20 থেকে 25 টাকা প্রতিদিন আর্ন করতে পারলেই আপনার ডেমো একাউন্ট কে আপনি আপনার রিয়েল একাউন্টে নিয়ে দিতে পারবেন এবং রিয়েল একাউন্টে ট্রেড করলে আপনি ট্রেডিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন
Printable View
20 থেকে 25 টাকা প্রতিদিন আর্ন করতে পারলেই আপনার ডেমো একাউন্ট কে আপনি আপনার রিয়েল একাউন্টে নিয়ে দিতে পারবেন এবং রিয়েল একাউন্টে ট্রেড করলে আপনি ট্রেডিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন
ট্রেডিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনাকে daily ট্রেড করতে হবে এবং প্রতিটি treat সঠিক হতে হবে যদি একটি ট্রেড ঠিকমতো না হয় তাহলে আপনি ট্রেডিং করা থেকে বিরত থাকবেন এই দিনটার জন্য আর 25-30 টাকা earn করা কোন ব্যাপার না
আসলে আপনি কত পিপ লাভ করবেন তা নির্ভর করে আপনি এ্যানালইসিসের উপর। তবে আমার প্রতিদিনের টার্গেট হল 40 পিপ। আমি যদি প্রতিদিন 40 পিপ করে লাভ করতে পারি তাহলেই আমি খুশি। যদিও আমার পিপের টার্গেট কম তথাপি আমি যদি শিউর ভাবে 40 পিপ লাভ করতে পারি তাহলে আমি নিজেকে সফল মনে করব।
আসলে ফরেক্স মার্কেট এর গতি প্রতিদিন এক রকম থাকে না সুতরাং পিপস আয় করার চাইতে ট্রেডিং এর কোয়ালিটির ব্যপারে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি টাগেট করেন যে, প্রতিদিন ৫০ বা ১০০ পিপস লাভ করবেন তাহলে আপনি যেকোন ভাবেই ট্রেড করার চেষ্টা করবেন সেটা আপনি যদি সিগন্যাল নাও পান তাতেও। সুতরাং প্রতিদিন এর আয় হিসাব না করে সপ্তাহের আয় বা মাসের আয়টা দেখুন তাতে ভাল হবে।
ফরেক্স মার্কেটে তো সবাই আয় করতে চাই কিন্তু ৯৫ ভাগ ট্রেডারই লস করে।এর কারন হল মার্কেট সম্পর্কে জ্ঞানের অভাব।আর কেউই সঠিক ভাবে বলতে পারে না কয় টাকা ফরেক্স মার্কেট থেকে আয় হবে তা কেউ বলতে পারে না।যারা দক্ষ ট্রেডার তাদের আয়ও একেক রকম।কারো ইনভেস্ট যদি বেশি হয় তাহলে সে বসেহি আয় করতে পারবে আবার কারো ইনভেস্ট কম হলে সে কম আয় করবে।
প্রতিদিন ৩০ থেকে ৪০ পিপস আয় করলেই যথেষ্ট হবে।তবে সবসময় একরকম প্রফিট করা সম্ভব হয় না কারন সবসময় মার্কেট আপনার পক্ষে নাও থাকতে পারে আসলে এটা নির্ভর করবে আপনার দক্ষতার উপর।যতবেশি দক্ষ হওয়া যাবে ততবেশি প্রফিট করা সম্ভব।
আমার মতে আপনি যদি এই ফরেক্স ব্যবসা হতে মোটামুটি ভাল মুনাফা উপার্জন করতে চান তাহলে আপনাকে প্রথম অবস্থায় ব্যবসার কৌশল সম্পর্কে আগে ধারণা অর্জন করতে হবে এবং তারপর আপনি প্রতিদিন এই মার্কেট হতে একটা মিনিমাম টার্গেট রাখেন ২০-৩০ পিপস করে প্রফিট অর্জন করতে চান। তবে প্রথম অবস্থায় এর চেয়ে বেশি মুনাফা অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যেই ক্ষতির সম্মুখীন হতে হবে। কেননা তখন আপনার মাঝে এক ধরনের লোভ লালসা কাজ করবে এবং সে জন্যই আপনি ক্ষতিগ্রস্থ্য হতে পারেন। অতএব বেশি প্রফিট না করে দৈনিক অল্প মুনাফা নিয়ে প্রফিটের চিন্তা করুন। তাহলে আপনি অবশ্যই ভাল সফলতা লাভ করতে পারবেন।
