ফরেক্স মার্কেট কখন ভাল থাকে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। ফরেক্স মার্কেট ওঠানামা করে কোন দেশের অর্থনীতির উপর। কোন দেশের কারেন্সি কখন কোন দেশের কারেন্সির বিপরীত যাবে তা নির্দিষ্ট করে বলা যায় না। তবে রাত ১০ টার পর মার্কেট ভাল থাকে বলে আমি মনে করি।
Printable View
ফরেক্স মার্কেট কখন ভাল থাকে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। ফরেক্স মার্কেট ওঠানামা করে কোন দেশের অর্থনীতির উপর। কোন দেশের কারেন্সি কখন কোন দেশের কারেন্সির বিপরীত যাবে তা নির্দিষ্ট করে বলা যায় না। তবে রাত ১০ টার পর মার্কেট ভাল থাকে বলে আমি মনে করি।
আসলে আমি মনে করি ফরেক্স মার্কেটে যখন মার্কেটে ভালো মুভমেন্টে হয় সেই সময়গুলোকে আমরা ভালো মার্কেট বলতে পারি।যেমন বাংলাদেশ সময় দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মার্কেটে অনেকটা ভালো মুভমেন্ট লক্ষ করা যায়।এসব সময়গুলোতে মার্কেটে ভালো পজিশনে এন্ট্রেি নিতে পারলে অনেক ভালোভাবে বেশকিছু পিপস প্রফিট করা যেতে পারে।
যখন মার্কেট বেশি মুভমেন্ট করে সেই সময়কেই আমরা মার্কেটের ভাল সময় বলে মনে করি। আসলে এ রকম কোন কথা ফরেক্স এ নেই। ফরেক্স মার্কেট সব সময়ই ভাল। যদি আপনি ট্রেড বুঝতে পারেন মার্কেটের মুভমেন্ট ধরতে পারেন। সাধারনত বেশির ভাগ ট্রেডাররা রাতেই বেশি সময় ট্রেড করে থাকে। কেননা তখন মার্কেটের মুভমেন্ট বেশি হয়ে থাকে। তবে অনেকক্ষেত্রে দুপুরের দিকে কিংবা সকালেও মার্কেটে প্রচুর মুভমেন্ট হয়ে থাকে।
মার্কেটের মুভমেন্ট ৩ ধরনের হয় যথাঃ
১।আপট্রেন্ড
২।ডাউনট্রেন্ড ও
৩।সাইডওয়ে।
মার্কেটের জন্য উপযুক্ত সময় হল আপট্রেন্ড বা ডাউনট্রেন্ড এ যাই।কারন সেই সময় যদি আপনি বুঝে শুনে ট্রেড করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন।কিন্তু এই সময় যে কখন হবে তার কোন ঠিক ঠিকানা নেই।এর জন্য মার্কেটে ধৈর্য নিয়ে বসে থাকতে হবে।
ফরেক্স মাকেটে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ফরেক্স থেকে কিভাবে সহজে আয় করা যাবে | ফরেক্স কি শুধু যন্ত্রনা দেইয় নাকি আনান্দ ও দেয় | ফরেক্স আমাকে আয় দিবে কিন্তু আমি বুঝতে পারছি না ফরেক্স থেকে সহজে কিভাবে আয় করব ফরেক্স আমি অনেক লস এ আছি আমাকে কেও কি বল
কোন সময় ভাল থাকে মানে সঠিক ভাবে বুঝতে পারিনাই। মার্কেট ভাল থাকে মানে মার্কেটের মুভমেন্ট ভাল থাকে বিশেষ করে নিউইওর্ক ও লন্ডন সেসনে। মানে বাংলাদেশ সময় দুপুর বারোটার পর থেকে, সন্ধ্যা পর্যন্ত। তবে মার্কেটে বড় কোন নিউজ থাকলে মার্কেট ভাল মুভ করে।
যে সময় মার্কেটে কোন নিউজ থাকে না সেই সময় ফরেক্স মার্কেটে বেশী ওঠা নামা করে না । অামরা তখন যদি এই ফরেক্স মার্কেটে ট্রেড করি তাহলে অবশ্যই সফলকাম হওয়া সম্ভব । সুতরাং ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও এই ব্যবসা ধৈর্য্যের সাথে করার চেষ্টা করেন তাহলেই লাভবান হতে পারবেন ।
