-
ফরেক্স মার্কেট এ ক্যান্ডেলস্টিক গুলোর মধ্য যেগুলো খুবই গুরুতপূন ১)বুলিশ /বিয়ারিশ এনগালপিং ২)হেমার /ইনভাটেড হেমার ৩)সূটিং এসটার ৪)হ্যাংগিং ম্যান ৫)টুইজার টপ ৬)টুইজার বটম ৭)প্রাইসিং প্যাটান ৮)ডাক ক্যালাউড কভার এবং ৯)পিনবার । মোটামুটি এগুলো ভালভাবে বুঝতে পারলে ট্রেডিং চাট বুঝা যায় ।
-
ফরেক্স ট্রেডিং এ ক্যান্ডিলিস্টিক প্যার্টান খুব বেশি কাজে লাগে । তবে সব সময় ক্যান্ডেল এর উপর ভিত্তি করে মার্কেট পরিচালিত হয় না । অনেক সময় অনেক ক্যান্ডেল ভুল সিগন্যাল দিতে পারে । সঠিকভাবে ক্যান্ডেল প্যাটার্ণ সম্পর্কে জানতে হবে । এছাড়াও রয়েছে সাপোর্ট এবং রেসিসটেন্স ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ক্যান্ডেলস্টিক সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে হবে। ট্রেডে ক্যান্ডেলস্টিক অনেক গুরুত্বপূর্ন।
-
ফরেক্স মার্কেটে আমরা ক্যান্ডেলস্টীক সম্পর্কে ভাল ধারনা থাকে তাহরে আমাদের অনেক ভাল হত কারন মার্কেট এনালাইসিস সম্পর্কে আমাদের খুব কাজ দিত কিন্তু আমাদের ক্যান্ডেলস্টীক এমন কিছু সংকেত থাকে যা আমরা এখনো জানতে পারিনাই। ফরেক্স মার্কেটের টিকে থাকার জন্য এটা আমাদের খুবই প্রয়োজন।
-
ক্যান্ডেল চারট সম্পর্কে ভাল ধারনা থাকলে ফরেক্স মার্কেটে লাভ করা কোন ব্যাপারনা। তবে সেই পর্যন্ত যেতে হলে আপনাকে ফরেক্স নিয়ে অনেক এনালাইসিস করতে হবে। কোন ক্যান্ডেল কি সিগনাল এর জন্য ব্যাবহার করতে হবে সে সম্পর্কে জানতে হবে। তবেই আপনি সাকসেস হতে পারবেন।
-
ফরেক্স মার্কেট এ ক্যান্ডেল স্টিক একটি গুরুত্ত পূর্ণ বিষয় । ক্যান্ডেল স্টিক ছাড়া আপনি ভালভাবে ট্রেড করতে পারবেন না । প্রথমে আপনাকে এটি ভালভাবে জানতে হবে তারপর ট্রেড করতে হবে । তা না হলে আপনি লস করবেন । ফরেক্স মার্কেট এ আপনি টিকে থাকতে পারবেন না ।
-
আমি মনে করি মেটাট্রেডার টার্মিনাল চার্টের ক্যান্ডেলের সাহায্যে সহজেই মার্কেট সম্পর্কে আগাম ধারণা লাভ করা যায়।আমরা যদি প্রতিটা ক্যান্ডেলের নাম এবং তাদের অর্থ বুঝি তাহলেই আমরা ফরেক্সে অনেকটা সফল হতে পারবো। ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড ওপেন এবং ক্লোস করতে হবে। ট্রেড করার জন্য অবশ্যই ক্যান্ডেলস্টিক অনুসরন করার প্রয়োজন রয়েছে।
-
ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত ভিবিন্ন ক্যন্ডেলস্টিক এর মাধ্যমে ট্রেড করি।ক্যন্ডেলস্টিক এর উপর নির্ভর করে আমাদের কে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হয়।এছাড়া আমরা ইকনমিকেল ক্যালেন্ডার দেখেও ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।কিন্তু যখন তা থাকেনা তখন আমরা কেন্ডেলস্টীক এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।তাই আমি মনেকরি কেন্ডেলস্টিক্স হচ্ছে ফরেক্স মার্কেট এর একটি অপরিহার্য বিষয়।যা ছাড়া আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পরবো না।