আসলেই এটা একটা রহস্য । আমি মনে করি আমাদের দিন হিসেবে হিসেব না করে বছর হিসেব করাই উচিত। কারন বছর হিসেব করলে দিনের বা মাসের একটা চাপ থাকবে না। আমি নিজেও অবশ্য মাসের হিসেব করি। আমার কাছে দিনের হিসেব একটু বড় মনে হয় এবং মনে হয় এটা আসলেই এচিভ করা টাফই নয় অসম্ভব।
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি এই মার্কেটে প্রতিদিন ট্রেড করি না তবে মার্কেটের অবস্থান বুঝে ট্রেডে চিন্তা করে থাকি। যখন আমি মার্কেটের অবস্থান ভাল দেখি এবং নিউজগুলো সঠিকভাবে যখন বুঝতে পারি যে মার্কেটের মুভমেন্ট কেমন হতে পারে সে অনুযায়ী ট্রেডের পরিকল্পনা করে থাকি। এবং সেই পরিকল্পনা অনুযায়ী কোন কোন দিন ৫/৭টা ট্রেড করে থাকি আবার কোন কোন দিন কোন ট্রেডই ওপেন করতে পারি না। তবে আমি মনে করি আপনি প্রতিদিন ট্রেড না করে মার্কেটের অবস্থান সম্পর্কে আগে বুঝুন তার ট্রেডের পরিকল্পনা করুন তাহলে আপনি অবশ্যই ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
আমি মনে করি ফরেক্স ট্রেড করে দিনে কত পিপস লাভ করা উচিৎ তা একুরেট কোন বাধাধরা নিয়মের মধ্যে পড়ে না । ফরেক্স ট্রেডে আপনার কৌশর এবং দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি যত খুশি পিপস লাভ করতে পারেন ।তবে ফরেক্স ট্রেড করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে লোভ করা যাবে না ।
আসলে মার্কেটের অবস্থানের উপর নির্ভর করবে আপনি দিনে কত পিপস লাভ করতে সক্ষম হতে পারে কারণ এটা সম্পূর্ণ মার্কেটের গতিবিধির উপর নির্ভর করে ট্রেডিং কৌশল পরিচালনা করা। অর্থাৎ আপনি যদি মার্কেটের অবস্থান সম্পর্কে ভাল বুঝতে পারেন তাহলে ঐ আপনি ট্রেড ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। আবার কোন দিন মার্কেটে ট্রেন্ড অনুযায়ী সকল কৌশল সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে সেদিন হয়তো আপনি ভাল মুনাফা উপার্জন করতে পারবেন না। অতএব বুঝতেই পারছেন সম্পূর্ণ নির্ভর করছে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা আর মার্কেট এনালাইসিস এর উপর।
আমার মনে হয় দৈনিক ভিত্তিতে আমাদের টার্গেট করা উচিত নয়। কারণ সবদিনই মার্কেট একইভাবে চলাচল করে না। আমি কখনই দৈনিক ভিত্তিতে আমার টার্গেট তৈরি করি না। আমি সবসময় মাসিক ভিত্তিতে আমার টার্গেট করে থাকে আর এতে আমি খুব সহজেই আমার টার্গেট পূরণ করতে পারি। আপনি যদি মাসিক ভিত্তিতে আপনার টার্গেট করতে পারেন তাহলে আমার মনে হয় আপনিও খুব সহজেই আপনার টার্গেট পূরণ করতে পারবেন। আর মাসিক ভিত্তিতে করলে আপনি টেনশন ছাড়া আপনার টার্গেট খুব সহজেই পূরণ করতে পারবেন। তবে হ্যা আপনি সেই পরিমাণের টার্গেট করবেন যেটা খুব সহজেই পুরণ করা সম্ভব হয়। বেশি টার্গেট করলে আপনি বেশি লসও করতে পারেন।