আমরা জানি ফরেক্স মার্কেটের ভাল মন্দ দুটোই আছে। তবে বিভিন্ন দেশের যদি অর্থনৈতিক অবস্থা উপর ফরেক্স মার্কের ভালমন্দ নির্ভর করে। তবে আমর মতে ফরেক্স মার্কেট যখন অতিরিক্ত উঠা-নামা না করে নির্দিষ্ট পরিমানে ধীরে ধীরে উঠে এবং ধীরে ধীরে নামে সে সময়ের মার্কেট ভাল কেননা অতিরিক্ত উঠা- নামার মধ্যে বুঝা যায় না যে মার্কেট কোন দিকে যাবে।
ভাই ফরেক্স মাকেট হল রিক্সি মাকেট এ মাকেট কখন ভাল থাকবে আয় কখন খারাপ থাকবে তা কেও বলতে পারবে না | আপনি যদি সব সময় ফরেক্স মাকেটে থাকেন তবে আপনি বুঝতে পারবে ফরেক্স মাকেট কখন ভাল হতে পারে না খারাপ হতে পারে ধন্যবাদ |
আমার মতে মার্কেট সব সময় একটিভ থাকে না। তাই যখন একটিভ থাকে তখন ট্রেড করা উচিত। আর ট্রেড করলে তখন দ্রুত প্রফিট করা যায়। কিন্তু যখন মার্কেট ঘুমিয়ে থাকে তখন ট্রেড না করাই ভালো। দুপুরের পর থেকে আমি মার্কেট এ থাকি। কারন তখন মার্কেট ভাল মুভ করে।
ফরেক্স মার্কেট নিদিষ্ট সময় অনুযায়ী ভাল খারাপ হয় না । কারণ ফরেক্স একটি আন্তর্জতীক মুদ্রার বাজার এই মার্কেট রাত দিন ২৪ ঘন্টা ওপেন থাকে, আপনার যে সময় দিন সেই সময় অন্য কোন দেশে রাতার আপনার যে সময় রাত সেই সময় অন্য কোন দেশে দিন, সুতারাং ফরেক্সে ভাল সময় বলে কথা নাই।
ফরেক্স মার্কেটে যে কোন সময় ভাল থাকে তা নির্দিস্ট করে বলা সম্ভব না।কারন মার্কেতের একেক সময় একেক মুভ মেন্ট থাকে। আপনি যদি ভাল আয় করতে চান তাহলে মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড করতে হবে।সাইডওয়ে তে যখন মার্কেট অবস্থান করবে তখন ট্রেড করা যাবে না।
কোন সময় মার্কেট ভাল থাকবে আবার কোন সময় মার্কেট খারাপ থাকবে সেটা কোন বিষয় না। এক মুদ্রার জন্য মার্কেট খারাপ হলে অন্য মুদ্রার জন্য মার্কেট ভাল। তাই ফরেক্সে নিয়মিত ঘুরলে, বিভিন্ন দেশের অর্থনীতিক অবস্থার খোজ খবর নিলে ভাল ভাবে বুঝা যাবে কখন মার্কেট ভাল আর কখন মার্কেট খারাপ থাকবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস শিখতে হবে ভালভাবে। তবে ফরেক্স মার্কেটের যে নিউজ গুলো প্রকাশ হয় তা দেখে ট্রেড করতে পারেন । এসব নিউজ উপর ভিত্তি করে সাধারনত মার্কেটের মুভমেন্ট হয়। মার্কেটের মুভমেন্ট বিবেচনা করে ট্রেড করতে পারলে ভাল আয় করা যায়। সাধারনত বাংলাদেশ সময় সন্ধ্যা থেকে রাত ০১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপূযোক্ত সময় বলে আমি মনে করি । ওই সময় মার্কেটের মুভমেন্ট খুব ভাল থাকে এই সময়ের মধ্য করতে ট্রেড পারেন।
ফরেক্স মার্কেট যখন অতিরিক্ত উঠা-নামা না করে নির্দিষ্ট পরিমানে ধীরে ধীরে উঠে এবং ধীরে ধীরে নামে সে সময়ের মার্কেট ভাল কেননা অতিরিক্ত উঠা- নামার মধ্যে বুঝা যায় না যে মার্কেট কোন দিকে যাবে।বাংলাদেশ সময় দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মার্কেটে অনেকটা ভালো মুভমেন্ট লক্ষ করা যায়।এসব সময়গুলোতে মার্কেটে ভালো পজিশনে এন্ট্রেি নিতে পারলে অনেক ভালোভাবে বেশকিছু পিপস প্রফিট করা যেতে পারে।