-
ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে ক্যান্ডালিস্টিক সম্পর্কে ভাল ধারণ*া রাখতে হবে । সাধারনত আমরা মার্কেটে ক্যান্ডাল দেখেই টেকনিক্যাল এ্যানালাসিস করে থাকি । আপনি যদি মার্কেটে ক্যান্ডল ভালভাবে বুঝতে পারেন তাহলে খুবই সহজে আপনি সফলতা পেতে পারেন বলে আমি মনে করি ।
-
আমার মনে হয় মেটাট্রেডার টার্মিনাল চার্টের ক্যান্ডেলের সাহায্যে সহজেই মার্কেট সম্পর্কে আগাম ধারণা লাভ করা যায়।আমরা যদি প্রতিটা ক্যান্ডেলের নাম এবং তাদের অর্থ বুঝি তাহলেই আমরা ফরেক্সে অনেকটা সফল হতে পারবো। ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড ওপেন এবং ক্লোস করতে হবে। ট্রেড করার জন্য অবশ্যই ক্যান্ডেলস্টিক অনুসরন করার প্রয়োজন রয়েছে।
-
ফরেক্সে ক্যান্ডেল স্টিকের গুরত্ব অপরীসিম একথা অস্বীকার করার কোন সুযোগ্ নাই । আবার এর উপর ই সুধু ভরসা কর চলবে না । অন্য এনালাইসেস গুলিও শিখতে হবে এবং ফলো করতে হবে ।
-
ফরেক্স র্মাকেটে ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড ওপেন এবং ক্লোস করতে হবে । ট্রেড করার জন্য অবশ্যই ক্যান্ডেলস্টিক অনুসরণ করার প্রয়োজন রয়েছে এই চার্ট টাইপ এর মাধ্যমে নির্দিষ্ট একটি দিনের বা ভিন্ন ভিন্ন সময়ের মার্কেট প্রাইস তথা ওপেন, ক্লোজ, হাই এবং লো ইত্যাদি দেখা যায় । আমরা বেশী করে এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স মার্কেট এ আপনি ক্যন্ডেলস্টিক দেখে ট্রেড করে অনেক ভাল করতে পারবেন ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ ক্যন্ডেলস্টিক চাট ব্যবহার করে অনেক অনেক ডলার লাভ করছে আপনি যদি ফরেক্স মার্কেট এ সুধু ক্যন্ডেলস্টিক বুঝেন তা হলে আপনি অনেক ডলার লাভ করতে পারবেন তাই আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে চাইলে আপনি ক্যন্ডেলস্টিক বুঝে ট্রেড করতে পারেন তা হলে আপনি ভাল মার্কেট বুঝতে পারবেন
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ক্যান্ডেলস্টিক সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে হবে। ট্রেডে ক্যান্ডেলস্টিক অনেক গুরুত্বপূর্ন। মেটাট্রেডার টার্মিনাল চার্টের ক্যান্ডেলের সাহায্যে সহজেই মার্কেট সম্পর্কে আগাম ধারণা লাভ করা যায়। ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড ওপেন এবং ক্লোস করতে হবে । ট্রেড করার জন্য অবশ্যই ক্যান্ডেলস্টিক অনুসরন করার দরকার আছে বলে আমার মনে হয়।
-
