ফরেক্সে রেফার হলো আপনার প্রোফাইলের একটি বিশেষ লিংক। যে লিংকের মাধ্যমে আপনি অন্যকে ফোরামে যোগ দিতে আমন্ত্রণ জানাতে পারেন। আপনার লিংক ব্যবহার করে যদি কেউ ফোরাম অ্যাকাউন্ট ওপেন করে তাহলে সে প্রতি মাসে যে বোনাস পাবে তার একটি অংশ আপনি পাবেন। আমি যতদূর জানি সর্বশেষ আপডেট অনুযায়ী আপনার রেফারকৃত সদস্য যদি একটিভ থেকে ফোরামে পোস্ট করে তাহলে সে প্রথম বছরে প্রতিমাসে যে পরিমাণ বোনাস পাবে তার ২৫% বোনাস আপনি পাবেন। এবং দ্বিতীয় বছরে তার বোনাসের ১২.৫% আপনি পাবেন। তার পরেও যদি ওই সদস্য একটিভ থাকে তখন আর আপনি রেফারেল বোনাস পাবেন না। সর্বশেষ আবার নতুন করে নিয়ম আপডেট হতে পারে সেটা আমার জানা নেই। যেহেতু ফোরামের রুলস প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে সে ক্ষেত্রে রেফারাল বানাসের নিয়ম পরিবর্তিত হতে পারে।