আমি বলবো কোন একটি কারেন্সির তখনই ভাল থাকে অর্থাৎ ট্রেড করার জন্য উপযুক্ত থাকে যখন ঐ কারেন্সির চাহিদা অনেক বেশি থাকে অর্থাৎ ঐ কারেন্সি ব্যাবহার করে ট্রেড করার পরিমান বেশি থাকে আর তখনই সার্বিক মার্কেট ট্রেড করার জন্য ভাল থাকে কিন্তু এটি কোন নিদৃষ্ট সময়ে ঘটে না এটি ট্রেডারদের চাহিদার উপর নির্ভর করে থাকে।
ফরেক্স মার্কেট যেকোন সময়তে ভাল থাকে আবার যে কোন সময়তে মুভমেন্ট করে না। তার পরেও ট্টেইনারদের ধারনা মতে কিছু কিছু সময়তে ফরেক্স মার্কেট অনেকটা ভাল থাকে। আমার মতে ফরেক্স মার্কেট রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত অনেকটা মুভমেন্ট করে মার্কেট ভাল থাকে।
আমাদের বিকেল থেকে রাত১০ টা/ ১১টা পর্যন্ত পশ্চিমা দেশ গুলিতে অফিসিয়াল পিক টাইম তাই এ সময় ট্রেড বেশি হয়। এ ছাড়া কারেন্সি পেয়ার এর দেশের নিউজ এর দিন এ ট্রেড অস্থির থাকে তাই যাদের পুঁজি কম তাদের এ দিন ট্রেড না ক্রাই ভালো।
আসলে মার্কেট ভাল মন্দ নির্ভর করে কোন দেশের লেনদেন কোন সময় হবে তার উপর নির্ভর করে সে জন্য নিউজ দেখলে বোঝা যাবে এজন্য নিউজের উপর নির্ভর করে মার্কেটের ভাল মন্দ আর সাভাবিক অবস্থায় বাংলাদেশ টাইম দুপুর 2 টা থেকে রাত ১১ টা পর্যন্ত মাকেট ভাল থাকে।
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে তাই বলে আপনি কিন্তু ২৪ ঘন্টা ভাল টেড পাবেন না বাংলাদেশ টাইম সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ফরেক্স মার্কেট এ টেড করতে পারেন কারন এই সময় ফরেক্স মার্কেট এ ভাল টেড থাকে আমি এই সময় এর মধ্য ফরেক্স মার্কেট এ টেড করার চেচটা করি আমার টেড ইং সিস্টেম এ ভাল টেড পেলে আমি এই সময় এ ভাল লাভ ও করি লন্ডন ও আমেরিকার টাইম টেড করার জন্য বেস্ট
আমি মনে করি আমাদের দেশের সময় অনুযায়ী রাতেই ফরেক্স মার্কেট এ ট্রেড করা আমাদের জন্য ভালো হবে।আমি নিজেও রাতে ফরেক্স মার্কেট এ রাতে ট্রেড করি। এতে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারি।আসলে আমাদের দেশে যখন রাত থাকে তখন অন্য দেশে দিন থাকে।তখন তাদের অফিস এর সময়। তাই তখন যদি আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি তাহেল ভালো ভাবে ট্রেড করার যাবে।তাই পারলে সেই সময় ট্রেড করুন।
ফরেক্স মার্কেট কোন সময় ভাল থাকে এইটা নির্ভর করে ব্যক্তির উপর । আপনি মার্কেট টা কে কী ভাবে দেখছেন বা আপনার ফরেক্স ট্রেডিং স্টাটেজি কী । ধরুন আপনি স্কালপিং করেন তাহলে মার্কেট আপনার জন্য রাতের দিকটা ভাল হবে । আর আপনি যদি সট টাইম বা লং টাইম ট্রেড করেন তাহলে আপনার জন্য দিনের অন্যান সময় । তবে মাকেট বাংলাদেশ টাইম দুপুর ২ টা থেকে রাত ৯ টা পয়ন্ত বেশী উঠানামা করে । আর রাত ১০ টা থেকে সকাল ৮ টা পয়ন্ত মার্কে ট শান্ত থাকে ।