আমি আমার ব্যক্তিগত গত পাঁচ বছরের ট্রেডিং অভিজ্ঞতা থেকে বলবো- নতুন অবস্থায় আমরা সবাই ফরেক্স মার্কেটে কম বেশি লস করে থাকি৷ঠিক তেমনি ভাবে আপনিও লস করছেন.. এটাই খুব স্বাভাবিক ব্যাপার৷আপনার মত যারা নতুন আসছেন তারা সবাই লস করবেন এটা 100% নিশ্চিত৷আর ফরেক্স মার্কেটে দিনে আপনি কত পিপস অর্জন করতে পারবেন ? এটা কখনোই কারোর ক্ষেত্রেই নিশ্চিত করে বলা সম্ভব নয়৷এটা সম্পূর্ণই নির্ভর করে মার্কেটের পজিশনের ওপর,এক এক জনের অভিজ্ঞতা দক্ষতা একেক ধরনের... তাই ভিন্ন ভিন্ন ব্যক্তিদের বিভিন্ন অভিজ্ঞতার কারণে তারা বিভিন্ন পরিমাণের পিপস অর্জন করে থাকেন৷কেউ হয়তো দিনে 50 পিপস অর্জন করে থাকেন,কেউ হয়তো 200 অর্জন করেন,কেউ হয়ত 20 পিপস অর্জন করেন আবার কেউ হয়তো উল্টো লস করে থাকেন৷এসব কিছুই নির্ভর করবে প্রত্যেকের নিজ নিজ অভিজ্ঞতা ও দক্ষতার উপর৷তাছাড়া আপনার মতো নতুন ট্রেডারদের ক্ষেত্রে প্রতিদিনই পিপস অর্জন করাটা প্রায় অসম্ভব বিষয় !!!
আপনি প্রতিদিন কত পিপস অর্জন করবেন তা নির্ভর করবে আপনি কতটা সম্পূর্ণভাবে জানেন ফরেক্স ট্রেডিং সম্পর্কে কারণ আপনি চাইলে এক পিঠ থেকে শুরু করে আমার ধারণা 200 পর্যন্ত* অর্জন করতে পারেন
আপনি দেখবেন মাসে কত পিপস বা সপ্তাহে কত পিপস নিতে পারলেন। কারন ফরেক্স মার্কেট এর গতি প্রতিদিন এক রকম থাকে না সুতরাং পিপস আয় করার চাইতে ট্রেডিং এর কোয়ালিটির ব্যপারে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি টাগেট করেন যে, প্রতিদিন ৫০ বা ১০০ পিপস লাভ করবেন তাহলে আপনি যেকোন ভাবেই ট্রেড করার চেষ্টা করবেন সেটা আপনি যদি সিগন্যাল নাও পান তাতেও। সুতরাং প্রতিদিন এর আয় হিসাব না করে সপ্তাহের আয় বা মাসের আয়টা দেখুন তাতে ভাল হবে।
আসলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাই আগে ফরেক্স থেকে দক্ষতা অর্জন করুন তারপর ট্রেড করে লাভ করার চিন্তা করুন। কেননা যদি আপনি অনভিজ্ঞ হয়ে এই মার্কেটে ট্রেড করতে আসেন তাহলে এখানে লস ছাড়া কিছুই পাবেন না। কেননা আমিও প্রথম অবস্থায় এই রকম পজিশনে পরেছিলাম। র্বমানে আমি ফরেক্স মার্কেটে ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জন করছি আর যতটুকু দক্ষ হয়েছি তার উপর ভিত্তি করে বলতে পারি এখন প্রতিদিন মিনিমাম ২০ পিপস করে প্রফিট অর্জন করার মত জ্ঞান অভিজ্ঞতা হয়েছে।
ভাই আপনি এখানে ব্যবসা করতে এসেছেন, তাই আপনাকে হিসাব করতে হবে আপনি এই মার্কেট থেকে মাসে কিংবা তিনমাসে অথবা বছরে সর্বোচ্চ কত উপার্জন করতে পারবেন। পিপস হিসাব করে কোন লাভ নেই। সুতরাং এরকম চিন্তা-ভাবনা নিয়ে যদি অগ্রসর হবে পারেন, তবেই সফলতা পাবেন।
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই তেমন ভাল জানি না। তবে ফরেক্স মার্কেট সব সময় উঠানামা করে তাই সব দিন একি রকম ইনকাম করা সম্ভব হয় না। যার জন্য নির্দিষ্ট করে বলাও সম্ভব না আসলে কত পিপ ইনকাম করা উচিত। তবে আমার মতে ৪০ থেকে ৬০ পিপ ইনকাম করা তাই উত্তম। তবে অনেক দিন এর চেয়ে কম বা বেশিও হয়ে যায় যার পুরটাই শেয়ার মার্কেট এর উপর নির্ভর করে।
ফরেক্স আপনি আপনার মানি ম্যানেজ মেন্ট অনুযায়ী আপনার ট্রেড করতে হবে আপনার মানি যদি মান সম্মত হয়ে থাকে আপনি প্রতি দিনে ৪০ থেকে ৫০ পিপস ট্রেড করতে পারেন এবং আপনি বেশি পিপস বেশী ব্যাবহারও করতে পারেন কিন্তু মনে রাখবেন ফরেক্সর আপনার মেধা জ্ঞান অনুযায়ী মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে আপনাকে ফরেক্সে ট্রেড করতে হবে এবং বেশি লাভ ও লোভ থেকে বিরত রাখতে চেষ্টা করবেন..
