লাভ বা লস ডিপোজিটের পরিমানের উপর নির্ভরশীল নয়
Quote:
Originally Posted by
ARPONSARKAR1992
আমি জানতে চাই যে ১০০ ডলার ডিপজিট করলে তা থেকে আমি কেমন পরিমানের প্রফিট আশা করতে পারি । কত প্রফিট আশা করা উচিৎ যারা অভিজ্ঞ্য তারা জানান।:tie:
ভাই, ১০০ ডলার ডিপোজিট করে কত টাকা আপনি প্রফিট করতে পারবেন তা আমি বলতে পারবনা। তবে যদি কতটাকা প্রফিট আশা করতে পারেন এটাই বলে থাকেন তবে আমি বলতে চাই যে, এই ১০০ ডলার দিয়ে আপনি বিলিনিয়র হতেও পারেন। লাভ বা লস নির্ভর করে একজন ট্রেডারের ট্রেডিং কৌশলের উপর, ডিপোজিটের উপর নয়। ডিপোজিট বেশি হলে হয়তো একটা ক্যালকুলেশন দিয়ে আনুমানিক একটা ধারনার ব্যাখ্যা দেওয়া যেত কিন্তু ১০০ ডলার ইনভেষ্ট এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ মার্কেটে খুব অল্প পরিমানের হয়ে যায়। তবে চেষ্টা করবেন, কারো যদি ১০০ ডলার ইনভেষ্ট থাকে তবে প্রতিমাসে প্রফিট টার্গেট যেন ১০ থেকে ১৫ ডলারের বেশি না হয়।