ভাই ফরেক্স মাকেটে কোন সময় ভাল থাকে তা কে ও আপনাকে বলতে পারবে না | ফরেক্স মাকেটে সম্পরকে জানতে হলে মাকেটে থাকতে হবে তবেই আপনি বুঝতে পারবেন ফরেক্স মাকেটে কোণ সময় ভাল থাকে আর কোন সময় খারাপ থাকে | আপনি মাকেটে সম্পরকে ধারনা না রাখেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন না |
আমাদের দেশের সময় অনুযায়ী রাতেই ফরেক্স মার্কেট ভালো থাকে।এই সময় যদি আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন তাহেল আপনি ফরেক্স মার্কেট এ ভালো আয় করতে পারবেন। আমিও ফরেক্স মার্কেট এ রাতে ট্রেড করি। এতে আমি ফরেক্স মার্কেট থেকে ভালোই আয় করতে পারি। পারলে এক সপ্তা রাতে ট্রেড করে দখুন আসা করে ভালো হবে। আমিও ভালো ফল পাচ্ছি। আসা করে আপনিও ভালো ফল পাবেন।সেসটা করে দেখতে পারেন।
ফরেক্স মার্কেট কম আর বেশী সব সময়ই ভঅল থাকে। যে কোন সময়তেই ফরেক্স এ ট্টেড করা যায়। ফরেক্স মার্কেট কিছু কিছু সময়তে অনেকটা উঠানামা করে, আবার কিছু কিছু সময়তে ফরেক্স মার্কেট বেশী একটা মুভমেন্ট করে না। তবুও আমার জানা মতে এবং ধারনা মতে ফরেক্স মার্কেট রাতে অনেকটা ভাল থাকে এবং ফরেক্স মার্কেট মুভমেন্ট করে।
মার্কেট ইস অলয়েস রাইট। লস করছেন ভাবছেন মার্কেট খারাপ কিন্তু সেখানেই আরেকজন লাভ করছে। তবে এটা থিক মাঝে মাঝে ফেক ব্রেকাউট হয়। তবে লস তো হবেই। তাই আমরা এস এল দেই। আগে আপনাকে ত্রেন্দ বুঝতে হবে তারপর অই দিকে ট্রেড করতে হবে।
12:15 To 23:15 PM bangladesh time ফরেক্স ট্রেড করার জন্য ভাল। তবে বিকেল 4: পি এম থেকে ট্রেড করলেও চলে। আমি ট্রেড করি এই টাইমের মধ্যে।
ফরেস্ক কখন মার্কেট ভালে যাবে সে কথা বলা একে বারে বলা যায় না তবে ফরেস্ক ফ্যাক্টরিস এর মাধ্যমে কিছু ধারন পাওয়া যেতে পারে । যখন নিউজ ফ্রালস হয় তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে ভিবিন্ন সিগন্যাল এর *উপর যে সিগন্যাল কোন দিকে যায় সে অনুয়ায়ী আমাদের ট্রেড করতে হবে । তাহলে ভাল ফল আশা করা যেতে পারে।
আপনি যদি USD/JPY,Aud/USD ট্রেড করেন তাহলে বাংলাদশে সময় 6:30 হতে ভাল সময় ট্রেড করার জন্য, আর GBP/USD, EURO/USD, এর ক্ষেত্রে বিডি টাইম 12:15 পি এম হতে রাত্রী 11:00টা।
আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দিনে 12:00 ঘটিকারে পর থেকে শুরু করতে পারেন তা না হলে বিকেল 4:30 ভাল সময় ট্রেড করার জন্য।
প্রত্যেক মাসের শেষের শুক্রবার 4 পি এম এর পর থেকে 100% মাকের্ট ভাল থাকে। যেমন ধরন আজকে ট্রেড করার জন্য ভাল সময় আপনি ট্রেড ধরতে পারেন ক্নিতু দেখে বুঝে ছোট লট সাইজে কারন শুক্রবার এইটাও *কিন্তু মাথায থাকতে হবে।
যখন ফরেক্স মার্কেটে কোন নিউজ না থাকে তখন আমরা মার্কেট এ্যানালাইসিস করে তারপর ট্রেড করলে আশা করি লাভবান হওয়া যাবে । যে ট্রেডার যত বেশী মার্কেট নিয়ে গবেষণা করবে সে অবশ্যই ভালো ফল পাবে । অতএব বেশী বেশী আমরা ফরেক্স মার্কেটে সময় দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন কিভাবে লাভবান হওয়া যায় ।