আমার মতে আপনাকে ফরেক্স মার্কেট থেকে দিনে ১০-২০ পিপ্স প্রফিট করতে হবে। আমরা জানি ফরেক্স মার্কেট পরিবর্তন শীল। এই মার্কেট ৫০০-১০০০ পিপ্স আশা করা আকাশ কুসুম চিন্তা। তাই মার্কেট ট্রেন্ড বুজে ১০-২০ পিপ্স প্রজেটিব ট্রেড করতে হবে। আসলে প্রতিদিন আপনার টার্গেট পুরণ হলে এই মার্কেট থেকে সল্প পিপ্স অর্জন করে বের হয়ে আসা বুদ্ধি মানের কাজ।
দিনে ফরেক্স থেকে কত পিপ লাভ করা উচিত, সেইটা আপনার উপর। ডেইলি আপনার একটা টার্গেট রাখতে হবে, কত পিপ্স লাভ করবেন? যদি আপনি ভাল প্রফিট আশা করেন, তাইলে মার্কেট সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে। আপনার ডেইলি টার্গেট পুরণ হলে এই মার্কেট থেকে বের হয়ে আসা বুদ্ধি মানের কাজ।
ফরেক্স ব্যবসা থেকে প্রতিদিন এক রকম আয় করা সম্ভব নয় কারণ এক একদিন মার্কেট এক এক রূপ ধারণ করে । তারপরও ফরেক্স মার্কেট থেকে আমরা কমপক্ষে ৪০ পিপস প্রতিদিন আয় করা সম্ভব । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।
ফরেক্স ট্রেডিং প্লাটফর্মে আমি একজন নতুন মেম্বার। আর এই ট্রেডিং এর মাধ্যমে আমি আমার দৈনিক প্রফিট কত হওয়া উচিত সেটা অবশ্যই নির্ধারণ করা দরকার। কারণ আমি প্রপারলি যদি মানি ম্যানেজমেন্টের সক্ষম না হই, তবে লোভের কারণবশত প্রফিট এর তুলনায় লস এর সম্মুখীন হওয়া স্বাভাবিক। তাই আমি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি অভিজ্ঞ ট্রেডারদের- তাদের মতামত অনুযায়ী প্রকৃতপক্ষে নতুন ট্রেডার হিসেবে একজনের প্রফিট অ্যামাউন্ট কত হওয়া দরকার??
