরেক্স মার্কেটে ট্রেড করার বিভিন্ন নিয়ম সম্পর্কে জানতে হবে যেমন : টেকনিক্যাল , ফান্ডামেন্টাল ও সেন্টিমেন্টাল এনালাইসিসের সঠিক ব্যবহার জানতে হবে। আরেকটি জরূরী বিষয় হল একটা স্ট্র্যাটেজি থাকতে হবে এবং স্ট্র্যাটেজি অনুযায়ী নিয়ম মেনে ডেমো ট্রেড করতে হবে , পরে অভিজ্ঞতা অর্জন করতে করতে সফল হতে পারবেন।
-
ফরেক্স মাকেটে সফল হতে হলে আমি মনে করি ডেমো পারতিস করতে হবে | আমি মনে করি ফরেক্স মাকেটে যে যত বেশি ডেমো পারতিস করবে সে তত আয় করতে পারবে আর সে বেশি দক্ষতা অজন করতে পারবে | ফরেক্স মাকেটে সফল হবার জন্য দরকার ফরেক্স মাকেটে ধয্য ধারন করে ট্রেড করা |
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে চাইলে ফরেক্স মার্কেটের ট্রেডিং করে প্রফিট করার কলাকৌশল ভাল ভাবে শিখে নিতে হবে যাতে ফরেক্স মার্কেট হতে ভাল ইনকাম করা যায়,তাই ট্রেডিং করার সময় মাথা ঠান্ডা রাখতে হবে বেশি চাপ নেওয়া যাবেনা,ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে,যাতে মার্কেটে সফল ট্রেডার হওয়া যায়।
-
ডেমো ট্রেডিং এর মাধ্যমে আপনার আর্থিক কুন লাভ লস কিছুই হবে না। আপনি যদি ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন না করেই ট্রেডিং শুরু করেন তাহলে লস খেতে পারেন। তাই ফরেক্স আপনার জন্য ব্যাবস্থা করেছে ডেমো ট্রেডিং এর। যাতে আপনি ট্রেডিং কলাকৌশল শিখতে পারেন। ধন্যবাদ
-
আসলে একজন সফল ট্রেডার হওয়া অনেক বেশি কঠিন কোন কাজ নয় তবে এর জন্য আপনাকে অবশ্যই অধ্যাবসায়ি হতে হবে। কারন অধ্যাবসায়ী গুন আপনাকে নিয়মিত ভাবে ট্রেডিং বিষয়ে অনুশীলন করে জ্ঞান দক্ষতা রপ্ত করতে অনুপ্রানীত করবে আর এভাবেই এক সময় আপনি সফল ট্রেডার হয়ে উঠতে পারবেন।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে আপনি যদি সফল ট্রেডার হতে চান তবে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি পড়াশুনা করেই তবে আপনি সফল হতে পারবেন। কারন ফরেক্স মার্কেটে যারা নতুন প্রবেশ করে তারা মনে করে বাই সেল দিলেই লাভ হয় কিন্তু তা নয়। ফরেক্স মার্কেটে ট্রেড করাটা খুব কটিন বলে মনে করি।
