ফরেক্স এমন একটা ব্যবসা যার কোন নির্দিষ্ট টাইম নেই আপনি যখন ইচ্ছা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন এর জন্য দরকার ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো জ্ঞান আর কিছু না আপনার যদি সন্ধ্যার সময় টাইম হয় তো আপনি ওই সময় ফরেক্স মার্কেট ত্রেড করবেন
Printable View
ফরেক্স এমন একটা ব্যবসা যার কোন নির্দিষ্ট টাইম নেই আপনি যখন ইচ্ছা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন এর জন্য দরকার ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো জ্ঞান আর কিছু না আপনার যদি সন্ধ্যার সময় টাইম হয় তো আপনি ওই সময় ফরেক্স মার্কেট ত্রেড করবেন
ভাল ট্রেডার হতে হলে আমাদের সব সময় এই বাসবা থেকে শিখা নিতে হবে। আমরা জপদি মন দিএ এই বাবসা শিক্তে পারি আমাদের অবশ্যই লাভ হবে। আমার মনে হয় সব রকম টাইম ফ্রেম আমাদের জন্য খুব গুরুত্ত পূর্ণ যদি আমরা ভাল টাকা আয় করতে চাই।
যদিও ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়, তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী। কারণ সবাইকে ব্যবসা ছাড়াও অন্য কোন কাজে ব্যবস্ত থাকতে হয়। যেমন আমি অন্য একটি স্থায়ী চাকুরী করছি। তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়। কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে। তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি। প্রত্যেকেই নিজের সময় অনুযায়ী উপযুক্ত ট্রেডিং সময় বেছে নেয়া উচিত আমি মনে করি।
ফরেক্স বাজার ২৪ ঘন্টাই খোলা তাকে। তবে একটা মানুষের পক্ষে কখনও ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব নয় তাই সে তার পছন্দ মোতাবেক সকাল বিকাল সন্ধ্যা বা রাত এক্টি নির্দিষ্ট সময় নির্ধারন করে ট্রেড করে থাকে।কোন সময় ট্রেড করলে বেশি প্রফিট হয়, কোন সময় ট্রেড করলে লসের সম্ভাবনা থাকে সেটা আগে থেকে ঠিক করে নেয়া ভাল। এই সময় কে ঠিক করে নিলে ফরেক্স এ তাড়াতাড়ি লাভ করা যায়।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার নির্দিষ্ট কোন সময় নেই আপনি যেকন সময় ট্রেড করতে পারেন তবে কথা হচ্ছে বাকি সময়গুলাতে মার্কেট একি নিয়মে চলে কিন্ত সন্ধার সময় মার্কেট অনেক বেশি উঠা নামা করে তার কারন হচ্ছে এই সময় নিউজ আপডেট হয় তার একটা প্রভাব পরে। আর এই সময়ে ট্রেড বসালে যেমন লাভ করা যায় আবার একটু ভুল হলেই আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে তাই এই সময় ট্রেড ওপেন করার সময় খুবই সতর্ক থাকতে হবে।
প্রত্যেকেই নিজের সময় অনুযায়ী উপযুক্ত ট্রেডিং সময় বেছে নেয়া উচিত । ইহা ২৪ ঘন্টাই করা যায় । তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী।
ফরেক্স মার্কেটের জন্য কোন নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না ।এটি সপ্তাহে শনিবার ও রবিবার ব্যতিত অন্য সব দিন ২৪ ঘন্টা খোলা থাকে ।তাই আপনি চাইলে এটি যেকোনো সময়ই বের করে আপনি ব্যাবহার করতে পারেন ।আমি একজন ছাত্র আর আমি প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেড করে থাকি কারন এ সময় মার্কেট বেশি চলে ।আপনি যদি এই সময়ে ট্রেড করেন তাহলে আপনি লাভ করতে পারেন ।
