-
বাংলাদেশ ফরেক্স ফোরামে করার জন্য অবশ্যই আপনি একটি মোবাইলে একটি এ্যাকাউন্টটি করবেন । কেননা একের অধিক এ্যাকাউন্ট করতে গেলে আপনার এ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে । সুতরাং চিন্তাযুক্ত হয়ে কোন কাজ করার ঠিক নয় তাহলেই সমস্যায় পড়তে হয় ।তাই একটি একাউন্ট এ ভালোভাবে পোস্ট করুণ।আপনি যদি বেসি একাউন্ট ব্যাবহার করতে চান তাহলে আপনি আলাদা আলাদা ডিভাইস থেকে ব্যাবহার করতে পারবেন।
-
অবশ্যই একটার বেশী একাউন্ট করবেন না কেউ। যদি কেউ এক এর অধিক একাউন্ট করে ট্রেড করার চিন্তা করেন তাহলে ভাই কখনও প্রফিট তুলতে পারবেন না। আপনি ডিসকোয়ালিফাইড হবেন। তাই একটি ফোরামের সাথে একটি ট্রেডিং একাউন্ট সংযুক্ত থাকতে হবে এবং একই সাথে একটি একাউন্টে ট্রেড করতে পারবেন এবং প্রফিট উত্তোলন করতে পারবেন। একাধিক একাউন্ট পেলেই আপনার একাউন্ট বন্ধ করে দেওয়া হবে আপনি ট্রেডও করতে পারবেন না এবং আপনি উইথড্র করতে পারবেন না। তাই সবাই সাবধান এই বিষয়ে। আরও পরিস্কারভাবে বোঝার জন্য ফোরামের নিয়মাবলী গুলো পড়ে নিন।
-
একের অধিক একাউন্ট ব্যবহার না করাই ভালো বলে আমার মনে হয়।তাতে ঝামেলাও হয় আর সময় দেওয়াও যায়না।আর ফরেক্স একের বেশী একাউন্ট ব্যবহার করা যায় না বলে আমি জানি।তবে আর কেউ অন্যকিছু জানলে বলবেন আশা করি।
-
আমি মনে করি একসাথে সকল খাবার খাওয়ার দরকার কি। একসাথে খেতে গেলেত গলায় আটকে যাবে। তাই আস্তে আস্তে খান, খেয়েও তৃপ্তি পাবেন।
আপনি অনেক গুলো একাউন্ট খুলতে পারেন তাতে যদি একবার ধরা পরেন তাহলে আপনার সকল একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তাই একটি একটি করে খুলতে পারেন। আপনার সময়, টেনশন সব কিছু থেকে রক্ষা পাবেন।
-
প্রশ্নকর্তাকে তার এই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য অশেষ অশেষ ধন্যবাদ একজন ফোরাম মেম্বার এই ফোরামে অর্থাৎ বাংলাদেশ ফরেক্স ফোরাম এ একটা মোবাইল ফোন থেকে কেবলমাত্র একটা ফোরাম একাউন্টই চালাতে পারবেন। এ ব্যাপারে ফোরাম নীতিমালায় স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে যদি কোনো ফোরাম মেম্বার একটা মোবাইল ডিভাইস ব্যবহার করে একের অধিক ফোরাম অ্যাকাউন্ট পরিচালনা করে তবে তা ফোরামের মডারেটর দ্বারাদৃষ্টিগোচর হবে অর্থাৎ ফোরাম কর্তৃপক্ষ খুব সহজেই আইপির মাধ্যমে এটা বুঝতে পারবে যে একজন মেম্বার একের অধিক ফোরাম একাউন্টে একটি ডিভাইস ব্যবহার করে কাজ করছেএবং এর শাস্তি স্বরূপ অর্থ কোরআন মেম্বারের ফোরাম একাউন্ট গুলো ব্যান্ড করে দেওয়া হবে বা বন্ধ করে দেওয়া হবে। ফলে যারা এমন কি করার ব্যাপারে ভাবছেন তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে এবং এমন ফোরাম নীতিমালা বিরোধী কার্যক্রম থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে।