-
ফরেক্স র্মাকেটে সফল ট্রেডার হতে হলে অপনাকে বেশ কয়একটি বিষয় মাথায় রাখতে হবে ভাল ভাবে ফরেক্স মার্কেটে এনালাইসিস শিখতে হবে , মার্কেটে ধৈর্য সহকারে ট্রেড করতে হবে , মার্কেটে ট্রেড করার সময় কোন লোভ করা যাবে না এবং ফরেক্স মার্কেটে অধিক শ্রম দিয়ে কাজ করতে হবে ।
-
ফরেক্সে একজন সফল ট্রেডার হতে হলে যে বিষয়টা সর্বাগ্রে নজর দিতে হবে তা হলো নিজের দক্ষতা বাড়ানো । আমরা যত বেশি পরিমাণে দক্ষ হব তত বেশি লাভের পাল্লাটা ভারী হবে । লস নিয়ন্ত্রনের ক্ষমত সৃষ্টি হয় একজন ট্রেডার কিরুপ প্রতিটা ট্রেড হ্যান্ডেল করতে পারে তার উপর ভিত্তি করে । যে যত বেশি পরিমাণে বিশ্লেষণী ক্ষমতা রাখে সে তত বেশি পরিমাণে সেরাদের সেরার তালিকায় উঠে যেতে পারবে । একজন ভালো ট্রেডার হওয়ার পূর্ব শর্ত হলো একজন ভালো বিশ্লেষক হতে পারা ।
-
ভাই ফরেক্স মাকেটে সফল হতে হলে আমি মনে করি আপনার ধয্য দারা ফরেক্স মাকেটে পরিশ্রম করতে হবে | ফরেক্স মাকেটে আপনি যদি পরিশ্রম করেন তবে আপনি ফরেক্স থেকে দক্ষতা আর অভিগতা অজন করে পারবেন তারপর আপনি সফল হতে পারবেন | ফরেক্স মাকেটীর জন্য ডেমো পারতিস করতে হবে ১ থেকে ২ বছর |
-
ফরেক্সে সফল ট্রেডার হতে হলে যে বিষয় গুলোর প্রয়োজন - দক্ষতা অর্জন, লোভ সামাল দেওয়া, মার্কেট এনালাইসিস করা, মানিম্যানেজম্যান্ট সম্পর্কে জানা, ধ্যর্য ধরে ট্রেড করা, ওভার ট্রেডিং না করা ইত্যাদি । তাই সফল ট্রেডার হতে হলে উপরিউক্ত অভ্যাস গুলো অর্জন করতে হবে ।
-
অন্য পেশায় সফলতার জন্য যেমন সময় লাগে ঠিক তেমনি ফরেক্স এ সফলতার জন্যও সময় ও সঠিক শিক্ষার দরকার। সুতরাং আপনি যদি ফরেক্সকে পেশা হিসেবে বিবেচনা করে থাকেন তাহলে আপানার নিজেকে দুটি সহজ প্রশ্ন করা প্রয়োজন যেঃএকটি (ফরেক্স) নতুন কর্মজীবন শুরু করতে ও সফল হওয়ার জন্য আমার আগ্রহ আছে? বাধা বিপত্তির মাধ্যমে সফলতার পথ পেতে আমার ধৈর্য আছে?উপরের প্রশ্নগুলোর উত্তর যদি আপনার না হয়, তাহলে আমি মনে করি যে ফরেক্স আপনার জন্য নয়। কারণ, ফরেক্স করার জন্য আপনার আগ্রহ, উপযুক্ত প্রশিক্ষণ, ধৈর্য ও সর্বশেষ অর্থের প্রয়োজন।
-