আমরা যে টাইম ফ্রেম দেখে ট্রেড করি সেই চার্টে ক্যান্ডেল স্টীক বহুল ব্যাবহৃত হয়৷এই ক্যান্ডেল স্টীকের অনেক ফর্ম আছে যা দেখে বুঝে আমরা ট্রেডে এন্ট্রী বা ক্লোজ করি৷তবে অবশ্যই ক্লোজড ক্যান্ডেল স্টীক গুলোই একটা মোটমুটি পরিষ্কার ধারণা দিতে পারে৷যা দেখেই দক্ষ ট্রেডারগণ পরবর্তী ক্যান্ডেল শুরুতেই ট্রেড করে থাকেন৷একটা কমপ্লীট ক্যান্ডেল স্টীক একটা নির্দিষ্ট সময়ের ট্রেডিং ফেইস বোঝায়৷যেমন w1 চার্টের একটা ক্লোজড ক্যান্ডেলই বলে দিচ্ছে সারা সপ্তাহের লেনদেন পরিস্হিতি৷যা দেখে বুঝে এনালাইসিস করেই পরবর্তী সপ্তাহের জন্য ট্রেডারগণ ট্রেডের জন্য প্রস্তুতি নেয়৷
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে বিভিন্ন এনালাইসিস করা লাগে তাই আমি মনে করি আমাদের জন্য ক্যান্ডেলস্টিক এনালাইসিস অনেক ভাল । ক্যান্ডেলস্টিক এনালাইসিস ছাড়া আমাদের রিয়েল ট্রেড করা ঠিক না । আমি মনে করি ক্যান্ডেলস্টিক এনালাইসিস ছাড়া যদি কেউ ট্রেড করে তাহলে সে খুব সহজে লস করে বসে থাকবে ।
-
মেটা ট্রেডার প্লাট ফরামে তিন ধরনের চার্ট রয়েছে। এখগানে সবচেয়ে জাপানিজ ক্যান্ডলস্টিক জনপ্রিয়। লাইন চার্ট এবং বার চার্ট তেমন একটা ব্যবহার করা হয় না। সবাই জাপানিজ ক্যান্ডলস্টিক ব্যবহার করে ট্রেড করে থাকে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার প্রথম হাতিয়ার হচ্ছে ক্যন্ডলস্টিক। এমন কোন ট্রেডার খুজে পাওয়া যাবে না যে ক্যন্ডলস্টিক না বুঝে। কারন সাধারন্ত আমরা ক্যন্ডলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড নেই। আর এটা যদি না বুঝি তাহলে ফরেক্স মারকেরট ভালো ট্টেড করতে পারব না।
-
ফরেক্স মার্কেট ট্রেড এর অন্যতম হাতিয়ার হচ্ছে ক্যান্ডলস্টিক। ক্যান্ডলস্টিক না বুঝতে পারলে ফরেক্স মার্কেট কিছুই করা যাবে না। কারন আমাদের সিগ্নাল্গুলো আমরা ক্যান্ডলস্টিক প্যাটার্ন দেখে চিনব। আর সাপোর্ট রেসিস্টায়ন্স ব্যবহার করব।
-
ফরেক্স যারা করেন তাদের সকলের ক্যান্ডলস্টিক সম্পর্কে ধারনা থাকা চাই। কারন ক্যান্ডলস্টীক হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর মূল ভিত্তি। টেকনিক্যাল এনালাইসিস এর ক্ষেত্রে সবাই মার্কেট এ ক্লিয়ার চার্ট ব্যবহার করে থাকেন। ফরেক্স এ ক্যান্ডলস্টিক চার্ট হচ্ছে সবচেইয়ে জনপ্রিয়।
-
কেন্ডেলস্টিক প্যাটানে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা অনেক মজার বিষয় । কারন এখানে আপনি টেকনিক্যাল এনালাইসিস করে শান্তি পাবেন, কেন্ডেলের কনফারমেশন নিয়ে কাজ করতে পারবেন, এর মধ্যে আপনি খুব সহজেই সাপোর্ট রিজিসটেন্স খুঁজে পাবেন, তাছাড়া মনে করেন মোটামুটি কেন্ডেলস্টিক গুলো যেমন : ডোজি, ডোজি স্টার, গ্রেভস্টন ডোজি, ড্রাগনফাই ডোজি, সুটিং স্টার, ইভিনিং স্টার ইত্যাদি আরও যেগুলো রয়েছে সেগুলোর আগাম সঠিক ধারনা নিয়ে ভালভাবে ট্রেড করতে পারলে আমার মনে হয় অনেক বেশি লাভবান বা সফল হওয়া সম্ভব ।