-
ফরেক্স ফোরাম কমিউনিটি হচ্ছে আপনাকে ফরেক্স শিখানোর জন্য. এটা কোনো আয়ের উৎস নয় যে আপনি স্প্যামিং করে অনেক টাকা যায় করে ফেলবেন. তাই এখানে একটা একাউন্ট এ থাকা উচিত এবং সেই একাউন্ট এ ঠিক মতো ব্যবহার করলে অতি শীগ্র আপনি অনেক ভালো ট্রেডের হয়ে যেতে পারবেন. একটির বেশি ফোরাম একাউন্ট আপনার ব্লক হওয়ার একটি কারণ হতে পারে
-
আমরা জানি ফোরামে একের অধিক একাউন্ট করা যায় না । একের অধিক একাউন্ট ব্যান করা হতে পারে । নিয়ম গুলো পড়লে জানতে পারবেন । ফোরাম পোস্ট করা যদিও কিছুটা কষ্টকর তবে তা থেকে বোনাস লাভের জন্য আমাদের সবার নিকট সমানভাবে জনপ্রিয় হল এই ফোরাম । কারণ এখানে শুধু বোনাস নয় বরং অনেক কিছুই শিখা যায় এবং এসব শিক্ষণীয় জিনিস ট্রেডারকে জ্ঞানী হতে সাহায্য করে ।
-
একটা মোবাইলে আমি যতদুর জানি একটা একাউন্ট ই করা যায়।একের অধিক একাউন্ট যদি আপনি মোবাইল কিংবা কম্পিউটার দিতে চালাতে যান এই তথ্য স্বয়ংক্রিয়ভাবে মডারেটর এর কাছে চলে যাবে।এক্ষেত্রে আপনার একাউন্টটি ব্যান্ড হয়ে যেতে পারে।আপনি যদি একটা একাউন্ট খুলে নিয়মিত ঐ একাউন্টে কাজ করেন তবেবআমার মনে হয় আপনি অনেক ভাল প্রফিট করতে পারবেন।তাহলে খামাখা কেন ঝামেলাই যাবেন।একটা একাউন্ট খুলে নিয়মিত একটিভ থাকুন অনেক ভাল প্রফিট করতে পারবেন।
-
একটি মোবাইল দিয়া একটি একাউন্ট করা যাবে. ফোরাম যদি বুজতে পারে আপনি একাধিক একাউন্ট খুলেছেন তাইলে আপনার একাউন্ট ব্লক করে দিবে. আর আপনি একাধিক একাউন্ট খুললেও বোনাস একটি একাউন্ট থেকে পাবেন. এটা ফোরাম একটি নিয়ম।
-
একটি ফোরাম একাউন্ট ব্যাবহার করতে পারবেন একটি ডিভাইস থেকে। এর থেকে বেসি যদি একই ডিভাইস থেকে ব্যাবহার করা হয় তাহলে সব একাউন্ট হারাতে হবে ।তাই একটি একাউন্ট এ ভালোভাবে পোস্ট করুণ।আপনি যদি বেসি একাউন্ট ব্যাবহার করতে চান তাহলে অালাদা অালাদা ডিভাইস ইউজ করতে হবে।
-
আমার জানা মতে একটা মোবাইল একটা ডিভাইস দিয়ে আপনি একটাই একাউন্ট করতে পাবেন,এক টার অধিক একাউন্ট থাকলে আপনার একাউন্ট ব্লক হয়ে যেতে পারে,তাই একের অধিক একাউন্ট না খুলে একটা একাউন্ট এ কাজ করুন তাহলে একাউন্ট বাদ হবার চিন্তা থাকবেনা।
-
আমার মনে হয় একটা মোবাইলে ফোরামের একটাই এ্যাকাউন্ট করা যাবে। একাধিক হলে ব্লক করে দিতে পারে । এব্যাপারে আপনি ফোরামের সদস্য হওয়া এবং বোনাস পাওয়ার নিয়ম কানুনগুলো বা পলিসিগুলো ভালোভাবে দেখে নিতে পারেন তাহলেই ক্লিয়ার হতে পারবেন।
-
আমার ও জানা দরকার যে একটি লেপটপে বা মোবাইলে ফোরামের একাধিকা এ্যাকাউন্ট পরিচালনা করা যায় কিনা ? সিনিয়র ভাইয়েরা জানালে উপকৃত হতাম।
-
আমার একটা মোবাইল এ একাটাই ফোরাম পোস্ট এর একাউন্ট,একটা ডিভাইস দিয়ে একটা একাউন্ট ব্যবহার করা উচিত,একাধিক একাউন্ট থাকলে আপনার একাউন্ট বাতিল হয়ে যেতে পারে,তাই ফোরাম এর রুল অনুযায়ী একটা মোবাইল দিয়ে একটা একাউন্ট ইউজ করুন।