সফল ট্রেডার হওয়ার জন্য অামরা অবশ্যই অনুশীলন বেশী করে করার চেষ্টা করব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা বেশী করে এই মার্কেটে সময় দেব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা বেশী করে ফরেক্স মার্কেটে সময় দেওয়ার চেষ্টা করব ।
-
ফরেক্স-এ সফল হওয়া খুব সহজ কাজ নয়। একজন সফল ট্রেডার হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ফরেক্স সর্ম্পকে গভীর জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন ওয়েভ সাইট থেকে তথ্য সংগ্রহ করতে হবে। ইন্টারনেটে বিভিন্ন সাইট ও ব্লগার দেখতে হবে। তাছাড়া ডেমো একাউন্ট খুলে কমপক্ষে ৩-৪ মাস ট্রেড করতে হবে। যখন মনে হবে যে আপনি সফল তখন রিয়েল ট্রেডে নামতে পারেন। ফরেক্স শিখার কোন শেষ নেই এখানে সবচেয়ে বেশি কাজ করে অভিজ্ঞতা।
-
প্রথমে মার্কেট এর বেসিক বিষয় গুলো জানতে চেষ্টা করুন যেমন পিপসৃ কি, লিভারেজ কি, মার্জিন কি, স্টপ লস, টেক প্রফিট ইত্যাদি । এর পরের ধাপ বিভিন্ন ট্রেডিং সিস্টেম থেকে পছন্দ মতো একটি সিস্টেম বেছে নিন । এবং এটি দিয়ে কমপক্ষে ২৫ টি ট্রেড করুন । এর পরের ধাপ মানি ম্যানেজমেন্ট শিখুন এবং মানি ম্যানেজমেন্ট ব্যাবহার করে আরও ৭৫ টি ট্রেড করুন । এবারে আপনি মার্কেট এ বিনিয়োগ করে আয় করার জন্য প্রস্তুত ।
-
প্রথমে আপনাক ফরেক্স মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। আর সাথে সাথে পিপস, লিভারেজ, মার্জিন, লাভ, লস, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং ইমোশন ইত্যাদি বিষয়গুলো নিয়ে গবেষণা করতে হবে। আর পরের ধাপগুলোর থেকে আপনি আস্তে আস্তে ফরেক্স সম্পর্কে বিভিন্ন বিষয়ের সিস্টেমগুলো জানার চেষ্টা করতে হবে। তারপরে আপনি মার্কেট টাকা বিনিয়োগের জন্য প্রস্তুত হন।
-
ফরেক্স মাকেটে সফল হতে হলে আমি মনে করি ডেমো পারতিস করতে হবে | আমি মনে করি ফরেক্স মাকেটে যে যত বেশি ডেমো পারতিস করবে সে তত আয় করতে পারবে আর সে বেশি দক্ষতা অজন করতে পারবে | ফরেক্স মাকেটে সফল হবার জন্য দরকার ফরেক্স মাকেটে ধয্য ধারন করে ট্রেড করা |
-