দিনে ফরেক্স থেকে কত পিপ আয় করা উচিত তা নিদিষ্ট করে বলা যায় না। ফরেক্স মার্কেটে আমারা কাজ করি লাভ করার জন্যে। ফরেক্স থেকে সবাই সমান আয় করতে পারবে না। যার অবিজ্ঞতা বেসি ডিপজিট বেসি সাদারণত তার আয় ও বেশি। ফরেক্স মার্কেট প্রতিনিয়ত উঠা নামা করে তাই। তাই প্রতিদিন ফরেক্স থেকে কেউ সমান আয় করতে পারে না। মার্কেট ভাল হলে আয় ও বেশি।
ফরেক্স মার্কেট থেকে দিনে কত পিপ লাভ করা উচিত সেটা টার্গেট করে কাজ করলে কাজে আগ্রহ বাড়বে।তবে এটা নির্দিষ্ট করে বলা যাবেনা। মার্কেট সবসময় একরকম থাকেনা।ফরেক্স মার্কেট সম্বন্ধে এনালাইসিস করে তারপর ট্রেড করা উচিত।তাহলেই প্রপার লাভ করা যাবে।তারপর ও দিনে ৩০-৫০ পিপ্ টার্গেট করে কাজ করতে হবে।ফরেক্স এ সবসময় মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করলে লাভ করা সম্ভব।
আমার মতে ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন বিসনেস।এই বিসেনেস করলে কাউকে জবাব দিহিতা করা লাগে না।কিন্তু এতে অনেক সতর্ক ভাবে বিসনেস করতে হয় এই বিসনেস এ বিনা দক্ষতা সফল হওয়া সম্ভব না।আর এই ফরেক্স এ আপনি ভালোভাবে জ্ঞান অর্জন করে ফরেক্স থেকে দিনে ৫-৬ ডলার ইনকাম করা কো্ন বিষয় না।
আসলে দিনে ফরেক্স থেকে কত পিপ লাভ করা উচিত সেটা নির্ভর করবে সম্পুর্ন আপনার নিজের উপর। তবে এখানে ডেইলি আপনার একটা টার্গেট রাখতে হবে যে আপনি কত পিপ্স লাভ করবেন।এখানে যদি আপনি ভাল প্রফিট আশা করেন তাইলে অবশ্যই মার্কেট সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে। এখানে আপনি দুই ভাবে ট্রেড করতে পারেন একটি হলো লং ট্রেড অপরটি হলো শর্ট ট্রেড। আপনার ডেইলি টার্গেট পুরণ হলে এই মার্কেট থেকে বের হয়ে আসা বুদ্ধি মানের কাজ হবে বলে আমি মনে করি। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রেখে ট্রেড করবেন সেটা হলো এনালাইসিস করে ট্রেড করা। ধন্যবাদ
ফরেক্স থেকে প্রতিদিন কত পিপস লাভ করবেন তা সঠিকভাবে বলা সম্ভব নয়। কারণ এক একজন ট্রেডারের ক্ষেত্রে এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন একজন নতুন ট্রেডারের যেমন ব্যালেন্সের পরিমাণ কম থেকে তেমনী তার অভিজ্ঞতা ও দক্ষতা পরিমাণ কম থাকে, তাই সে সামান্য পরিমাণ প্রফিটে সন্তুষ্ট থাকে।অন্যদিকে অনেক ট্রেডার রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে ব্যবসা করে আসছে এবং তাদের ব্যালেন্সের পরিমাণ যেমন অনেক বেশি তেমনি তাদের দক্ষতা ও অভিজ্ঞতার পরিমাণ অনেক, তাই তাদের প্রফিট এর পরিমাণ ও আলাদা হয়ে থাকে।তবে ফরেক্স থেকে যে প্রতিদিন লাভ করা সম্ভব হবে এমন নয় কারণ মার্কেটের অবস্থা প্রতিদিন একরকম থাকে না, কোনদিন মার্কেটের অবস্থা ভালো হলে যেমন খুব ভাল প্রফিট করা যায়,মার্কেটের অবস্থা খারাপ থাকলে কোন প্রফিট না করেও অপেক্ষা করতে হয়, তাই আমার মতে দৈনিক এর হিসাব না করে 15 দিন এক মাসের গড় হিসাব করা উচিত।আর আপনার জন্য বলছি যদি আপনার ফরেক্স সম্পর্কে খুব ভালো জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা থাকে,সাথে আপনার ব্যালেন্সের পরিমাণ যদি ভাল হয় তাহলে আপনি ফরেক্স থেকে প্রতি মাসে ঘড়ে 100 থেকে 150 ডলার প্রফিট আশা করতে পারেন।