-
একটি মোবাইল বাটন সেট এ কয়টি ফরেক্স একাউন্ট ব্যবহার করা যায় এটা নিয়ে অনেক রকম মনোমালিন্য হয়েছে।
আপনার একটি হ্যান্ডসেট বা মোবাইল ডিভাইসটিতে আপনি মাত্র একটি ফরেক্স একাউন্ট ব্যবহার করতে পারবেন একাধিক করলে আপনার একাউন্ট বিপদের সম্মুখীন হবে অথবা আপনার অ্যাকাউন্ট ব্লক করার সম্ভাবনা থাকে। সুতরাং এটা স্পষ্ট ভাবে আমরা বলতে পারি একটি মোবাইল ফোনে ফরেক্স একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে একাধিক করা সম্ভব নয়।
-
একটা মোবাইল বা যে কোন একটা ডিভাইস থেকে সর্বোচ্চ একটা ফোরাম একাউন্ট চালানো যাবে। কেননা একটা মোবাইল থেকে একের অধিক একাউন্ট চালালে একাউন্ট ব্লক করে দিবে।
তাই একটা ফোন থেকে একের অধিক ফোরাম একাউন্ট না চালানো উত্তম। তা নাহলে আপনার অ্যাকাউন্ট যদি বন্ধ করে দেয় তাহলে আপনার সকল পরিশ্রম বৃথা যাবে।
-
আমি মন করি মোবাইলে একটা ফোরাম একাউন্ট করা যায় এর চেয়ে বেশি করবেন তাহলে আপনার একাউন্ট ব্লক করে দিবে। আমি ফোরাম একাউন্ট বেশি না একটা দিয়ে আমাদের কাজ করলে হয়ে যায়। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ফোরামে কাজ কর ফরেক্স শিখতে হবে।
-
ব্যাপারটা জানার দরকার ছিল জেনে গেলাম ধন্যবাদ আপনাদের ইদানিং আমারও এ প্রশ্ন মাথায় ঘুরতে ছিল যে একের অধিক একাউন্ট ফোরাম সাপোট করে কিনা
-
মোবাইলে একটা ফোরাম একাউন্ট করা যায় এর চেয়ে বেশি করবেন তাহলে আপনার একাউন্ট ব্লক করে দিবে। আমি ফোরাম একাউন্ট বেশি না একটা দিয়ে আমাদের কাজ করলে হয়ে যায়। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ফোরামে কাজ কর ফরেক্স শিখতে হবে।
-
আমি মন করি মোবাইলে একটা ফোরাম একাউন্ট করা যায় এর চেয়ে বেশি করবেন তাহলে আপনার একাউন্ট ব্লক করে দিবে। আমি ফোরাম একাউন্ট বেশি না একটা দিয়ে আমাদের কাজ করলে হয়ে যায়। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ফোরামে কাজ কর ফরেক্স শিখতে হবে।
-
একই মোবাইল ফোনে একটা ফোরাম একাউন্ট ব্যবহার করা উচিত। ফোরাম একাউন্টের আইপিটাকে কে খুব গুরুত্ব সহকারে দেখা হয়। একই আইপির মাধ্যমে যদি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে। কারণ একই আইপির মাধ্যমে একাধিক ফোরাম একাউন্ট ব্যবহার করার পারমিশন নেই। এই ক্ষেত্রে সকলের সচেতনতা অবলম্বন করা উচিত। সফল হতে হলে কেবল একটা অ্যাকাউন্টের মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব। তাই ফোরাম একাউন্ট একটাই ব্যবহার করুন এবং ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করুন। অবশ্যই সফলতা আসবে।
-