-
ট্রেডে ক্যান্ডেলস্টিক অনেক গুরুত্বপূর্ন। ক্যান্ডেলস্টিক এর উপর আপনার লাভ লস নির্ভর করে। আপনার ট্রেড নির্ভুল হওয়ার জন্য অবশ্যই ক্যান্ডেলস্টিক অনুসরন করতে হবে। ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড ওপেন এবং ক্লোস করতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ক্যান্ডেলস্টিক সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে হবে।
-
ক্যান্ডেলস্টিক গ্রাফে ট্রেড করা খুবই জনপ্রিয়। এটাতে টেকনিকাল এ্যানালাইসিস করতে বেশ সুবিধা। তাছাড়া প্রাইস সম্পর্কীয় ভালো ধারনা করাও যায়।
-
ক্যান্ডেলস্টিক হল এক ধরনের বিশেষ পরিমাপক যার মাধ্যমে ফরেক্স মার্কেটে কোন কারেন্সি কি পরিমান উঠানামা করে তা খুব সহজে নির্নয় করা যায়। ফরেক্স মার্কেটের অন্তভূক্ত কোন একটি কারেন্সি যদি আপনি অ্যানালাইসিস করতে চান তবে সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই ঔ কারেন্সির ক্যান্ডেলস্টিক ভাল ভাবে নির্নয় করতে হবে।
-
ফরেক্স মার্কেটের জন্য ক্যান্ডেলস্টিক সবচেয়ে গুরুত্বপূর্ণ । কেননা এটির মাধ্যমে আপনি খুব সহজেই টেকনিক্যাল এনালাইসিসগুলো করতে খুব সুবিধা হয়। এতে করে স্পট বোঝা যায় মার্কেটের কোন কারেন্সি কি পরিমাণ উঠানামা করতে পারে তা খুব সহজেই নির্ধারণ করা সম্ভব হয়। আর উক্ত ক্যান্ডেলস্টিক এর উপর নির্ভর করে আপনি আপনার লাভ লস এর পরিমাণ নির্ভর করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ক্যান্ডেলস্টিক সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে হবে। ট্রেডে ক্যান্ডেলস্টিক অনেক গুরুত্বপূর্ন। মেটাট্রেডার টার্মিনাল চার্টের ক্যান্ডেলের সাহায্যে সহজেই মার্কেট সম্পর্কে আগাম ধারণা লাভ করা যায়। ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড ওপেন এবং ক্লোস করতে হবে । ট্রেড করার জন্য অবশ্যই ক্যান্ডেলস্টিক অনুসরন করার দরকার আছে বলে আমার মনে হয়।
-
হ্যা বন্ধু আপনি একদম ঠিক বলেছেন কারন প্রতিটা ক্যান্ডেলস্টিক এক একটা বিশেষ সংকেত বহন করে যদি আমরা তার অর্থ বুঝতে সক্ষম হই তবে আমরা ট্রেড করে নিশ্চিতভাবে লাভ করতে পারবো বলে আমি আশা করি। ধন্যবাদ।
-
মেটাট্রেডার টার্মিনাল চার্টের ক্যান্ডেলের সাহায্যে সহজেই মার্কেট সম্পর্কে আগাম ধারণা লাভ করা যায়।ক্যান্ডেলস্ট ক দেখে ট্রেড ওপেন এবং ক্লোস করতে হবে ট্রেড করার জন্য অবশ্যই ক্যান্ডেলস্টিক অনুসরন করার দরকার আছে বলে আমার মনে হয়।
-