আসলে নিদিষ্ট সময়ের মধ্যে মার্কেট কতটা মুভ করবে তা কারর পক্ষেই ঐ ভাবে বলা সম্ভাব না তবে হ্যা আমি ও আপনার মত মনে করি যে ফরেক্স ট্রেডিংয়ের পাশাপাশি যারা অন্য পেশায় নিয়োজিত রয়েছেন তাদের ক্ষেত্রে অবসর সময় গুলোতে রিল্যাক্স মুডে ফরেক্স ট্রেডিং করাাই ভাল।
ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন টাইম নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযাই বের করে নেয়া উচিত । কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে । আর একটি টাইম নির্ধারন করলেও এটা বুঝায় কোন কাজটা থেকে কত লাভ হচ্ছে । তাই একটি নির্দিষ্ট টাইম কি করে নেয়াই ভাল। আশাকরি বিঝতে পেরেছেন।ধন্যবাদ
আমি একজন ছাত্র আমি যখনি সময় পায় তখনি ফরেক্স ট্রেডিং নিয়ে বাস্ত থাকি । কারন ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে ভালো এনালাইসিস করে ট্রেড করতে হবে তাই আমি যত টুকু সময় পায় মার্কেট এনালাইসিস করি । এবং আমি আমার পছন্দ মত পজিসন পেলে ট্রেড এন্ট্রি নেয় । আমি দুপুর ৩ টার থেকে রাত ১০ টা পর্যন্ত ফরেক্স ট্রেডিং এ বেশি সময় দেয় ।
ফরেক্স ২৪ ঘন্টা খোলা থাকার কারণে বিশ্বের অনেক মানুষ একে পার্ট টাইম পেশা হিসেবে নিয়েছে ফরেক্স মার্কেটে ২৪ ঘন্টা খোলা থাকা মানেই যে আমাদেরকে ২৪ ঘন্টা মার্কেটে বসে থাকতে হবে তা কিন্ত নয় বরং আমরা আমাদের সময় এবং সুবিধা অনুসারেই একটা নিদ্দিষ্ট সময়ে মার্কেটে বসতে পারি অামি সারাদিন অন্যকাজে ব্যস্ত থাকায় রাতে মার্কেটে বসি এবং একটা নিদ্দিষ্ট টাইম অণুসরন করি বর্তমানে মোবাইলের মাধ্যমে ট্রেড যেকোন স্থান হতে নিয়ন্ত্রন করা যায়
ফরেক্স মার্কেটে সর্বদা গতিশীল অবস্থা বিরাজমান থাকে। কিন্তু তাই বলে সবসময়ই মার্কেটের গতি সমান থাকে না। কোনো কোনো সময় মার্কেটের গতি অত্যাধিক বেশি থাকে। যারা পার্ট টাইম ফরেক্স ট্রেডার তারা অনেকেই বেশি মুভমেন্ট মার্কেটে ট্রেড করতে পছন্দ করে। এজন্য বাংলাদেশ সময় দুপুর ২ টা - রাত ৯ টা পর্যন্ত ভালো সময় বলে বিবেচিত হতে পারে বলে আমি মনে করি।
সন্ধ্যায় মার্কেটের মোভমেন্ট খুবই ভাল থাকে। অনেক সময় ট্রেডাররা এ সময় প্রচুর লস করে থাকে। তাই ভালভাবে এ সময় মার্কেট বুঝে ট্রেড দিতে হয়। এ সময় ভাল ট্রেডাররা প্রচুর লাভ করে থাকেন। আবার অনেকে ট্রেড থেকে বিরত থাকেন। আমাদেরকে ভেবে চিন্তে কাজ করতে হবে।
ফরেক্স মার্কেটে সবসময়ই টুকটাক মুভমেন্ট থাকে। তাই যেকোনো সময়ই ট্রেড করা যায়। তবে হ্যা সন্ধ্যার দিকে মার্কেটের মুভমেন্ট তুলনামূলক বেশি থাকে। এটা ট্রেড ধরার জন্য পারফেক্ট সময় বলা যায়। তবে আমি মনে করি দিনের যেকোনো টাইমেই সুযোগ ধরে নেয়া উচিত। এক সময় লস করলে অন্য সময় ট্রেড নিয়ে মেক আপ করে নেয়া উচিত বলে মনে করি।
ফরেক্স মার্কেট এর ব্যাবসা সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন ২৪ ঘন্টা খুলা থাকে তাই আমি মনেকরি এই সময়ে আমরা ফরেক্স ট্রেডিং করে থাকি আমি ফরেক্স ট্রেডিং করি আমাদের বাংলাদেশ সময় অনুসারে সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত এই সময়ে ফরেক্স মার্কেট এ বেশি ট্রেডার ট্রেড করে।