ভাই সৎ থাকার চেষ্টা করেন । ইন্সতা ফরেক্স আমাদের জন্য যে অফারটা দিয়েছে সেটা কিন্তু অনেক বড় একটা সুযোগ । কারণ ফরেক্স এ বিনিয়োগ ছাড়া ট্রেড করা যায় না । আর ইন্সতাফরেক্স আমাদের জন্য এই ফোরাম দিয়েছে আমাদের ফরেক্স সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করার এবং সবার সাথে শেয়ার করবার এবং সবথেকে বড় সুযোগ যেটা সেটা হল ফোরাম থেকে জমাকৃত অর্থ দিয়ে আমরা রিয়েল ট্রেড করতে পারি । ইন্সতাফরেক্স এর নির্দেশনা অনুযায়ী এক মোবাইল থেকে শুধু মাত্র একটাই অ্যাকাউন্ট করা যাবে , অযথা বেশি করে নিজের বিপদ বাড়াবেন না । বিষয়টা ইন্সতাফরেক্স টিম ধরলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে ।
-
এক মোবাইলে একের অধিক ফোরাম একাউন্ট করা কখনোই ঠিক হবে না এতে করে অতিরিক্ত লাভের আশায় আপনি কিছুই নাও পেতে পারেন । কারন ফোরাম একই ডিভাইসে ডাবলব একাউন্টের জন্য ডাবল বোনাস দিবে না আর দিলেও পরবর্তীতে ইনস্টাফরেক্স কর্তৃক আপনার একাউন্ট ব্যান হয়ে যেতে পারে।
-
এক মোবাইলে একের অধিক একাউন্ট করাটা আমার কাছে যুক্তিসঙ্গত বলে মনে হয়না এক্ষেত্রে আপনার একাউন্ট ঝুকিতে পরে যেতে পারে। কারন ফোরামের রুলস অনুযায়ী একই আইপি এড্রেস ব্যাবহার করে অধিক একাউন্ট ব্যাবহার করা বোনাস শিকারী হিসেবে গন্য হবে এতে করে একাউন্ট ব্যান করে দিতে পারে। আর ফোরাম কর্তৃক ব্যান না করলেও ইনস্টাফরেক্স কর্তৃক যেকোন সময় একাউন্ট ব্লক করে দিতে পারে।
-
এক মোবাইলে শুধুমাত্র একটি ফোরাম একাউন্ট ব্যবহার করা যাবে। শুধু মোবাইল নয় একটি ল্যাপটপ বা কম্পিউটারে ও শুধুমাত্র একটি ফোরাম অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। একটির অধিক ফোরাম একাউন্ট ব্যবহার করা হলে সবগুলো অ্যাকাউন্টই ব্যান করে দেওয়া হবে। এমনকি একটি ওয়াইফাই দিয়ে একটি ফোরাম অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। কারণ প্রতিটি ওয়াইফাই এর একটি আইপি অ্যাড্রেস থাকে। তাই ওয়াইফাই এ একাধিক ফোরাম একাউন্ট ব্যবহার করলে সে ক্ষেত্রে একই আইপি অ্যাড্রেস এক হয়ে যায়। একারণেও ফোরাম একাউন্ট ব্যান করে দেয়া হতে পারে। শুধু ফোরাম অ্যাকাউন্ট নয় ইন্সটাফরেক্সের বোনাস ট্রেডিং একাউন্টও এক ডিভাইসে একের অধিক ব্যবহার করা যাবে না। তাহলে আমার মত দুইটা বোনাস একাউন্ট একসাথে ব্যান করে দেওয়া হবে। উল্লেখ্য যে গত মাসে ইন্সটাফরেক্সের এন্টি ফ্রড কতৃপক্ষ আমার দুইটা বোনাস একাউন্ট একসাথে ব্লক করে দিয়েছে। সুতরাং সবাই সাবধানে ফোরাম একাউন্ট এবং ট্রেডিং একাউন্ট ব্যবহার করবেন।
-
মি মনে করি আপনার বিশ্বাসের সাথে কাজ করা উচিত who যে কেউ নিজের উপর বিশ্বাস রাখে সে খুব শীঘ্রই এই ব্যবসায় সাফল্য পাবে। আমি মনে করি আপনার নিজের উপর বিশ্বাস স্থাপন করারও চেষ্টা করা উচিত যে আপনি এতে সফল হবেন। Acts সত্যই তারা এই ব্যবসা আপনি কি মনে করেন এছাড়া কাজ করা উচিত সফল হওয়া আবশ্যক