সফল ট্রেডার হতে হলে যে কোন একটি ট্রেডিং স্ট্রেটিজি নিয়ে বিস্তারিত এবং অনেক দিন ধরে আমাদের ট্রেড করতে হবে। ডেমোতে প্র্যক্টিস করতে হবে। বার বার স্ট্রেটিজি পরিবর্তন করা যাবে না। আমরা ফরেক্স এ কিছু করতে পারি না আমাদের নিজেদের লোভ আর স্ট্রেটিজি পরিবর্তনের ফলে।
-
সফল ট্রেডার হতে হলে যে কোন একটি ট্রেডিং স্ট্রেটিজি নিয়ে বিস্তারিত এবং অনেক দিন ধরে আমাদের ট্রেড করতে হবে। ডেমোতে প্র্যক্টিস করতে হবে। বার বার স্ট্রেটিজি পরিবর্তন করা যাবে না। আমরা ফরেক্স এ কিছু করতে পারি না আমাদের নিজেদের লোভ আর স্ট্রেটিজি পরিবর্তনের ফলে।
-
সফল ট্রেডার হতে হলে আপনাকে একটি নির্দিষ্ট ট্রেডিং কৌশলে ট্রেড করার চিন্তা করতে হবে। এছাড়া আরও বিভিন্ন কৌশল সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। এবং উক্ত কৌশলগুলোর মাধ্যমে আপনাকে নিজেস্ব একটি কৌশল তৈরি করে ফরেক্স মার্কেটে ট্রেড করার চিন্তা করতে হবে। যেন আপনার ট্রেডিং কৌশলটি অন্যান্য ট্রেডারের চেয়ে আলাদা এবং গ্রহণযোগ্য হয় সেদিকে লক্ষ্য রেখে আপনাকে কার্যক্রম পরিচালনা করতে হবে। আর কোন ধরনের লোভ বা ধৈর্য্য হারা হয়ে ট্রেড করা চলবে না। তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হতে পারবেন।
-
ফরেক্স মার্কেট এ সবাই সফল হতে পারেনা কারন এখানে অনেক কষ্ট করে ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হয় আর আপনে যদি ফরেক্স মার্কেট এ নতুন হোন তাহলে আপনাকে আগে ফরেক্স বিজনেস সম্পর্কে অনেক পরিশ্রম করতে হবে ডেমোতে অনেক বেশি প্রাকটিস করতে হবে মার্কেট মুভমেন্ট বুঝতে হবে ধৈর্য সহকারে ট্রেড করতে হবে আর লোভ থেকে বিরত থাকতে হবে এই সকল জিনিস যদি আপনার বিতরে থাকে তাহলে আপনে সফল ট্রেডার হতে পারবেন বলে আমার মনে হয়।
-
সফল ট্রেডার হতে হলে আপনাকে নিয়মিত মার্কেট পর্যবেক্ষণ করতে হবে এবং ট্রেডিং কৌশলগুলো সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিভাবে নতুন নতুন কৌশল প্রয়োগ করে আপনার ট্রেডিং ক্ষমতা যত উন্নত করা যায় সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তবে এজন্য আপনাকে কিছু কিছু বিষয় মেনে চলতে