আমি আপনার সাথে একমত কারন মার্কেট সবচেয়ে বেশি আপডাউন করে সন্ধা সেই সময় মার্কেটের সব নিউজ রিলিজ হয়ে যায় তাই নিউজের প্রভাবে মার্কেটে আপডাউন বেড়ে যায়। আর মার্কেটে আমাদের পক্ষে সারাদিন সময় দেওয়া সম্বভ হয়না। বিশেষ করে ফরেক্স করার পাশাপাশি চাকরি করতে হয়।
ফরেক্সমার্কেট সপ্তাহের পাচ দিনের মধ্য ২৪ ঘন্টাই খোলা থাকে। তাই আমার যা ধারনা একজন ট্রেডার ফরেক্স মার্কেটে সে এই ২৪ ঘন্টার মধ্য যেকোন সময় ট্রেড করতে পারবে। আর যদি কেউ মনে করে যে আমি কোন নির্দিষ্টপরিমাণ সময়ে ট্রেড করব সেটাও করা যায়। সন্ধ্যা সময় আসলেই ট্রেড করার ভাল সময়।
শুধু ফরেক্স ট্রেডিং কোন সময়টাতে করলে ভাল হবে এই বিষয়ই না বরং অন্যান সকল বিষয় আগে থেকেই ঠিক থাকতে হবে । কোন পরিস্থিতিতে কি করতে হবে । কোন পরিস্থিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে । মানি ম্যানেজমেন্ট কি হবে । কখন ট্রেডে এন্ট্রি নিতে হবে । কখন ট্রেড থেকে বের হতে হবে ইত্যাদি সকল বিষয় সম্পর্কে একটি পরিপূর্ণ দিক নির্দেশনা থাকা প্রযোজন বলে আমি মনে করি ।
ফরেক্স বিজনেস সম্পূর্ণভাবেই স্বাধীন ও মুক্ত একটি বিজনেস। ঘরে বসেই নিজের সুবিধামতন সময়ে ট্রেডিং করা যায় বলে ফরেক্স বিজনেসের প্রতি দিন দিন আগ্রহীদের সংখ্যা বাড়ছে। দিনের ২৪ ঘণ্টা এই মার্কেটে ট্রেডিং করা যায়। তাই নিজের সুবিধামতন সময় বের করে নিয়ে এই মার্কেটে ট্রেডিং করা যায়।
চব্বিশ ঘন্টা করা যায় বলে যে চব্বিশ ঘন্টাই ফরেক্স নিয়ে বসে থাকতে হবে এমন কোন কথা নেই । আসলে ফরেক্স মার্কেট হল এমন একটা মার্কেট প্লেস যেখানে আমরা দিনে রাতে যে কোন সময় যে কোন অবস্থাতেই ট্রেড করতে পারি । আর এখন মোবাইলের মাধ্যমে ট্রেড করতে পারা যায় বলে যে কোন অবস্থাতেই ট্রেড চেক করা যায় মোবাইলে খুব স্বল্প ডাটা ব্যবহার করেই । তবে আমাদের বেশিরভাগ ট্রেডারই ফরেক্সকে পার্ট টাইম পেশা হিসেবে নিয়েছে । যার কারণে নিদ্দিষ্ট একটা সময়ে আমাদেরকে ট্রেড করতে হয় । বেশিরভাগ রাতের সময় ।
ফরেক্স মার্কেটে ২৪ ঘন্টাই ট্রেড করা যায় তবে ট্রেড করার জন্য আমাদের সেই সকল সময়কে বেছে নেওয়া উচিত যখন মার্কেট ট্রেন্ড ট্রেড সহনীয় থাকে অর্থাত যখন ট্রেড করলে ভাল প্রফিটের সম্ভাবনা থাকে আর সেই সম।ভাব্য সময় জানতে হলে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস জ্ঞান অনেক ভাল থাকতে হবে।
ফরেক্স মার্কেট খুবই জটিল একটি ব্যবসায় বলে আমি মনে করি । মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে কিছু প্লান *মোতাবেক আগাতে হবে । যেমন একটি নির্দিষ্ট ট্র্রেডিং প্লান তৈরি করা । আপনি যদি মার্কেটে প্লান অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে ট্রেড করেন তাহলে *আমি মনে করি মার্কেটে সফল হওয়া সম্ভব । ধন্যবাদ ।
ফরেক্স ব্যবসা তো সপ্তাহে ৫ দিন খোলা থাকে । অামরা যদি মনেকরি যেকোন সময়েই এ ব্যবসা করার জন্য ট্রেড করতে পারি । আমরা তারপরও একটা সময়কে বেছে নেব সেটা হল সন্ধা । আমরা যদি এই সময়কে ঠিকমত বেছে নিতে পারি তাহলে আশাকরি সফলতা অর্জন করা সম্ভব হবে ।