ফরেক্স মার্কেট একেক দিন একেক রকম। ফরেক্স মার্কেটে প্রতিদিন লাভ করা কারো পক্ষে সম্ভব নয়। যত ভালো ট্রেডার হক না কেনো মার্কেট যত ভালো ভাবে এনালাইসিস করুক না কেনো প্রতিদিন লাভ করা সম্ভব নয়। তবু্ও আমি মনে করি লাভ ক্ষতি এভারেজে ৩০ পিপস লাভ করা ভালো। এতে করে ফরেক্স মার্কেটে টিকে থাকা যায়।
আসলে কত পিপস লাভ করবেন দিনে তা সম্পুর্ন যার যার দক্ষতার উপর নির্ভর করে।কেউ বড় লটে ট্রেড করে অল্প পিপস নিয়েই সন্তুষ্ট আবার কেউ ছোট লটে ট্রেড করে অধিক পিপস নেওয়ার চেষ্টা করে তাই এটা নিজেকেই ঠিক করতে হয় প্রতিদিন কতটুকু লাভ লস নিবেন।
যার ইনভেস্ট যত বেশি তার লাভের পরিমান ও তত বেশি। এখানে লাভ করার কোন নির্দিষ্টতা নেই যত খুশি লাভ করা যায়। এর জন্য প্রয়োজন ভালো পার্ফরমেন্স অার ভালো ট্রেডিং এর। যার ট্রেডিং কৌশল যত ভালো তার লাভের পরিমাণ তত বেশি।
হ্যা আপনাকে প্রথম অবস্থায় ব্যবসার কৌশল সম্পর্কে আগে ধারণা অর্জন করতে হবে এবং তারপর আপনি প্রতিদিন এই মার্কেট হতে একটা মিনিমাম টার্গেট রাখেন ২০-৩০ পিপস করে প্রফিট অর্জন করতে চান। তবে প্রথম অবস্থায় এর চেয়ে বেশি মুনাফা অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যেই ক্ষতির সম্মুখীন হতে হবে। কেননা তখন আপনার মাঝে এক ধরনের লোভ লালসা কাজ করবে এবং সে জন্যই আপনি ক্ষতিগ্রস্থ্য হতে পারেন। অতএব বেশি প্রফিট না করে দৈনিক অল্প মুনাফা নিয়ে প্রফিটের চিন্তা করুন। তাহলে আপনি অবশ্যই ভাল সফলতা লাভ করতে পারবেন।
দিনে কত পিপ্স লাভ করবেন তা নির্ভর করছে আপনি কোন ট্রেডিং সিস্টেম এ ট্রেড করছেন আর মার্কেট সেই মত মুভ করছে কিনা সেই মত যদি মুভ করে তাহলে আপনি লাভ করতে পারবেন এই জন্য আপনার ট্রেডিং সিস্টেম টা টেস্ট করতে হবে যদি ভাল ফল পান তাহলে আপনি সেই ট্রেডিং সিস্টেম এ টার্গেট করে নিয়মিত লাভ করতে পারবেন ফরেক্স মার্কেটে।
আপনি একদিনে ফরেক্স থেকে কত পিপস লাভ করবেন এটা নির্ভর করবে আপনার ব্যালেন্স এবং দক্ষতার উপর, আপনার একাউন্টে যদি যথেষ্ট পরিমাণে ব্যালেন্স থাকে পাশাপাশি আপনি যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ ও দক্ষ হয়ে থাকেন,এবং সেই অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সঠিকভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে পারেন, তাহলে আপনি একদিনে ফরেক্স মার্কেট থেকে 220 পিপস পর্যন্ত ও লাভ করতে পারবেন। তবে যেহেতু আপনি ফরেক্স মার্কেটের নতুন তাই আপনার ব্যালেন্সের পরিমাণ স্বাভাবিকভাবে কম হওয়া উচিত, আর এই অবস্থায় আপনি যদি ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন 50 পিস লাভ করতে পারেন সেটাই আপনার জন্য যথেষ্ট হবে, কেননা প্রথম অবস্থায় প্রতিদিন 50 পিপস লাভ করার পাশাপাশি যদি নিজের অভিজ্ঞতা ও দক্ষতা কে বাড়িয়ে তুলতে পারেন, তাহলে কোন না কোন সময় দৈনিক এর থেকে অনেক বেশি লাভ করতে সক্ষম হবেন।