হবে। যেমন লোভ করে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না, ধৈর্য্যসহকারে ট্রেড করতে হবে, বিভিন্ন ধরনের ট্রেডিং স্ট্যাজি ফলো করে নিজেই নিজের চেষ্টা ফরেক্স ট্রেডিং স্ট্যটেজি তৈরি করতে হবে এবং সেটা দিয়ে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন সক্ষম হতে হবে। তাহলে আপনি এক সময় ফরেক্স মার্কেটে সফলতা অর্জনে সক্ষম হতে পারবেন।
-
ভাই সফল ট্রেডার হতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, কাজ করতে হবে প্রচুর। জ্ঞান অর্জন করতে হবে এবং অনেক অভিজ্ঞতাও লাগবে এখানে ভাল ভাবে ট্রেড করতে হলে। সুতরাং আপনার করনীয় কাজ হল প্রথমত আপনি একটা সুন্দর স্ট্রাটিজি বানিয়ে সেই সিস্টেমের বেসিসে দুই থেকে তিন মাস কন্টিনিউ ট্রেড করেন, এবং দেখেন/অভজারবেশন করেন, যদি এভারেজে মাস শেষে প্রফিটের সংখ্যা বেশি হয়, তাহলে বুঝে নিবেন যে আপনার সিস্টেম কাজ করছে, আর এভাবেই আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন।
-
ফরেক্স সফল হতে হলে। একটি সিস্টেম কে বার বার ব্যবহার করতে হবে এবং মানিম্যানেজমেন্ট করা জানতে হবে, স্টপলস -টেকপ্রফিট ব্যবহার করতে হবে। এই সব কাজ গুলো যদি সঠিকভাবে ব্যবহার করে অাপনি ১০০টি ট্রেডএ ৬০/৭০টি ট্রেড লাভ করতে পারেন তাহলে মনে করতে পারেন যে আপনি লাভজনক ট্রেডিং এর পর্যায়ে আছেন। সুতরাং অভিজ্ঞতা অর্জন করা ছাড়া এখানে সফল হওয়া যাবে না। আর বেশী লোভ করা যাবে না। যদি বেশী পরিমানে টাকার দিকে লক্ষ্য করেন তাহলে ভাল ট্রেডার হতে পারবেন না।
-
অনেক বেশি কঠিন একটা প্রশ্ন। কেউ এর সঠিক উত্তর আপনাকে দিতে পারবে বলে মনে হয় না। এইটা আপনাকে ই খুজে বের করতে হবে কি করে আপনি সফল হবেন বা এই মার্কেট কে আপনার বশে আনবেন। আমি মনে করি এখানে সফল হতে হলে আপনাকে যার পর নাই ধৈর্য শীল হতেই হবে। এবং একই সাথে অনেক বেশি ধূর্ত হতে হবে।
-
প্রিয় বন্ধু আমার মতে ফরেক্স মার্কেটে সফলতার কোন সহজ ওয়ে নাই আবার সফল হবার জন্য আপনার জানারও কোন শেষ নাই সুতরাং আপনাকে সংক্ষেপে পরামর্শ দেবার মত সুযোগ কম তবে আপনি একজন দক্ষ ট্রেডারের কিছু কৌশল শিখুন এবং তা ডেমো ট্রেডে এপ্লাই করে আয়ত্ব করার চেষ্টা করুন এবং সর্বপরি যিা শিখবেন তা ভালকরে শিখেন এবং তা মান্য করবেন।