অামি অপনার সাথে এক মত সারা দিন ট্রেড না করে নির্দিষ্ট একটি সময় নির্ধারন করা ভাল । ফরেক্স মার্কেট সপ্তাহের ৫দিন ২৪ ঘন্টা খোলা থাকে দপুর ২থেকে রাত ২টা মধ্যে মার্কেট অনকে বেশী আপডাউন করে এবং এ সময় মার্কেটের আবস্থা বুঝে ট্রেড করলে লাভ করা সম্ভব মার্কেট এই সময় অনেকটা মুভিং করে ঘুরে দ্বারায় ।
যারা অন্য কোন কাজ করেন। যেমন অন্য কোন বিজনেস বা কোন চাকরি করেন, তাহলে আপনারা আপনাদের সময় মত ফরেক্স এ ট্রেড করতে পারেন। কারণ ফরেক্স সবসময় করা যাই।
ফরেক্সকে পেশা হিসেবে যারা নেয় তারা ফরেক্সে বেশি সময় দিতে তবে যারা অন্যান্য পেশার পাশাপাশি ফরেক্স ট্রেড করে তাদের জন্য সময় নিরধারন করে নেওয়া জরুরী। কারন সকল ট্রেড করার পুর্বে মার্কেট পর্যালোচনা করা দরকার হয়। তবে এখন ট্রেডের ক্ষেত্রে স্টপ লস টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করা সহজ হয়। তারপরেও ট্রেডের ক্ষেত্রে ট্রেড করার উপযুক্ত সময় নির্বাচন দরকার হয়। কখন বাই বা কখন সেল করতে হবে তা একমাত্র এনালাইসিস দ্বারা বোঝা সম্ভব।
ফরেক্স মার্কেট চব্বিশ ঘন্টা খোলা থাকে তবে এর মধ্যে আমাদের কে বের করতে হবে কোন সময়ে ট্রেড করা উপযুক্ত।। আমার কাছে মনে হয় বিকাল থেকে রাত আট টা পর্যন্ত ট্রেড করার উপযুক্ত সময়। ফরেক্স মার্কেটে ট্রেড করা কোন ব্যাপার না তবে আমাদের কে ফরেক্স সম্পর্কে বেশি করে জানতে হবে।
ফরেক্স ট্রেড সপ্তাহে ৫দিন শনিবার এবং রবিবার বাদে ২৪ ঘন্টা করা যায় । আমাদের সারাদিন ফরেক্স ট্রেড করতে হবে এমন কথা নেই ।আর সারাদিন ফরেক্স ট্রেড করলে যে অনেক পিপ আয় হবে তা কিন্তু নয় । সেসন বুঝে ট্রেড করলে কম সময়েও অনেক ভাল প্রফিট করা যায় । তাই আমি সেসন ওভারলেপ এর সময় ট্রেড করতে পছন্দ করি ।
ফরেক্স মার্কেট যে বিষয়গুলোর কারণে অনেক বেশি জনপ্রিয় ও যে বিষয়গুলো সর্বজন নন্দিত সেই বিষয়গুলো অন্যতম সময় । ফরেক্সে দিনরাত যে কেউ চব্বিশ ঘন্টা বিজনেস করতে পারবে । কেউ হয়ত সারাদিন চাকুরি করে সেও সন্ধ্যায় কিংবা রাতে ট্রেড করতে পারে । এভাবে উপযুক্ত ট্রেডিং সময়টা বেছে নিতে হলে এনালাইসিস করে মার্কেট মুভমেন্ট বেশি থাকার সময় নিতে হবে ।
আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবচেয়ে ভালো এবং সুন্দর সময় হল সন্ধার সময়। এই সময়ে মার্কেট দ্রুত থাকে। আর এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্বভনা অনেক বেশি।
ফরেক্স মার্কেট এর কয়েকটি গুন এর মধ্যে একটি হচ্ছে ফরেক্স মার্কেট থেকে আনলিমিটেড আয় করার সুযোগ। তাই আমি বলবো ফরেক্স মার্কেট থেকে আপনি যা আয় করবেন তা নির্ভর করবে আপনার মেধা এবং আপনার ট্রেড করার ধরনের উপর। তাই আপনি যদি পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে দিনে ১০০ ডলার ও আয় কোরতে পারবেন আবার ১ ডলার ও আয় কোরতে পারেন। তাই ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে।
হ্যা ফরেক্স ট্রেডের জন্য সন্ধা সময়টা অনেক ভালো কারন এই সময় মার্কেটের মুভ অনেক বেশি থাকে কারন এই সময় আমেরিকার সময় শুরু হয়