-
ফোরামের রুলস অনুযায়ী একটি আইপি তে একটা একাউন্ট করা যাবে।একাধিক একাউন্ট করলে ফোরাম আপনার একাউন্ট ব্যান্ড করে দিবে।তাই এই বিষয়টি আমাদের সকলের জানা উচিত।আমরা বেশি বোনাসের আশায় ২/৩ একাউন্ট করি আর ভাবি যে আমাদের বোনাস বেশি হবে এবং আমি বেশি লাভ করতে পারবো।আচ্ছা একটা কথা কি আমাদের মাথায় আসেনা যে একাউন্ট যদি ব্লক হয়ে যায় তাহলে আম মার্কেটে কাজ করবো কি করে? তাই অতিরিক্ত লোভ না করে ভাল মানের পোষ্ট করুন দেখবেন ৩ টা একাউন্ট লাগবেনা একটা একাউন্ট আপনার অনেক অনেক বেশি বোনাস পাবেন।
-
আমার জানা নেই যে একটি মোবাইল থেকে কয়টি ফোরামের অ্যাকাউন্ট খুলা যায়।আমি অনেকের কমেন্ট দেখলাম তাতে কারো কমেন্টের মধ্য থেকে কোন উওর পেলাম না।সবাই শুুধুু মন গড়া কমেন্টের করে এটা ঠিক না।
-
আমার জানা মতে এক মোবাইল দিয়ে একটার বেশি একাউন্ট খুলা যায় না।আর যদি আপনি এক মোবাইলদিয়ে একাধিক একাউন্ট খুলেন তাহলে আপনার একাউন্ট ব্লককরে দিবে। তাই একটা মোবাইল দিয়ে একটার বেশি একাউন্ট খুলা ঠিক নয়।..... ধন্যবাদ।
-
এক মোবাইলে একটা ফোরাম একাউন্ট করা যায়। এর বেশি করলে একাউন্ট ব্লক হয়।কারণ কিছু নিদিষ্ট নিময় দেয়া আছে ফোরাম এ। যারা একাউন্ট খুলছে এ বিষয়ে তাদের জানা আছে অনেকটা।
-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তাই আমার এই বিষয়ে কোনো প্রকার ধারনা নাই । তবে আমি শুনেছি যে,, একটা মোবাইলে একটা মাত্র একাউন্ট চালানো যায় । আর যদি একটা মোবাইলে একের অধিক একাউন্ট চালনা করা যায় এই বিষয়টা কারো জানা থাকে তাহলে অবশ্যই পোস্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন । তাতে করে সবাই জানতে টারবে এবং বুঝতে পারবে,,,, ধন্যবাদ ।
-
আমাদের মোবাইলে একই ফোরাম রয়েছে অ্যাকাউন্ট যাতে আমাদের এই ফোরামে কাজ করা প্রয়োজন এবং ইন্সটাফরেক্সের বিধিগুলির বিধি যখনই আমরা এতে কাজ করি। এবং আরও লাভ করতে সক্ষম হবেন একটি মোবাইলে
-
একটি মোবাইলে একটির বেশী ফোরাম একাউন্ট করা যায় না।আর যদি কেউ বেশী চালাকি করে একের অধিক একাউন্ট চালানোর চেষ্টা করে। তবে তার সব একাউন্ট ফরেক্স অফিস থেকে যে কোন সময় একাউন্ট ব্লক করে দিতে পারে।তাই একটি মোবাইল থেকে একটি একাউন্ট কারায় ভাল।
-
আমার জানা মতে একটা মোবাইল একটা ডিভাইস দিয়ে আপনি একটাই একাউন্ট করতে পাবেন,এক টার অধিক একাউন্ট থাকলে আপনার একাউন্ট ব্লক হয়ে যেতে পারে,তাই একের অধিক একাউন্ট না খুলে একটা একাউন্ট এ কাজ করুন তাহলে একাউন্ট বাদ হবার চিন্তা থাকবেনা।
-