-
ফরেক্স মার্কেটে সফল হওয়াটা আমার মতে অনেক কঠিন কাজ । মার্কেটে সফল হতে হলে আপনাকে প্রথমে মার্কেট সম্পর্কে ভালভাবে জানতে হবে । এ মার্কেটে শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই লস করে থাকে । মার্কেট থেকে নিয়মিত আয় করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে । একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ।
-
āĻŦā§āϝāĻā§āϤāĻŋāĻāϤāĻāĻžāĻŦā§ āĻāĻŽāĻŋ āĻŦāϞāĻŦā§ āĻĢāϰā§āĻā§āϏ āĻŽāĻžāϰā§āĻā§āĻā§ āϏāĻĢāϞ āĻā§āϰā§āĻĄāĻžāϰ āĻšāϤ⧠āĻāĻžāĻāϞ⧠āĻĢāϰā§āĻā§āϏ āĻŽāĻžāϰā§āĻā§āĻā§āϰ āĻā§āϰā§āĻĄāĻŋāĻ āĻāϰ⧠āĻĒā§āϰāĻĢāĻŋāĻ āĻāϰāĻžāϰ āĻāϞāĻžāĻā§āĻļāϞ āĻāĻžāϞ āĻāĻžāĻŦā§ āĻļāĻŋāĻā§ āύāĻŋāϤ⧠āĻšāĻŦā§ āϝāĻžāϤ⧠āĻĢāϰā§āĻā§āϏ āĻŽāĻžāϰā§āĻā§āĻ āĻšāϤ⧠āĻāĻžāϞ āĻāύāĻāĻžāĻŽ āĻāϰāĻž āϝāĻžāϝāĻŧ,āϤāĻžāĻ āĻā§āϰā§āĻĄāĻŋāĻ āĻāϰāĻžāϰ āϏāĻŽāϝāĻŧ āĻŽāĻžāĻĨāĻž āĻ āĻžāύā§āĻĄāĻž āϰāĻžāĻāϤ⧠āĻšāĻŦā§ āĻŦā§āĻļāĻŋ āĻāĻžāĻĒ āύā§āĻāϝāĻŧāĻž āϝāĻžāĻŦā§āύāĻž,āĻā§āϰā§āĻĄāĻŋāĻ āĻāϰāĻžāϰ āϏāĻŽāϝāĻŧ āϏā§āĻāĻĒ āϞāϏ āĻāϰ āĻā§āĻ āĻĒā§āϰāĻĢāĻŋāĻ āĻŦā§āϝāĻžāĻŦāĻšāĻžāϰ āĻāϰāϤ⧠āĻšāĻŦā§,āϝāĻžāϤ⧠āĻŽāĻžāϰā§āĻā§āĻā§ āϏāĻĢāϞ āĻā§āϰā§āĻĄāĻžāϰ āĻšāĻāϝāĻŧāĻž āϝāĻžāϝāĻŧāĨ¤
-
āĻāώā§āĻ āĻāϰāϞ⧠āĻā§āώā§āĻ āĻĒāĻžāĻā§āĻž āϝāĻžā§ āĻāĻ āĻĒā§āϰāĻŦāĻžāĻĻ āĻŦāĻžāĻā§āϝā§āϰ āϏāĻžāĻĨā§ āĻāĻŽāϰāĻž āϏāĻāϞā§āĻ āĻāĻŽ āĻŦā§āĻļāĻŋ āĻĒāϰāĻŋāĻāĻŋāϤ āĻ āĻŋāĻ āϤā§āĻŽāύāĻŋ āĻĢāϰā§āĻā§āϏ āĻā§āϰā§āĻĄāĻŋāĻā§ā§ āύāĻŋāĻā§āĻā§ āĻĻāĻā§āώ āĻāϰ⧠āĻā§ā§ āϤā§āϞāϤ⧠āĻšāϞ⧠āĻĢāϰā§āĻā§āϏ āĻā§āϰā§āĻĄāĻŋāĻ āϏāĻŽā§āĻĒāϰā§āĻāĻŋāϤ āĻĻāĻā§āώāϤāĻž,āĻ
āĻāĻŋāĻā§āĻāϤāĻž āĻāĻŦāĻ āĻ
āύā§āĻļā§āϞāύ āĻā§āĻāĻžāύā§āϰ āĻā§āύ āĻŦāĻŋāĻāϞā§āĻĒ āύā§āĻāĨ¤āĻāϰ āĻĢāϰā§āĻā§āϏ āĻŽāĻžāϰā§āĻā§āĻā§ āϏāĻĢāϞāϤāĻžāϰ āĻĻā§āĻāĻž āϏā§āĻ āĻĒāĻžāĻŦā§ āϝāĻžāϰ āĻŽāϧā§āϝ⧠āĻāϞā§āϞā§āĻāĻŋāϤ āĻŦāĻŋāώā§āĻā§āϞ⧠āĻŦāĻŋāĻĻā§āϝāĻŽāĻžāύ āϰā§ā§āĻā§āĨ¤