আমরা দেখেছি ফরেক্স মার্কেটে মেটাট্রেডার টার্মিনাল চার্টের ক্যান্ডেলের সাহায্যে সহজেই মার্কেট সম্পর্কে আগাম ধারণা আমরা জানতে পারি ।আমরা যদি প্রতিটা ক্যান্ডেলের নাম এবং তাদের অর্থ বুঝি তাহলেই আমরা সহজেই ফরেক্সে অনেকটা সফল হতে পারবো। ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড ওপেন এবং ক্লোস করতে হবে। ট্রেড করার জন্য অবশ্যই ক্যান্ডেলস্টিক ফলো করলে ভাল হয় ।কেননা এটির মাধ্যমে মার্কেটের আগাম বার্তা পাওয়া যায় । যার ফলে আমারা সহজে মার্কেট সম্পর্কে ধারনা লাভ করতে পারি এবং তখন বাই করবো না সেল করবো তা নির্দেশ করে ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট কে তিনভাবে এনালাইসিস করতে হই।কেন্ডেল স্টিক হচ্ছে ফরেক্স মার্কেট এর মুল।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার জন্য এটি যানা খুবই প্রয়োজন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা অনেক গুলো কেন্ডেক স্টিক কে এনালাইসিস করে ট্রেড করি।এতে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারি এবং ট্রেড করে সফল হতে পারি।
-
ভাই এই মার্কেটে ক্যান্ডেলস্টিক দেখে কোন লাভ নেই। আর মার্কেট সম্পর্কে আগাম ধারনা আপনি যে কোন একটা ভাল মুভিং এভারেজের মাধ্যমে নিতে পারবেন। তবে ক্যান্ডেলস্টিক সম্পর্কে আপনি সাময়িক ধারনা নিতে পারেন, কিন্তু এর পেছনে সময় নষ্ট করা বোকামি হবে। তাই আবারও বলবো শুধু মার্কেটের প্রেসার দেখেন তাহলেই অনেক কিছু বুঝতে ও জানতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে অবশ্যয় ক্যান্ডেলষ্টিক সম্পর্কেকে ধারণা নিতে হবে। কারণ ফরেক্স মার্কেটে কেউ যদি ক্যান্ডেলষ্টিক লিষ্ট দেখে ট্রেড করে তা হলে তার ভুল হবার সম্ভাবনা কম। ক্যানন্ডেলস্টিক চার্টের উপর নির্ভর করে মার্কেটের লস লাভ সম্পর্কে সকল ধারণা পাওয়া যায়। এই চার্টের উপর নির্ভর ট্রেড করলে ট্রেডার বেশি লাভবান হতে পারবে।
-
ফরেক্স মার্কেটে ক্যান্ডেলস্টিক এর গুরুত্ব অনেক বেশি। আমি ফরেক্সে ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড অপেন করি।কারণ ফরেক্স মার্কেটে কেউ যদি ক্যান্ডেলষ্টিক লিষ্ট দেখে ট্রেড করে তা হলে তার ভুল হবার সম্ভাবনা কম। ক্যানন্ডেলস্টিক চার্টের উপর নির্ভর করে মার্কেটের লস লাভ সম্পর্কে সকল ধারণা পাওয়া যায়।ট্রেড করার জন্য অবশ্যই ক্যান্ডেলস্টিক অনুসরন করার প্রয়োজন রয়েছে।
-
ফরেক্স মার্কেটে যেটা দেখে ব্যাবসা করব সেটা হল ক্যন্ডেলস্টিক । ফরেক্স মার্কেটে ক্যান্ডেলস্টিক এর গুরুত্ব অনেক বেশি। আমরা মেট্রাট্রেডা টার্মিনালে ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড অপেন করব। আর এই ক্যান্ডেলস্টিক এর উপর নির্ভর করবে আমাদের ট্রেডের লাভ লস দুটোই