অবশ্যই একটার বেশী একাউন্ট করবেন না কেউ। যদি কেউ এক এর অধিক একাউন্ট করে ট্রেড করার চিন্তা করেন তাহলে ভাই কখনও প্রফিট তুলতে পারবেন না। আপনি ডিসকোয়ালিফাইড হবেন। তাই একটি ফোরামের সাথে একটি ট্রেডিং একাউন্ট সংযুক্ত থাকতে হবে এবং একই সাথে একটি একাউন্টে ট্রেড করতে পারবেন এবং প্রফিট উত্তোলন করতে পারবেন। একাধিক একাউন্ট পেলেই আপনার একাউন্ট বন্ধ করে দেওয়া হবে আপনি ট্রেডও করতে পারবেন না এবং আপনি উইথড্র করতে পারবেন না। তাই সবাই সাবধান এই বিষয়ে।
-
ফরেক্স সম্পর্কে আমি যত দূর জানি তার থেকে বলতে পারি প্রত্যেক ডিভাইসের জন্য একটা করে একাউন্ট ব্যবহার করতে পারবেন। যদি এক ডিভাইসে একাধিক একাউন্ট ব্যবহার করেন তাহলে আপনাকে ব্লক করে দেবে। প্রত্যেকটি ডিভাইসে আলাদা আলাদা আইপি এড্রেস থাকে যা দ্বারা একটি ডিভাইসকে অন্য একটি থেকে পৃথক করা যায়। তাই এক আইপি এড্রেস দিয়ে একাধিক একাউন্ট ব্যবহার করলে আপনি ধরা পড়ে যাবেন এবং ব্লক খাবেন।
-
একটা মোবাইল বা একটিমাত্র ডিভাইস দিয়ে আপনি ফোরামে একের অধিক একাউন্ট ওপেন করতে পারবেন না। পারবেন না এ কারণেই বললাম আপনি যদি একের অধিক অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনার দুটো একাউন্টটি বন্ধ হয়ে যাবে। তাই আপনাকে ফোরামের বোনাস দিয়ে ট্রেডিং করতে চাইলে যেকোনো ডিভাইসেই একটির বেশি একাউন্ট করা থেকে বিরত থাকতে হবে।তবে আপনি যদি নিজের পকেট থেকে ডিপোজিট করতে চান তাহলে ফোরামের অ্যাকাউন্টের পাশাপাশি ডিপোজিট একাউন্ট করতে পারবেন তখন একটি ডিভাইস দিয়ে একের অধিক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।
-
ফোরাম করার জন্য অবশ্যই আপনি একটি মোবাইলে একটি এ্যাকাউন্টটি করবেন । কেননা একের অধিক এ্যাকাউন্ট করতে গেলে আপনার এ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে । সুতরাং চিন্তাযুক্ত হয়ে কোন কাজ করার ঠিক নয় তাহলেই সমস্যায় পড়তে হয় ।
-
ফোরাম নীতিমালায় স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে যদি কোনো ফোরাম মেম্বার একটা মোবাইল ডিভাইস ব্যবহার করে একের অধিক ফোরাম অ্যাকাউন্ট পরিচালনা করে, তবে তা ফোরামের মডারেটর দ্বারা দৃষ্টিগোচর হবে অর্থাৎ ফোরাম কর্তৃপক্ষ খুব সহজেই আইপির মাধ্যমে এটা বুঝতে পারবে যে একজন মেম্বার একের অধিক ফোরাম একাউন্টে একটি ডিভাইস ব্যবহার করে কাজ করছে । এর শাস্তি স্বরূপ অর্থ কোরআন মেম্বারের ফোরাম একাউন্ট গুলো ব্যান্ড করে দেওয়া হবে ।
-
ফোরামে একের অধিক একাউন্ট করা যায় না । একের অধিক একাউন্ট ব্যান করা হতে পারে । নিয়ম গুলো পড়লে জানতে পারবেন । ফোরাম পোস্ট করা যদিও কিছুটা কষ্টকর তবে তা থেকে বোনাস লাভের জন্য আমাদের সবার নিকট সমানভাবে জনপ্রিয় হল এই ফোরাম । ইন্সতাফরেক্স আমাদের জন্য এই ফোরাম দিয়েছে আমাদের ফরেক্স সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করার এবং সবার সাথে শেয়ার করবার এবং সবথেকে বড় সুযোগ যেটা সেটা হল ফোরাম থেকে জমাকৃত অর্থ দিয়ে আমরা রিয়েল ট্রেড করতে পারি ।