-
āĻĢāϰā§āĻā§āϏ āĻŽāĻžāϰā§āĻā§āĻā§ āĻāĻĒāύāĻŋ āϝāĻĻāĻŋ āϏāĻĢāϞ āĻā§āϰā§āĻĄāĻžāϰ āĻšāϤ⧠āĻāĻžāύ āϤāĻŦā§ āĻāĻĒāύāĻŋ āĻĢāϰā§āĻā§āϏ āĻŽāĻžāϰā§āĻā§āĻ āϏāĻŽā§āĻĒāϰā§āĻā§ āĻ
āύā§āĻ āĻŦā§āĻļāĻŋ āĻĒā§āĻžāĻļā§āύāĻž āĻāϰā§āĻ āϤāĻŦā§ āĻāĻĒāύāĻŋ āϏāĻĢāϞ āĻšāϤ⧠āĻĒāĻžāϰāĻŦā§āύāĨ¤ āĻāĻžāϰāύ āĻĢāϰā§āĻā§āϏ āĻŽāĻžāϰā§āĻā§āĻā§ āϝāĻžāϰāĻž āύāϤā§āύ āĻĒā§āϰāĻŦā§āĻļ āĻāϰ⧠āϤāĻžāϰāĻž āĻŽāύ⧠āĻāϰ⧠āĻŦāĻžāĻ āϏā§āϞ āĻĻāĻŋāϞā§āĻ āϞāĻžāĻ āĻšā§ āĻāĻŋāύā§āϤ⧠āϤāĻž āύā§āĨ¤ āĻĢāϰā§āĻā§āϏ āĻŽāĻžāϰā§āĻā§āĻā§ āĻā§āϰā§āĻĄ āĻāϰāĻžāĻāĻž āĻā§āĻŦ āĻāĻāĻŋāύ āĻŦāϞ⧠āĻŽāύ⧠āĻāϰāĻŋāĨ¤
-
āĻĢāϰā§āĻā§āϏ āĻ āϏāĻĢāϞ āĻā§āϰā§āĻĄāĻāϰ āĻšāϤ⧠āĻšāϞ⧠āĻāĻāĻāύ āĻā§āϰā§āĻĄāĻāϰāĻā§ āĻ
āύā§āĻ āϏāĻŽā§ āĻĒāϰāĻŋāĻļā§āϰāĻŽ āĻ āϧā§āϰā§āϝ āĻĻāĻŋā§ā§ āĻāĻžāĻ āĻāϰāϤ⧠āĻšā§āĨ¤ āĻāĻāĻāύ āĻā§āϰā§āĻĄāĻāϰ āϝāĻĻāĻŋ āĻĢāϰā§āĻā§āϏ āϏāĻŦ āύāĻŋā§āĻŽ āĻŽā§āύ⧠āĻā§āϰā§āĻĄ āĻāϰ⧠āĻāĻŦāĻ āĻāĻŽ āϞāĻžāĻā§āϰ āĻāĻļāĻžā§ āϝāĻĻāĻŋ āĻā§āϰā§āĻĄ āĻāϰ⧠āϤāĻžāĻšāϞ⧠āĻā§āĻŦ āϏāĻšāĻā§āĻ āĻĢāϰā§āĻā§āϏ āϏāĻĢāϞ āĻā§āϰā§āĻĄāĻāϰ āĻšāĻā§āĻž āϝāĻžā§āĨ¤
-
āĻĢāϰā§āĻā§āϏ āĻŽāĻžāϰā§āĻā§āĻā§ āϏāĻĢāϞ āĻšāĻā§āĻžāĻāĻž āĻāĻŽāĻžāϰ āĻŽāϤ⧠āĻ
āύā§āĻ āĻāĻ āĻŋāύ āĻāĻžāĻ āĨ¤ āĻŽāĻžāϰā§āĻā§āĻā§ āϏāĻĢāϞ āĻšāϤ⧠āĻšāϞ⧠āĻāĻĒāύāĻžāĻā§ āĻĒā§āϰāĻĨāĻŽā§ āĻŽāĻžāϰā§āĻā§āĻ āϏāĻŽā§āĻĒāϰā§āĻā§ āĻāĻžāϞāĻāĻžāĻŦā§ āĻāĻžāύāϤ⧠āĻšāĻŦā§ āĨ¤ āĻ āĻŽāĻžāϰā§āĻā§āĻā§ āĻļāϤāĻāϰāĻž āĻĒā§āϰāĻžā§ ā§¯ā§Ģ āĻāύ āĻā§āϰā§āĻĄāĻžāϰāĻ āϞāϏ āĻāϰ⧠āĻĨāĻžāĻā§ āĨ¤ āĻŽāĻžāϰā§āĻā§āĻ āĻĨā§āĻā§ āύāĻŋā§āĻŽāĻŋāϤ āĻā§ āĻāϰāϤ⧠āĻšāϞ⧠āĻāĻĒāύāĻžāĻā§ āĻāĻ ā§āϰ āĻĒāϰāĻŋāĻļā§āϰāĻŽ āĻāϰāϤ⧠āĻšāĻŦā§ āĨ¤ āĻāĻāĻāύ āĻāĻžāϞ āĻā§āϰā§āĻĄāĻžāϰ āĻšāϤ⧠āĻšāϞ⧠āĻāĻĒāύāĻžāĻā§ āĻāĻžāϞāĻāĻžāĻŦā§ āĻŽāĻžāϰā§āĻā§āĻ āĻā§āϝāύāĻžāϞāĻžāĻāϏāĻŋāϏ āĻāϰāĻž āĻļāĻŋāĻāϤ⧠āĻšāĻŦā§ āĨ¤ āϤāĻžāĻāĻžā§āĻž āĻŽāĻžāύāĻŋ āĻŽā§āϝāĻžāύā§āĻāĻŽā§āύā§āĻ āĻ
āϤā§āϝāĻžāύā§āϤ āĻā§āϰā§āϤā§āĻŦāĻĒā§āϰā§āĻŖ āĻāĻāĻāĻŋ āĻŦāĻŋāώ⧠āĨ¤