আমি মনে করি ফরেক্স এ নিজস্ব সময় ঠিক করার কোন কারন নেই ।মার্কেট খোলা থাকলে ২৪ ঘণ্টা ফরেক্স এ ট্রেড করা যায় । কিন্ত আমার মতে বাংলাদেশ এর দুপুর ১ থেকে রাত ১০ পর্যন্ত মার্কেট অনেক বেশী নাড়াচাড়া করে । তাই এই সময় ভাল।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদে মনে রাখতে হবে যে সময় মার্কেটে বেশির ভাগ ট্রেডার ট্রেডিং করে সেই সময় মার্কেটের মুভমেন্ট বেশি থাকার জন্য অনেক ভাল প্রফিট করা যায় তাই আমাদের ফরেক্স মার্কেটে আমাদের দেশের সময় অনুসারে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ট্রেডিং করলে ভাল প্রফিট করা যায়।
আমরা জানি ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়,তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী।তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়।কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে।তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি।এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
ফরেক্স বিজনেস দিন রাত ২৪ ঘন্টাই করা যায় তবে রাত ৩-৪ টা পর্যন্ত মার্কেট বন্ধ থাকে, আবার সপ্তাহে দুদিন যেমনঃ শনিবার ও রবিবার এ সময় বাদ দিয়ে অন্যান্য সময় ট্রেড পরিচালনা করতে পারেন। তবে একটি নিদ্দিষ্ট সময় যেমন রাতে আমি একটা চাকুরি করি এর ফাকে ট্রেড পরিচালনা করি। তবে দিনেও চেক করা ভালো।
আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে,চীনের চেয়ে ইউরোপের অর্থনীতি খুব দ্রুত গেইন করে।সুতরাং আপনি যদি ইউরোপের নিউজ এবং অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করেন,তাহলে একটা জিনিস ভালভাবে লক্ষ্য করবেন যে একটা কোরিলেশন তাদের মধ্যে কাজ করছে।
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকলেও এখানে নির্দিষ্ট সময়ে লেনদেন কম/বেশি হয়ে থাকে৷৪ টি সেসনে বিভক্ত আছে এই বিশাল মার্কেট৷লন্ডন সেসন ও নিউইর্য়ক সেসনে সর্বাধিক লেনদেন হয় তাই ঐ সময়েই মার্কেটে ভলাটিলীটি বেশি থাকে৷এজন্য এই দুই সেসনে ট্রেড করা সুবিধাজনক হয়৷
ফরেক্স বিশ্বের একটি আন্তর্জাতিক মানের একটি মার্কেট এখানে ২৪ ঘন্টা মার্কেট খোলা থাকে। আপনি যে কোন সময় এই মার্কেটে লেনদেন করতে পারবেন। তবে এই মার্কেটে লেনদেন করতে হলে কিছু সময় অনুযায়ী করলে সবচেয়ে বেশি ভাল প্রফিট অর্জন করা যায়, আর এই সময়গুলো হচ্ছে নিউইর্য়ক, লন্ডন, জাপান সেসনে সর্বাধিক লেনদেন হয়ে থাকে। তাই ঐ সময়গুলোতে ফরেক্স মার্কেটের অধিক বেশি মুভমেন্ট করে থাকে প্রতিটি পেয়ার। তাই আমি বলব উক্ত সেসনে সুবিধা অনুযায়ী আপনি ট্রেড করতে পারলে অধিক লাভবান হতে পারবেন।
ঠিক বলেছেন কারন সন্ধ্যার পর থেকে মার্কেটের মুভমেন্ট বেশি হয় । এ সময় আমরা অনেকেই ট্রেডে যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকি । আবার অন্যান্য কারেন্সি যেগুলো আবার দুপুরের পর থেকে মুভ করা শুরু হয় । সুতরাং ২৪ ঘন্টার মধ্যে যে কোন সময় আমরা বেছে নিতে পারছি এটাই এই ব্যবসার একটা বিশেষ সুবিধা ।