আমি দৈনিক ভিত্তিতে ফরেক্সে ট্রেড করি না। কারণ আমি জানি যে ফরেক্স মার্কেট সবসময় একইভাবে চলাচল করে না। কোন সময় এই মার্কেট অনেক বেশি চলে আবার কোন সময় খুবই ধীরগতিতে চলে। এক্ষেত্রে এই ব্যবসা হতে দৈনিক ভিত্তিতে মুনাফা করা খুবই কঠিন ব্যপার। তাই আমি মনে করি আপনি যদি দৈনিক ভিত্তিতে টার্গেট নিয়ে এখানে কাজ করেন তাহলে আপনি কখনই সফলতার মুখ দেখতে পারবেন না। তাই সবসময় চেষ্টা করুন মাসিক ভিত্তিতে টার্গেট করে চলার।
এটার কোন নির্ধারিত পয়েন্ট নেই যে যত পারে করতে পারে কারণ ফরেক্স এমন একটি ব্যবসা যদি কারও ট্রেড ভালো হয় তবে সে অনেক পিপস কালেক্ট করতে পারবে আবার যদি শুধু ভুল ট্রেড হয় তবে সে কিভাবে মুনাফা বা পিপস কালেক্ট করতে পারবে। অতএব ট্রেডারের উচিত একটি সফল ট্রেডিং প্লান তৈরী করে তার অনুসরণ করা। যদি তার ট্রেডিং প্লানটি আসলেই ভালো হয় তবে যেন কোন অবস্থাতেই সেটা অনুসরন না করে অন্যকোন পরিকল্পনা অনুযায়ী ট্রেড করে। তাহলে দেখা যাবে একটি ভালো প্লান বিফলে যাবে।
৫০/৩০পিপস লাভ করতে হবে।যারা নতুন তারা দিনে ৫-১০পিপস লাভেই যথেষ্ট। আমি সাধারনত ১০-১৫পিপস টার্গেট করে ট্রেড করি।সাওার সাথে ট্রেড ক্লোজ করি।তবে কোন দিন ১০০পিপস আবার কোনদিন ২০ আবার কোনো কোনোদিন লসও হতে পারে।তবে প্রথম দিকেগড়ে ৬০-৮০ পিপস লাভ করাই ভালো
ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন কত পিপস লাভ করা উচিত এটা সঠিকভাবে বলা সম্ভব নয়। এটা নির্ভর করে একাউন্ট ব্যালেন্স এর ওপর ব্যালেন্স যত বড় হবে তত বেশি পিপস নেওয়া সম্ভব হয়।এছাড়া ট্রেডারের ট্রেডিং দক্ষতার ওপর ও পিপসের পরিমাণ নির্ভর করে। আমাদের উচিত প্রতিদিন টার্গেট অনুযায়ী পিপস লাভ করা। প্রফিট ডলারে হিসাব না করে পিপসে হিসাব করা উচিত। এতে করে বোঝা যায় একজন ট্রেডারের ট্রেডিং দক্ষতা কতটুকু। আমার কাছে মনে হয় প্রতিদিন 80 থেকে 100 পিপস নেওয়া যথেষ্ট।
সুন্দর উক্তিটি এটি। পড়াশুনা সাফল্যের প্রথম ধাপ। এবং আমি মনে করি যদি কেউ কোনও কাজ করতে সবকিছু শিখেন তবে তিনি সবার থেকে মুক্ত হন। তারপরে তিনি নিজের ইচ্ছা ও ইচ্ছা অনুযায়ী সঠিকভাবে কাজ করতে পারেন। তবে আপনি যে ব্যক্তির কাছ থেকে শিখছেন তা নির্বাচন করা গুরুত্বপূর্ণ। তিনি যদি বিশেষজ্ঞ বাণিজ্য না হন তবে তাকে ছেড়ে যান। ভুল গাইড লাইনগুলি ট্রেডিং সম্পর্কে খারাপ আচরণ তৈরি করে।
দিনে কত পিপ লাভ করবেন সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না কারন প্রতিদিন লাব করতে গেলে ট্রেডে অনেক চাপ পড়বে। আপনার উচিত হবে মার্কেট এনালাইসিস করে ট্রেডে এন্ট্রি নেয়া কোনদিন আপনি দু তিনটি ভালো ট্রেডে এন্ট্রি নিতে পারবেন আবার কোনদিন ট্রেড নাও করতে পারেন মুলত এনালাইসিস এর উপর সবকিছু ডিপেন্ড করবে।