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ক্যান্ডেলস্টিক সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। ট্রেডে ক্যান্ডেলস্টিক অনেক গুরুত্বপূর্ন। ক্যান্ডেলস্টিক এর উপর আপনার লাভ লস নির্ভর করে। আপনার ট্রেড নির্ভুল হওয়ার জন্য অবশ্যই ক্যান্ডেলস্টিক অনুসরন করতে হবে। ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড ওপেন এবং ক্লোজ করতে হবে। ক্যান্ডেলস্টিক হচ্ছে পূর্ব দিনের ওপেন, উঠা-নামা এবং ক্লোজ ইত্যাদি থেকে সূত্রের মাধ্যমে বের করতে হয় পরবর্তী দিন মার্কেট কতটুকু নিচে যেতে পারে বা উপরে উঠতে পারে।
-
হাজারো টেডার যারা শুধু ক্যন্ডেলস্টিক এর উপর ভিত্তি করে টেড করে,এবং লাভ করে থাকে।ক্যান্ডেল স্টিক সম্পকে আমাদের সবারই ধানরা আছে।প্রতিটি ক্যন্ডেলস্টিক এর এক একটা নাম ও লক্ষন আছে যা মাকেট মুভমেন্ট এ দেখা যায়।সবার পক্ষে সব স্টিক এর নাম মনে রাখা সম্ভব না,তাই নিদিষ্ট কিছু স্টিক এর নাম ও লক্ষন মনে রেখে আমরা সহজেই লাভ করতে পারি।
-
হ্যাঁ স্পষ্টত সাফল্যের নিজস্ব গুরুত্ব রয়েছে বাস্তবে ক্ষতির তার নিজস্ব গুরুত্ব রয়েছে যেমন আমরা যখন দশটি ক্ষতির মুখোমুখি হই তখন আমরা এই ক্ষতি থেকে অনেক কিছু শিখব এবং আমাদের সেই ক্ষতিগুলি করতে হবে এবং মুনাফার মুখোমুখি হওয়ার সাথে সাথে আমাদের এই কাজগুলি করতে হবে জিনিসগুলি আবার যাতে আমরা সর্বোত্তম লাভ করতে পারি
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ক্যান্ডেলস্টিক সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে হবে। ট্রেডে ক্যান্ডেলস্টিক অনেক গুরুত্বপূর্ন। ক্যান্ডেলস্টিক এর উপর আপনার লাভ লস নির্ভর করে। আপনার ট্রেড নির্ভুল হওয়ার জন্য অবশ্যই ক্যান্ডেলস্টিক অনুসরন করতে হবে। ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড ওপেন এবং ক্লোস করতে হবে। ট্রেড করার জন্য অবশ্যই ক্যান্ডেলস্টিক অনুসরন করার প্রয়োজন রয়েছে
-
ক্যান্ডেলস্টিক মাধ্যমে মার্কেটের আগাম বার্তা পাওয়া যায় । যার ফলে আমারা সহজে মার্কেট সম্পর্কে ধারনা লাভ করতে পারি এবং তখন বাই করবো না সেল করবো তা নির্দেশ করে । ক্যান্ডেলস্টিকের সম্পর্কে যদি আমাদের ধারনা থাকে তাহলে আমাদের লসের পরিমান কম হবে এবং সহজে লাভ করা যাবে । তাই ক্যান্ডেলস্টিক সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক ।
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে অবশ্যয় ক্যান্ডেলষ্টিক সম্পর্কেকে ধারণা নিতে হবে। কারণ ফরেক্স মার্কেটে কেউ যদি ক্যান্ডেলষ্টিক লিষ্ট দেখে ট্রেড করে তা হলে তার ভুল হবার সম্ভাবনা কম। ক্যানন্ডেলস্টিক চার্টের উপর নির্ভর করে মার্কেটের লস লাভ সম্পর্কে সকল ধারণা পাওয়া যায়। এই চার্টের উপর নির্ভর ট্রেড করলে ট্রেডার বেশি লাভবান হতে পারবে।