-
অনেক ফরেক্স ট্রেডার আছে যারা ফরেক্সে ট্রেডিং করে কিছু দিন তারপরেই আমরা আবার হারিয়ে যায় । ফরেক্সে ট্রেডিং করে লাভবান হতে চাইলে অবশ্যই অনেক বেশি পরিমাণে আমাদেরকে দক্ষতা সৃষ্টি করে সম্পূর্ণ প্রস্তত হয়েই ফরেক্সে যেতে হবে । ফরেক্সে ট্রেডিং করে অনেক বেশি পরিমাণে আমরা লাভবান হতে পারব যদি বেশি পরিমাণে চেষ্টা ও পরিশ্রম অব্যহত রাখতে পারি ।
-
আমি ২০১২ সাল এ ইন্সতাফরেক্স এ ফরেক্স মার্কেট এ ফরেক্স টেড শুরু করি ৩ বছর টেড করে জব এর কারন এ ফরেক্স মার্কেট এ টেড করা বন্ধ করে দেই । আমি আবার গত মাস থেকে ফরেক্স মার্কেট এ ডেমো টেড শুরু করছি আগামী বছর আমি আবার রিয়েল টেড শুরু করব । আমি আশা করছি আগে যেমন লাভ করতাম এখন তার চাইতে ভাল লাভ করতে পারব ।
-
লাস্ট তিন মাস মার্কেট থেকে অবসর নিয়েছিলাম। আশা করা যায় এবার জানুয়ারি থেকে ফিরব মার্কেট এ। যেভাবে ফিরতে হয় সেভাবে ফিরার চেষ্টা করছি। কম বেশি ১০০০ খানেক ডলার নষ্ট করেছি এই মার্কেট এর পিছনে। পুরোটা না হোক অর্ধেক না নিয়ে যাচ্ছি না। সবাই আমার জন্য দোয়া করবেন।।
-
ভাই আপনি ফরেক্স মাকেটে আমার এসেছে তাই আপনাকে অনেক ধন্যবাদ ফরেক্স মাকেটে থেকে অনেকে লস করছে আবা অনেকে লাভ করছে | ফরেক্স মাকেটে রিক্সি মাকেট এখান থেকে আপনি লস করতে পারেন তাই বলে আপনি ফরেক্স থেকে দূরে জাবেন না আপনি ফরেক্স থেকে আবার ও আয় করতে পারেন |
-
আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস।
-
ফরেক্স ছেড়ে আর যাবেন কোথায় আসলে ভাল করে ট্রেড শিখে ফরেক্স এ কাজ করতে পারলে ফরেক্স থেকে ভাল ইনকাম করা যায়। আর ফরেক্স থেকে যারা চলে যায় তারা ফরেক্স এ একদিন না একদিন ফিরে আসে। আর আপনাকে ও আনেক আনেক ধন্যবাদ ফরেক্স এ ফিরে আসার জন্য। ভাল করে ট্রেড শিখে ট্রেড করতে পারলে ফরেক্স থেকে লস রয় না লাভই হয়।
-
ভাই ফরেক্স মাকেটে লাভ লস থাকবে আপনি যদি ফরেক্স মাকেট থেকে লস করেন তবে আপনি ফরেক্স মাকেট থেকে গেণ অজন করতে পারবেন | ফরেক্স থেকে গেন অজন করতে হলে লস করতে হবে আপনি ফরেক্স থেকে চলে গেছেন আবার ফিরে আসছেন আশা করি আপনি ফরেক্স থেকে ভাল কিছু করতে পারবেন |
-
অভিনন্দন আপনাকে আমাদের মাঝে আবার ফিরে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আশা করি আপনি আরও বেশি সফল হতে পারবেন । এবং আন্তরিকতা দিয়ে চেষ্টা করলে আপনার কাঙ্খিত মুনাফা লাভ করতে পারবেন । আমরা সবাই আপনার সাথে আছি । সবাই একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ ।
-
আমি প্রথম দিকে করে কিছু দিন বাদ দিয়েছিলাম। কারন আমার ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল। আর মার্কেট যত দিন ট্রেড করব এভাবেই আমাদের অভিজ্ঞতা হবে। ট্রেড না করলের অভিজ্ঞত্তা হবে। আমি আবার বেশি পরিমান ডিপোজিট নিয়ে ট্রেড শুরু করি।
-
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো
-
যেকোনো কাজ শিখার সময় মাঝে মধ্যে বিশ্রাম নিতে হবে শারিরীক এবং মানসিক সুস্হ্যতার জন্য৷আর ফরেক্স মার্কেটে স্টাডি করা অত্যন্ত কষ্টকর৷কিছু শিখলেন আবার কিছু বিশ্রাম নিলেন৷এভাবে আস্তে ধীরে সময় নিয়ে নিয়ে আপনাকে তৈরি হতে হবে,পেশাদার হতে হবে৷
-
আপনার এই ফিরে আসা অনেকের কাছেই উতসাহ বাড়িয়ে দেবে। এটা ভাল একটা আইডিয়া। আমার মনে হয় কেউ যদি লস করে তবে একটি লম্বা বিরতি দিয়ে ভাল করে অভিজ্ঞতা অর্জন করে পুনরায় এসে ফরেক্স শুরু করা। তবে যারা এখনো ফরেক্স এ আছেন তারা ভাল করে কারেন্সি এনালাইসিস করে বিজনেস করেন তাহলে আর লম্বা বিরতিতে যেতে হবে না।
-
ভাই ফরেক্স মার্কেটে আমার একটানা যাত্রা চলছে বলা যায়। কারন আমার এখানে লাভ লস যাই হোকনা কেন আমি কন্টিনিউ ট্রেড চালিয়ে যাচ্ছি। এখন যখন পজিশন দেখতেছি তখনি আমি ট্রেড নিচ্ছি। পাশাপাশি ফোরামে পোস্ট করছি এভাবেই দিন চলে যাচ্ছে আরকি। কেননা সবসময় যদি একটা বিষয় নিয়ে নাড়াচাড়া করতে থাকেন তাহলে সেই বিষয়টা থেকে অনেক কিছু জানা ও শেখা যায় বলতে পারি।
-
ভালই হলো আপনার কাছ থেকে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে পারব। কারন আপনি হলেন এখানকার অনেক পুরাতন ট্রেডার। আর এছাড়াও প্রতিটি মানুষের জ্ঞান- বুদ্ধি সমান নয়, আপনি যেটা জানেন হয়তোবা আমি সেটা জানিনা। কাজেই ভাই এই ফরেক্স মার্কেট সম্পর্কে আপনার নলেজ টুকু আমাদের সঙ্গে শেয়ার করুন। তাতে আমরাও উপকৃত হতে পারব। সুতরাং আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আবার আমাদের মাঝে ফিরে আসার জন্য।